হুম! আগামীতে জিটিএ ৫ গেমটির Walkthrough নিয়ে আসবো! দারুণ হবে তাই না?? আজ ফারক্রাই ৩ এর ৩য় খন্ডে চলে এসেছি। ফারক্রাই ৩ এর পরবর্তী মিশনগুলো একটু কঠিন এবং পাজল ধরণের। তাই ধৈর্য্য এবং সময় নিয়ে এগুলো খেলতে হবে। চলো চলে যাই ফারক্রাই ৩ এর দুনিয়ায়!!!
সেভিং অলিভার মিশনটি গেমটির ১৫তম মিশন। আগের মিশনে রঙ্গোর দেওয়া ডকুমেন্টস থেকে তুমি জানতে পারো যে তোমার বন্ধু অলিভারকে ভাস এর লোকেরা সমুদ্র বন্দরে নিয়ে আসছে বেঁচে দেবার জন্য! এখন তোমায় সময় এসেছে তোমার বন্ধুকে বাঁচানোর।
ওহ! অনেকগুলো অবজেক্টটিভ! মানে বড় মিশন!
রঙ্গোর বাসা থেকে প্রায় কাছাকাছিই পশ্চিম দিকে গাড়ীবহরটি আসবে। রাইস ফিল্ডে এখনো মাইন্ড রেখে দেওয়া রয়েছে তাই সাবধানে চলে যাও!
গাড়ীবহরটিতে হামলা দেওয়ার পরও অলিভারকে যেখানে পাবে না তুমি। উলিস তোমাকে পরবর্তী লোকেশন পাঠাবে। তোমাকে এখন সেই পয়েন্টে যেতে হবে। সময় থাকবে মাত্র ১ মিনিট ৪০ সেকেন্ড! দৌড়াও!
এই এরিয়াকে ওয়াটার ফলের পাশেই একজন পাইরেট থাকবে। একে নিশব্দে হত্যা করো। এবং সামনে আরো ৩ জন পাইরেট থাকবে। একজনকে পেছন থেকে টেকডাউন করে G বাটন চাপ দাও। তার গ্রেণেড একটিভ করে সামনের দুজনও মারা যাবে বোমা ফেটে! দারুণ টেকনিক!
পয়েন্টে আসার পর ক্যামেরা বের করো Z বাটন চেপে। এবং মাউসের সাহায্যে জুম বাড়িয়ে অলিভারকে সনাক্ত করো। এখন স্নাইপার রাইফেল দিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। এখানে অনেকগুলো তেলের ড্রাম রয়েছে যেগুলোতে গুলি করলে ফাটবে। অনেকগুলো পাইরেটদের হত্যা করার জন্য তেলের ড্রামে গুলি করতে পারো তুমি।
অলিভারকে গার্ড দিতে দিতে বোটের কাছে এনে দিলে এবার তোমাকে নদীতে ঝাঁপ দিতে হবে। সাতঁরিয়ে বোটে উঠো এবং বোটের অস্ত্রে উঠো। এখন তোমার কাজ হবে বোটকে রক্ষা করা! হেলিক্পটার থেকে পাইরেটরা গুলি ছুড়বে তাই সাবধান! হেলিক্পটারটি ধ্বংস করার পরই একটি কাটসিন শুরু হবে এবং মিশন সাকসেসফূল!
অলিভারকে বাঁচানোর পর এখন তোমার ছোট ভাই রাইলিকে বাঁচানো সময় এসে গেছে।
গুহাতে রাইলিকে পৌছিয়ে দেবার পর এবং লিজার সাথে কথা বলার পর তোমাকে গুহা হতে বের হতে হবে। এরপরই উলিস একটি তথ্য (intel) দিবে যে বাক (Buck) নামের এক ব্যক্তি রয়েছে ব্যাডটাউনে যার কাছে কেইথ রয়েছে। কেইথ হলো জেসনের আরেক হারিয়ে যাওয়া বন্ধু।
ব্যাডটাউনে আসার পর বাক কে তুমি বারের ভিতরই পাবে। বারে প্রবেশ করো এবং লোকটির সাথে কথা বলো, একটি কাটসিন চালু হবে।
বাক তোমার কাছে ওই প্রাচীন ছুড়িটি চাইবে, বিনিময়ে তুমি কেইথকে পাবে। যাবতীয় কথা বার্তা শেষ হলে বার থেকে বের হও এবং ব্যাডটাউনের কাছেই নস্টালজিয়া নামের একটি বোট রয়েছে যেখানে তোমাকে যেতে হবে। সমুদ্রের কাছেই একটি জেট স্কাই রাখা রয়েছে সেটিতে চড়ে বোটের কাছে যাও নাহলে সাঁতার কাটলে হাঙ্গরের পেটে যাবে!!
