গেমিং গ্যালারি [পর্ব -১০] :: মারডার্ডঃ সউল সাস্পেক্ট ( প্রিভিউ)২০১৪

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমিং গ্যালারি

হেহেহেহে। অনেক দিন পর পোস্ট করতে বসলাম। আসলে এখন পোস্ট করার সময়ই পায় না এবং নতুন কোনো গেম ও পাইলাম না যা দিয়া রিভিউ লেখা যায়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গেমের রিভিউ। আবার আজকে তো ভালোবাসার দিন  😉

তো আপনারা সবাই ভালো আছেন ? আশা করি ভালোই থাকবেন। এবং আমার জন্য প্রতিনিয়ত দোয়া করবেন। করেছেন তো !!! তাই তো স্পেলিং বি তে গোল্ডেন টিকেট পাইলাম !!!!  দোয়া করবেন যেন আরো এগিয়ে যেতে পারি

আচ্ছা প্রিভিউ তে আসা যাক। আজকের গেমের নাম মারডার্ডঃ সউল সাস্পেক্ট।

গেমের বর্ননা

নাম: মারডার্ডঃ সউল সাস্পেক্ট

প্রকাশক: স্কয়ার এনিক্স

ডেভেলপার: অলরাইট গেমস

ইঞ্জিন: আন্রিয়েল ইঞ্জিন ৩

ধরন: অ্যাকশান , অ্যাাডভেঞ্চার

মুক্তি পাবে: এই বছরের মার্চ মাসে

খেলা যাবে: মাইক্রোসফট উইন্ডোজ প্লেস্টেশান ৩, প্লেস্টেশান ৪, এক্সবক্স ৩৬০,এক্সবক্স ১

খেলতে যা প্রোয়জন

সাধারণভাবে খেলতে

ওপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭,৮,৮.১

প্রসেসর: ইন্টেল কোর ২ ডুও

র‍্যাম: ২ জিবি

গ্রাফিক্স কার্ড: AMD HD RADEON 3600 SERIES

ভালোভাবে খেলতে যা লাগবে

ওপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭,৮,৮.১

প্রসেসর: ইন্টেল কোর ২ ডুও

র‍্যাম: ৪ জিবি

গ্রাফিক্স কার্ড: AMD HD RADEON 7000 SERIES

মূলভাব

মারডার্ড সউল সাস্পেক্ট একটি অ্যাাকশান অ্যাডভেঞ্চার গেম। এটি প্রকাশ করছে স্কোয়ার এনিক্স ও বানাচ্ছে অলরাইট গেমস। স্কোয়ার এনিক্স এর গেম ত বুঝতেই পাচ্ছেন কিছু অন্যরকম কারন এই কোম্পানি আমাদের আগেও টম্ব রাইডার , হিট্ম্যান অ্যাবসলুশান , স্লিপিং ডগস এর মতো অসাধারন গেমস উপহার দিয়েছে। এখন যেই গেমের কথা বলছি তা হলো ফিকশানাল। এই গেমে আপনাদের ডিতেক্টিভ রোনান ও কনার এর চরিত্রে খেলতে হবে এবং একটি মারডার কেস সল্ভ করতে হবে। কার মারডার কেস ? হেহেহে। নিজের !!!!! জি হ্যা আপনাকে কেউ খুন করে কিন্তু আপনি সম্পূর্ণ মরার আগে আপনার আত্মা আপনার শরীর ত্যাগ করে। আপনি নিজের চোখেই দেখেন আপনাকে মেরে ফেলতে কিন্তু আপনি কিছুই করতে পারেন না। এখন আপনাকে প্রত্যেক মুহুর্তে কিছু না কিছু করে আপনার খুনি কে বের করতে হবে। আপনি আপনার বাসায় গিয়ে খুনির ফেলে যাওয়া কিছু , যেই অস্র দিয়ে খুন করা হয়েছে , সেগুলো খুজে বের করতে হবে। তারপর আপনার মৃত্যুর সাথে জড়িত ব্যাক্তি দের বের করতে হবে। এই সময় আপনি মৃত পৃথিবীর নানা জন্তুর ও মোকাবেলা করতে হবে।

গেমটির ইঞ্জিন আন্রিয়েন ৩ মানে গেমটি ভালোই হবে। লো কনফিগার্ড পিসি তেও গেমটি চলবে। আন্রিয়েল ইঞ্জিন এর গ্রাফিক্স এর কিন্তু মান খুবই ভালো ( এতো ভালো ও না :v )।

স্ক্রিনশট

শেষ কথা

গেমিং গ্যালারি গেমস ওয়ার্ল্ড এরই একটি অংশ।গেম খেলার সময় অনেকেই সমস্যায় পরতে পারেন বা কোন গেমের সম্পর্কে জানতে চান তবে ইন্টারনেট এতই সুবিশাল যে আর কি বলার !!! কোন টা ঠিক আর কোনটা ভুল তা জানাই যায় না। এর জন্য আমরা কিছু টিউনার মিলে খুলেছি গেমস ওয়ার্ল্ড। এটি টেক্টিউন্স ও টিউনারপেজের এরমাত্র গেমিং পেজ ও গ্রুপ। এই গ্রুপ এ পাবেন আপনাদের সব সমস্যার সমাধান। তো এখনি জয়েন করুন
গ্রুপ

https://www.facebook.com/groups/gamesworldfans/

পেজ

https://www.facebook.com/games.world.bangladesh

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর post এর জন্য thanks sugata2.আমাকে battelfield 4 এর full virsion এর crac সহ download link টা দিয়েন pls.উপক্রিত হব।thanks.

    Level 0

    @tafkir: গেমের কোনো সমস্যার জন্য আমাদের গ্রুপ জয়েন করুন

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!