Offroad Racers::This is not an usual Racing!.!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আজ নিয়ে এলাম একটি mini game : Offroad Racers. এটি একটি offroad racing গেম।এর সাইজ ৭০ জিবি থুক্কু ৭০ এম বি। এটি http://www.gametop.com কর্তৃক প্রকাশিত।প্রস্তুতকারক জানা যায়নি। এই গেমটা খেলে আমার ভাল লেগেছে। তাই শেয়ার করলাম।

Offroad Racers

এই গেমে ১৮টি অফরোড স্টেজ আছে। আর আছে মোট ৮টি অফরোড কম্পেটিবল গাড়ি।এখানে Rally car,Buggy,Pickup,Monster Truck এই ৪টি গাড়ির বিভাগ আছে।এই গেমে অনেকটা N2O এর মত অপশন আছে জা x চেপে use করতে হয়। কিন্তু এতে ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে।এই গেমে প্লেয়ার অন্য রেসারকে ক্রাশ করাতে পারবে। এখানে ৩টি রেস মোডে খেলা যায়।

১।circuit:নির্দিষ্ট ট্র্যাক এর মধ্যে একবার ঘুরে আসতে হবে। কোন checkpoint মিস করা যাবে না।

২।Time Trial:টাইমের মধ্যে ট্র্যাকে একবার ঘুরে আস্তে হবে।এখানে প্রত্যেকটি চেকপয়েন্টে টাইম পাওয়া যাবে।

৩।Elimination:এখানে ট্র্যাকের ভিতর ঘুরতে হবে।একটি নির্দিষ্ট টাইম এর পর শেষ রেসার eliminated হয়ে যাবে।

এটির গ্রাফিক্স এককথায় অসাধারন।সাউন্ড কোয়ালিটিও সুন্দর।

কিছু Screenshots:

এর মিনিমাম সিস্টেম রিকোয়ারমেনটসঃ

  • - Windows 95/98/XP/ME/Vista/7;
  • - Processor 800 Mhz or better;
  • - RAM: minimum 1024Mb;
  • - DirectX 9.0 or higher;
  • - DirectX compatible sound board।

ডাউনলোড লিঙ্কঃ http://www.gametop.com/download-free-games/offroad-racers/download.html

সুতরাং সবাই Download এবং Enjoy করুন এই গেমটি! এই site টিতে নানারকম ফ্রি মিনি গেমস পাওয়া যায়:www.gametop.com

ভাল লাগলে জানাবেন কিন্তু। সবাইকে আজকের মত বিদায়।

Level 0

আমি বিলাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আমার সাইটেও নিয়মিত পোস্ট করতে পারেন। নতুন হলেও আমার সাইটে প্রচুর ভিজিটর। বিশ্বাস না হলে দেখে আসুন আর পোস্ট করুন। http://www.techalarmbd.com

    @Raselkhulna:
    OK
    “বিলাই” নামে আছি।