বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের উন্মাদনার শেষ নেই। আর এই সময়ে, ওয়ালপেপার, থিম, সফটওয়্যার, সুইপসটেকস ইত্যাদিতে ভরপুর থাকে ইন্টারনেট। ফিফা ওয়েবসাইটে আপনি সেরকম কয়েকটি অফার পাবেন। যারা স্ট্যাম্প কালেকশন করতেন বা করেন, তাদের জন্য বলছি, ফিফা ওয়েবসাইটে আপনাদের জন্য রয়েছে একটি গেম।
গেমটির লিংক এখানে
পানিনি ভারচুয়াল স্টিকার এলবাম নামের এই গেমটিতে আপনাকে ফিফা ওয়েবসাইট থেকে কিছু স্টিকার খুঁজে এলবামটি পূরণ করতে হবে।
এছাড়াও প্রতিদিন আপনাকে ৫টি প্লেয়ার স্টিকার সম্বলিত কয়েকটি স্টিকার প্যাকেট দেয়া হবে। ৩২টি দেশের দলগুলোকে এই স্টিকারগুলোর সাহায্যে সম্পূর্ণ করতে হবে। ডুপ্লিকেট স্টিকার পেলে আপনি তা “সোয়াপ এরিয়া” তে রেখে অন্যের সাথে ট্রেড করতে পারবেন।
গেমটি বেশ এডিকটিভ। খেলে দেখুন মজা পাবেন। আর হ্যা, আপনাকে আগে একটা ফিফা তে ফ্রী একাউন্ট খুলে নিতে হবে।
যদি লেগে যায়, কে জানে, আপনার ভাগ্যে অরিজিনাল পানিনি এলবামটি জুটে যেতে পারে।
আরেকটা কথা, এক্সট্রা স্টিকার প্যাকের জন্য বিভিন্ন প্রোমো-কোড পাওয়া যায়।
[আমার কাছে প্রায় ৩০ টি প্রোমো-কোড আর লুকানো স্টিকারের লিংক আছে, প্রয়োজন পড়লে জানাবেন 😉 ]
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thx sayer korar jonno.