গেমস জোন [পর্ব-১৯৯] :: আসছে গ্র্যান্ড থেফট অটো ৫ – PC (২০১৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

“গেমটির ট্রেইলার দেখে তো আমি পাগল হয়ে গেছি!” তাহলে পাগলের টিউন কেন পড়বা তোমারা! :p

গ্র্যান্ড থেফট অটো ৫, যা জিটিএ ৫ নামে পরিচিতি। এটি রকস্টার নর্থ কোম্পানির আপকামিং ভিডিও গেম যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। গেমটি গ্র্যান্ড থেফট অটো সিরিজের ১৫তম সংস্করণ। যা অক্টোবর ২৫, ২০১১ সালে এনাউন্স করা হয়। গেমটির প্রথম ট্রেইলার মুক্তি পায় নভেম্বর ২, ২০১১ সালে।

গেমটিতে স্যান্ড এন্ডডেস গেমটির লস স্যানটস এর বর্তমান যুগের কাহিনী তুলে ধরা হবে। গেমটিরে রয়েছে তিনজন প্লেয়েবল ক্যারেক্টার। মাইকেল, ফ্র্যাঙ্কিং এবং ট্রেভর।

জিটিএ সিরিজে আগের গেমসগুলোর গেম-প্লে আবারো আসবে জিটিএ ৫ গেমটিতে তবে নতুন ভাবে।

জিটিএ ৫ গেমটিতে তুমি পাচ্ছ ৩টি চরিত্র। যেখানে একটি স্পেশাল মেনুর মাধ্যমে তুমি গেমটির খেলার যেকোনো সময় তোমার পছন্দের চরিত্রটি পরিবর্তন করে খেলতে পারো। এছাড়াও গাড়ি চুরি করে হাওয়ার গতিতে ছুটে চলা, এটাও আসবে জিটিএ ৫ এ। তবে গাড়ি চুরি আর সহজ নয়। যার কাছ থেকে চুরি করবে সে পুলিশকে ডাকতে পারে ২ সেকেন্ডের মধ্যেই!!! তবে ফোন করে পুলিশ ডাকতে ১০-১২ সেকেন্ড লাগবে। এছাড়াও পুলিশের হাত থেকে বাচঁতে তুমি গাছে উঠতে পারবে। এছাড়াও সাঁতার কাটতে পারবে। এছাড়াও চরিত্রটিতে কাপড়-চোপড় দিয়ে সাজাতে পারবে। তবে মাসল এবং মোটা এই দুটি গেমটিতে থাকছে না।

থাকছে একটি আধুনিক মোবাইল। আগের গেমস গুলোতে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারলেও জিটিএ ৫ গেমটিতে তুমি মোবাইল দিয়েই ছবি তুলতে পারবে।

থাকছে রেডিও স্টেশন অনেকগুলো, থাকছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, থাকছে আরো ডিটেইলড টিভি। এছাড়াও ভাইস সিটির বাস, স্যান এনড্রেস এর ট্রেন চালক মোড জিটিএ ৫ য়েও থাকছে। তবে রিলেশনশীপ বা ডেটিং বা বান্ধবী মোড থাকছে না জিটিএ ৫ গেমটিতে। আর অসংখ্য মিনি গেমস তো থাকছেই।

গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৮ সাল হতে। যা এখনো নির্মাণাধীন রয়েছে। আগেই বলেছি রকস্টার গেমস জিটিএ ৫ গেমটিতে প্রচুর পরিশ্রম দিয়েছে। গেমটি ২০১১ এবং ২০১২ সালে মুক্তি পাবার কথা থাকলেও আরো আপগ্রেড করার জন্য গেমটি গত বছরের সেপ্টেম্বরে প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য অলরেডি মুক্তি পেয়ে গেছে আর পিসি সংস্করণটি এ বছরের মানে ২০১৪ সালের ফেব্রুয়ারী কিংবা মার্চ মাসে মুক্তি পেতে পারে।

নির্মাতা:

রকস্টার নর্থ

প্রকাশ করবে:

রকস্টার গেমস

ইঞ্জিণ:

রেইজ

মুক্তি পাচ্ছে:

সেপ্টেম্বর ১৭, ২০১৩ সালে প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য।

গেমটির পিসি সংস্করণ মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত করা গেলেও কবে আসবে তা বলা যাচ্ছে না এখনই।

