আপনি যদি রেসিং-এর পাশাপাশি অ্যাকশন গেম পছন্দ করেন, তাহলে আপনার জন্য ফ্ল্যাট আউট টু একটি আদর্শ গেম। মূলত রেসিংধর্মী গেম হলেও রেসিংয়ের পাশাপাশি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়াই ফ্ল্যাট আউট টু গেমটির প্রধান আকর্ষণ।
গত বছর মুক্তি পাওয়া ফ্ল্যাট আউট গেমের ধারাবাহিকতা পুরোপুরি রক্ষা করা হয়েছে এতে৷ মূলত ডারবি রেসিং ও স্ট্রীট রেসিংয়ের চমত্কার সংমিশ্রণে তৈরি করা হয়েছে এটি৷ তবে আপনি যদি বর্তমান সময়ের পরিবেশ নিয়ে গেমটি খেলার চেষ্টা করেন তাহলে ভুল করবেন৷ আপনাকে গেমটি কিছুটা পুরানো পরিবেশে গাড়ি চালানোতে অভ্যস্ত করে তুলবে৷ তবে একই সাথে গ্রামীণ পরিবেশ ও শহুরে পরিবেশে আপনি খেলতে পারবেন৷ গেমটির গ্রাফিক্স যথেষ্ট ভাল৷ মুহূর্তের মধ্যে আপনাকে ত্রিশ বছর আগের কোনো পরিবেশে নিয়ে যাবে৷ তবে গেমে কুয়াশা বা ধোঁয়ার ইফেক্ট ততটা ভালভাবে ফুটে ওঠেনি৷ কারগুলোর রিয়েলটাইপ মুভমেন্ট বেশ ভালই৷ যেমন, বেশ দ্রুতগতিতে কাউকে তাড়া করার সময় রাস্তা উঁচু-নিচু থাকার কারণে হঠাত্ কার জাম্প করা, ব্রেক ইত্যাদিতে নতুন মাত্রা আনতে সমর্থ হয়েছে৷ এত কিছুর পরও গেমটিতে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু নিজেকে বাঁচিয়ে চলতে হবে৷ তবে আপনি যদি অন্যদের ধ্বংস করার ব্রত নিয়ে গেম খেলতে বসেন, সেটা কিন্তু আলাদা কথা৷ একটি কথা মনে রাখবেন, অপোনেন্ট ক্যারেক্টার বা কার-এর যতটুকু ড্যামেজ আপনি করবেন আপনারও কিন্তু ততটুকু ড্যামেজ হবে৷ সুতরাং রেসিংয়ে বেশি মনোযোগী হওয়াই ভাল৷
ফ্ল্যাট আউট টু গেমটিতে সাউন্ড ইফেক্টের বৈচিত্র্য কিছুটা কম৷ আগের ফ্ল্যাট আউট গেমের সাথে অনেকেই তেমন কোনো পার্থক্য পাবেন না৷ মিউজিক ও সাউন্ডে যা কিছুটা একঘেয়েমি৷ তবে গ্রাফিক্সের কাজ সেই অভাব কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে৷
গেমের শুরুতেই আপনাকে অনেকগুলো ক্যারেক্টারের সাথে পরিচিত হতে হবে৷ আপনাকে ধরে নিতে হবে সবাই এক পরিবারের সদস্য৷ গেমটি আপনাকে শুরু করতে হবে ডারবি রেস দিয়ে৷ তারপর ধীরে ধীরে সাধারণ রেসিং, স্ট্রীট রেসিং প্রভৃতির মাধ্যমে আপনার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে হবে৷ পর্যায়ক্রমে আপনাকে নতুন কার কিনতে হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে৷ এভাবে নতুন নতুন ট্র্যাক আপনাকে আনলক করতে হবে৷