বোটের কাছাকাছি আসতেই জেট স্কাই হতে নেমে যাও, নিরবতাই যুদ্ধের সফলতার চাবিকাঠি!
সাইলেন্সার অস্ত্রগুলোর সাহায্যে বোটের পাইরেটদের নিশ্চুপ ভাবে হত্যা করো। এখন বোটের গভীরে তোমাকে যেতে হবে। লোডিং স্ক্রিণ শেষ হবার পরই আরেকটি পাইরেট তোমার সামনে পড়বে, ওকে স্টেইথ কিল করো।
এভাবে পয়েন্ট অনুসারে একের পর এক রুম পার হতে থাকো। লক্ষ্য রাখবে যে, প্রতিটি রুমে ২/৩টি পাইরেট গার্ডে রয়েছে। আর ধরা পড়ে গেলে তড়িৎ এর্লাম নিষ্ক্রিয় করে দিতে ভুলো না যেন!
লাষ্ট রুমে প্রবেশের আগে হেভি আরমর পরিহিত এবং মেশিনগান অস্ত্র সম্বলিত একটি পাইরেটের মুখোমুখি হতে হবে তোমাকে। পর পর ৪টি গ্রেণেড অথবা দুটি আরপিজির সাহায্যে উনাকে খুন করা যাবে। যাই হোক, রুমে প্রবেশ করে ল্যাপটপের কাছে গিয়ে E বাটন চাপলেই একটি কাটসিন চালু হবে।
কাটসিনে দেখাবে যে , জেসন ল্যাপটপটি হ্যাক করে এবং প্রাচীন ছুড়িটির অবস্থান জানতে পারে, ছুড়িটি ৩টি লক এর সাহায্যে পানির নিচের একটি শহরে এক রাজার কফিনের ভিতর সংগ্রহিত করা অবস্থায় রয়েছে।
হঠাৎ জেসন বুঝতে পারে যে, ল্যাপটপে বোম ফিট করা রয়েছে!! দৌড়ে রুম থেকে জেসন পালায় এবং বোম বুম!!
এবার জাহাজটি ডুবে যাচ্ছে, জলে ডুবার আগেই তোমাকে জাহাজ হতে বের হতে হবে। শ্বাস ধরে রাখার জন্য পথিমধ্যে অক্সিজেন টিউব পাবে। এগুলোর সৎ ব্যবহার করো।
জাহাজ হতে বের হবার সময়ই অক্সিজেনের অভাবে তোমার জ্ঞান হারাবে, এবং জ্ঞান ফিরলে বাক তোমাকে সমুদ্র সৈকতে পাবে। বাক তোমাকে ছুড়ির ব্যাপারে জানতে চাইলে, তুমি তাকে বলবে যে একটি কমপাস এর সর্ম্পকে জেসন জানতে পেরেছে, যার ৩টি অংশ রয়েছে যেগুলো জোড়া লাগালেই ছুড়িটির অবস্থান জানা যাবে।
পর পর কয়েকটি মিশন একই সুত্রে গাঁধা। বেশি বড় হয়ে যাওয়ায় ঊবিসফট এগুলোকে কয়েকটি মিশনে ভাগ করে দিয়েছে।
ওহ! কতগুলো অবজেক্ট!! যাই হোক বাক বেটাকে তুমি তোমার অবস্থান হতে উত্তরপশ্চিমেই পাবে। বাকের সাথে কথা বলার পর তুমি জানতে পারবে যে, বাক আগে থেকেই ছুড়ির অবস্থান জানে এবং সে তোমাকে লিং কন এর কাহিনী বলবে।
কাহিনী বলা শেষ হলে, বাঙ্কারটির প্রবেশ দরজা তোমার সামনেই। ঢুকে পড়ো। ঢুকার পর সামনে দিকে যাও, এবার ডান দিকে মোড় নাও, দেখতে পাবে একটি চিহ্ন দেয়ালে রয়েছে, এটাতে উঠতে পারবে উপরের দিকে।
তবে সর্তক থাকতে হবে সাপ!!! হ্যাঁ এই পুরো বাঙ্কারটিকে অসংখ্য সাপ রয়েছে!
শেষের দিকে অনেক পাইরেট আসবে তোমাকে আক্রমণ করতে! সবাইকে বুদ্ধি করে হত্যা করে ফেলো। এবার তোমার সামনে মুল বাঙ্কারের প্রবেশ পথে ডাইনামাইক লাগানো থাকবে! বোম দিয়ে (C4) উড়িয়ে ফেলো!!
