কদিন আগে মোষ্ট ওয়ান্টেডের মোড নিয়ে টিউন করেছিলাম। ওটায় ব্যাপক সাড়া পাওয়ায় আজকের টিউনটি নিয়ে আসলাম। অনেকেই মোষ্ট ওয়ান্টেডে গাড়ি কিভাবে যোগ করতে হয় তা বুঝতে পারো নি। আর আমার হাতে সময় ছিলো না দেখে সেদিন গাড়ির সেকশনটি টিউনে দিতেই ভুলে গিয়েছিলাম!! যাই হোক আজ তো হাতে সময় রয়েছে। চলো যোগ করে নেই কিছু অসাম গাড়ি!
> প্রথমে নিচের লিংক হতে মোষ্ট ওয়ান্টেডের ১.৩ সংস্করণটির প্যাঁচ ডাউনলোড করে নাও:
http://www.nfscars.net/file/view/mostwanted/6099.aspx
> এবার Black Edition এর প্যাঁচটি ডাউনলোড করো:
http://nfsaddons.com/nfsmw/download/file/65/
ফাইলটি গেম ডাইরেক্টরির GLOBAL ফোল্ডারে কপি-পেষ্ট করো।
> এখন মোড লোডার সফটটি ইন্সটল করতে হবে। নিচের লিংক হতে তা নামিয়ে নাও:
http://www.nfscars.net/file/view/mostwanted/6464.aspx
* ফাইলটি আনজিপ করো। একটি সেটাপ প্রোগ্রাম পাবে। চালু করো:
* সফটওয়্যারটি ইন্সটল করার পর ডেস্কটপে একটি মোষ্টওয়ান্টেড মোড লোডার শর্টকাট আইকন আসবে।
এই শর্টকাট আইকনটি দিয়েই গাড়ির মোডগুলো এবং অন্যান্য মোডগুলো কাজ করবে। আইকনটি দিয়ে মোষ্ট ওয়ান্টেড গেমটি চালু করতে হবে এবং মেইন স্ক্রিণে মোড লোডার চালু হয়েছে এই বার্তাটি দেখা যাবে।
http://www.nfscars.net/file/list.aspx?game=mostwanted&category=car&sort=latest&order=desc&page=1
অথবা নিচের গাড়িগুলো থেকে পছন্দ করে নাও (লিংক ছবির ক্যাপশনে)
পছন্দের গাড়িটি ডাউনলোড হয়ে গেলে ফাইলটি আনজিপ করো। আর গাড়ির ফোল্ডারটি গেম ডাইরেক্টরির ADDONS ফোল্ডারের CARS_REPLACE ফোল্ডারে কপি-পেষ্ট করো।
আশা করি আমার এই টিউনটি তোমাদের কাজে লাগবে। এভাবেই তুমি নেট থেকে আরো ভিন্ন ভিন্ন গাড়ি ইন্সটল করতে পারবে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!