গেমস জোন [পর্ব-২২৮] :: ফারক্রাই ৩ (২০১২) – Walkthrough

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

গেমস জোনের নতুন চমক নিয়ে আমি গেমওয়ালা এসে গেলাম! তবে নতুন নয় বটে। দেড়শ পর্ব আগে ম্যাক্স পেইন ৩ গেমটি নিয়ে এমন বিশাল টিউন লিখেছিলাম। লিখতে কম সময় লাগলেও ছবি গুলো আপলোড করতে করতে দু ঘন্টার বেশি সময় লেগেছিল। যাই হোক, গেমস জোনের নতুন ফিচার বাংলায় Walkthrough আজ থেকে অফিসিয়ালি ভাবে শুরু করছি। আর প্রথম পর্বের গেমটি হচ্ছে চমৎকার এক গেম, ফারক্রাই ৩।

গেমঃ

ফারক্রাই ৩ একটি ওপেন ওয়ার্ল্ড ফিচারের ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে ঊবিসফট মন্টিয়াল এবং প্রকাশ করেছে ঊবিসফট। গেমটি ফারক্রাই মূল সিরিজের ৩য় সংস্করণ। গেমটির এক্সপেনশন প্যাক ফারক্রাই ৩: ব্লাড ড্রাগন গেমটির এপ্রিল ৩০, ২০১৩ সালে বাজারে আসে।

ফেব্রুয়ারী ২০১২, মুক্তির ৩ মাসের মাথায় গেমটি বিশ্বব্যাপি ৪ দশমিক ৫ মিলিয়ন কপি বিক্রি করতে সক্ষম হয়!

সংক্ষিপ্ত কাহিনীচক্রঃ

ফারক্রাই ৩ গেমটির পটভূমিতে রয়েছে ইন্ডিয়ান এবং প্যাসিফিক সাগরের মর্ধ্যবর্তি একটি আইল্যান্ড। সিরিজের আগের গেম ফারক্রাই ২ গেমটির মতো এই গেমটিতে প্লেয়ার চরিত্র হিসেবে অনেকজন থাকছে না। প্লেয়ার চরিত্রে রয়েছে জ্যাসন ব্রডি। ‍সে বন্ধুদের সঙ্গে অবসরে ছুটি কাটাতে আসে উক্ত আইল্যান্ডে। জলপথ ভ্রমণে একসাথে বের হওয়ার নির্দেশ থাকলেও হঠাৎ করে কাউকে না জানিয়ে সে বের হয় জলপথে মানে সাগরে।

ওদিকে জ্যাসনকে আগে থেকেই ফলো করছিল একদল মানবপাচারকারী জলদস্যুর দল। সাগরে একা একা ঘুরে বেরানোর এক পর্যায়ে জলদস্যুদের পাঁতানো ফাঁদে আটকে যায় জ্যাসন। হাত-পা বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় জলদস্যু নেতা ভ্যাসের আস্তানায়। ভ্যাস হলো গেমটির খলনায়ক চরিত্র এবং একজন সাংঘাতিক জলদস্যু।

কিন্তু জ্যাসনকে ধরে নিয়ে আসার পরপরই জলদস্যু দলের সদস্যদের মধ্যে কলহ ছড়িয়ে পড়ে। শেষমেষ ভ্যাস সিন্ধান্ত নেয় যে জ্যাসনকে ফেলে দেওয়া হবে একটি গভীর কূপে। তবে ভাগ্যগুণে সে আস্তানা থেকে পালিয়ে আসতে সক্ষম হয় জ্যাসন। পরে সে জানতে পারে যে, তার বন্ধুদের ধরার জন্য একই রকমভাবে ওত পেতে আছে জলদস্যুরা। যেভাবেই হোক, তার বন্ধুদের সঙ্গে মিলে তাদের সবাইকে এই চক্রের হাত থেকে বাঁচতে হবে।

গেমটিতে তোমাকে খেলতে হবে হ্যান্ডসাম বালক জ্যাসনের ভূমিকায়। উদ্ধার করতে হবে অপহরণ হওয়া বন্ধুদের, পালাতে হবে শত্রুদের সীমানা থেকে। খুঁজতে হবে নিরাপদ আশ্রয়স্থল।

মিশনসমূহের প্রকারভেদঃ

ফারক্রাই ৩ গেমটি বিভিন্ন ধরণের মিশন রয়েছে, যা সিরিজের আগের গেম ফারক্রাই ২ গেমটিতেও পাওয়া যায়:

> স্টোরি মিশনঃ গেমটির কাহিনীর সাথে সম্পর্কিত যাবতীয় মিশনসমূহই হচ্ছে স্টোরি মিশন।

> সাইড মিশনঃ স্থানীয় এবং রাকাতায় সদস্যদের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য সাহায্য করা হচ্ছে এই মিশন। বিনিময়ে পাচ্ছ আকর্ষনীয় পুরস্কার।

