কেমন আছেন সবাই? অনেক ভালো নিশ্চয়ই। যাক শেষ পর্যন্ত ভালো লাগছে এই ভেবে যে, অন্তত একটা টিউন করতে পারতেছি !! 😎 আলসেমিতে এতটাই পেয়ে বসেছে যে সারাদিন ঘুমালেও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না !! 😯
যাই হোক, এটা আমার প্রথম টিউন। যদিও টিটিতে আছি অনেক দিন ধরেই, তাও কিছু লেখা হয় নাই। প্রথম টিউনে কিছু লিখলাম না, শুধু আপনাদের জন্য নিয়ে এলাম ছোট একটা উপহার। বলেন তো কি ?? কি আর হবে ভার্চুয়ালি তো আর মিস্টি খাওয়ানো যায় না! তাও একটা ফটু দিয়ে দিলাম। এই দিয়েই আপাতত কাজ চালান। 😀 যাইহোক মিস্টি তো আর পারতেছি না তাই গেমস দিয়ে কাজ চালাতে হবে। 😛
গেমসটা সম্পর্কে কিছু বলি। কে না চায় ধনী হতে? যার টাকা আছে সেও চায় আরো টাকা বানাতে। এই ব্যাপারটা যদি ভার্চুয়ালি করা যায়, তবে তো খুব মজা। ঠিক ধরেছেন, গেমটা মনোপলি। 😀 অনেক জনপ্রিয় একটা গেম। যা কিনা খেলতে হলে গুনতে হবে বেশ কিছু টাকা! কিন্তু আমরা কি আর টাকা দিয়ে গেম খেলার পাবলিক? উপহার যখন দিচ্ছি তখনতো ফ্রি-তেই দিতেই হবে। কোনদিন শুনেছেন নাকি উপহার দিয়ে টাকা নিতে ?! 😯 আমি আসলে একটু বেশিই বকবক করি। তো কি আর করার ঝটপট গেমটি নামিয়ে নিন নিচের লিঙ্ক থেকে।এরপর যা করারঃ
রার ফাইলটা এক্সট্রাক করুন যেকোন একটা ফোল্ডারে। আপনার যদি উইন্ডোজ সেভেন হয়ে থাকে তবে ডিফল্ট ভাবেই রার ফাইল এক্সট্রাক্টার পেয়ে যাবেন। অন্যথায় 7-ZIP নামের সফটওয়্যারটা ব্যবহার করে দেখতে পারেন। খুব ভাল কাজ করে এটি, তার উপরে আবার ফ্রি (কি আনন্দ !!) এক্সট্রাক করলেই দেখতে পাবেন নিচের ছবির মত এসেছে। .exe ফাইলটায় ডবল ক্লিক করে, ইন্সটল বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন নিচের ছবির মত এসেছে। মার্ক করা ফোল্ডারে ঢুকুন।
নিচের দিকেই গেম প্লে করার আইকনটা পেয়ে যাবেন। এবার চলুন গেমটা খেলা যাক।
গেম চালু করার পর এখান থেকে ক'জন প্লেয়ার নিয়ে খেলবেন তা সিলেক্ট করা যায়। প্লেয়ারদের নাম এবং সিম্বল দিন। এটা হল ডিফিকাল্টি মোড। উপরেরটা একদম সহজ এবং নিচেরটা কঠিন। এবার প্লে গেম দিয়ে খেলা শুরু করুন।
গেমটার মধ্যে অনেক মজার মজার ফাংশন আছে। যেমনঃ আপনি চাইলেই অন্যদের সাথে ট্রেড করতে পারবেন কিনবা জমি বন্ধকও রাখতে পারেন। চলুন কিছু স্ক্রিনশট দেখে আসি।
গেমটা নিয়ে একটা রিভিউ লেখার ইচ্ছা আছে। সেসব নিয়ে আবার আরেক দিন লিখব। আজকে এমনিতেই অনেক লিখে ফেলেছি। তো ভালো থাকুন সবাই আর খেলতে থাকুন ধনী হবার মজার খেলা ! আজ এ পর্যন্তই 😀
যেকোন ধরণের সাজেন্স ও এডভাইস কিনবা মতামত নিঃসংকোচে মন্তব্য করে জানান। ধন্যবাদ।
আমি ইনফ্রারেড-রে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বলার মত কিছুই নাই !! খালি খাই আর ঘুমাই। প্রযুক্তি ভালবাসি, তাই তো এর পেছনে ছুটে আসি ! :-P খাইছে রে আমি তো ছোট খাট কবি হয়ে গেলাম !! লিখতে ইচ্ছা করে না। বড় অলস, এই অলসতার জন্যই টিটি তে কখনো কিছু লিখি নাই। তবে পড়েছি অনেক, জেনেছিও অনেক। বলতে...
অভিনন্দন ! প্রথম টিউনের জন্য ।