গেমস জোন [পর্ব-২১৫] :: WWE 2K14 (২০১৩)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

দুঃখের কথা হলেও সত্য যে, WWE এর কোনো “অফিসিয়াল” রেসলিং গেমই পিসি সংস্করণের জন্য নেই! আর WWE Impact সিরিজের যেই পিসি গেমসগুলো রয়েছে সেটি ফ্যান মেইড। তবে এই গেমসগুলো (অফিসিয়াল) খেলতে হলে আমাদের কে এমুলেটরের সাহায্য নিতে হবে এবং এর জন্য দরকার হাই পারফরমেন্সওয়ালা পিসি!

WWE 2K14 একটি প্রফেশনাল রেসলিং ভিডিও গেম যেটি নির্মাণ করেছে Yuke’s এবং ভিজুয়্যাল কনসেপ্টস আর প্রকাশ করেছে ২কে স্পোর্টস। গেমটি টেক-টু কোম্পানির প্রথম WWE সিরিজের গেম। গেমটি শুধুমাত্র প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ জন্য খেলা যাবে। গেমটি WWE 13 গেমটির সিকুয়্যাল। গেমটি ২০১৩ সালে অক্টোবর-নভেম্বর মাসে মুক্তি দেওয়া হয়।

খেলা যাবে:

এক্সবক্স ৩৬০ এবং প্লে-স্টেশন ৩

সিরিজ:

WWE2K

মুক্তি পেয়েছে:

অক্টোবর-নভেম্বর ২০১৩

ধরণঃ

প্রফেশনাল রেসলিং ফাইটিং

খেলার ধরণঃ

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

কোর আই৫ প্রসেসর,

৪ গিগাবাইট র‌্যাম,

১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড

৪ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

WWE 13 গেমটির থেকে অনেকগুলো ফিচার আপগ্রেড করা হয়েছে গেমটিতে আবার অনেক ফিচারসমূহ সর্ম্পূণভাবে বদলে দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে ন্যাভিগেশন সিস্টেম, হাঁটা-চলায় আরো স্বাধীনতা, দৌড়ানো এবং ঘষার মোশন। এছাড়াও গেমটির চরিত্রগুলো আগের থেকে বেশি গতিতে মুভ করতে পারবে। তবে দৌড়িয়ে আঘাত করার আগেই তোমাকে Starting up সেট করতে হবে। এতে করে দৌড়িয়ে আঘাতটি বিফলে না যায় সেদিকেও খেয়াল রাখতেই এই নতুন ব্যবস্থা। এছাড়া স্ট্রাইক আঘাত আগের থেকে অনেক শক্তিশালী এবং এগুলোকে ফিরানো (Reverse) খুবই কঠিন। সাতটি নতুন OMG মোমেন্টস যোগ করা হয়েছে গেমটিতে। আর মজার বিষয় হচ্ছে আসল মাইর (Finishers) এখন দুইজন চরিত্রে প্রয়োগ করা যাবে। ওদিকে পিন কাউন্ট চাইলে তুমি আরো ২টিতে বৃদ্ধি করতে পারো আরো কঠিন ম্যাচের জন্য।

আর নতুন নতুন ম্যাচ মোড যেমন Slobernocker Mode, The Streak season mode ইত্যাদি যুক্ত করা হয়েছে গেমটিতে আলাদা মজা দেবার জন্য।

ওদিকে Create-a-Superstar মোডে তুমি তোমার ইচ্ছে মতো সর্বোচ্চ ১০০টি চরিত্র বানাতে পারবে!

রেসল ম্যানিয়ার ৩০ বছরঃ

গেমটিতে নতুন ইউনিক ফিচার হিসেবে যুক্ত হয়েছে রেসল ম্যানিয়ার ৩০ বছরের যাবতীয় ম্যাচগুলো! এই মোডে খেলতে খেলতে তুমি নষ্টালজিক হয়ে পড়বে অবশ্যই। মোডটিতে WWE এর তিন দশকের হিস্টোরি রিপিট হয়েছে। মোডটিতে টোটাল ৪৫ টির বেশি ম্যাচ রয়েছে।

WWE 13 এর Attitude Era এর ম্যাচগুলোর মতো এইখানেও প্রতিটিতে ম্যাচে বোনাস অবজেক্টটিভ থাকছে। যেগুলো পূরণ করেই বোনাস সমূহ আনলক করা যাবে। এদের মধ্যে রয়েছে হিডেন ক্যারেক্টার, মুভস এবং যাবতীয় পোষাক ও যন্ত্রপাতি।

৪৬টি প্রাইমারী ম্যাচে তোমাকে বিভিন্ন স্টোরিলাইনের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন হাল্ক হোগানের Hulkamania Runs Wild, ব্রেট হার্ট এবং শণ মাইকেলস এর The New Generation, দ্যা রক এর Ruthless Aggression, এর বর্তমান যুগের ট্রিপল এইচ আর রেন্ডি অরটনের কাহিনী, Edge আর আন্ডারটেকারের বহিস্কার সবই রয়েছে এই গেমে! মোডটির সর্বশেষে রয়েছে জন সিনার উঠতি ক্যারিয়ার আর দ্যা রক এবং Brock Lesnar এর ফিরে আসা নিয়ে Universe Era.