সিস্টেম রিকোয়ারমেন্টস:

উইন্ডোজ সংস্করণ এবং হার্ডডিক্স এর কতটুকু জায়গা লাগবে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে ৩২ গিগাবাইট থেকে ৬০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস লাগতে পারে।

কমপক্ষে:

কোর ২ ডুয়ো ই৪৬০০ ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,

জিফোর্স জিটি ৩৪০ অথবা রাডিয়ন এইচডি ৩৮০০ গ্রাফিক্স কার্ড ,

২ গিগাবাইট র্যাম

মিডিয়াম:

কোর আই ৩ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

জিফোর্স জিটিএক্স ২৬০ অথবা রাডিয়ন এইচডি ৭৭৫০ ডিডিআর৩ গ্রাফিক্স কার্ড ,

৪ গিগাবাইট র্যাম

হাই:

কোর আই ৫-২৫০০টি ২.৩ গিগাহার্জ গতির প্রসেসর,

জিফোর্স জিটিএক্স ৪৮০ অথবা রাডিয়ন এইচডি ৬৯৭০ গ্রাফিক্স কার্ড,

৮ গিগাবাইট র্যাম

আল্ট্রা (এইচডি গ্রাফিক্স + ৯৯% স্পিড):

কোর আই ৭ – ২৬০০কে ৪.৯ গিগাহার্জ গতির প্রসেসর,

১৬ গিগাবাইট র্যাম,

রাডিয়ন এইচডি ৭৯৭০ অথবা জিফোর্স জিটিএক্স ৭৮০ গ্রাফিক্স কার্ড

খেলাযোগ্য চরিত্রসমূহ:

মাইকেল:

মাইকেল এর জন্ম ১৯৬৪ সালে। গ্রামের বাড়ি রকফোর্ড হিলস, লস স্যানটসে। তার পরিবারে তার স্ত্রী আমান্ডা, তার ছেলে জিমি এবং তার মেয়ে ট্র্যাসি রয়েছে।

মাইকেলের জীবনী এখনো পর্যন্ত জানা যায় নি অফিসিয়াল ভাবে তবে বলা হয় যে মাইকেল তার জন্ম ইস্ট কোস্টে এবং তার যৌবনের কোনো এক সময় যে ব্যাংক এর ডাকাতির কাজে যুক্ত হয়ে যায় এবং বছরের পর বছর তার এই পেশায় অভিঞ্জতা বাড়ে এবং এখন যে খুব বড় একজন বড় ডাকাত। এবং পরে কোনো এক সময়ে সে সাবেক মিলিটারী সদস্য ট্রেভর এর সাথে দেখা হয় এবং বন্ধুত্ব হয়। তার পরেই সে তার স্ত্রী আমান্ডার সাথে পরিচয় হয় এবং বর্তমানে তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।

জিটিএ ৫ গেমটির ঘটনার আগে সে তার ক্রিমিনাল জীবন হতে অবসর নেয় প্রচুর পরিমাণ টাকা পয়সা নিয়ে। তার এখন বিশাল ম্যানশন রয়েছে যেখানে অনেকগুলো দামী দামী গাড়ি এবং টেনিস কোর্ট রয়েছে।

ট্রেভর:

পুরো নাম ট্রেভর ফিলিপস। জন্ম কবে তা জানা যায় নি। গ্রামের বাড়ি স্যান্ডি শোরস এ।

ট্রেভর যৌবনে মিলিটারীতে পাইলট হিসেবে যোগদান করে একটি যুদ্ধের সময়। যুদ্ধটি শেষ হলে তার চাকুরিটিও চলে যায়। এর পর তার সাথে তার দেখা হয় মাইকেলের। তারা দুজন মিলে এখন ডাকাতি করে দিন যাপন করছে।

ফ্রাঙ্কিং:

ফ্রাঙ্কিং এর জন্ম সাউথ লস স্যানটসে তবে তার কখোনই কোনো পরিবা, টাকা পয়সা এবং শিক্ষা ছিল না।

তার যৌবনের কোনো একসময়, সে গ্যাঙ্গে ঢুকে যায় এবং পুলিশের কাছে ধরাও খায়। পরে দীর্ঘদিন জেলে থাকার পর সে সিদ্ধান্ত নেয় যে , ছাড়া পেলে সে তার এই জীবন ছেড়ে দিবে।

আমরা তাকে গেমটিতে রেপু ম্যান হিসেবে দেখতে পারবো।

পটভূমি:

লস স্যানটস একটি ফিকশনাল সিটি যা ইউ.এস এর southwest অংশে স্যান এনড্রেস স্টেটে অবস্থিত। লস স্যানটস জিটিএ সিরিজে প্রথম বারের মতো এসেছিল “স্যান এনড্রেস” গেমটিতে এবং দ্বিতীয় বারের মতো “জিটিএ ৫” গেমটিতে মর্ডান দিনের আলোকে আসতেছে। লস স্যানটস সিটি টা বাস্তবের লস এঞ্জেলস, কার্লিফোনিয়ার উপর ভিক্তি করে নির্মিত।

ল্যান্ডমার্ক সমূহ:

Mile High Club (under construction)

Muscle Sands Gym

24/7

Up-n-Atom Burger

Pizza This...

eCola

Brute Oilfields

Tequi-la-la

Los Santos Country Club

Bugstars

Vinewood Sign

Maze Bank Tower

Capitol Records Building look alike

Westin Bonaventure Hotel look alike

Los Angeles City Hall look alike

Sunset Tower look alike

Standard Hotel look alike

801 Tower look alike

Marina City Club look alike

100 Wilshire Building look alike

Beverly Hills City Hall look alike

Wolfs International Realty

Beverly Center look alike

Beverly Hilton look alike

Anna Rex clothing store

Postal

Ponsonbys clothing store

যোগাযোগ ব্যবস্থা:

Los Puerta Freeway

Del Perro Freeway

জেলা সমূহ:

নর্থ লস স্যানটস, সেন্ট্রাল লস স্যানটস, সাউথ লস স্যানটস।

গেম-প্লে:

গ্র্যান্ড থেফট অটো ৫ সিরিজের আগের গেমসগুলোর গেম-প্লে প্রায় ৯০% অনুসরণ করবে। মানে হচ্ছে, গেম-প্লে তে তেমন কোনো পরিবর্তন আসছে না। ড্রাইভিং তে, গাড়িসমুহকে আরো আপগ্রেড করা হয়েছে, কারণ গাড়িগুলোতে রকস্টার আরো ফিজিক্স দিয়েছে। গাড়িগুলো চালাতে আরো মজা পাওয়া যাবে এবং গাড়ি চালানো আরো সহজ হবে। মনে হবে কোনো রেসিং গেম খেলছো। গেমটির শুটিং গেম-প্লে তে রয়েছে বিশাল পরিবর্তন। শুটিং আরো উন্নত এবং সহজ করা হয়েছে।

গেমটিতে রয়েছে অনেকগুলো ইউনিক ফিচার। তাদের মধ্যে প্রধান হচ্ছে, গেমটিতে সিরিজের প্রথমবারের মতো তিনজন প্লেয়ার এর ভূমিকায় খেলা যাবে। একজনকে বেছে নিতে হবে আর বাকি দুজন তাদের নিজেরদের মতো করে জীবন সাজাবে। তবে গেমটিতে যেকোনো সময় প্লেয়ার পরিবর্তন করা যাবে। এটি গেমটির আরেকটি ইউনিক ফিচার। প্রায় গুগল ম্যাপের স্ট্যাইলে প্লেয়ার পরিবর্তন করা যাবে।

রয়েছে নতুন নতুন সব কর্মশালা যেমন ইউগা, জেট স্কাইয়িং, বেইস-জাম্পিং, টেনিস, পূর্ণাঙ্গ গলফ ইত্যাদি। গেমটিতে মোবাইল ফোন ফিরে এসেছে বন্ধুদের ফোন করার জন্য এবং ইন্টারনেট ব্রাউজিং এর জন্য।

গেমটি হবে রকস্টারের এ যাবৎ কালের সবচেয়ে বড় গেম। গেমটির ম্যাপ কিংবা পটভূমির বিশালতা বুঝা যায় যখন শুনা যায় যে, গেমটির পটভূমি স্যান এনড্রেস, জিটিএ ৪ এবং ভাইস সিটির দিগুণ মিলিয়ে! মানে হলো স্যান এনড্রেস গেমটির ম্যাপের ৪ গুণ, ভাইস সিটি গেমটির ৮/১০ গুণ বড় হবে গ্র্যান্ড থেফট অটো ৫ গেমটি! খাইছে রে!