> পাথ অফ দ্যা হান্টারঃ এইসমস্ত মিশনগুলো “আউটপোষ্ট” অঞ্চলটি স্বাধীন করার পরপরই আনলক হবে। এটি একটি প্রাণী বধ করার মিশন।

> সাপ্লাই ড্রপঃ এইসমস্ত মিশনগুলোও “আউটপোষ্ট” অঞ্চলটি স্বাধীন করার পরপরই আনলক হবে। এখানে তোমাকে বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট সময়ের ভিতর মেডিসিন ডেলিভারী দিতে হবে। এজন্য তুমি গেমটির যেকোনো যানবাহন ব্যবহার করতে পারবে।

> ট্রায়াল অফ দ্যা রাকায়াতঃ এইসব সুরভাইবাল জাতীয় মিশনগুলো লাল রঙের পাথরের আশে পাশে পাওয়া যাবে।

> ওয়ান্টেড ডেডঃ এই মিশনে তোমাকে একজন পাইরেট কমান্ডারকে খুঁজে বের করে হত্যা করতে হবে। এবং তাকে শুধুমাত্র ছুরি কিংবা টেকডাউনের মাধ্যমে হত্যা করতে হবে। বাকি পাইরেট সদস্যদের যেকোনো অস্ত্রের সাহায্যে খুন করা যাবে।

যে কম্পিউটার ব্যবহার করা হয়েছেঃ

এই টিউনটি লেখার উদ্দেশ্য নিয়ে গেমটি খেলা হয়েছে এই কনফিগারেশনের পিসিতেঃ

> কোর আই ৫ ৩.৫০ গিগাহার্জের প্রসেসর

> ৬ গিগাবাইট ডিডিআর৫ র‌্যাম

> ২ গিগাবাইট রাডিয়ন এইচডি ৭৯৭০ গ্রাফিক্স কার্ড

> ১২৮০ x ১০২৪ রেজুলেশনের 3D মনিটর

 

নিজস্ব মতামতঃ

হ্যাঁ! টিউনটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। ফারক্রাই ৩  গেমটি ঊবিসফট এর একটি অসাধারণ সৃষ্টি। গেমটি ১৫০+ প্রজাতির প্রাণী রয়েছে। গ্রাফিক্স উচ্চ মানের। মনে হবে তুমি আসলেই নিজেই জেসন এর জায়গায় এডভেঞ্চারে নেমে পড়েছো।

তবে গেমটি পুরোই ১৮+ রেটিং প্রাপ্ত গেম। গেমটিতে গালাগালি সহ দুই বার যৌন মিলন এর দৃশ্য রয়েছে! তাই একটু সাবধান!! দরজা আটকিয়ে নাও আগে! লুল

আমার মতে, গেমটির মূল মিশনগুলো যাবার আগে রেডিও টাওয়ারগুলো আনলক করে নেওয়া ভালো। সবমিলিয়ে মোট ১৮টি রেডিও টাওয়ার রয়েছে। এতে করে তুমি গেমটির বেশির ভাগ অস্ত্র ফ্রি তে কিনতে পারবে এবং ম্যাপ গুলো আনলক হবে।

গেমটি একই সাথে ৪টি অস্ত্র বহন করা যায় তাই একটু সিদ্ধান্ত নিয়ে নাও কোন কোন অস্ত্রটি তুমি সাথে রাখবে।

> প্রথম স্লটে AK47 অস্ত্রটি রাখতে পারো। কারণ এই অস্ত্রটি পাইরেট দের মানে তোমার শত্রুদের প্রধান অস্ত্র। তাই গুলির অভাব হবে না।

> দ্বিতীয় স্লটে একটি শটগান রাখতে পারো। হঠাৎ প্রয়োজন হতে পারে (হেভি আরমরওয়ালা শত্রুদের বিপক্ষে)

> তৃতীয় স্লটে অবশ্যই সাইলেন্সার যুক্ত একটি স্নাইপার রাইফেল রাখবে। এতে দূরের শত্রুকে মারা ছাড়াও স্টেলথ ভাবে খেলতে সহায়তা করবে।

> চতুর্থ এবং শেষ স্লটটি তুমি তোমার নিজের পছন্দ মত অস্ত্র দিয়ে সাজিয়ে নিতে পারো। আমি এই স্লটে আরপিজি রেখেছিলাম। তুমি চাইলে রিপেয়ার টুল, ফ্লেইম থ্রোয়ার, তীর-ধনুক ইত্যাদি রাখতে পারো।

তো, রেডিও টাওয়ার এবং অস্ত্র সব রেডি তো? ওকে চলো চলে যাই মিশনেঃ

Make A Break For It

ফারক্রাই ৩ গেমটির প্রথম মিশন টি হচ্ছে এটি। মিশনের শুরুতেই একটি কাটসিন দিয়ে গেমটি শুরু হবে। কাটসিনে তোমরা বন্ধুরা মিলে এই দ্বীপে অবসর কাটতে এসেছো এটা দেখানো হবে।

