গেমস জোন [পর্ব-২৩০] :: Ridge Racer Unbounded (২০১২)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

প্রথমত ২০১২ সালের একটি গেমের সাইজ ১.৬২ গিগা হওয়ায় চমকে গিয়েছিলাম! Insane 2 গেমটিও প্রায় ২ গিগার উপরে কিন্তু এটার মতো গ্রাফিক্সওয়ালা নয়! তার উপর এই গেমটি পুরাই ফান দিয়ে ভরপুর! বিল্ডিং ধ্বংস থেকে শুরু করে ট্রাফিক পুলিশ, ট্রাফিক গ্যাস ট্র্যাক, পেট্রোল ট্রাক উড়িয়ে দেওয়া যায়!! যাই হোক, গেমস জোনের নতুন পর্বে সবাই কে স্বাগতম জানাচ্ছি। ফারক্রাই ৩ এর walkthrough তে ব্যাপক সাড়া পাওয়ায় এটি আরো চালিয়ে যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এটি সময়ের ব্যাপার!

রিডজ রেসার আনবাউন্ডেড একটি এশিয়ান রেডিও ভিডিও গেম যেটি রিডজ রেসার সিরিজের লেটেষ্ট সংস্করণ। গেমটি প্রকাশ করেছে ন্যামকো আর নির্মাণ করেছে বাগবিয়ার এন্টারটেইমেন্ট। এছাড়াও সিরিজের এটিই প্রথম গেম যেটি মাইক্রোসফট উইন্ডোজ সংস্করণের জন্য রিলিজ দেওয়া হয়েছে।

নির্মাতাঃ
বাগবিয়ার এন্টারটেইমেন্ট

প্রকাশকঃ
ন্যামকো

সিরিজঃ
রিডজ রেসার

খেলা যাবেঃ

বিভিন্ন প্ল্যাটফর্মে

মুক্তি পেয়েছেঃ
২০১২ সালের মার্চের বিভিন্ন তারিখে

ধরণঃ
রেসিং

খেলার ধরণঃ
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
* গেমটিতে আলাদা ভাবে কোনো ভিডিও সেটিং নেই। তাই বেষ্ট পারফরমেন্স পাওয়ার জন্য AMD Catalyst Center হতে গেমটিকে Optimized for AMD লিষ্টে যোগ করে নিতে হবে। অথবা এনভিডিয়া কার্ডের জন্য Nvidia Physics X আলাদা করে কনফিগ করে নিতে হবে*

কোর আই ৫ প্রসেসর,
৪ গিগাবাইট র্যা ম,
১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড
২ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ সেভেন,
ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৩.০

