হ্যাঁ! নিড ফর স্পিড সিরিজের সবচেয়ে জনপ্রিয় গেমটি হচ্ছে ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেড গেমটি। যেটি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। আমরা চাইলে আমাদের এই প্রিয় গেমটিতে মোড করে নিজস্ব পছন্দের ইউনিক সংস্করণ বানিয়ে নিতে পারি। আজকের গেমস জোনে আমি সেটাই নিয়ে আলোচনা করবো। আসো শুরু করা যাকঃ
>>>সবার আগে দেখতে হবে যে তোমার কাছে মোষ্ট ওয়ান্টেডের ১.৩ সংস্করণটি আছে কিনা। না থাকলে ১.৩ সংস্করণের প্যাচটি ডাউনলোড করে নাও:
এরপর চাইলে তোমার সংস্করণটিকে ব্ল্যাক এডিশনে রুপান্তর করে নিতে পারো এই ফাইলটির মাধ্যমে:
উল্লেখ্য যে, মোড লোডার ইন্সটল করার পর তোমার মোষ্ট ওয়ান্টেড গেমটির ডাইরেক্টরি তে ADDONS নামে নতুন একটি ফোল্ডার এবং তোমার ডেস্কটপে মোড লোডারের একটি Shortcut আইকন আসবে। আইকনে ডাবল ক্লিক করে মোড লোডারটি একটিভ করতে পারো । আর মোড লোডার ছাড়া আসল মোষ্ট ওয়ান্টেড চালাতে হলে আগের অরিজিনাল speed.exe প্রোগ্রামের মাধ্যমে গেমটির অরিজিনাল সংস্করণ চালাতে পারবে। মোড লোডার কাজ করছে কিনা তা জানার জন্য মেইন স্ক্রিণের নিচে MW Mod Loader Intalized বার্তাটি দেখাবে:
লক্ষ্য করো যে, উপরের ১.৩ সংস্করণ এবং মোড লোডার সফটটি তোমার গেমে ইন্সটল করা না থাকলে নিচের কোনো মোডই কাজ করবে না। > প্রথমে আমাদেরকে গেমটির টাইটেল স্ক্রিণটি পাল্টাতে হবে। নিচের ফাইলটি ডাউনলোড করো আর ইন্সটল করে নাও। তাহলে নিচের মতো নতুন স্ক্রিণ আসবে:
> এবার মেইন মেনুকে সাজাতে হবে। ছবির ক্যাপশন থেকে লিংকটিতে ক্লিক করে মোডটি ডাউনলোড করে ইন্সটল করে নাও। কিভাবে ইন্সটল করবে তা ফাইলের ভিতরে Readme টেক্স ফাইলে বিস্তারিত দেওয়া রয়েছে:
> এবার ক্যারিয়ারের সেইফ হাউসকে সাজাতে হবে। সাজিয়ে নাও:
> এবার গাড়ির দোকান বা Car Lot কে সাজাতে হবে। সাজিয়ে নাও:
> এবার পুরো শহরকে আরো চকচক করতে হবে। ডাউনলোড করো আর মজা লুটো!
> এবার ম্যাপকে সাজাতে হবে। NFS World এর স্টাইলে সাজিয়ে নাও। যেহেতু World গেমটি মোষ্ট ওয়ান্টেডের উন্নত সংস্করণ!
> নতুন বিলর্বোড। না চাইলে থাক!
http://www.nfscars.net/file/view/mostwanted/19267.aspx
> পথ নির্দেশকের রং পাল্টিয়ে নিতে হবে।
> ধোঁয়ার রং পরিবর্তন করে নাও:
> সূর্যের আলো পরিবর্তন করে নাও:
> নাইট্রোর লাইটের রংকে আরো উজ্জল করো:
> গেমে রাত এর মোড আনতে:
> সকল গাড়ির হেড লাইটের রং পাল্টাও:
http://www.nfscars.net/file/view/mostwanted/18772.aspx
> আকাশ এবং মেষের নতুন ইফেক্ট:
> সব শেষে পাল্টিয়ে নাও গ্রাফিক্স এর ধরণ!
ইউনিক সংস্করণে নতুন গাড়ি থাকবে না এটা কি হয়!!! নিচের লিংক থেকে তোমার পছন্দ মত গাড়িগুলো ডাউনলোড করে নাও
http://www.nfscars.net/file/list.aspx?game=mostwanted&category=car&sort=latest&order=desc&page=1
অথবা আমার পছন্দের গাড়িগুলো ডাউনলোড করো ছবির ক্যাপশনের লিংক থেকে:
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
just চরমমমমম হইছে । অনেকেরআজে লাগবে । 😀