প্রথম কাটসিনে দ্রুত ভাবে স্টোরিলাইনের প্রথম খন্ড দেখানো হবে। যেটি ট্রেইলারে ছিল

কাটসিনটি শেষ পর্যায়ে ভাস এর মোবাইলে চলে যাবে। তুমি নিজেকে তোমার বড় ভাই গ্রান্ড এর সাথে হাত পা বাঁধা অবস্থায় একটি বাঁশের খাঁচায় বন্দি হয়ে আছো দেখবে। এখন মনে হবে যেন, ভাস এর মোবাইলেই এতক্ষণ ভিডিওটি দেখছিলে। কে এই ভাস???

মোবাইলটা দারুণ!
শালা! বইসা থাক চুপচাপ!

ভাস মন্টিনিগ্রো! ফারক্রাই ৩ গেমটির দ্বিতীয় খলনায়ক এবং গেমটির পোষ্টার ক্যারেক্টার তিনি। এই দ্বীপের জলদস্যুদের নেতা তিনি। বলা চলে যে, ফারক্রাই ৩ এর সবচেয়ে জনপ্রিয় চরিত্র তিনি। “Did I ever tell you the definition of INSANITY!!” এইটা হচ্ছে ভাসের ডায়লগ।

> নাম: ভাস মন্টিনিগ্রো (Vaas Montenegro)

> গেমটিতে অবস্থান: খলনায়ক হিসেবে (Antagonist)

> বয়স : ২৭ বছর

> জন্ম তারিখ: মে ৭, ১৯৮৫

> জন্মস্থানঃ রুক আইল্যান্ডস (Rook Islands)

> জাতীয়তাঃ Hispanic

> উচ্চতাঃ ৫ ফিট ১০ ইঞ্চি

> চুলের রং: ব্রাউন

> চোখের রং: ব্রাউন

> পেশা: পাইরেট, ( সাবেক রাকায়ত কর্মী)

> আত্মীয়: চিত্রা তালুকমেই (বোন)

> কন্ঠ দিয়েছেন: মাইকেল ম্যানডো

ভাস তোমাদেরকে কিছুক্ষণ লেকচার দিবে। অবশ্যই তাতে তোমার বাকি বন্ধুদের মুক্তিপণ ও এই দ্বীপে আসার ভূল ভাস তোমাকে এবং তোমার বড় ভাইকে বলবে! ভাস চলে যাবার পর গ্র্যান্ড তার হাতের বাধন খুলতে সক্ষম হয় এবং পাশের গার্ডের দৃষ্টি আর্কষণ তোমাকেই করতে হবে। গার্ডকে মেরে ফেলার পর তোমার ভাইয়ের পিছু পিছু তোমাকে যেতে হবে, তবে নিশ্চুপ ভাবে। এখানেই গেমটি প্রথম ‍দৃশ্যায়ন শেষ এবং জেসন ব্রডি তোমার খেলার জন্য প্রস্তুত!!

Objectives:

> গ্রান্টকে ফলো করো; ধরা খেয়ো না।

> টেবিল হতে ম্যাপ সংগ্রহ করো।

> জানালায় পাহারারত গার্ডকে অন্যমনস্ক করার জন্য পাথর ছুড়ো।

> জঙ্গলে দৌড়িয়ে পালাও

> জঙ্গল দিয়ে ঘাঁটি ত্যাগ করো

> নদীটি ক্রস করার উদ্দেশ্যে লাফ দাও

লক্ষ্য রাখবে যে, প্রতিটি অবজেক্টিভ পূরণ করার পরেই পরের অবজেক্ট তোমাকে দেখাবে। মানে একই সাথে সব অবজেক্টটিভ তোমাকে দেখাবে না।

বাঁশের খাঁচা হতে বেরিয়ে এসে বসে বসে আস্তে আস্তে হাঁটো এবং গ্রান্ট কে ফলো করো। এর জন কিবোর্ডের C বাটন চেপে Crouch একটিভ করে নাও। মনে রাখবে, এই মিশনটির পাইরেট মানে শত্রুগুলোর কান অ-নে-ক শক্তিশালি। তাই Crouch করেই গ্রান্টকে ফলো করতে হবে তোমার।

একটু পরই গেমটির প্রথম টিপ তোমাকে দেখাবে। এটি হচ্ছে Detection Meter এর টিপ। যাই হোক, সামনের কয়েকটি ঘরের পরেই একটি ছোট ঘরে তোমাকে গ্রান্ট ম্যাপ সংগ্রহ করতে বলবে। ম্যাপ সংগ্রহ করে আবারো গ্রান্টকে নিশব্দে ফলো করতে থাকো।

