আসুন, পেস ২০১৩ তে বাংলাদেশ জাতীয় দল তৈরী করি আর ভার্চুয়াল জগতে নিজের দেশকে নিয়ে বিশ্বকাপ জিতি !! [EXCLUSIVE]

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামুয়ালাইকুম । আশা করি সবাই পরম করুণাময়ের অনুগ্রহে বেশ ভালো আছেন ।

ফুটবল গেমসের জগতে পেস ([PES]Pro Evolution Soccer) একটি জনপ্রিয় নাম । যদিও বাংলাদেশের অনেকে এর নামই কোনদিন শোনে নাই !! আর খেলা তো দূরে থাক । তবে যাদের খেলার সৌভাগ্য হয়েছে তাদের অধিকাংশই এর প্রেমে পড়ে গেছে(আমার মত) 😛

অনেকে বলতে পারেন, পেস ২০১৪ বের হয়েছে আর এখন পেস ২০১৩ নিয়ে টিউন কেন ??!! আসলে পেস ২০১৪ পেস ফ্যানদের চরমভাবে হতাশ করেছে । তাই বেশিরভাগ পেস ফ্যান পেস ২০১৩ তে ফেরত এসেছে । আমিও একই পথের পথিক । পেস ২০১৩ তে এখনও অনেক মজা এবং অজানা বিষয় আছে । পেস ২০১৪ গেমটার গেমপ্লে খারাপ এবং প্রচুর বাগসআসলে গেমটা আনফিনিসড । তবে নতুন ইঞ্জিনটা অসাধারণ, যা সুপার্ব রিয়েলিস্টিক গ্রাফিক্স প্রদান করতে সক্ষম । তাই নেক্সট জেন কন্সোলে (এক্সবক্স ওয়ান,প্লে-স্টেশন ৪) এর জন্য ভালো একটা গেম আশা করাই যায় ।

অনেক ফাও প্যাচাল পারলাম, এবার আমাদের কাজ শুরু করি । আমরা পেস ২০১৩ তে বাংলাদেশ জাতীয় দল তৈরী করব । আসলে আমরা একটা টিমকে জাস্ট মডিফাই করব । এজন্য কিছু ছোট ছোট টুলস লাগবে । নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।

PES 2013 Editor

Kitserver 13

তবে আপনি যদি কোন প্যাচ ইউস করেন তাহলে Kitserver ডাউনলোডের দরকার নাই ।

এবার কাজ শুরু করি ।

PES Editor এর Editor.exe কে "Run as adminstrator" এ রান করুন । "Run as adminstrator" এ রান করা আবশ্যক, না হলে প্রোগ্রাম ক্র্যাশ করবে ।

এবার File এ ক্লিক করে open এ ক্লিক করুন এবং edit.bin সিলেক্ট করে দিন । edit.bin পাবেন এখানে > C:\Users\your name\Documents\KONAMI\Pro Evolution Soccer 2013\save.

ফাইল লোড হওয়ার পর "Teams" ট্যাবে যান । এখন আপনি যেকোন টিম এডিট করে বাংলাদেশ বানাতে পারেন । তবে এশিয়ার কোন টিম এডিট করাই বেটার । আমি লেবানন টিমকে সিলেক্ট করেছি ।

Team Name থেকে টিমের নাম BANGLADESH করুন ।

Short BAN করুন । প্রতিটি নাম এডিট করার পর অবশ্যই Enter চাপতে হবে, তা না হলে সেভ হবে না । কালারগুলোও ঠিক করে দিন ।

Flag/Emblem slot থেকে নিচের মত 365।।option file #01 সিলেক্ট করে দিন ।

এবার Emblems and tools ট্যাবে যান খালি ঘরগুলোর প্রথমটাতে ক্লিক করুন, import এ ক্লিক করুন এবং বাংলাদেশের একটা পতাকার ছবি(.png) সিলেক্ট করুন, close এ ক্লিক করুন । সুবিধার জন্য নিচের ইমেজটা ডাউনলোড করতে পারেন ।

BANGLADESH_FLAG

এবার File এ ক্লিক করে save এ ক্লিক করুন । সেভ হলে প্রোগ্রাম ক্লোজ করুন ।

এবার গেম ওপেন করে দেখুন বাংলাদেশ দল তৈরী হয়ে গেছে ।

কাজ কি শেষ ?? অবশ্যই না !!! জার্সি দিবে কে ?? প্লেয়ার দিবে কে ??

