আসসালামুয়ালাইকুম । আশা করি সবাই পরম করুণাময়ের অনুগ্রহে বেশ ভালো আছেন ।
ফুটবল গেমসের জগতে পেস ([PES]Pro Evolution Soccer) একটি জনপ্রিয় নাম । যদিও বাংলাদেশের অনেকে এর নামই কোনদিন শোনে নাই !! আর খেলা তো দূরে থাক । তবে যাদের খেলার সৌভাগ্য হয়েছে তাদের অধিকাংশই এর প্রেমে পড়ে গেছে(আমার মত) 😛 ।
অনেকে বলতে পারেন, পেস ২০১৪ বের হয়েছে আর এখন পেস ২০১৩ নিয়ে টিউন কেন ??!! আসলে পেস ২০১৪ পেস ফ্যানদের চরমভাবে হতাশ করেছে । তাই বেশিরভাগ পেস ফ্যান পেস ২০১৩ তে ফেরত এসেছে । আমিও একই পথের পথিক । পেস ২০১৩ তে এখনও অনেক মজা এবং অজানা বিষয় আছে । পেস ২০১৪ গেমটার গেমপ্লে খারাপ এবং প্রচুর বাগস । আসলে গেমটা আনফিনিসড । তবে নতুন ইঞ্জিনটা অসাধারণ, যা সুপার্ব রিয়েলিস্টিক গ্রাফিক্স প্রদান করতে সক্ষম । তাই নেক্সট জেন কন্সোলে (এক্সবক্স ওয়ান,প্লে-স্টেশন ৪) এর জন্য ভালো একটা গেম আশা করাই যায় ।
অনেক ফাও প্যাচাল পারলাম, এবার আমাদের কাজ শুরু করি । আমরা পেস ২০১৩ তে বাংলাদেশ জাতীয় দল তৈরী করব । আসলে আমরা একটা টিমকে জাস্ট মডিফাই করব । এজন্য কিছু ছোট ছোট টুলস লাগবে । নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।
তবে আপনি যদি কোন প্যাচ ইউস করেন তাহলে Kitserver ডাউনলোডের দরকার নাই ।
এবার কাজ শুরু করি ।
PES Editor এর Editor.exe কে "Run as adminstrator" এ রান করুন । "Run as adminstrator" এ রান করা আবশ্যক, না হলে প্রোগ্রাম ক্র্যাশ করবে ।
এবার File এ ক্লিক করে open এ ক্লিক করুন এবং edit.bin সিলেক্ট করে দিন । edit.bin পাবেন এখানে > C:\Users\your name\Documents\KONAMI\Pro Evolution Soccer 2013\save.
ফাইল লোড হওয়ার পর "Teams" ট্যাবে যান । এখন আপনি যেকোন টিম এডিট করে বাংলাদেশ বানাতে পারেন । তবে এশিয়ার কোন টিম এডিট করাই বেটার । আমি লেবানন টিমকে সিলেক্ট করেছি ।
Team Name থেকে টিমের নাম BANGLADESH করুন ।
Short এ BAN করুন । প্রতিটি নাম এডিট করার পর অবশ্যই Enter চাপতে হবে, তা না হলে সেভ হবে না । কালারগুলোও ঠিক করে দিন ।
Flag/Emblem slot থেকে নিচের মত 365।।option file #01 সিলেক্ট করে দিন ।
এবার Emblems and tools ট্যাবে যান খালি ঘরগুলোর প্রথমটাতে ক্লিক করুন, import এ ক্লিক করুন এবং বাংলাদেশের একটা পতাকার ছবি(.png) সিলেক্ট করুন, close এ ক্লিক করুন । সুবিধার জন্য নিচের ইমেজটা ডাউনলোড করতে পারেন ।
এবার File এ ক্লিক করে save এ ক্লিক করুন । সেভ হলে প্রোগ্রাম ক্লোজ করুন ।
এবার গেম ওপেন করে দেখুন বাংলাদেশ দল তৈরী হয়ে গেছে ।
কাজ কি শেষ ?? অবশ্যই না !!! জার্সি দিবে কে ?? প্লেয়ার দিবে কে ??
এবার আসুন জার্সি অ্যাড করি ।
তার আগে Kitserver সেটিং করতে হবে । যারা প্যাচ ইউস করেন তাদের দরকার নাই । প্যাচে Kitserver দেয়াই থাকে । গেম যেখানে ইন্সটল হয়েছে(অর্থাৎ pes2013.exe,setting.exe যে ফোল্ডারে আছে) সেখানে Kitserver13 ফোল্ডারটা পেস্ট/এক্সট্রাক্ট করুন ।
এবার Kitserver13 ফোল্ডারে ঢুকুন । manager.exe কে "Run as adminstrator" এ রান করুন । এটাও "Run as adminstrator" এ রান করা আবশ্যক, না হলে প্রোগ্রাম ক্র্যাশ করবে । pes2013.exe টা সিলেক্ট করে Attach এ ক্লিক করুন । Success লেখা আসবে । ব্যস, Kitserver সেটিং শেষ ।প্রোগ্রাম ক্লোজ করুন ।
আমি একটা জার্সি বানিয়েছি, এটা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন । চাইলে আপনার পছন্দমত জার্সি ফটোসপে বানিয়ে নিতে পারেন ।
kitserver13\GDB\uni তে জার্সি ফাইলটা এক্সট্রাক্ট করুন ।
এবার map.txt টা ওপেন করুন । 1015, "BANGLADESH" টেক্সটা নিচের মত লিখুন ।
save করে বেরিয়ে আসুন । যারা প্যাচ ইউস করেন, তারা uni ফোল্ডারে Lebanon খুজে বের করুন এবং ফোল্ডার এর জার্সি ফাইলগুলো ডিলিট করে ডাউনলোডকৃত ফাইলগুলো পেস্ট করুন । তাহলেই হবে ।
এবার গেমে ঢুকে দেখুন !!!!!
তো বাংলাদেশ টিম তো পেয়ে গেলেন, এবার বিশবকাপ জেতার মিশনে নামুন !!
ও !! প্লেয়ারের কথা তো ভুলে গেছি !! আসলে আপনাকে প্লেয়ারগুলো গেমের মধ্যেই নাম-টাম এডিট করে বানাতে হবে । এক্ষেত্রে আমি যা করেছি তা হলো, নিজের এবং বন্ধু-বান্ধবদের নামে প্লেয়ার এডিট করে নিয়েছি । আর সবার ছবির সাহায্যে চেহারাও এডিট করে নিয়েছি , সবই গেমের ভিতরের কাজ । প্লেয়ার বানানোটা পুরোপুরি আপনার ব্যাপার ।
কোন ঝমেলা হলে এই ক্র্যা(ক)টা ডাউনলোড করে নিন > PES 2014 1.04 RELOADED
এবার ভার্চুয়াল জগতে বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপ জিতুন আর মনে মনে প্রার্থনা করতে থাকুন যেন বাস্তবেও খুব তাড়াতাড়ি আমরা বিশ্বকাপ জিততে পারি ।
সবাইকে ধন্যবাদ । 🙂
এইটা অনেকের কাজে লাগতে পারে- ফিফা ১৪ যারা চালাতে পারছেন না তারা দেখুন, কাজ হবে আশা করি ।
আমি Skylark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami ekhon porjontho ey game ta kheli nai. acca bhai ey ta ki 2gb ram & celaron pc tey cholbey ey game ta. jodi choley plz bhai torrent download link ta diben asha kori.
ar dhonnobad bd team key niye eto kichu korar jonney.