ম্যাপ এবং যাবতীয় যন্ত্রগুলো তুলে নাও

একসময় একটি ঘরের জানালা ঘেঁষে একটি গার্ডকে দাড়িয়ে থাকতে দেখবে। গ্রান্ট তোমাকে একটি পাথর ছুঁড়ে গার্ডকে অন্যদিকে নিয়ে যেতে বলবে। কিবোর্ডের T বাটন প্রেস করে মাউসের সাহায্যে অন্যদিকে একটি পাথর ছুঁড়ে মারো। গার্ডটি পাথরের আওয়াজ ফলো করবে যখন তখনই গ্রান্ট এর সাথে নিশব্দে ঘরে ঢুকে যাও জানালা বেয়ে। এর জন্য তোমাকে স্পেসবার চাপতে হবে উঠার জন্য।

এভাবে মিশনটি খেলতে থাকো। জঙ্গলের কাছে আসা মাত্রই গ্রান্টের গলায় ভাস গুলি করবে। কিছু ডায়ালগ দেবার পর ভাস তোমাকে বলবে জঙ্গলে পারলে পালিয়ে যেতে। হেহেহে, তোমাকে এখন এটাই করতে হবে। ভাগো! জেসন! ভাগো!

ভাস তোমার ভাইকে হত্যা করেছে! ভাগো জেসন ভাগো!

দৌড়ানোর জন্য কিবোর্ডের Left Shift বাটনটি প্রেস করো। উল্লেখ্য যে, বাটনটি একবার প্রেস করলেই হবে। চেপে রাখতে হবে না ফারক্রাই ২ এর মতো।

জঙ্গলে দৌড়ানোর মাঝপথে একটি টানেলের ভিতর দিয়ে তোমাকে যেতে হবে। টানেলের ওপাশে পৌঁছাবার মাত্রই একটি পাইরেট উপর থেকে লাফ দিয়ে তোমাকে ছুড়ির সাহায্যে হত্যা করতে চাইবে। তোমাকে এবার কুইক টাইম ইভেন্টের মাধ্যমে তার মাইর ঠেকাতে এবং তাকে মারতে হবে।

অবশেষে একটি নদীতে পাহাড় হতে তোমাকে লাফ দিতে হবে বাঁচার জন্য। কিন্তু তুমি সাঁতড়াতে পারছো না ডুবে যাচ্ছ এমন এমন সময় একজন তোমাকে বাঁচাবার জন্য হাত বাড়িয়ে দেয়।

Down In Amanaki Town

এবারেও মিশনটি শুরুর সময় কাটসিন দিয়ে শুরু হবে। যেখানে তুমি নিজেকে আবিস্কার করতে একটি বিছানায় সোয়া অবস্থায়। সেখানে তোমার সাথে পরিচয় হবে ডেনিস এর সাথে, যে তোমাকে নদীর পানি হতে বাঁচিয়েছে। ডেনিস তোমাকে তার পরিচয় দিবে এবং রাকয়াত সম্প্রদায় সর্ম্পকে জানাবে। পরে সে তোমাকে ৬০টাকা (ডলার) দিবে এবং তোমাকে পাশের একটি অস্ত্রের দোকান থেকে একটি অস্ত্র কিনতে হবে। ‍

ডেনিস! তোমার খেলার সাথী!

Objectives:

> একটি ১৯১১ হ্যান্ডগান খরিদ করো।

> ডেনিসকে ফলো করে গ্রাম হতে বাহির হউ।

> রেডিও টাওয়ারে যাও

> রেডিও টাওয়ারের উপরে উঠো

> রেডিও টাওয়ারটি একটিভ করো

> জিপলাইনের সাহায্যে জমিনে তাড়াতাড়ি নেমে আসো।

> ডেনিসের সাথে কথা বলো

> ওর্য়াল্ড ম্যাপে ঢুকো

ডেনিস তোমাকে ৬০টাকা দিবে। তুমি পাশের অস্ত্রের শপ থেকে একটি ১৯১১ মডেলের হ্যান্ডগান বা পিস্তল কিনো। এরপর ডেনিসকে ফলো করে গ্রাম থেকে বের হউ।

ডেনিস তোমাকে পাহাড়ের উঁচুতে অবস্থিত একটি রেডিও টাওয়ার দেখাবে এবং এটিকে একটিভ করতে বলবে। তাই করো।

গেমটির প্রথম রেডিও টাওয়ার!

গেমটিতে ১৮টি রেডিও টাওয়ার রয়েছে। যাই হোক, রেডিও টাওয়ারটি একটিভ করার জন্য টাওয়ারের একদম উপরে উঠে টাওয়ার বক্সে কারিগরি করতে হবে। এর জন্য বক্সের সামনে গিয়ে E বাটন প্রেস করলেই হবে।

টাওয়ারটি একটিভ করো!

এবার উপরে তাকাও এবং একটি শক্ত কালো রংয়ের দড়ি দেখতে পাবে উপর থেকে নিচে নেমে গেছে। তার নিচে গিয়ে স্পেসবার চাপ নিয়ে জিপলাইনটি বেয়ে তুমি নিচে নেমে যাবে তাড়াতাড়ি। এবার ডেনিস এর সাথে কথা বলো এবং M বাটন চেপে ওর্য়াল্ড ম্যাপ দেখো। মিশন শেষ!

জিপলাইনের সাহায্যে নিচে নেমে আসতে হবে!
ওর্য়াল্ড ম্যাপ

পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের হিরোর সাথে:

জেসন

> নাম: জেসন ব্রডি

> বয়স: ২৬

> জন্ম তারিখ: ডিসেম্বর ৩০, ১৯৮৭ সাল

> জন্মস্থান: লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া

> জাতীয়তা: আমেরিকান

> উচ্চতাঃ ৬ ফুট ১ ইঞ্চি

> চুলের রং: ব্রাউন

> চোখের রং: সবুজ

> পেশাঃ ফটোগ্রাফার

> কন্ঠ দিয়েছেন: জিয়ানপাওলো ভেনুটা

Harvest The Jungle

এখানে তোমাকে প্রানী শিকার করা শিখতে হবে। পাশের গাড়ি নিয়ে নিদির্ষ্ট জায়গায় ড্রাইভ করে যাও। তবে বেশির ভাগ গাড়িই স্লিপ খায় কেনো জানি না!

যাই হোক, এখানে তোমাকে কিছু লতাপাতা আর ২টি পিগের (Pig) মাংস সংগ্রহ করতে হবে।

Objectives:

> হান্টিং গ্রাউন্ডে পৌঁছাও

> দুটি পিগকে হত্যা এবং তাদের মাংস সংগ্রহ করো এবং ৩ প্রজাতির লতাপতা সংগ্রহ করো।

> আমানাকি শহরে ফাস্ট ট্রাভেল করো এবং ডেনিসের সাথে দেখা করো

> ডেনিসের সাথে কথা বলো

> মেনুর সাহায্যে কিছু সাইরিনস ক্রাফট করো

> মেডিসিন ক্রাফট করো

> সংগ্রহ করা প্রানীর চামড়া-মাংসকে ক্রাফট করো

> ট্রাকে উঠো

তোমার বর্তমান অবস্থান তবে প্রায় ৬০০/৭০০ গজ দক্ষিণ-পশ্চিমে হান্টিং গ্রাউন্ড অবস্থিত। সেখানে যাও । দুটি পিগ মারো এবং তাদের মাংস সংগ্রহ করো। সংগ্রহ করতে প্রানীকে মেরে মৃত দেহের উপর গিয়ে E বাটন প্রেস করো।

এরপর ৩ ধরণের লতাপাতা সংগ্রহ করো। এদের মধ্যে একটি তুমি পাশের উপনদীর নিচে পাবে। লাল, সবুজ এবং নীল পাতা সংগ্রহ করতে হবে তোমাকে।

এবার ম্যাপ ওপেন করো আমানাকি টাউনের উপর দেখবে >>> এই রকম চিহ্ন। এখানে মাউস বাটন প্রেস করলেই ফার্ষ্ট ট্রাভেল অপশন আসবে। ফারক্রাই ২ এর বাস সার্ভিসের পরিবর্তে এই ফিচার এসেছে।

এবার ডেনিস তোমাকে ক্রাফটিং শিখাবে এবং মাইরের কৌশল বা স্ক্রিলও শিখাবে। এগুলো হলে তোমার মোবাইলে একটি ফোন আসবে। এরপর ট্রাকে উঠো এবং মিশন শেষ!

হান্টিং গ্রাউন্ড
সবুজ পাতা
Boar এর বাংলা জানি কি?

Secure The Outpost

গেমের চর্তুথ মিশন এটি। এখানেই মূলত অস্ত্রের ব্যবহার আসবে। সো অস্ত্র এবং গুলি চেক করে নাও। যদি তুমি ট্রেইনার ব্যবহার করো তাহলে গুলির চিন্তা বাদ দাও!! লুল।

Objectives:

> আউটপোষ্টের সকল পাইরেটদের হত্যা করো

> মেইন আউটপোষ্টের বিল্ডিংয়ে লিজারকে খোঁজ করো।

মাত্র দুটি অবজেক্টটিভস! ডেনিস তোমাকে গাড়িতে করে একটি আউটপোষ্টের কাছেই নামিয়ে দেবে। এবার শুরু করো গুলির বর্ষন তবে প্রথমে কুকুর গুলোকে মারো। এরা ভয়ানয় কামড়ায়!!

আউটপোষ্টটি স্বাধীন করার পর বিল্ডিংয়ে প্রবেশ করো E বাটন প্রেস করে। এবার মজা লুটো! লিজা সেখানে নেই!!

লিজা এখানে নাই!

