গেমস জোন [পর্ব-২০২] :: সাইলেন্ট হিল ৬ (২০০৯)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হলিউডের জনপ্রিয় ভূতুরে ছায়াছবি সাইলেন্ট হিল কমবেশি সবাই দেখেছি। কিন্তু আমরা অনেকেই সাইলেন্ট হিল সিরিজের গেমস খেলিনি। যেহেতু ছবিগুলো গেমস এর কাহিনী মানে Based on Video Games ভিক্তিক তাহলে অবশ্যই গেমসগুলোও ভালো হবে। কারণ গেমস ভালো না হলে তা নিয়ে ছায়াছবি তৈরি হয় না এত টাকাপয়সা খরচ করে। তো আমিও নেট ঘেটে যা জানতে পারলাম তা হলো, পিসিতে খেলার মতো সাইলেন্ট হিল গেমস মাত্র ২টি রয়েছে। তাদের মধ্যে সর্বউন্নত সংস্করণটি নিয়ে আজ টিউনে বসলাম।

সাইলেন্ট হিল: হোমকামিং গেমটি সাইলেন্ট হিল গেমস সিরিজের ৬ষ্ঠ সংস্করণ যা নির্মাণ করেছে ডাবল হেলিক্স গেমস। গেমটি গেমারদের কাছে Silent Hill V নামে পরিচিত। গেমটিতে এলেক্স শের্পাড এর কাহিনীতে এগিয়ে যাবে। এলেক্স একজন সোল্জার যে এক যুদ্ধ শেষে তার হোমটাউনে ফিরে আসে। কিন্তু এখানে এসে সে দেখে যে তার ছোট ভাই হারিয়ে গেছে বা মিসিং। ছোট ভাইকে খুঁজতে গিয়ে সে সাইলেন্ট হিল শহরের গোপন কিছু কথা এবং তার অতীতের কথাও জেনে যায়। এ এক অদ্ভুত এবং নিষিদ্ধ সংঙ্কৃতি!

গেমটি ২০০৮ সালের সেপ্টেবরের শেষের দিকে এক্সবক্স ৩৬০ ও প্লে-স্টেশন ৩ গেমস কনসোলের মুক্তি পায়। গেমটির পিসি মানে মাইক্রোসফট উইন্ডোজ সংস্করণ ২০০৯ সালের ফেব্রুয়ারীতে বাজারে আসে। উল্লেখ্য যে, গেমটি জাপানি নির্মাতাদের গেম হলেও গেমটির জাপানি সংস্করণ মুক্তির কিছু দিন আগে বাতিল করে দেওয়া হয়।

নির্মাতাঃ

ডাবল হেলিক্স গেমস

প্রকাশকঃ

কোনামি ডিজিটাল এন্টারটেইমেন্ট

সিরিজঃ

সাইলেন্ট হিল

ইঞ্জিণঃ

3D Engine: Slayer

খেলা যাবেঃ

প্লে-স্টেশন ৩,

এক্সবক্স ৩৬০,

মাইক্রোসফট উইন্ডোজ

মুক্তি পেয়েছেঃ

২০০৮-২০০৯ সাল জুড়ে

ধরণঃ

সুরভাইবাল হরর

খেলার ধরণঃ

সিঙ্গেল প্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

কমপক্ষে:

ডুয়াল কোর প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইটের গ্রাফিক্স কার্ড,

উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০ সংস্করণ

অফিসিয়ালঃ

কোর ২ ডুয়ো প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইটের গ্রাফিক্স কার্ড,

উইন্ডোজ সেভেন

ডাইরেক্ট এক্স ১০

ভালোভাবে খেলতে হলেঃ

কোর আই৫ প্রসেসর,

৪ গিগাবাইট র‌্যাম,

১ গিগাবাইটের গ্রাফিক্স কার্ড,

উইন্ডোজ সেভেন গেমার এডিশন অপারেটিং সিস্টেম,,

ডাইরেক্ট এক্স ১০

গেমটিতে তোমাকে নায়ক চরিত্র এলেক্স এর ভূমিকায় খেলতে হবে। সে একজন স্পেশাল ফোর্সের সোল্জার। সে এক ভয়াবয় যুদ্ধ শেষ করে তার হোমটাউন পৌছালে সে দেখে যে তার পিতা এবং তার ছোট ভাই হারিয়ে গেছে। আর ওদিকে তার মা চিরদিনের জন্য কোমায় চলে গিয়েছে। সে বুঝতে পারে যে তার অনুস্থিতিতে শহরে ঘটে গেছে কোনো ভয়াবহ ঘটনা। তার ছোট ভাইয়ের খোঁজ নিতে সে চলে আসে সাইলেন্ট হিলে আর মুখোমুখি হয় এক ভয়াবয় অভিঞ্জতার।