বাঙ্কারে প্রবেশ করেই একটু সাবধান থাকবে। কারণ বাম দিকের ওয়াল ঘেঁষে একটি সাপ রয়েছে। হলটির শেষে এসে পানিতে ঝাপ দাও এবং একটি কুমিরের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হউও!
কুমিরের সাথে যুদ্ধ শেষে সাতাঁর কেটে পানি পথটি পার হউ। উপরে উঠো এবং আবারো চলতে থাকে। মাঝে এক জায়গায় কিন্তু জমিন নেই। তাই লাফ মেরে যেতে হবে, মনে রাখবে।
গুপ্তধনের রুমে প্রবেশের জন্য তোমাকে একটি পাজল সমাধান করতে হবে। সমাধান করে গুপ্তধনের রুমে প্রবেশ করো এবং কম্পাসটি তুলে নাও।
তুলে নেওয়ার সাথে সাথে পুরো গুপ্তধনের রুমটি ধ্বংস হতে থাকবে। এবার সমস্ত আন্ডারগ্রাউন্ড বিল্ডিং ধসে পড়াই আগেই তোমাকে এখান থেকে বের হতে হবে! সো দৌড়াও বাছা! দৌড়াও!
গুহা থেকে বের হবার পথিমধ্যে একটি আলোর উৎম দেখতে পারবে। সেখানে যাবা মাত্রই একটি কাটসিন চালু হবে এবং আবারো বাক তোমাকে সেখান হতে তুলে আনবে।
মিশনটি শেষ হবে তুমি কম্পাসের দুটি অংশ জোড়া লাগাবে এবং কম্পাসটি একটি উজ্জল বর্ণ ধারণ করবে।
হুম! আমরা গেমটির ১৮তম মিশনটিতে চলে এসেছি।
তোমার বর্তমান অবস্থান থেকে নর্থওয়েষ্ট এ একটি খনন সাইটে বাগ কে খুঁজে পাবে। তার সামনে আসা মাত্রই একটি কাটসিন শুরু হবে।
তার সাথে আলোচনা শেষ হলে মাইনে প্রবেশ করো লিফট এর ব্যবহার করে। নিচে যাবার পর সামনে দিকে যেতে থাকো।
এখানে একটি মাইন কার্ট পাবে, সেটিকে পুশ করে সামনে দিকে ঠেলে দাও। কার্টটি যেতে যেতে ব্রাষ্ট হয়ে যাবে পাইরেটেদের কাছে গিয়ে।
সকল পাইরেটদের হত্যা করার পর পাথ অনুসারে আগাতে থাকো। পথের শেষে আসলে, তোমার সামনে একটি পাইরেট ক্যাম্প থাকবে। এটার পাশেই একটি ব্রিজ রয়েছে এবং সেটাকে তোমার পার হতে হবে। ব্রিজের ওই পাশে দুই জন স্নাইপারওয়ালা পাইরেটরা পাহারা দিচ্ছে। তাই তাদেরকে আগে হত্যা করো এরপর আসতে আসতে ব্রিজটি পার হউ। ব্রিজটির পার হবার পরবর্তী অংশে আরো দুইজন নরমাল পাইরেট পাহারা দিচ্ছে। তাদেরকে তোমার খুশিমত খুন করতে পারো।
এবার একটি দরজার খোঁজ করতে হবে তোমার। উপরের দিকে উঠতে থাকো পেয়ে যাবে। তবে দুইজন মটোলভ এবং একজন হেভি আরমরওয়ালা মেশিন গান ম্যান পাবে রাস্তায়। মটোলভ গুলোকে সহজেই হত্যা করতে পারবে তুমি তবে আরমর ম্যানকে হত্যা করতে হলে আগে তার হেলমেটে গুলি করে হেলমেট উড়িয়ে দিয়ে তারপর মাথায় নিশানা দিয়ে গুলি করতে হবে তোমাকে।
টানেলের ভিতরে আরো গুটি কয়েক পাইরেট থাকবে। তাদের কে হত্যা করতে হলে তাদের উপরের কাঠের স্ট্রাকচারে গুলি করলেই তাদের উপরে ধসে পড়বে সেগুলো। ব্যাস! তবে সাবধান! তোমার উপরেও ধসে পড়তে পারে যদি পাইরেটরা তোমার উপরের সিলিং এ গুলি করে যদি!
প্রথম রুমটি ক্লিয়ার করার পর দ্বিতীয় রুমে যাও। দ্বিতীয় রুমে মোট ৪ জন পাইরেট রয়েছে। তাদের মধ্যে একজন স্নাইপারও রয়েছে। দ্বিতীয় রুমটি ক্লিয়ার করার পর রহস্যময় রুমের প্রবেশ পথের দিকে এগিয়ে যাও। একটি গো-সাপ রয়েছে আশেপাশে! একটু খেয়াল রেখে যেও।
রুমের নিচে গিয়ে একটি সুইচ রয়েছে, সেটিকে ব্যবহার করে একটি গুপ্ত পথ আবিস্কার হবে। সিড়ি বেয়ে সেই পথ দিয়ে নিচে নামতে থাকো। আরেকটি গো-সাপ পাবে।
নিচের দিকে এসে পড়ার পর এবার সময় এসেছে লাফানোর! কারণ রাস্তার অনেক অংশে মাটি নেই। আর একবার নিচে পড়ে গেলে . . . . . ..
নিচে এসে লিফটকে খুঁজতে থাকো। সামনে গিয়ে বামে যাও, এবং উপরের দিকে তাকাও , লিফটকে খুঁজে পাবে।
লিফটে চড়ে নিচে নামার সময় হঠাৎ লিফটটি ধসে পড়বে নিচে এবং তুমি একটি রহস্যময় আন্ডারগ্রাউন্ড কিংডমে চলে এসেছো।
বহু দুরে একটি চাইনিজ রুম দেখতে পাবে। সেটার ভিতরেই কম্পাসের তৃতীয় পিস রয়েছে। যাও পিক ইট আপ।
তৃতীয় পিসটি তোলার পরই পুরো আন্ডারগ্রাউন্ড শহরটি ধসে পড়তে থাকবে। দৌড়াও বাছা!
কম্পাসের তৃতীয় পিস সংগ্রহ করার পর সেটিতে একত্রে জোড়া লাগানো পর সেটি এখন ছুড়ির অবস্থান সর্ম্পকে তোমাকে সঠিক তথ্য দিবে। চলো এবার প্রাচীন ছুড়িটি তে হাতে নেওয়া যাক!
হেহ! বার বার এই বাক মামুর সাথে আলোচনা করতে হয়। যাই হোক, এবার একটি পাথরের উপ্রে শোয়া অবস্থায় বাক কে খুঁজে পাবে তুমি। সে লিংক কনের বাকি কাহিনী তোমাকে শোনাবে।
এবার তোমাকে মাটির নিচে লুকানো রহস্যময় টম্ব এর থেকে সেই ছুড়িটি উদ্ধার করতে হবে। কোনো কিছু না ভেবে সামনের খাঁদে লাফ দাও!!
ডোবায় ঝাঁপ দেবার পর ডান দিকে তাকাও। পাথরের পর পাথর দিয়ে উপরে দিকে চলে যাবার মতো একটি রাস্তা পাবে। ফলো দেট রাস্তা! উপরে ঊঠতে ঊঠতে টম্বের প্রবেশ পথ পেয়ে যাবে। ভিতরে যাও! হাহাহা একটা একটি নকল প্রবেশ পথ!!
আসল প্রবেশ পথটি খুঁজে বের করো। সামনে দিকে যেতে থাকো। এখানে তোমাকে বিনোদন দিতে আসছে অনেক পাইরেট এবং তাদের কুকুরগুলো!!
পাইরেট এবং তাদের কুকুরগুলোর সাথে যুদ্ধ করতে করতে রাস্তাটি কে ফলো করতে থাকো । জিপলাইনের সাহায্যে প্রতিটি রাস্তা পার করার পর একটি পর্যায়ে তুমি গরম পানির উৎসের কাছে চলে আসবে। পানিতে নেমো না, যত তাড়াতাড়ি পারো এই পথকে ক্রস করো। উপরে পাইরেটরা গুলি করতে থাকবে!
গরম পানির পথকে ক্রস করার পর নিচে একটি নদী পাবে এবং তোমার সামনেই একটু দুরে খুঁজে পাবে সেই রহস্যময় টম্বকে!
টম্ববের ভিতরে গিয়ে একটি সুইচ পাবে। সেটির সাহায্যে টম্বটির আরো নিচে, আরো গভীরে যেতে যেতে এক সময় একটি পাথরের কফিন পাবে। উল্লেখ্য যে, পথ্যে প্রচুর গো-সাপ এবং সাপ থাকবে।
কফিনটির কাছে গিয়ে E বাটন প্রেস করো। কফিনটির ভিতরে কঙ্কালটি সরিয়ে দিয়ে সেই ঐতিহাসিক প্রাচীন ছুড়িটি খুঁজে পাবে। তুলে নাও।
আজ এখানে শেষ করছি। আশা করছি, তোমাদের গেমস জোনের নতুন এই ফিচারটি ভালো লেগেছে। তোমরাই তো আমার সব! তোমরা না থাকলে এবং তোমরা আমার টিউনগুলো না পড়লে গেমস জোন একদিনও টিকতে পারতো না!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
সুন্দর হয়েছে।চালিয়ে যান!