একটি কাটসিনে দেখাবে যে লিজাকে পাওয়া গেছে এবং সে দূরের পাহাড়ের উপরে অবস্থিত ডাক্তার ইয়ারহার্ডের ম্যানসনে রয়েছে।

Mushrooms In The Deep

 

এখন তোমার হারানো বন্ধুকে খুঁজে পাওয়ার জন্য তোমাকে ডাক্তার ইয়ারহার্ডের সাথে দেখা করতে হবে। এর জন উনার পাহাড়ে উপরে অবস্থিত ম্যানশনে চলে যাও।

Objectives:

> ডাক্তার ইয়ারহার্ডের সাথে কথা বলো

> ডেইজির সাথে দেখা করো

> গুহার প্রবেশ পথ খুঁজে বের করো

> গুহাটিতে মাশরুমের অবস্থান খুঁজে বের করো

> মাশরুম সংগ্রহ করো

> ডাক্তারের গ্রিণহাউসে ফিরে যাও

> ডেইজির সাথে আবারো দেখা করো।

সদ্য স্বাধীন করা আউটপোষ্টটি হতে এর পশ্চিম দিকে অনেক দূরে ডাক্তারের ম্যানশন একটি পাহাড়ের উচুতে অবস্থিত।

ম্যানশনে এসে তুমি ডাক্তারের সাথে তার গ্রীণহাউসে দেখা করো। কাটসিন শেষে তোমাকে ডাক্তারের বাড়ির দ্বিতীয় তলায় অসুস্থ ডেইজি কে দেখতে যেতে হবে। সেখানে ডাক্তার মেডিসিনের জন্য তোমাকে মাশরুম খুঁজে আনতে বলবেন।

মাশরুম যেই গুহায় পাওয়া যাবে সেটি খুঁজতে বের হলে তুমি এক পর্যায়ে জানতে পারবে যে গুহাটি পানির নিচে অবস্থিত!! হাহাহাহা!

মাশরুম! মাশরুম!

মাশরুম খোঁজাটা একটু পাজল ধরণের! অন্ধকার গুহায় সঠিক গাছের ডাল ধরে উপরে উঠতে হবে। তারপর আরো কাহিনী আছে! সাবধান! সাপ এবং সরীসৃপ জাতীয় প্রাণী তোমাকে আক্রমণ করতে পারে গুহায়।

গুহায় খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটি ছোট বাসার মতো পাবে । এবং সেটা ভিতরেই পাবে মাশরুম!

মাশরুমটি নিয়ে ডাক্তার গ্রীণহাউসে যাও। গুহা হতে বের হতে হবে অন্য পথ দিয়ে। যাই হোক, ডেইজি এখন জ্ঞান ফিরেছে এবং তুমি আবারো ডেইজির সাথে দেখা করতে হবে। মিশন কমপ্লিট!

পাগলা ডাক্তার নাকি!

The Medusa's Call

দ্যা মেডুসাস কল মিশনটি ফারক্রাই ৩ গেমটির ৬ষ্ঠ তম মিশন। ডাক্তার সাথে তোমার চুক্তি হয় যে, তোমার বাকি বন্ধুদেরকে উদ্ধার করে তুমি এই ডাক্তারের ম্যানশনে রাখবে কারণ এই দ্বীপে ডাক্তার মাত্র একজনই রয়েছেন!

তোমার কাছে ডেনিসের কল আসবে। সে তোমাকে একটি জাহাজ যার নাম মেডুসা সেখানে যেতে বলবে।

Objectives:

> মেডুসাতে যাও

> স্টেলথ মোড ব্যবহার করো এবং ধরা খাওয়া হতে বেঁচে থাকো।

> রেডিও অপারেটরদের হত্যা করে তথ্য সংগ্রহ করো

> মেডুসার কন্ট্রোল রুমে পৌঁছাও

> সমুদ্র সৈকতের যাবতীয় পাইরেটদের হত্যা করো

ডাক্তারের ম্যানশন হতে তুমি চাইলে এই জায়গায় সরাসরি চলে যেতে পারো ফাস্ট ট্রাভেলের মাধ্যমে “যদি” তুমি আউটপোষ্টটি স্বাধীন করে নিয়ে থাকো। আর তা না হলে যেকোনো একটি গাড়ির সাহায্য নিয়ে যেতে পারো তোমার ইচ্ছে।

মেডুসা শীপটি বিশাল একটি জাহাজ। এবং এইখানে সমুদ্র ব্যাতিত যেকোনো তিনটি সাইড হতে প্রবেশ করা যায়। তবে তোমাকে সাইলেন্সার মোড করা অস্ত্রের সাহায্য নিতে হবে অথবা তুমি ক্রসব্রো (তীরধনুক) ব্যবহার করতে পারো।