গাড়িসমূহ:

গ্র্যান্ড থেফট অটো ৫ গেমটিতে সিরিজের সবচেয়ে বেশি এবং “আপ-টু-ডেট” গাড়িসমূহ থাকছে। রয়েছে এয়ারপ্লেন, হেলিকপ্টার, গাড়ি, নির্মাণ গাড়ি, জরুরী কাজে নিয়োজিত গাড়ি যেমন ফায়ার সার্ভিস ট্রাক, রয়েছে মোটরসাইকেল, বাইসাইকেল, জেট স্কাই ইত্যাদি। গেমটিতে প্লেন চালানো যাবে যেটা স্যান এনড্রেস গেমটিতে করা যেত কিন্তু জিটিএ ৪ গেমটিতে করা যেত না। রয়েছে ফ্লাইওভার ট্রেন সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ট্রেন সিস্টেম, রয়েছে সাবমেরিন সিস্টেম ইত্যাদি। নিচে গেমটির সমস্ত গাড়িসমূহ দেওয়া হল:

> Motorcycles/ bicycles :

Akuma

CarbonRS

Daemon

Hexer

Mountain Bike

Police Bike

Sanchez

Vader

Wayfarer

> Two-door coupes/ Hatchbacks:

Blista Compact

Futo

Premium Convertible

> Four-Door Sedans/ Saloons and Estates/ Station Wagons:

7F

Admiral

Buffalo

Dilettante

Emperor*

Esperanto

Ingot

Intruder

Karin Sedan

Oracle

Premier

Premium executive sedan

Presidente

Ubermacht Luxury Sedan

Vincent

Washington

Willard

> Muscle Cars and Vintage:

60's Muscle Car

Dewbauchee Classic

Emperor*

Gauntlet

Manana*

Picador

Peyote

Regina

Ruiner

Sabre

Sabre GT

Stallion

Tornado

Vapid muscle car

Vigero

Voodoo

Speculated Phoenix

> Sports Cars/ SupercarsCommercial/ Industrial:

9F

Comet*

Cheetah

Dewbauchee Convertible

F620

Feltzer

Infernus*

Maibatsu Sports Coupé

MR Roadster

Sentinel

Super GT

Surano

Swedish Hypercar

New grand Tourer

Veyron-inspired Hypercar

> SUVs/ Crossovers, Pick-up trucks and Vans:

Bodhi

Declasse SUV

Habanero

Huntley

Huntley Compact

Karin pickup truck

Landstalker

Patriot

Rancher

Serrano

Unknown pickup truck

Vapid Double Cab Truck

> Vans:

Burrito*

Camper

Minivan

Pony

Slamvan

> Public Service:

Bus*

Cabby*

Securicar

Sky Car*

Taxi*

Trashmaster

Tug Boat*

> Emergency:

Ambulance

Fire Truck

Police Buffalo*

Police Cruiser*

Police Maverick*

Sheriff's Cruiser

Police Van

Vapid Interceptor

> Commercial/ Industrial:

Boxville*

Cement Truck

Flatbed*

Phantom* or Linerunner or Roadtrain

Securicar

Stretch

Towtruck*

Tractor

> Aquatic/ Sub-aquatic:

Jetmax

Los Santos Coastguard Jetski

Marquis*

Reefer

Speedophile 2000

Submarine

> Aircraft:

Andromada

Buzzard

Cropduster

Cuban 800

Heavy Cargo Helicopter

Maverick*

Police Maverick*

Shamal

> Novelty/ Racing Cars:

Bandito

Big Bug/BF Injection

Caddy

Hotknife

নোট: * চিহ্নিত গাড়িসমূহ জিটিএ সিরিজের সর্বশেষ গাড়ি। ভবিষ্যৎ এর আর কোনো জিটিএ গেমসে এগুলো দেখা যাবে না।

ব্যবসা:

ট্রেইলারের তথ্য অনুযায়ী জিটিএ৪ এর ব্যবসা-ব্যবস্থা জিটিএ৫ গেমটিতে ফিরে আসবে। যেমন বাগস্টার ফুমিগেশন কোম্পানি এবং আপ-এন-এটম বার্গার ফাস্ট ফুড রেস্টুরেন্ট ইত্যাদি।

অস্ত্রসমূহ:

গেমটির সমস্ত অস্ত্র এর নাম এখনো জানা যায়নি। ট্রেইলারের অনুসারে গেমটিতে Norinco Type 56-2 এসাল্ট রাইফেলস সাথে Sound Suppressors থাকছে। গেমটিতে এ পর্যন্ত পাওয়া যাবতীয় অস্ত্রসমূহের লিষ্ট নিচে দেওয়া হল:

Fist

Bat

Golf Club

Nightstick

Hammer

Machete

Glock

Beretta 92FS

Colt M1911

Desert Eagle

Pistol .50

AP Pistol

Micro SMG

MP5

Mossberg 590

Bullpup Shotgun

AK-47

Carbine Rifle

M4A1

CAR-15

Tavor CTAR-21

Heckler & Koch G11

M249 SAW

L115A3

Barrett M82A1

Scoped Rifle

Minigun

RPG

Grenade Launcher

Litter

Molotov

Grenades

Tear Gas

ম্যাপ:

রকস্টার বলেছে যে জিটিএ ৫ গেমটি জিটিএ সিরিজের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হবে। যদিও অফিসিয়াল ভাবে ম্যাপ এর ব্যাপারে কিছু বলে নি রকস্টার। ইন্টারনেট এ যতগুলো ম্যাপ আছে সবই ভূয়া।

এখন পর্যন্ত জিটিএ স্যান্ড এ্যান্ডড্রেস এর ম্যাপটি বৃহৎ ম্যাপ জিটিএ সিরিজে। তবে জিটিএ ৫ এর ম্যাপ জিটিএ স্যানএ্যান্ডড্রেস এবং জিটিএ ৪ এর ম্যাপ মিলিয়ে ২ গুণ বড়!!! থাকছে সিটি অফ লস স্যানটস, পাহাড়, সমুদ্র, সমুদ্র সৈকত, কিছু কিছু অন্য শহর এবং একটি মিলিটারী বেইস।

বিবিধ:

> WABC চ্যানেলে “দ্যা ইলেক্ট্রিক প্লে-গ্রাউন্ড” অনুষ্ঠানে ২০১২ সালের ৮ এপ্রিলে বলা হয় যে ২০১৩ সালে গ্র্যান্ড থেফট অটো সিরিজের পরবর্তী গেম আসবে। উল্লেখ্য যে, পরের মাসেই রকস্টার অফিসিয়াল ভাবে গেমটি এনাউন্স করে।

> গ্র্যান্ড থেফট অটো ৪ এর ব্যবসা প্রতিষ্ঠান যেমন ই-কোলা, ২৪/৭, ডেইলি গ্লোব ইত্যাদি গেমটিতে ফিরে আসবে

> গেমটিতে সিরিজের প্রথম বারের মতো সরাসরি গাড়ির হুড বা ছাদ খুলতে এবং বন্ধ করা যাবে।

> রকস্টারের স্মরণকালের সবচেয়ে বড় গেম হতে যাচ্ছে গ্র্যান্ড থেফট অটো ৫।

> শোনা যাচ্ছে যে গেমটির পিসি সংস্করণ ৬০ গিগাবাইট ছুঁতে পারে!!

রয়েছে টেনিস মিনিগেম
রয়েছে শরীলে ট্যাটু লাগানোর ব্যবস্থা!
রয়েছে গোলফ মিনিগেম!
এইটা নাচানাচির জায়গা না মিয়া! দুর হ!
ইয়াহু!
গাড়িটা কেমন!
রাস্তা তো পরিস্কারই! তাও জুতা এত্ত ময়লা হইলো কেমনে!
পাঁচ তারা!
উফফ! রাস্তায় এতো ট্রাফিক! রেস এর তো . . . .
হাত কাঁপলে হবে না!
ধুঁ ধুঁ মরুভূমি!
মাম্মা! ভাবzzzzz
সাইকেলিং !
রাস্তায় হাঁটছি
চুল কাটাতে এত টাকা লাগে নাকি!
নিড ফর স্পিড!
ওরা মুরগির লাহান যুদ্ধ করতাছে!
বহু দিন বোর্ট গেম খেলি না!
ওরে! লাফ দিবো!
মার! মার! মার তবা
অস্ত্র পরিবর্তন করা যাবে নিমিষেই!
গাড়ির হ্যান্ডল সিস্টেমও চমৎকার!
গাড়ি চুরি!

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালত ভাই

Level 0

awesome tune.