গেমস জোন [পর্ব-২২৯] :: ফারক্রাই ৩ (২০১২) – Walkthrough (২য় খন্ড)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

ফারক্রাই ৩ এর বাংলা Walkthrough এর দ্বিতীয় খন্ডে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের ব্যাপক সাড়া পেয়ে আমি নিজেও অভিভুত! যাই হোক, এই প্রজেক্টে অনেক কিছুরই পরিকল্পনা রয়েছে আমার! তবে নিয়তির পরিহাস! আমার লেখা অনেক জায়গায় কপি পেষ্ট হচ্ছে আমার ক্রেডিট ছাড়াই! তবে আমি শুরু থেকেই বলে আসছি যে, গেমস জোনের যেকোনো অংশ ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। তোমরা একটু খেয়াল রাখবে যে, আমার লেখা এই সব টিউন গুলোকে খাটিয়ে কেউ যাতে ব্যবসায় যেতে না পারে।

আমি এখন যেখান থেকে শেষ করেছিলাম সেখানেই শুরু করছি। তবে এর আগে যারা প্রথম খন্ডটি মিস করেছো তারা এখনই প্রথম খন্ডটি পড়ে আসো।

গেমস জোন [পর্ব-২২৮] :: ফারক্রাই ৩ (২০১২) – Walkthrough

আশা করবো তুমি এরপর যাবতীয় রেডিও টাওয়ার এবং আউটপোষ্টগুলো স্বাধীন করে ফেলেছো! চলে এবার পরবর্তী মিশনে যাওয়া যাক।
আর হ্যাঁ! স্কিলগুলো আপগ্রেড করতে ভুলো না যেন! প্রতিটি স্কিল বাড়ানো সাথে সাথে একটি ট্যাটুর অংশ তোমার বাম হাতে ছেপে যাবে। সমস্ত স্কিল সংগ্রহ করা হয়ে গেলে ট্যাটুটি পূর্ণতা পাবে এবং এইরকম হবে:

Prison Break-In

ফারক্রাই ৩ গেমটির ৮তম মিশনে চলে এলাম! আগের মিশনে ভাসের অস্ত্রের Gudam উড়িয়ে দেবার পর সেখান হতে জেসনের কাছে তথ্য আসে যে ভাস সানসেট গুহার ভেতর থেকে অপহরণের মুক্তিপনের ভিডিওগুলো রেকর্ড করে যাচ্ছে। সানসেট গুহার ভিতরে আসলে একটি জেলখানা রয়েছে যেখানে ভাস এর লোকেরা অপহরণের পর বন্দি করে রাখে প্রাইমারী ভাবে।

Objectives:

  • আইল্যান্ডটি এক্সপ্লোর করো অথবা সানসেট গুহায় যাও
  • যাম্পে প্রবেশ করো নিরবে
  • যাম্প অপারেটরকে হত্যা করে জেলখানার চাবি সংগ্রহ করো
  • চাবির সাহায্যে জেলখানায় প্রবেশ করো এবং এক্সপ্লোর করো

তোমার শেষের মিশন হতে পশ্চিম দিকে এই সানসেট গুহাটি অবস্থিত। তবে তুমি যদি অন্য জায়গায় থেকে থাকো তাহলে আমানাকি টাউনে ফার্স্ট ট্রাভেল করে যাও। এবং সেখান থেকে উত্তর-পশ্চিম দিকে যেতে থাকো।
সানসেট গুহার পাশেই একটি রেডিও টাওয়ার রয়েছে, যদি তা একটিভ করা না থাকে বা তুমি একটিভ করো নি তাহলে জলদি রেডিও টাওয়ারটি একটিভ করে নাও। লক্ষ্য করো যে, পাহাড়ের উপরের কোথাও একটি গ্লাইডার লুকানো রয়েছে। যদি তুমি সেটায় যেতে পারো তাহলে এর সাহায্যে নিঃশব্দে তুমি গুহার প্রবেশ পথে যেতে পারবে । এরই মাঝে ডাক্তারের কাছ হতে ডেইজির ফোন আসবে। যাই হোক, মিশনে মনোযোগ দাও বাবু!
রেডিও টাওয়ার একটিভ করার পর জিপলাইনের সাহায্যে নিচে তড়িৎ নেমে আসো। উত্তরের দিকে একটি পাইরেট গার্ডিং এ থাকবে। তাকে নিঃচুপ ভাবে হত্যা করো (Takedown)। এরপর ক্যাম্পের দিকে আসতে থাকো। সাবধান! একটি সাপ রয়েছে কামড় দিলে একদাগ স্বাস্থ্য কমে যাবে!
ক্যাম্পে আসা মাত্রই পরবর্তী অবজেক্টটিভটি ভেসে উঠবে এবং তা হলো ক্যাম্প অপারেটরকে মেরে চাবি সংগ্রহ করা।


এখন আমি বলবো যে, টাওয়ার গুলোর পাইরেটদের আগে হত্যা করতে হবে সাইলেন্সারযুক্ত স্নাইপারের সাহায্যে। যেকোনো একটি টাওয়ারে উঠে এর্লামটি নিস্ক্রিয় করে নাও।
ক্যাম্প অপারেটর ক্যাম্পের উত্তর দিকের কোথাও পাওয়া যাবে। তাই উত্তর দিকে মুখ করে ক্যামেরা বাইর করে এবং পাইরেটদের ট্যাগ করে নাও। আশা করি অপারেটরকেও পেয়েছো (হলুদ ট্যাগ সম্পন্ন)।


এখন আর সাইলেন্সার দিয়েও কাজ হবে না। কারণ অপারেটরকে হত্যা করা মাত্রই ক্যাম্পের পাইরেটরা সজাগ হয়ে উঠবে! তাই যুদ্ধের জন্য প্রস্তুত হওউ!
সবাইকে হত্যার পর অপারেটরের বডি সার্চ করে চাবিটি সংগ্রহ করো এবং জেলখানায় প্রবেশ করো। জেলখানায় মোট ১০/১২ জন পাইরেট থাকছে। এদের মধ্যে শটগান ওয়ালাও রয়েছে তাই সাবধান!
এবার একটি লম্বা কাটসিন দেখার জন্য প্রস্তুত হওউ।

land Port Hotel

objectives:

  •  লিজাকে বাঁচাও
  •  ট্রাক কে রক্ষা করো

এইটা একটু কঠিন! বিল্ডিং ধসে পড়ার পর আগুনের মধ্য দিয়ে তিন তলায় লিজাকে বাঁচাতে হবে তোমার! তাও আবার ৩ মিনিটের ভিতর! দৌড় দাও সোনা!
আগুন হতে বাঁচার জন্য পাইপের কলে গুলি করো। আর উপরের দিকে যেতে থাকো!

 

 


লিজার রুমে প্রবেশের সাথে সাথেই একটি কাটসিন চালু হবে। বসে বসে দেখো!
কাটসিনটি শেষ হবে তোমরা নিচে পড়ে রয়েছো এই অবস্থায়। একটি ট্রাক খুঁজে পাবে লিজা এবং লিজাকেই ড্রাইভ করতে হবে। এখন তোমার কাজ হচ্ছে ট্রাককে রক্ষা করা পাইরেটদের হামলা থেকে! GL-94 গ্রেণেড লাঞ্চার দেওয়া হবে তোমাকে! এটার সৎ ব্যবহার করো মিয়া! আর ট্রেইনার থাকলে তো কথাই নেই! বোমা সামসু!!
ডাক্তার আর্নহাডের বাসার সামনে এসেই মিশনটি শেষ হবে। ডেইজির ফোনালাপে তুমি আগেই জানতে পেরেছো যে ডেইজি ম্যানশনের নিচের একটি গুহায় রয়েছে।

Keeping Busy

অনেকক্ষণ পরে একটি সোজা মিশনে আমরা চলে এসেছি! তবে ঘোলা পানির নিচে নাটবল্টু খোঁজাটা কিন্তু সহজ নয়!

Objectives:

  •   গুহার প্রবেশের পথ খুঁজে বের করো
  •   গুহায় “পাওয়ার হেড” খুঁজে বের করো
  •   পাওয়ার হেডটি ডেইজির কাছে নিয়ে আসো
  •   লিজার সাথে কথা বলো

পাহাড়ের উপরে ডাক্তারের ম্যানশনে আসার পর এখন তোমাকে গুহাটি খুঁজে পেতে হবে। ম্যানশনে বাম দিকের একটি ছাউনির নিচেই এটির প্রবেশপথ রয়েছে। যাও !


গুহায় প্রবেশের পর একটি কাটসিন! . . . . . .
এখন বোটের পাওয়ার হেড তোমায় গুহার ভিতরকার ঘোলা ডোবা হতে খুজে বের করতে হবে। ডোবায় ঝাঁপ দাও! ম্যাপের দিকে লক্ষ্য করো! হলুদ জায়গায় আসার পর নিচে ড্রাইভ দাও, একটি টর্চলাইট দেখবে, সেখানে গেলেই পাওয়ার হেডটি খুঁজে পাবে। সেটি নিয়ে ডেইজির কাছে যাও, নিজেই পাওয়ার হেডটি বোটে লাগাও এবং লিজার সাথে গিয়ে আলোচনা করো। মিশন শেষ!

Meet Citra

ওহ! চিত্রা হরিণের সাথে দেখা করার সময় এসে গেলো হে! সেক্সি!!

Objectives:

  • গুহার হতে বেরিয়ে আসো
  •  আইল্যান্ডটি এক্সপ্লোর করো অথবা চিত্রার সাথে কথা বলতে যাও
  •  ডেনিসের সাথে সাক্ষাৎ করো
  •  ডেনিসের অনুসরণ করো
  •  চিত্রার চাহিদা অনুসারে জিনিস খোঁজো
  •  চিত্রার মন্দির হতে বেরিয়ে আসো

 


ওহ! বড় মিশন শুরু হচ্ছে! চিত্রার গুহায় যেতে হবে চিত্রার সাথে দেখা করতে হলে। গুহার বাইরে ডেনিস অপেক্ষা করছে তোমার জন্য। ডেনিসের কাছে যেতেই কাটসিন! অথবা, এর আগে গুহার কাছের রেডিও টাওয়ারটি একটিভ করে নিও যদি আগে না করে থাকো!
এবার ডেনিসকে অনুসরণ করে মন্দিরের ভিতরে প্রবেশ করো। অবশেষে চিত্রার দেখা পাইলা মামু!
চিত্রার সাথে কথা বলার এক পর্যায়ে একটি জংলি বোতল টাইপের কিছু একটা থেকে তুমি শরবত টাইপের কিছু পান করলে! এবং তোমার হ্যালুসিনেশন শুরু!


এখন কিছু আজীব জিনিস দেখবা!
দেখবা যে আকাশ হতে সমুদ্রে পড়ছো! সমুদ্রের নিচে তোমার বন্ধুরা তাস খেলতে টেবিলের উপর। যাই হোক দেখতে থাকো!
হঠাৎ একটি সাদা স্যুট পরিহিত একটি লোককে দেখবে! তাকে ফলো করো। এক সময় একটি প্রাচীন ছুড়ির সন্ধান পাবে তুমি! এটাই সেই বস্তু যেটি চিত্রার দরকার!

 


তোমার এই আজীব স্বপ্ন দেখা শেষ হলে ডেনিসের তোমাকে ঘুম থেকে তুলে দিবে। এবার চিত্রার এই প্রাচীণ ছুড়িটির সন্ধান করতে হবে তোমাকে। চিত্রার মন্দিরটি পরিত্যাগ করো এবং মিশন শেষ!

Bad Side of Town
শহরের খারাপ অংশ! যাই হোক গেমটির ১২ নাম্বার মিশনে স্বাগতম! ২০০০ এক্সিপিরিয়েন্সের এই মিশনে তোমাকে একজন এর ফলো করতে হবে। তবে আগের মিশনে স্বপ্নে দেখা প্রাচীন ছুড়িটি এই ব্যাডটাউনেই রয়েছে এটা জানার পরই তুমি চলে আসলে এখানে।

Objectives:

  •   ব্যাডটাউনটি তদন্ত করো
  •   বারে ভিজিট দাও
  •   Poker গেম খেলো
  •   নোটিশ খাওয়া ছাড়া সাদা মানবকে ফলো করো

চিত্রার মন্দির হতে দক্ষিণ-পশ্চিম সাইডে ব্যাডটাউন অবস্থিত। চাইলে গাড়ি চালিয়ে যেতে পারো অথবা ব্যাডটাউনে ফাস্ট ট্রাভেল করেও যেতে পারো।
হ্যালুসিনেশনের সময় দেখা বারটি তুমি চিনতে পারবে, কষ্ট হবে না। বারে ডুকে পোকার মানে তাস গেম খেলো অন্যদের সাথে। তোমার প্রতিভায় মুগ্ধ হয়ে ওই সাদা মানব তোমাকে বাহবা দিবে।
এবা ধরা খাওয়া ছাড়া উনাকে বারের বাইরে ফলো করো। ফলো করতে করতে, একটি রুমে ভিতর ডুকবে তুমি। তবে এটি একটি প্ল্যান! ধরা খেলে গেলে তুমি! কাটসিনটি দেখে বুঝে নাও কেন!

তোমাকে একটি

দিবে তিনি। এটা নাও এবং ঘর থেকে বেরিয়ে এসো। মিশন শেষ!

Kick the Hornet's Nest

স্যান এনড্রেস এর মিশনের কথা মনে করিয়ে দিল! যাই হোক, সময় এসেছে কিছু তামাক গাছ পোড়ানোর!

Objectives:

  • শ্যাকে প্রবেশ করো এবং আগুন্তকে প্রেসার দাও
  •  উলিসের সাথে কথা বলো
  •  এরিয়ার সমস্ত তামাক গাছ পুড়িয়ে দাও
  •  জেলেদের গ্রামে যাও
  •  বোটটি ধ্বংস করো
  •  উলিসের সাথে আলোচনা করো

মিশনটি প্রথম দুটি অবজেক্টটিভ আগের মিশনেরই অংশ তাই এবার সরাসরি তামাক গাছ পুড়াতে হবে! চলো পুড়াই!!
তামাক গাছের জমি কয়েকটি রয়েছে। সবগুলোতেই আগুন ধরাতে হবে! তোমার কাছে ফ্লেমথ্রোয়ার অস্ত্রটি না থাকলে প্রথম তামাক জমির তে সেটি পাওয়া যাবে। লক্ষ্য করো, প্রতিটি জমিতে অনেকগুলো পাইরেট রয়েছে। তাদেরকে হত্যা করেও তুমি পুড়াতে পারো গাছগুলো। পোড়ানো সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে! অসাম!
পোড়ানো হয়ে গেলে এবার তোমাকে পাশের জেলেদের গ্রামে যেতে হবে। এখানে পাইরেটদের হত্যা করে তোমাকে Docks এ যেতে হবে। ডকস এ প্রবেশ মাত্রই বোটটি চলে যেতে থাকবে। বোটটি ড্রাগ সাপ্লাইয়ের বোট। আরপিজি সাহায্যে বোটটি উড়িয়ে দাও!
মিশন সাকসেস ফুল!

 

 

A Man Named Hoyt

হুম! সময় এলো গেমটির আসল ভিলেনের সাথে দেখা হওয়ার! হয়েট!

Objectives:

  • উলিসের সাথে আলোচনা করো
  •  কুড়েঘর টি পরিত্যাগ করো
  •  ধানক্ষেতে যাও
  •  অবস্থা পর্যবেক্ষণ করো ধরা না খেয়ে
  •  রঙ্গো মারা যাবার আগেই এরিয়াটি পাইরেট মুক্ত করো
  •  রঙ্গোকে বাঁচাও
  •  গ্রামে যাবার পথে রঙ্গোকে রক্ষা করো
  •  বাসায় খোঁজার সময় রঙ্গোকে রক্ষা করো
  •  রঙ্গোর কাছ থেকে ডকুমেন্টস সংগ্রহ করো

আগের মিশনে আরপিজির সাহায্যে বোটটি ধ্বংস করার পর তোমাকে অবশ্যই ব্যাডটাউনে উলিসের সাথে আলোচনা করতে যেতে হবে। ফার্স্টট্রাভেলের সাহায্যে ব্যাডটাউনে যাও। এরপর এখান থেকে উত্তর-পশ্চিমে উলিসের কুড়ে ঘরটি অবস্থিত।
উলিসের সামনে যেতেই একটি কাটসিন আসবে। কাটসিনে দেখাবে যে উলিস তোমাকে একটি Earpiece দিচ্ছে এবং ভাস এর বস হয়েট এর পরিচয় দিচ্ছে তোমাকে।
কাটসিনটি শেষ হবার পর কুঁড়েঘরটি পরিত্যাগ করো। এবার তোমাকে রাইস ফিল্ডে যেতে হবে কুইক। রাইস ফিল্ডের সাথেই একটি রেডিও টাওয়ার এবং আউটপোষ্ট রয়েছে! তুমি জানো তোমাকে কি করতে হবে!

একটি ভাঙ্গা গাড়ির উপর উঠে জিপলাইনের সাহায্যে পয়েন্টে যেতে পারো কিংবা হেঁটে হেঁটেও যেতে পারো সেখানে। তবে কেউ যাতে তোমাকে নোটিশ না করে যেটা খেয়াল রাখতে হবে।


ঘরটিতে প্রবেশ করে জানালার কাছে আসতেই আরেকটি কাটসিন আসবে। কাটসিনটি শেষ হবার পরই স্নাইপার রাইফেল দিয়ে দুইজন পাইরেটকে হত্যা করো যারা রঙ্গোর পিছে লেগেছে। এরপর রঙ্গোকে চেক করতে যেতে হবে। সাবধান!! রাইস ফিল্ডের মধ্যে দিয়ে ভুলেও যেওনা যেন! মাইন্ড ফিল্ড এটি! বোম!!


ডান পাশের মেঠো পথ ধরে রঙ্গোর অবস্থানে যাও। এবার রঙ্গোকে গ্রামে যেতে তাকে সাহায্য করো আর যুদ্ধের জন্য প্রস্তুত হও!
গ্রামে রঙ্গোর বাসায় এলে, রঙ্গো ডকুমেন্টসগুলো খুঁজতে থাকবে, আর তোমার দায়িত্ব হবে তাকে বাঁচিয়ে রাখা পাইরেটদের হাত থেকে। তিন / চার মিনিট পর রঙ্গো ডকুমেন্টসগুলো পাবে এবং রঙ্গোর কাছ থেকে ডকুমেন্টসগুলো তুমি সংগ্রহ করা মাত্রই মিশন সাকসেসফুল!

আজ এটুকুই থাক! ১৪টা মিশন শেষ করলাম! আরো ৩/৪টি পর্ব লাগবে ফারক্রাই ৩ সম্পূর্ণ শেষ করতে। এখন মাঝে অন্যান্য রেগুলার গেমস জোনের এপিসোড এবং আরেকটি গেমের Walkthrough থাকবে। যাই হোক সবাইকে টি২০ বিশ্বকাপের শুভেচ্ছা জানিয়ে আমি গেমওয়ালা বিদায় নিচ্ছি!

জ্ঞাতব্য:

 

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না। গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
  • বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com
http://www.techtunes.io

  • গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

🙂

Level 0

Bro, ami ekta graphics card kinte chai, kon brand er ta valo hobe jodi ektu bolten. Graphics card er jonno Farcry 3 khelte parchi na :(. Thanks a lot for your awesome post.