যেই দিক হতেই মেডুসায় আসো না কেন তোমার কাজ হচ্ছে ৩জন লিডারকে হত্যা করে ইন্টেল বা তথ্য সংগ্রহ করা। তবে তা ধরা না খেয়ে মানে Undetected ভাবে করতে হবে। মেডুসায় এসে প্রথমে তুমি ক্যামেরায় শত্রুদের ট্যাগ করে নাও। ক্যামেরার জন্য Z বাটন চাপতে হবে। ক্যামেরায় শত্রুদের দিকে তাক করলেই শত্রুদের মাথার উপরে শত্রুভেদে চিহ্ন আসবে। যেমন, লাল কঙ্কাল মাথার খুলি হচ্ছে সাধারণ শত্রু, গোল আকারের লাল ডট হচ্ছে স্নাইপার, বিজলী হচ্ছে গ্রেণেড বা মটোলভ, শিল্ড আকার হচ্ছে ভারী অস্ত্র সজ্জিত শত্রু, বাঘের পায়ের ছাপ হচ্ছে কুকুর বা এমন প্রাণী যে খাঁমচি দিতে পারে আর বাঘের মুখের ছাপ হচ্ছে এমন প্রাণী যার কামড়ে তুমি মারা যেতে পারো।

শত্রুদের ট্যাগ করো

তবে লক্ষ্য করছো যে, সকল চিহ্ন বা ট্যাগই হচ্ছে লাল রংয়ের। তবে সেখানে তিনটি পাইরেটকে পাবে যাদের উপরে হলুদ তারকা চিহ্ন আসবে। এদেরকেই হত্যা করে ইন্টেল সংগ্রহ করতে হবে তোমাকে! কাজে লেগে পড়ো!

এখানে মোট ১৮জন শত্রু রয়েছে মেডুসায়। এদের মধ্যে ৩জনকে তোমার হত্যা করতেই হবে ইন্টেলের জন্য।

কন্ট্রোল রুম সবার উপরে

ইন্টেলগুলো সংগ্রহ করা হয়ে গেলে শীপের একে বারে উপরের তলায় অবস্থিত কন্ট্রোল রুমে যেতে হবে এবং রেডিও একটিভ করতে হবে! রেডিওতে জেসনের বন্ধুর ব্যাপারে কিছু তথ্য বলা হবে।

তবে মেডুসায় এর্লাম বাজবে এবং আরো গুটিকয়েক পাইরেটরা তোমার উপর হামলা করতে আসবে। এখন নিজের বুদ্ধি দিয়ে এদের সবাইকে হত্যা করো! মিশন সাকসেসফুল!

সবাইকে হত্যা করো

Playing The Spoiler

চলো খেলা যাক গেমটির ৭ম মিশনটি। মেডুসার জাহাজে পাওয়া তথ্য এবং রেডিও তথ্যের মতে জেসন বুঝতে পারে যে তার কিছু বন্ধু জীবিত রয়েছে কিন্তু তার কাছে উৎস হিসেবে রয়েছে একজনই, ভাস!

Objectives:

> ডেনিসের সাথে কথা বলো

> লগিং ক্যাম্পে পৌঁছাও

> ভ্যানটেইজ পয়েন্টে যাও

> এর্লাম একটিভ হওয়ার আগেই তা নিস্ক্রীয় করে দাও

> অস্ত্রের ভান্ডারে প্রবেশ করো

> বোম ফিট করো

> সেইফ স্পটে যাও এবং বোম ফাটাও

> এরিয়া থেকে পালিয়ে যাও অথবা বেঁচে থাকা সকল পাইরেটদের হত্যা করো!

সহজ মিশন! ক্যাম্পে গিয়ে এর্লাম নিস্ক্রীয় করে বোম ফিট করতে হবে এবং বোম ব্রাষ্ট করে হয় পালিয়ে আসতে হবে সেখান থেকে অথবা হত্যা করতে হবে সবাই কে। এখন তোমার ইচ্ছে কিভাবে কি করতে হবে।

প্রথমে আমানাকি টাউনে অবস্থিত ডেনিসের সাথে গিয়ে তোমার দেখা করতে হবে। কথা বলা শেষ হলে সে তোমাকে একটি লগিং ক্যাম্পের অবস্থান জানাবে। সেখানে যেতে হবে। যাও।

কারণ ভাস এবং তার সাথীরা আমানাকি টাউনের উপর হামলা করতে আসছে। ডেনিস তোমাকে ভাসের অস্ত্রের Gudam উড়িয়ে দিতে অনুরোধ করবে যাতে তাদের এই হামলা সফল না হয়।

তো আমানাকি টাউন হতে উত্তর-পশ্চিমে অবস্থিত এই লগিং ক্যাম্পে যাও। এখন গাছের নিচে একটি ভিনটেইজ পয়েন্ট রয়েছে সেখানে যেতে হবে। সেখান থেকে ক্যামেরার মাধ্যমে শত্রুদের ট্যাগ করো। এক্ষেত্রে আমি সাইলেন্সার যুক্ত স্নাইপার রাইফেল এবং সাইলেন্সার  MP5 অস্ত্রের ব্যবহার করতে বলবো।