এবার আসুন জার্সি অ্যাড করি ।

তার আগে Kitserver সেটিং করতে হবে । যারা প্যাচ ইউস করেন তাদের দরকার নাই । প্যাচে Kitserver দেয়াই থাকে । গেম যেখানে ইন্সটল হয়েছে(অর্থাৎ pes2013.exe,setting.exe যে ফোল্ডারে আছে) সেখানে Kitserver13 ফোল্ডারটা পেস্ট/এক্সট্রাক্ট করুন ।

এবার Kitserver13 ফোল্ডারে ঢুকুন । manager.exe কে "Run as adminstrator" এ রান করুন । এটাও "Run as adminstrator" এ রান করা আবশ্যক, না হলে প্রোগ্রাম ক্র্যাশ করবে । pes2013.exe টা সিলেক্ট করে Attach এ ক্লিক করুন । Success লেখা আসবে । ব্যস, Kitserver সেটিং শেষ ।প্রোগ্রাম ক্লোজ করুন ।

আমি একটা জার্সি বানিয়েছি, এটা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন । চাইলে আপনার পছন্দমত জার্সি ফটোসপে বানিয়ে নিতে পারেন ।

PES 2013 BANGLADESH kit

kitserver13\GDB\uni তে জার্সি ফাইলটা এক্সট্রাক্ট করুন ।

এবার map.txt টা ওপেন করুন । 1015, "BANGLADESH" টেক্সটা নিচের মত লিখুন ।

save করে বেরিয়ে আসুন । যারা প্যাচ ইউস করেন, তারা uni ফোল্ডারে Lebanon খুজে বের করুন এবং ফোল্ডার এর জার্সি ফাইলগুলো ডিলিট করে ডাউনলোডকৃত ফাইলগুলো পেস্ট করুন । তাহলেই হবে ।

এবার গেমে ঢুকে দেখুন !!!!!

তো বাংলাদেশ টিম তো পেয়ে গেলেন, এবার বিশবকাপ জেতার মিশনে নামুন !!

ও !! প্লেয়ারের কথা তো ভুলে গেছি !! আসলে আপনাকে প্লেয়ারগুলো গেমের মধ্যেই নাম-টাম এডিট করে বানাতে হবে । এক্ষেত্রে আমি যা করেছি তা হলো, নিজের এবং বন্ধু-বান্ধবদের নামে প্লেয়ার এডিট করে নিয়েছি । আর সবার ছবির সাহায্যে চেহারাও এডিট করে নিয়েছি , সবই গেমের ভিতরের কাজ । প্লেয়ার বানানোটা পুরোপুরি আপনার ব্যাপার ।

কোন ঝমেলা হলে এই ক্র্যা(ক)টা ডাউনলোড করে নিন > PES 2014 1.04 RELOADED

এবার ভার্চুয়াল জগতে বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপ জিতুন আর মনে মনে প্রার্থনা করতে থাকুন যেন বাস্তবেও খুব তাড়াতাড়ি আমরা বিশ্বকাপ জিততে পারি ।

সবাইকে ধন্যবাদ । 🙂

এইটা অনেকের কাজে লাগতে পারে- ফিফা ১৪ যারা চালাতে পারছেন না তারা দেখুন, কাজ হবে আশা করি ।

Level 0

আমি Skylark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami ekhon porjontho ey game ta kheli nai. acca bhai ey ta ki 2gb ram & celaron pc tey cholbey ey game ta. jodi choley plz bhai torrent download link ta diben asha kori.
ar dhonnobad bd team key niye eto kichu korar jonney.

    Level 0

    @asstha: @asstha: চলতে পারে, তবে লো সেটিং আর কম রেসুলেশনে এ খেলতে হবে । ভালো লিংক পেলাম না । একটু কষ্ট করে খুজে দেখুন । কিছু আছে তবে নির্ভরযোগ্য না ।

    MINIMUM SYSTEM REQUIREMENTS
    Windows XP SP3, Vista SP2, 7
    Intel Pentium IV processor 2.4 GHz or equivalent processor
    1GB of RAM
    Video Card NVIDIA GeForce 6600 or ATI Radeon x1300. Pixel / Vertex Shader 3.0 and 128MB of VRAM DirectX 9.0c compatible graphics card.

    RECOMMENDED SYSTEM REQUIREMENTS
    Windows XP SP3, Vista SP2, 7
    Intel Core2 Duo 2.0 GHz or equivalent processor
    2GB of RAM
    NVidia GeForce 7900, ATI Radeon HD2600 or higher. Pixel / Vertex Shader 3.0 and 512MB of VRAM DirectX 9.0c compatible graphics card.

ভাই পেস ১৪ হাতে পাইলাম।ভালই তবে মান আরো ভাল হতে পারত।পেস ১৪ এর জন্য কিটসার্ভার আর পেস এডিটরের ভার্শনের ডাউনলোড লিঙ্ক দেন।