আগের ভার্সন থেকে এই ভার্সনের উল্লেখযোগ্য উন্নয়ন হলো ভেহিকলগুলোর কন্ট্রোলিং৷ যারা ফ্ল্যাট আউট গেমটি খেলেছেন তারা ফ্ল্যাট আউট এবং ফ্ল্যাট আউট টু-এর পার্থক্যগুলো বেশ ভালভাবে বুঝতে পারবেন৷ আগের গেমের তুলনায় এখানে গাড়ি চালানো বেশ সহজ৷বিভিন্ন ম্যাপের বৈচিত্র্য আনার ফলে ভেহিকল কন্ট্রোলিংয়েও বৈচিত্র্য আনা হয়েছে৷ যেমন, আপনি শহুরে রাস্তায় যেভাবে গাড়ি চালাবেন তুষার আচ্ছাদিত রাস্তায় একইভাবে গাড়ি চালাতে পারবেন না৷ পরিবর্তন আনা হয়েছে গাড়িগুলোর এ িক্সলারেশনেও৷ এই পার্থক্যগুলো বেশ চোখে পড়ার মতো৷ গেমারদের একটাই অভিযোগ, সেটি হলো গাড়িগুলোর মডেল নিয়ে৷ গেমটি যতটা রিয়েলিস্টিক, গাড়িগুলো ততটা রিয়েলিস্টিক নয়৷ তবে গাড়িগুলোর কাস্টোমাইজিং অপশন এই সীমাবদ্ধতা দূর করেছে৷ রিয়েল টাইম রেসিং গেমের মতো আপনি গাড়িগুলোকে বিশেষভাবে কাস্টোমাইজ করতে পারবেন৷ আগের ভার্সনের থেকে আরেকটি উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে গেমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ অপোনেন্ট কারগুলোর ইন্টেলিজেন্স চোখে পড়ার মতো৷ ফ্ল্যাট আউট গেমটি খেলার পর অনেকেরই অভিযোগ ছিল গেমের অপোনেন্ট নিয়ে৷ ফ্ল্যাট আউট টু-তে সেই সমস্যার সমাধান করা হয়েছে বেশ ভালভাবেই৷ আগের ভার্সনের মতো এই ভার্সনে প্রতিপক্ষকে খুব সহজেই নকআউট করে দেয়া একটু কঠিনই হবে৷ এই গেমের একটি আকর্ষণীয় দিক হলো এর ক্যারেক্টার সংযোজন৷ শুধু ক্যারেক্টার সংযোজনই বড় কথা নয়, ক্যারেক্টারগুলোর চালচলনেও বেশ উন্নয়ন চোখে পড়বে৷
আগেই বলা হয়েছে যে, গেমের মিউজিক কিছুটা একঘেয়েমি মনে হতে পারে৷ অবশ্য আগের ভার্সনের থেকে এই গেমে এই একটি দিকেই কোনো উন্নয়ন ঘটেনি৷ সাউন্ড ইফেক্টগুলোও বেশ অনুন্নত৷ সেই সাথে ট্র্যাক রিলেটেড ইফেক্ট নেই বললেই চলে৷ কিন্তু সাউন্ড ইফেক্টের এই অবস্থা হলে কি হবে, ভিডিও ও গ্রাফিক্সে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন৷ গ্রাফিক্সের কারুকাজগুলো দেখার মতো৷ মূলত গ্রাফিক্সের কারণেই গত বছরের অন্যতম সফল গেম হিসেবে ফ্ল্যাট আউট টু-কে চালিয়ে দেয়া যায়৷
কিন্তু গেমটি প্রচণ্ড রিসোর্স অধিগ্রহণ করে৷ অন্যান্য গেমের তুলনায় একটু উন্নতমানের কমপিউটারে গেমটি খেলতে হবে৷ আর গেমটির অন্য কোনো প্লাটফর্ম নেই৷ শুধু পিসিতে চলার উপযোগী৷ সেই সাথে গেমটি চলার জন্য এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড বিশেষভাবে রিকমেন্ড করা হয়েছে৷ তাহলে আর দেরি না করে শুরু করে দিন আধুনিক ডেমোলিশন রেস৷
বিঃদ্রঃ-লেখাটি-কমপিউটার জগৎ থেকে নেওয়া ডাউনলোড লিংক ও ছবি আমার দেওয়া।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আহা , ভাঙ্গচুর, ভার্চুয়ালী গাড়ি ভাঙ্গতে হেভী মজা লাগে।
টুইস্টটেড মেটাল নামে একটা গেইমছিল শুধুই গাড়ি ভাঙ্গচুরের উপর।
ধন্যবাদ, দেখি ডাউনলোড করে।