রেডিও টাওয়ারটি একটিভ করে নাও

লগিং ক্যাম্পের সাথেই একটি রেডিও টাওয়ার রয়েছে। যদি আগে এগুলো একটিভ করে না থাকো তাহলে এখন করে নাও, এতে রাডারের ম্যাপ আপগ্রেড হবে।

ক্যামেরার ট্যাগ হয়ে গেলে দেখবে যে প্রবেশ গেটে মাত্র একজন করে দুটি গেটে দুজন পাহারা দিচ্ছে। তবে আমি টাওয়ারের উপরে থাকা স্নাইপারদের আগে হত্যা করতে বলবো।

অথবা, তুমি চাইলে রেডিও টাওয়ারের উপর থেকে সাইলেন্সার যুক্ত স্নাইপার রাইফেল দিয়ে যতগুলো সম্ভব পাইরেটদের হত্যা করতে পারো। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, সাইলেন্সার দিয়ে হত্যা করলেও অন্য জীবিত পাইরেটরা যদি মৃত বডি দেখতে পায় তাহলে এর্লাম বাজিয়ে দেবে। এর ফলে মিশন ফেইল!!

হুমম! অনেকগুলাই তো!
এর্লাম নিস্ক্রীয় করো
বোম সেট করো!

লগিং ক্যাম্পের সবাইকে হত্যা করা হলে ক্যাম্পের মধ্যবর্তী ঘরে যাও। এটাই অস্ত্রের Gudam । এখানে বোম ফিট করে ১৫ সেকেন্ডের মধ্যে পাশের নদীতে গিয়ে ঝাঁপিয়ে পড়ো! বোম ফাটলে নদীর পথ ধরে উপারে গিয়ে পালিয়ে যাও। মিশন সাকসেসফুল!

কাহিনীতে আগে কি হয় তা জানতে হলে তুমি চাইলে এর পরবর্তী মিশনে এখনই যেতে পারো। তবে সময় সল্পতা এবং টিউন সল্পতার জন্য আজ সমস্ত কাহিনী একই টিউনে লেখা সম্ভব হলো না। আগামী পর্বগুলোতে বাকিসব মিশন নিয়ে আমি হাজির হবো তোমাদেরই সামনে। এই ফাঁকে তুমি রেডিও টাওয়ার এবং আউটপোষ্টগুলো স্বাধীন করতে থাকো!

আর হ্যাঁ গেমস জোনের এই নতুন উদ্দ্যোগ কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না যেন!

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুণ……. এক কথায় বলা যায় ফারক্রাই এর রিভিউ এর থেকে ভালো আর হতে পারে না।

আরো বেশি ওয়াকথ্রু সহ রিভিউ চাই।

Level 0

তবে গেমটি পুরোই ১৮+ রেটিং প্রাপ্ত গেম। গেমটিতে গালাগালি সহ দুই বার যৌন মিলন এর দৃশ্য রয়েছে! তাই একটু সাবধান!! দরজা আটকিয়ে নাও আগে
আশালীন game এর tune কি শুধু জনপ্রিয়তার জন্য ? না ব্যাবসা?
দরজা আটকানো মার্কা tune বাদ দিন।
মানুষের উপকারের জন্য tune করুন।
ধন্যবাদ।

    @muslim: আপনার ভালো না লাগলে এই টিউন পড়ার কোন দরকার নাই । আর গেমওয়ালা ভাই চালায়া যান। ইংরাজিতে ওয়াকথ্রু দেখতে দেখতে হাপায়া গেছি।

    @muslim: ভাই, এই সমস্ত গেম আপনার জন্য নয়। আপনি Mustofa আর Neo-geo খেলেন বসে বসে।

    আর গেমওয়ালা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অস্বাভাবিক রকম সেইরাম!
সেইজন্য অস্বাভাবিক রকম সেইরাম ধন্যবাদ!

এইটা তো পুরা ফারক্রাই ২ এর মতই।

আমার কম্পিউটারে ফার ক্রাই ৩ ইনস্টল করতে পারছি না । কিন্তু ইনস্টল ছাড়াই খেলা যাচ্ছে । গেমে সাউন্ড আসছে না । আমি অটো সেভ ৩ পর্যন্ত খেলেছি । কিন্তু ক্রাফট আর স্কিল পয়েন্ট থেকে বের হতে পারছি না । স্কিল পয়েন্টের নিচে লেখা আছে Now I will tech you the takedown. কিন্তু Takedown এর Tutorial আমি দেখে ফেলেছি । কোন কলও আসছে না আবার ESC বাটনেও কাজ হচ্ছে না । Help please. আর আপনার রিভিউটা অনেক সুন্দর হয়েছে । থ্যাংকস ।