ঠিক! গত পর্বের ধারাবাহিকতায় আজ নিয়ে এসেছি এ্যামনেশিয়া গেমস সিরিজের লেটেস্ট সংস্করণ “এ মেশিন ফর পিগস” নিয়ে।
এ্যামনেশিয়া: এ মেশিন ফর পিগস একটি সুরভাইবাল হরর ভিডিও গেম নির্মাণ করেছে দ্যা চাইনিজ রুম এবং প্রডিউস ও প্রকাশ করেছে ফ্রিকশনাল গেমস। গেমটি ২০১০ সালের এ্যামনেশিয়া: দ্যা ডার্ক ডিসেন্ট গেমটির ইনডাইরেক্ট সিকুয়্যাল। যদিও ইনডাইরেক্ট সিকুয়্যাল তবে দুটি গেমসের কাহিনীচক্রের পটভূমি একই দুনিয়াতে সেট করা হয়েছে তবে নতুন চরিত্র এবং টাইম সেটিং ব্যবহার করা হয়েছে। গেমটি সেপ্টেম্বর ১০, ২০১৩ সালের মুক্তি পায়।
নির্মাতাঃ
দ্যা চাইনিজ রুম
প্রকাশকঃ
ফ্রিকশনাল গেমস
সিরিজঃ
এ্যামনেশিয়া
ইঞ্জিণঃ
HPL Engine 2
খেলা যাবেঃ
পিসিতে
মুক্তি পেয়েছেঃ
১০ সেপ্টেম্বর, ২০১৩
ধরণঃ
সুরভাইবাল হরর,
ফাস্ট পারসন
খেলার ধরণঃ
সিঙ্গেল প্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
কোর আই ৩ প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
জির্ফোস জিটিএক্স ৫৬০ কিংবা রাডিয়ন এইচডি ৬৮৫০ সিরিজের গ্রাফিক্স কার্ড,
উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,
৫ গিগাবাইট হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০
সিরিজের আগের গেমটির মতোই এ মেশিন ফর পিগস গেমটি একটি সুরভাইবাল হরর ফিচারের ফার্স্ট পারসন গেম। যেখানে প্লেয়ারকে পরিবেশ এর উন্মোচন করতে হবে। সাথে থাকবে একটি হারিকেন এবং একটি ডায়েরি। উল্লেখ্য যে, প্লেয়ার চরিত্র এ্যামনেশিয়ার রোগী। তার নাম ছাড়া কিছুই মনে নেই। দ্যা ডার্ক ডিসেন্ট গেমটির অনেক উপাদানই গেমটিতে বাদ পড়েছে এবং অন্যদিকে নতুন নতুন ফিচার গেমটিতে যুক্ত হয়েছে। যেমন ইনভেনটরি ফিচারটি মুছে দেওয়া হয়েছে আর Sanity ফিচারটিও গেমটিতে নেই। তবে আগের গেমটির মতো এই গেমটিতেও পাজল রয়েছে অনেক।
গেমটির পরিবেশ ডিজাইন আগের গেমটি থেকে অনেক আপগ্রেড করা হয়েছে। রয়েছে বিশাল ভৌতিক এরিয়া এবং উন্মোচনের জন্য রয়েছে অনেক কিছুই। গেমটির সংক্ষিপ্ত কাহিনী তুলে ধরলাম নিচে। কারণ পুরো কাহিনী বলে দিলে তো গেমটি খেলার মজাই থাকবে না যখন এইসব গেমস কাহিনীভিক্তিক।
১৮৯৯ সাল। নতুন বছরের শুরু। লন্ডনের ধনী বাবুর্চি ওসওয়াল্ড ম্যানডাস এর ঘুম ভাঙ্গে। শরীলে জ্বর জ্বর ভাব। যা গত কয়েক মাস ধরে টিকে রয়েছে। মেক্সিকোর ওই ভয়ংকর ঘটনা থেকে ফিরে আসার পরপরই তার জ্বর আসে। ম্যানডাস এর জমজ দুই পুত্র রয়েছে নাম এডউইন এবং এনোচ।
কিছুক্ষণ পর ম্যানডাস এর মোবাইলে ফোন আসে “দ্যা ইঞ্জিনিয়ার” এর কাছ থেকে। সে ম্যানডাসকে জানায় যে, তার পুত্ররা “মেশিন” এর ফাঁদে আটকা পড়ে রয়েছে। মেশিন হচ্ছে জাহান্নাম এবং দুনিয়ার মধ্যকার দরজা। যেটি মেক্সিকোর ডিজেস্টারের পর থেকে এখন পর্যন্ত সিলগালা বন্ধ রয়েছে।
ম্যানডাস তার পুত্রদের বাঁচাতে মেশিনটি রি-একটিভ করে কিন্তু ইঞ্জিনিয়ার তার সাথে বৈঈমানী করে। ইঞ্জিনিয়ার মেশিনটির কনট্রোল নেয় এবং ম্যানপিগস নামক দৈত্যদের লন্ডনের রাস্তায় ছেড়ে দেয়। শুরু হয় ভয়াবয় ধ্বংসাবলি।
ম্যানডাস বেরিয়ে পড়ে তার পুত্রদের বাঁচাতে এবং মেশিনকে ধ্বংস করে দিতে আর লন্ডন তথা পুরো বিশ্বকে বাঁচাতে . . . . . .
ডাউনলোডঃ
http://kickass.to/amnesia-a-machine-for-pigs-skidrow-t7847729.html
অথবা, গেমটি সুলভ মূল্যে ঘরে বসেই পেতে চাইলে চলে আসো গেমস জোনের অনলাইন ডিভিডি শপে : http://www.facebook.com/games.zone.bd
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
vai amr pc te motherboard,processor kisu e nay…… sudhu mouse r monitor ase….. ei game ta ki khela jabe?????????????????????