হ্যালো বন্ধুরা!
অনেক দিন পরে ফিরে এলাম।সাথে আনলাম চমৎকার এক গেম রিভিউ।
গেমটির নাম BioHazard 4.এটি একটি এন্ড্রয়েড গেম।গেমটি RPG action টাইপ এবং 3D.গেমটিতে আছে মোট ২১ টি স্টেজ যার প্রতিটিই অসাধারণ।গেমটির মুল চরিত্র লিওন -একজন মার্সেনারি যে তার অপহৃত প্রেমিকা কে উদ্ধার করতে একক অভিযান চালায় এক অজ্ঞাত দ্বীপে।দ্বীপের অধিবাসী সকলেই এক জীবাণুর কবলে পরে রুপান্তরিত হয়েছে জম্বি তে। রয়েছে এডভেঞ্চার এবং সারভাইভাল মোডে খেলার সুবিধা।সাথে আছে অস্ত্রের বিশাল সংগ্রহ।
এত সত্তেও সাইজ একেবারেই ছোট,মাত্র ৮০ এমবি। অন্যান্য হাই কোয়ালিটি গেমের তুলনায় কিছুই না।
যা যা লাগবে -
Ram-256 mb
ইন্টার্নাল মেমরি -১০০ এমবি।
ডাউনলোডের জন্য সার্চ করো:-
http://wap.mob.org
এটি সকল গেমারদের গ্রুপ। সকল গেমারদের একত্র করাই আমাদের লক্ষ্য।
আমি shoaibur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।