গেমটির গেম-প্লে থার্ড পারসন ফিচারের। যেখানে তোমাকে পরিবেশ এবং স্থানীয় অনেক উপাদানের মধ্য হতে তথ্য খুঁজে বের করতে হবে। যেমন ফটো, ড্রয়িং, চাবি ইত্যাদি। যা তুমি সংগ্রহ করতে তা তোমার ইনভেন্টরি মানে এলেক্স এর Journal এর ভিতরে সংরক্ষিত এবং সুরক্ষিত থাকবে। অন্যান্য হরর গেমসের মতোই সাইলেন্ট হিল ৬ গেমটিতে অস্ত্রের গুলির সংখ্যা খুবই কম। তাই সাবধানে এবং প্রয়োজন মতো গুলির ব্যবহার করতে হবে। অপচয় একদমই করা চলবে না। এছাড়াও গেমটিতে পাজল রয়েছে অনেক। যা ধৈর্য্য সহকারে মাথা খাটিয়ে তোমাকে সমাধান করতে হবে।

তাছাড়া গেমটিতে রয়েছে নিজের পছন্দ মতো ডায়ালগ নির্বাচনের সুযোগ, অনেকটা ম্যাশ ইফেক্ট গেমস সিরিজের ডায়ালগ চয়েজ ফিচারটির মতো। তবে এই ফিচারটি সাইলেন্ট হিল গেমস সিরিজে এই প্রথম ব্যবহৃত হয়েছে।

এলেক্স যেহেতু একজন অভিজ্ঞ সোল্জার, সেহেতু গেমটিতে তুমি কমবাট তোমার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবে। তবে অতিরিক্ত মারামারি এলেক্স এর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!

গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে। তবে ২০০৭ সাল পর্যন্ত গেমটির ব্যাপারে কিছুই বলেননি নির্মাতারা। গেমটিতে তারা রাতের বেলাকে নির্বাচন করেন আরো ভূতুরে পরিবেশ সৃস্টি করার জন্য। গেমটিতে অতিরিক্ত পরিমাণের মারামারি এবং রক্তারক্তির কারণে অস্ট্রেলিয়া এবং জার্মানিতে গেমটি রিলিজের জন্য বাগ পেতে হয় নির্মাতাদের আর জাপানে তো গেমটি মুক্তির অনুমতিই পায় নি!

ম্যাপ!
টর্চ জ্বলে না ক্যারে!
চামড়া কই?
ভালা আছো?
অন্ধকারেই মজা!
এই মহিলা চরিত্রটি ছায়াছবি হতে নেওয়া!
রেসিডেন্ট ইভিল!
কুংফু!
আমারে কেউ মাইরালাইতেছে!
অনেক সময় অস্ত্রগুলো লুকিয়েও থাকতে পারে। যেমন এই ভাঙ্গা কাঁচে একটি ছুড়ি রয়েছে!
গুলির সংখ্যা কম! তাই সাবধানে অতি প্রয়োজনে ব্যবহার করতে হবে!
মারছি!
আর কত রাত একা থাকবো!

ডাউনলোডঃ

ডিভিডি ১:

ftp://serv2.2fun.ge/games/Silent%20Hill%20Homecoming/Silent%20Hill%20-%20Homecoming.part1.rar

ডিভিডি ২:

ftp://serv2.2fun.ge/games/Silent%20Hill%20Homecoming/Silent%20Hill%20-%20Homecoming.part2.rar

ডিভিডি ৩:

ftp://serv2.2fun.ge/games/Silent%20Hill%20Homecoming/Silent%20Hill%20-%20Homecoming.part3.rar

অথবা, গেমটি ঘরে বসেই সুলভ মূল্যে পেতে চলে আসো গেমস জোনের অনলাইন ডিভিডি শপে: http://www.facebook.com/games.zone.bd

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস