রেসিং অ্যাকশন গেমস FlatOut 2

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আপনি যদি রেসিং-এর পাশাপাশি অ্যাকশন গেম পছন্দ করেন, তাহলে আপনার জন্য ফ্ল্যাট আউট টু একটি আদর্শ গেম। মূলত রেসিংধর্মী গেম হলেও রেসিংয়ের পাশাপাশি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়াই ফ্ল্যাট আউট টু গেমটির প্রধান আকর্ষণ।

FlatOut 2
গত বছর মুক্তি পাওয়া ফ্ল্যাট আউট গেমের ধারাবাহিকতা পুরোপুরি রক্ষা করা হয়েছে এতে৷ মূলত ডারবি রেসিং ও স্ট্রীট রেসিংয়ের চমত্কার সংমিশ্রণে তৈরি করা হয়েছে এটি৷ তবে আপনি যদি বর্তমান সময়ের পরিবেশ নিয়ে গেমটি খেলার চেষ্টা করেন তাহলে ভুল করবেন৷ আপনাকে গেমটি কিছুটা পুরানো পরিবেশে গাড়ি চালানোতে অভ্যস্ত করে তুলবে৷ তবে একই সাথে গ্রামীণ পরিবেশ ও শহুরে পরিবেশে আপনি খেলতে পারবেন৷ গেমটির গ্রাফিক্স যথেষ্ট ভাল৷ মুহূর্তের মধ্যে আপনাকে ত্রিশ বছর আগের কোনো পরিবেশে নিয়ে যাবে৷ তবে গেমে কুয়াশা বা ধোঁয়ার ইফেক্ট ততটা ভালভাবে ফুটে ওঠেনি৷ কারগুলোর রিয়েলটাইপ মুভমেন্ট বেশ ভালই৷ যেমন, বেশ দ্রুতগতিতে কাউকে তাড়া করার সময় রাস্তা উঁচু-নিচু থাকার কারণে হঠাত্ কার জাম্প করা, ব্রেক ইত্যাদিতে নতুন মাত্রা আনতে সমর্থ হয়েছে৷ এত কিছুর পরও গেমটিতে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু নিজেকে বাঁচিয়ে চলতে হবে৷ তবে আপনি যদি অন্যদের ধ্বংস করার ব্রত নিয়ে গেম খেলতে বসেন, সেটা কিন্তু আলাদা কথা৷ একটি কথা মনে রাখবেন, অপোনেন্ট ক্যারেক্টার বা কার-এর যতটুকু ড্যামেজ আপনি করবেন আপনারও কিন্তু ততটুকু ড্যামেজ হবে৷ সুতরাং রেসিংয়ে বেশি মনোযোগী হওয়াই ভাল৷
ফ্ল্যাট আউট টু গেমটিতে সাউন্ড ইফেক্টের বৈচিত্র্য কিছুটা কম৷ আগের ফ্ল্যাট আউট গেমের সাথে অনেকেই তেমন কোনো পার্থক্য পাবেন না৷ মিউজিক ও সাউন্ডে যা কিছুটা একঘেয়েমি৷ তবে গ্রাফিক্সের কাজ সেই অভাব কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে৷
গেমের শুরুতেই আপনাকে অনেকগুলো ক্যারেক্টারের সাথে পরিচিত হতে হবে৷ আপনাকে ধরে নিতে হবে সবাই এক পরিবারের সদস্য৷ গেমটি আপনাকে শুরু করতে হবে ডারবি রেস দিয়ে৷ তারপর ধীরে ধীরে সাধারণ রেসিং, স্ট্রীট রেসিং প্রভৃতির মাধ্যমে আপনার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে হবে৷ পর্যায়ক্রমে আপনাকে নতুন কার কিনতে হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে৷ এভাবে নতুন নতুন ট্র্যাক আপনাকে আনলক করতে হবে৷
আগের ভার্সন থেকে এই ভার্সনের উল্লেখযোগ্য উন্নয়ন হলো ভেহিকলগুলোর কন্ট্রোলিং৷ যারা ফ্ল্যাট আউট গেমটি খেলেছেন তারা ফ্ল্যাট আউট এবং ফ্ল্যাট আউট টু-এর পার্থক্যগুলো বেশ ভালভাবে বুঝতে পারবেন৷ আগের গেমের তুলনায় এখানে গাড়ি চালানো বেশ সহজ৷বিভিন্ন ম্যাপের বৈচিত্র্য আনার ফলে ভেহিকল কন্ট্রোলিংয়েও বৈচিত্র্য আনা হয়েছে৷ যেমন, আপনি শহুরে রাস্তায় যেভাবে গাড়ি চালাবেন তুষার আচ্ছাদিত রাস্তায় একইভাবে গাড়ি চালাতে পারবেন না৷ পরিবর্তন আনা হয়েছে গাড়িগুলোর এ িক্সলারেশনেও৷ এই পার্থক্যগুলো বেশ চোখে পড়ার মতো৷ গেমারদের একটাই অভিযোগ, সেটি হলো গাড়িগুলোর মডেল নিয়ে৷ গেমটি যতটা রিয়েলিস্টিক, গাড়িগুলো ততটা রিয়েলিস্টিক নয়৷ তবে গাড়িগুলোর কাস্টোমাইজিং অপশন এই সীমাবদ্ধতা দূর করেছে৷ রিয়েল টাইম রেসিং গেমের মতো আপনি গাড়িগুলোকে বিশেষভাবে কাস্টোমাইজ করতে পারবেন৷ আগের ভার্সনের থেকে আরেকটি উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে গেমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ অপোনেন্ট কারগুলোর ইন্টেলিজেন্স চোখে পড়ার মতো৷ ফ্ল্যাট আউট গেমটি খেলার পর অনেকেরই অভিযোগ ছিল গেমের অপোনেন্ট নিয়ে৷ ফ্ল্যাট আউট টু-তে সেই সমস্যার সমাধান করা হয়েছে বেশ ভালভাবেই৷ আগের ভার্সনের মতো এই ভার্সনে প্রতিপক্ষকে খুব সহজেই নকআউট করে দেয়া একটু কঠিনই হবে৷ এই গেমের একটি আকর্ষণীয় দিক হলো এর ক্যারেক্টার সংযোজন৷ শুধু ক্যারেক্টার সংযোজনই বড় কথা নয়, ক্যারেক্টারগুলোর চালচলনেও বেশ উন্নয়ন চোখে পড়বে৷
আগেই বলা হয়েছে যে, গেমের মিউজিক কিছুটা একঘেয়েমি মনে হতে পারে৷ অবশ্য আগের ভার্সনের থেকে এই গেমে এই একটি দিকেই কোনো উন্নয়ন ঘটেনি৷ সাউন্ড ইফেক্টগুলোও বেশ অনুন্নত৷ সেই সাথে ট্র্যাক রিলেটেড ইফেক্ট নেই বললেই চলে৷ কিন্তু সাউন্ড ইফেক্টের এই অবস্থা হলে কি হবে, ভিডিও ও গ্রাফিক্সে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন৷ গ্রাফিক্সের কারুকাজগুলো দেখার মতো৷ মূলত গ্রাফিক্সের কারণেই গত বছরের অন্যতম সফল গেম হিসেবে ফ্ল্যাট আউট টু-কে চালিয়ে দেয়া যায়৷
কিন্তু গেমটি প্রচণ্ড রিসোর্স অধিগ্রহণ করে৷ অন্যান্য গেমের তুলনায় একটু উন্নতমানের কমপিউটারে গেমটি খেলতে হবে৷ আর গেমটির অন্য কোনো প্লাটফর্ম নেই৷ শুধু পিসিতে চলার উপযোগী৷ সেই সাথে গেমটি চলার জন্য এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড বিশেষভাবে রিকমেন্ড করা হয়েছে৷ তাহলে আর দেরি না করে শুরু করে দিন আধুনিক ডেমোলিশন রেস৷

যা যা দরকার

  • ১.৫ গিগাহার্টজ প্রসেসর বা তার উপরে
  • ৫১২ মেগাবাইট র‌্যাম (১গিগাবাইট হলে ভাল হয়)
  • ৩ গিগাবাইট হার্ডড্রাইভ স্পেস
  • ডিভিডি রম
  • ডাইরেক্ট ৩ঊ ও ফুল ডুপ্লেক্স সাউন্ড কম্প্যাটিবল সাউন্ড কার্ড,
  • কমপক্ষে ১২৮ মেগাবাইট এনভিডিয়ার যেকোনো এজিপি কার্ড।

ডাউনলোড

বিঃদ্রঃ-লেখাটি-কমপিউটার জগৎ থেকে নেওয়া ডাউনলোড লিংক ও ছবি আমার দেওয়া।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আহা , ভাঙ্গচুর, ভার্চুয়ালী গাড়ি ভাঙ্গতে হেভী মজা লাগে।
টুইস্টটেড মেটাল নামে একটা গেইমছিল শুধুই গাড়ি ভাঙ্গচুরের উপর।
ধন্যবাদ, দেখি ডাউনলোড করে।

Level New

মঈন ভাই মচৎকার একটি গেম এর জন্য ধন্যবাদ । কিন্তু demo ………………………………