অসাধারণ এবং চমৎকার একটি মিলিটারী শুটিং গেম এটি। রেইনবো সিক্স ভেগাস ২ গেমটি টম ক্ল্যাসিস রেইনবো সিক্স গেমস সিরিজের সপ্তম সংস্করণ এবং ২০০৬ সালের রেইনবো সিক্স ভেগাস গেমটির সিকুয়্যাল। গেমটিতে তোমার স্কোয়ার্ডকে সাথে নিয়ে ভেগাস সিটির বিভিন্ন স্পটে শত্রুদের বিপক্ষে লড়তে হবে। গেমটিতে আমি স্কোর্য়াডকে নিয়ন্ত্রণের যে মজা পেয়েছি কি আর বলবো! গেমটিতে তোমাকে রেইনবো স্কোর্য়াডের বিশপ এর ভুমিকায় খেলতে হবে। গেমটিতে বিশপকে তুমি তোমার নিজের মতো করে সাজিয়ে নিতে পারো! পুরুষ কিংবা মহিলা থেকে কাপড় চোপড়, আরমর, গুলি অস্ত্রের স্টাইল সবকিছুই নিজের মতো করে সাজাতে পারবে।
গেমটিতে রয়েছে XP পয়েন্ট। যত শত্রুকে হত্যা এবং কৌশল মেনে হত্যা করলে এক্সপি পয়েন্ট পাবে তুমি। এই পয়েন্ট দিয়ে তুমি অস্ত্র এবং কাপড় চোপড়ের আপগ্রেড আনলক করতে পারবে। তবে ডিফিকাল্টির উপর এক্সপি পয়েন্টের গুণ নির্ভরকরবে। যেমন সহজ ডিফিকাল্টিতে একটি শত্রু হত্যা = ১টি পয়েন্ট আর সবচেয়ে হার্ড ডিফিকাল্টিতে একটি শত্রু হত্যা = ১০ পয়েন্ট!
নির্মাতা এবং প্রকাশকঃ
ঊবিসফট
সিরিজঃ
টম ক্ল্যাসিস রেইনবো সিক্স
ইঞ্জিণঃ
আনরিয়েল ইঞ্জিণ ৩
খেলা যাবেঃ
মাইক্রোসফট উইন্ডোজ.
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০ কনসোলে
মুক্তি পেয়েছেঃ
এপ্রিল, ২০০৮ সালে
ধরণঃ
ট্রাকট্রিক্যাল শুটার,
ফার্স্ট পারসন শুটার
খেলার ধরণঃ
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
ডুয়াল কোর প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেলে ৩.০
রেইনবো সিক্স ভেগাস ২ গেমটিতে সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইন মোড এবং টেরোরিস্ট হান্ট মোড রয়েছে। ক্যাম্পেইন মোড একটি স্টোরিলাইনকে ফলো করবে আর টেরোরিস্ট হান্ট হচ্ছে অনলাইন এই মতো অফলাইন মোডে মাল্টিপ্লেয়ারের স্বাদ নেওয়া যাবে এতে। টেরোরিস্ট হান্টে একটি স্পটে তোমাকে নামিয়ে দেওয়া হবে হেলির মাধ্যমে। সেখানে শত্রুর ঘাঁটিতে মোট কতটি শত্রু রয়েছে তাও তোমাকে জানিয়ে দেওয়া হবে। তুমি স্পটটি ক্লিয়ার করবে।
ক্যাম্পেইন এবং টেরোরিস্ট হান্ট এই দুটি মোডেই তুমি একা একা অথবা নেটের মাধ্যমে মাল্টিপ্লেয়ারে তোমার আরো তিনজন বন্ধুকে নিয়ে খেলতে পারবে।
গেমটিতে কভার সিস্টেমে যাওয়ার সময় এবং দড়ি বেয়ে উপরে ও নিচে নামার সময় গেমটি থার্ড পারসন ভিউ মোডে চলে যাবে।
গেমটিতে রয়েছে রিয়েল এডভারটাইজিং সিস্টেম । যেখানে বাস্তব কিছু প্রোডাক্ট (ফারক্রাই ২) এর বিজ্ঞাপন দেওয়া হয়েছে গেমটির বিলর্বোডে।
গেমটির রেটিং হিসেবে IGN ৯.৫ দিয়েছে ১০ পয়েন্টের মধ্যে। গেমটির আসল মজা নিয়ে সর্বোচ্চ ডিফিকাল্টি দিয়ে খেলতে হবে।
ডাউনলোডঃ
http://kickass.to/tom-clancy-s-rainbow-six-vegas-2-pc-full-game-nosteam-t6814909.html
অথবা, গেমটি ঘরে বসেই সুলভ মূল্যে পেতে চাইলে এখনই চলে আসো গেমস জোনের, অনলাইন ডিভিডি শপে: http://www.facebook.com/games.zone.bd
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো #রেজিস্ট্রেশন_ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে #আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম #ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…