The Streak Mode:

সিরিজের আগের গেমসগুলোর মতোই আন্ডারটেকারের রেসল ম্যানিয়ার স্ট্রিকের বিরুদ্ধে খেলা যাবে। তবে গেমটিতে নতুন করে ইউনিক মোড যুক্ত হয়েছে। যা হলো আন্ডারটেকার এর হয়ে স্ট্রিক খেলা! আহ ২১টি সেইরাম ম্যাচ! WWE 2K14 এর সবচেয়ে কঠিনতম ম্যাচগুলো এখানেই!

WWE Universe Mode:

সিরিজে আগের গেমসগুলোর মতোই স্যান্ডবক্স স্টাইলের এই মোডটিও আগের থেকে উন্নত হয়ে গেমটিতে ফিরে এসেছে। এই মোডে তুমি WWE কে সম্পূর্ণ তোমার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে।

>> গেমটির বাগস সমূহ <<

১। গেমটিতে The Shield দলটিতে সুপার শক্তিশালী হিসেবে আনা হয়েছে।

২। গেমপ্লে চরম দ্রুত গতির। যা বাস্তবিক এর মতোই

৩।  নতুন ভয়ানক ও জঘন্য মাইর যোগ করা হয়েছে

৪। অস্ত্র (চেয়ার, স্টিক) ইত্যাদি খুবই কম গেমটিতে

৫। The Usos টিমটি নেই!!

৬। Christian চরিত্রটি ৩ বছর ধরে একই রকম রয়েছে।

৭। গেমটিতে ডিভাদের টাইটেল টি সর্ম্পূণ ভাবে মুছে ফেলা যায় না

৮। ৩০ বছরের রেসলম্যানিয়া মোডে প্রতিষ্ঠানটির সমস্ত ক্যারিটারই রয়েছে!

৯। Big E Langston & Fandango এরা রেসলম্যানিয়া ২৯ থেকে থাকলেও গেমটিতে নেই। তবে DLC তে পাওয়া যাবে এদের।

১০। Create-a-Superstar মোডে যথেষ্ট অপশন নেই

১১। ট্যাগ টিমের মাইরগুলো ভালো ভাবে আপডেট করা হয় নি

নতুন ৩০টি মাইরঃ

  • Koji Clutch
  • Soda Plunge
  • Black Widow
  • Leaping Tombstone Piledriver w/Pin Combo
  • Inverted DDT
  • Diving Headbutt
  • Explosive Dropkick
  • Elbow/Back Stabber Combo
  • Rope Flip Armdrag
  • Double Jump Body Splash
  • Two-Hand Chokeslam
  • Lil’ Jimmy
  • Shoulder Switch Powerslam
  • Zack Ryder Comeback
  • Alpamare Waterslide
  • Rope Hung Kick to Mid-Section
  • Package Piledriver
  • Burning Hammer
  • Butterfly Suplex Armbar
  • Corkscrew Shooting Star Press
  • Standing Shooting Star Press
  • Standing Corkscrew Moonsault
  • Springboard 450 Splash
  • Psycho Driver
  • Rebound Big Boot
  • Rebound Elbow Strike
  • Moonstomp
  • Billy Goat’s Curse
  • Pumphandle Neckbreaker
  • Suplex Backbreaker
  • KO
  • Hangman’s Facebuster
  • Cradle DDT
  • Powerbomb Lungblower
  • Wrist Lock Lariat
অনেক লেজেন্ডারি ক্যারেক্টার রয়েছে গেমটিতে
আন্ডারটেকার এর ২১টি রেসলম্যানিয়ার ম্যাচ তো রয়েছেই!
নতুন নতুন চরিত্র!
অসাম!
কিছু কওয়ার আছে?
হুড়ড়া!
যত খাইষ্ঠা তত পপুলার!

ডাউনলোড:

প্রথমে প্লে-স্টেশন ৩ এমুলেটর ডাউনলোড করো:

http://playstation3emulator.net/ps3-emulator-download.html

অথবা

http://emulatordb.com/ps3-emulator

এরপর ISO ফাইলটি ডাউনলোড করে এমুলেটরে লোড করে খেলোঃ

http://dev.torrentz.pro/WWE-2K14-PS3-DUPLEX-download-torrent-C4E9134295365ABC8A8D4169D42A94C8887EA919.php

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thaks .eitai khujte khujte kahil hoia gesi.asa kori play korte parbo

vai iso file ta download korte partesi na ,help koren