হুম! গেমটি খেলে অনেক মজা পেয়েছি। একদমই আলাদা ধাঁচের গেম! যেখানে রাস্তার শটকাট খুঁজে নিতে হয় বিল্ডিং ধ্বংস করে! প্রতিপক্ষের গাড়িকেও ধ্বংস করা যায়!! ধ্বংস করার জন্য গেমটিতে লাল রংয়ের নাইট্রো ব্যবহার করা হয়।
গেমটিতে তুমি নিজের কাস্টম রাস্তাও তৈরি করে নিতে পারো। শ্যাটার ব্যায় শহরের বিভিন্ন ইভেন্টে তোমাকে খেলতে হবে। গেমটিতে স্টোরিলাইন থাকলেও গেমটি আরকেইড স্টাইলের তৈরি। তাই স্টোরিলাইনের আগা-মাথা কিছুই গেমটি খেলে বুঝা যাবে না।
গেমটিতে কয়েক ধরণের রেস ইভেন্ট রয়েছে। আর প্রত্যেকটি ইভেন্টের জন্য আলাদা গাড়ি রয়েছে। যেমন ডোমিনেশন ইভেন্টের জন্য কিছু আলাদা গাড়ি। ডোমিনেশন ইভেন্ট হচ্ছে গেমটির সাধারণ ইভেন্ট। যেখানে প্রতিপক্ষের গাড়ি ধ্বংস করে রেসে ১ম স্থান অর্জন করতে হবে। প্রতিপক্ষের গাড়ি ধ্বংস এবং শহরের বিভিন্ন জায়গা ধ্বংস করে পয়েন্ট পাওয়া যাবে এগুলো সমন্নয় করেই মোট পয়েন্ট তোমার প্রোফাইলে যুক্ত হবে। যত বেশি টোটাল পয়েন্ট জমা হবে তোমার প্রোফাইলে তত বেশি শহর এবং গাড়িসূহ আনলক হবে।
স্পিড ইভেন্ট হচ্ছে অন্যান্য রেসিং গেমসের রেসিং এর মতো। কোনো ধ্বংস নেই তবে এক বোতল নাইট্রোর সাহায্যে রেসটি জিততে হবে তোমায়। ড্রিফট করে, প্রতিপক্ষকে ধ্বংস করে নাইট্রো বোতল ফিলআপ করা যাবে।
ড্রিফট ইভেন্ট হচ্ছে শুধুই তুমি একা ড্রিফট করে যাবে। সময় নিদির্ষ্ট করা থাকবে এবং নিদির্ষ্ট ড্রিফট পয়েন্ট এর লক্ষ্যমাত্রা দেওয়া থাকবে। উল্লেখিত সময়ের মধ্যে নির্দিষ্ট পয়েন্টের বেশি অথবা সমান ড্রিফট পয়েন্ট সংগ্রহ করতে পারলেই এই ইভেন্টে জেতা যাবে।
টাইম লিমিট ইভেন্টে সময় বেঁধে দেওয়া থাকবে। তুমি একা রেসিং করে সময়ের ভিতর নির্দিষ্ট স্থানে রেস করে যাবে। পথে গোলাকার কয়েক পাবে যেগুলো সংগ্রহ করলে প্রতি কয়েনে ২ সেকেন্ড সময় বৃদ্ধি পাবে! দারুণ!
ফ্রাগ ইভেন্ট! এই ইভেন্টে ট্রাক চালিয়ে পুলিশের গাড়ি ধ্বংস করতে হবে! নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া থাকবে! উল্লেখ্য যে, নাইট্রো একটিভ করা অবস্থায় এক ধাক্কাতেই পুলিশ মামা শেষ!
ফ্রাগ টাইম ইভেন্ট! এই ইভেন্টে তোমার মুল কাজ হলো সময়ের ভিতর রেসটি শেষ করা। তবে তোমাকে ধ্বংস করতে তোমার পেছনে লেগে থাকবে পুলিশ মামারা! নিজে ধ্বংস না হয়ে পুলিশকে ধ্বংস করে রেসটিতে এগিয়ে যেতে হবে।

ফিচারসমূহঃ
> ক্যাটাগরি ভিক্তিক তেমন বেশি গাড়ি কালেক্টশন নেই গেমটিতে
> ড্রিফট করা খুব কঠিন!
> প্রতিপক্ষ প্রচুর কঠিন! তাই নাইট্রোর সাহায্য অবশ্যই নেওয়া লাগে
> প্রতিপক্ষ কে কঠিন করা হয়েছে কারণ গেমটিতে ধ্বংস কে প্রাধাণ্য দেওয়া হয়েছে
> নিজস্ব শহর তৈরির জন্য তোমাকে সবগুলো ইভেন্টে পাস হতে হবে
> গ্রাফিক্স চমৎকার! দেড় গিগা সাইজে এমন গ্রাফিক্স প্রশংসনিয়!
> গাড়ি সিলেক্টশন ধাঁচটি NFS Hot Pursuit (2010) এর মতোই!
> ধ্বংস ফিচারটি Fallout সিরিজের প্রায় কাছাকাছি
> গাড়ি কাস্টমাইজেশন এর সুযোগ নেই
> গেমটিতে আলাদা করে গ্রাফিক্স/ভিডিও সেটিং নেই! যার জন্য লো-এন্ড পিসিতে গেমটি খেলা দুরহ!
> ডাইরেক্ট এক্স ৯ এবং উইন্ডোজ এক্সপি সার্পোট করে না

মেনু!
লাল নাইট্রো মানেই ধ্বংস!!
বুম!
খাইছে রে!
গাড়িগুলো ভালই
ছোট বড় সবারই ভালো লাগবে গেমটি!


ডাউনলোডঃ

http://kickass.to/ridge-racer-unbounded-skidrow-t6278342.html
আপডেট:
http://kickass.to/ridge-racer-unbounded-v1-11-update-skidrow-t6413680.html

জ্ঞাতব্য:
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
http://www.tunerpage.com
http://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতো হাই কয়েলেটির গেমস দেন যা কিনা আমার পিসিতে খেলতে পারি না ।