[Vin Diesel] এর Wheelman Game :: (Review)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

হাই!
প্রথমে বলি, কয়েক মাস আগে এই গেমটার উপর একটা টিউন করেছিলাম এখানে:https://www.techtunes.io/games/tune-id/247112

যাই হোক সেটা একেবারেই মানহীন হয়েছিল।

তাই এবার একটি পুর্ণাঙ্গ রিভিউ লিখলামঃ

হুইলম্যান শুনে অনেকে হয়ত ভাববেন এটি গাড়ির গেম।কিন্তু এটি আসলে জি টি এ টাইপের

অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম।এটির নির্মাতা টিগণ স্টুডিওস এবং প্রকাশ করেছে ইউবিসফট আর মিডওয়ে স্টুডিওস। এতে কন্ট্রোল কনফিগারেশন চেঞ্জ করা যায় না তাই ঝামেলা হতে পারে।

চাকামানব

নির্মাতাঃ

টিগণ স্টুডিওস

প্রকাশকঃ

ইউবিসফট,মিডওয়ে স্টুডিওস

ইঞ্জিনঃ

আনরিয়েল ৩

মুক্তি পেয়েছেঃ

২৪/মার্চ/২০০৯

খেলা যাবেঃ

মাইক্রসফট উইনডোজ,একসবক্স ৩৬০,প্লেস্টেশন ৩

ধরনঃ

অ্যাকশন অ্যাডভেঞ্চার

খেলার ধরনঃ

সিঙ্গেল প্লেয়ার

সিস্টেম রিকয়ারমেনটসঃ

ইন্টেল কোর টু ডুও ২.৪ গিগাহারটজ

র‍্যাম ২ জিবি

গ্রাফিক্স কার্ড ১ জিবি

ডাইরেক্ট এক্স ৯

এইচ ডি ডি স্পেস ১৫ জিবি

অফিসিয়াল ওয়েবসাইটঃ

http://wheelmangame.us.ubi.com

হুইলম্যান গেমটি ওপেন ওয়ার্ল্ড ভিত্তিক ভিডিও গেম যা বার্সেলোনার পটভূমিতে তৈরি করা হয়েছে। এই শহরটি ভাঙ্গাচুরার জিনিস,শর্টকাট,গলিপথ ইত্যাদি দিয়ে ভর্তি!সুতরাং ভাঙ্গ আর যাও! এখানে ৩১টি স্টোরি মিশন রয়েছে যা বেশিরভাগই ড্রাইভিং ভিত্তিক। আবার ফুটভিত্তিক মিশনও আছে। সব থার্ড পারসন ভিউতে খেলতে হবে। এ গেমে নাইট্রাস এর মত সুপার বুস্ট ইউজ করা যায় তবে তা অবশ্যই আনলক করে নিতে হবে। আরেকটি মুভ ইউজ করা যায় তা দিয়ে ফার্স্ট পারসন ভিউতে গিয়ে লিমিটেড টাইমের মধ্যে স্লো মোশানে কোন গাড়িকে টার্গেট করে গুলি করে এক্সপ্লোড করে দেয়া যায়। এখানে আবার এক গাড়ি থেকে আরেক গাড়িতে এয়ারজ্যাক করে চলে যাওয়া যায়। এখানে পিস্তল থেকে আর পি জি বিভিন্ন রকম অস্ত্র রয়েছে। আর পনটিয়াক জি টি ৮,অপেল আস্ত্রা ইত্যাদি গাড়ি রয়েছে।

এর স্টোরি আর কি বলব! স্টোরি খুবই ছোট। মাইলো বুরিক  [ভিন ডিজেল] বার্সেলোনায় ফিরে আসে (কই গেসিল জানি না) তারপর সবকিছু নতুনভাবে আবিষ্কার করে। একে একে সে তার গ্যাংএর Lumi Vega ,Benito, Anton Gallo,Javire ,Adrian লান্তস গ্যাংএর Felipe Lial, Paulo Lial,Micca Real রোমানিয়ার Radu ,Sorin আর ছুলস গ্যাং এর Miguel ,Stavo,Che এর সাথে দেখা করে। তারপর... থাক, সব আগে বলে দিলে ত শেষই।

রেটিং:

রেটিং আমি দিলে দিব ৬/১০।

অনেকে রেটিং দিসেঃ

 IGN এর  Greg Millan এই গেমটাকে ৪/১০ রেটিং দিসে।

আবার Gamepro রেটিং দিসে ৪/৫।

ধুর রেটিং মেটিং বাদ দেই , চলুন দেখি কিছু স্ক্রিনশটঃ

স্ক্রিনশটঃ

হিট!
হুইলি+গুলি
দিছি উলটাইয়া!
তুই তো প্রায় শ্যাষ!
ড্রিফট!
কি ঝকঝকা গাড়ি!
স্পেশাল মুভ!
ডাউনলোড লিঙ্ক ১:
http://www.ah-games.com/2013/02/wheelman-pc-game-crack-free-download.html
ডাউনলোড লিঙ্ক ২:
http://www.torrentreactor.net/torrents/5796412/Vin-Diesel-Wheelman-PC-Game-crack-RELOADED
এই গেমটির রিভিউ আপাতত শেষ।
বিঃদ্রঃ> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
ভাল লাগলে কমেন্ট করবেন।সকলকে বিদায়। ভাল থাকবেন।

Level 0

আমি বিলাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস