গেমস জোন [পর্ব-১৮৫] :: মেডাল অফ অনার: ওয়ারফাইটার (২০১২)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

গেমস তো গেমসই। গেমস বাস্তব নয়। তবে আজকের গেমটি বাস্তব কাহিনীর উপর ভিক্তি করে নির্মাণ করা হয়েছে। আজকের গেমস মেডাল অফ অনার: ওয়ারফাইটার। গেমটি ২০১০ সালের মেডাল অফ অনার গেমটির ডাইরেক্ট সিকুয়্যাল এবং সিরিজের ১৪তম সংস্করণ। গেমটি ২০১২ সালের অক্টোবরে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য যে, ডাইরেক্ট এক্স ১১ প্রযুক্তি ব্যবহার করলে গেমটি সম্পূর্ণ ব্যাটলফিল্ড ৩ গেমটির মতো মনে হবে!

গেমটির কাহিনী শুরু হয় সেখান থেকেই যেখানে মেডাল অফ অনার গেমটির কাহিনীচক্র শেষ হয়েছিল। ‍

নির্মাতাঃ

ডেঞ্জার ক্লোজ গেমস

 

প্রকাশ করেছেঃ

ইলেক্ট্রনিক আর্টস

সিরিজঃ

মেডাল অফ অনার

ইঞ্জিণঃ

ফ্রোস্টবাইট

খেলা যাবেঃ

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩,

এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে

ধরণঃ

ফার্স্ট পারসন শুটার

খেলার ধরণঃ

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

 

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

** উইন্ডোজ এক্সপি সার্পোট করবে না এবং হার্ডডিক্স এর জায়গা খাবে ২০ গিগাবাইট **

কমপক্ষেঃ

ডুয়াল কোর প্রসেসর.

জির্ফোস ৮৮০০জিএস অথবা রাডিয়ন এইচডি ৩৮০০ সিরিজের গ্রাফিক্স কার্ড,

২ গিগাবাইট র‌্যাম,

ডাইরেক্ট এক্স ১০

অফিসিয়ালঃ

কোর ২ কোয়াড প্রসেসর,

জির্ফোস জিটিএস ২৫০ অথবা রাডিয়ন এইচডি ৪৭৭০ গ্রাফিক্স কার্ড,

৪ গিগাবাইট র‌্যাম,

ডাইরেক্ট এক্স ১০

ভালোভাবে খেলতে হলেঃ

কোর আই ৫ প্রসেসর,

জির্ফোস জিটিএক্স ৫৬০ কিংবা রাডিয়ন এইচডি ৬৯৫০ গ্রাফিক্স কার্ড,

৬ গিগাবাইট র‌্যাম,

ডাইরেক্ট এক্স ১১

গেমটির গেম-প্লে সিরিজের আগের গেমটির থেকে কিছুটা ভিন্ন। তবে পিক এন্ড লিন, এমো রিকোয়েস্ট এবং স্লাইডিং ফিচারগুলো ফিরে এসেছে। আর নতুন ফিচার হিসেবে রয়েছে ডাইনামিক ডোর ব্রিচ এবং মাইক্রো-ডেস্ট্রাকশন।

সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনে তোমাকে বোসনিয়া, পাকিস্তান, ফিলিপাইনস এবং সোমালিয়ার বিভিন্ন পটভূমিতে খেলতে হবে। গেমটিতে প্লেয়ার এর এপিয়ারেন্স থেকে অস্ত্র সমূহ সবকিছুতেই নিজস্ব কাস্টমাজেশনের সুযোগ রয়েছে।

করাচি, পাকিস্তান।

টাস্ক ফোর্স ম্যাকোর উপর নির্দেশ আসে করাচির সমুদ্র বন্দরে বৈআইনী অস্ত্র ডিলকে বন্ধ করার জন্য। উল্লেখ্য যে, ডিলর উপর আল-কায়দা এবং জিহাদী জঙ্গিরা থাকবে। ম্যাকোর সদস্যরা একটি ট্রাকের উপর বোমা ফিট করে এবং ট্রাকটিকে ধ্বংস করে দেয়। তবে সাথে সাথেই আরেকটি বোম ব্লাস্ট হয় এবং ওই জাহাজটি ডুবে যায় এবং ম্যাকোর সদস্যদের বাধ্য করে সামনা-সামনি যুদ্ধের জন্য।

এরপর ইউএস আর্মি ডেল্টা ফোর্স অপারেটিভ “ডাস্টি” ম্যকোর ফিল্ড অপারেটিভ হিসেবে রয়েছে। তিনি স্যাটালাইট ভিডিও মাধ্যমে জানতে পারেন যে, জাহাজটি PETN বহন করছিল।

জাহাজ বন্দরে যুদ্ধের শেষে জঙ্গিদের ধরতে দ্যা সিল (SEAL) সদস্যদের করচির বিভিন্ন রাস্তার উপর দিয়ে গাড়িতে করে জঙ্গিদের ধাওয়া করতে হয়। সেখান থেকে সিল সদস্যরা জানতে পারে যে অস্ত্র গুলো ফিলিপাইনে যাচ্ছিল।

ওদিকে ফিলিপাইনের ইসাবেলা সিটিতেও গাড়িতে ধাওয়া করতে হয় জঙ্গিদের ধরতে। শহরে ওদিকটায় তখন বন্যা চলছিল।

ফিলিপাইনের নিষিদ্ধ ঘোষিত “আবু সায়াফ গ্রুপ” এর সদস্যরা স্থানীয় কিছু লোকদের কিডন্যাপ করে মুক্তিপণের জন্য। ফিলিপাইনের SOCOM দলের সাথে একত্র হয়ে ম্যাকো ফোর্স গ্রুপের লিডারকে চিহ্নিত করে।

আবু সায়াফ গ্রুপ আল-খলিফার গ্রুপের সাথে যুক্ত হয়ে এইসব তান্ডব চালাচ্ছে। তাদেরকে নির্মুল করতে সেখানে গেলেও মিশন শুরু হওয়ার আগেই জঙ্গিরা সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। শুরু হয় আবারো ধাওয়া! এভাবেই গেমটির কাহিনীচক্র এগিয়ে যেতে থাকে।

গেমটির মাল্টিপ্লেয়ার সিস্টেম ইএ দ্বারা নির্মিত হয়নি। মাল্টিপ্লেয়ার ফিচার টি নির্মাণ করেছে ডেনজার ক্লোজ গেমস। ব্যবহার করা হয়েছে ডাইস (DICE) এর ফ্রোস্টবাইট ২ ইঞ্জিণ। এখানে প্লেয়াররা একটি বিশ্বযুদ্ধে লিপ্ত হবে নিজেদের পছন্দমতো দেশকে নিয়ে।

সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইন মিশনসমূহ:

> Unintended Consequences

> Through the Eyes of Evil

> Shore Leave

> Hot Pursuit

> Changing Tides

> Rip Current

> Hat Trick

> Finding Faraz

> Connect the Dots

> Hello and Dubai

> Old Friends

> Bump in the Night

> Shut it Down

মেইন মেনু
জাহাজে বোম মেরেছে কেউ!
আমি খাইছি জান তুমি খাইছো! হুম!
অস্ত্রটা ঠিক করতে হবে! চোখে বালু যাইতেছে!
কস কি মমিন! আমার শেভ হয় নাই!
মামারা রেডি তো!
অসাম মুর্হুত!
প্রেম একবার এসেছিল নিরবে . . . .! লুল প্রেম আসে নাই আমি আইছি! নিরবে!
কাঁচ্চা খায়ালামু!
টেস্ট ড্রাইভ: ওয়ারফাইটার!
আস্তে আস্তে
রান ছিদ্র করে ফেলমু মামা!
একটা বিড়ি ফুকলে যুদ্ধে মন আইতো মামু!
মাথার খুলি উড়িয়ে দিছি! এই অস্ত্র দিয়া!
গাড়ির অবস্থা বাংলাদেশের লোকাল বাসের মতো!
ফাটছে!
জং ধরছে নাকি!
নিড ফর মেডাল: ওয়ারড্রাইভার!
মামা কেমন আছো?
লাগে নাই!

ফেসবুক থেকে গেমটি সম্পর্কে বন্ধুদের মতামত:

> Annaf Prottoy
Game ta awsome. But story line ta kamon jani. .

> Èziø Àuditórê
ekta mission e sniping kora lage, too much realistic banaise ja birokto lagce...

> Wahid Abtahi
garir duita misson aktu hard

> Ekta Thappor Dibo
story oto ahamori valo na..tobe gfx valo(frostbite 2)..game ta amr kache choto mone hoise..13/14 ta mission ase matro..new feature asole amr kache lage nai..shadharonoto shooting game e ja ja theke eta te o ta e ase..bt garir duita mission mojar ase..Pakistan,Somalia, Philippines etc(Bosnia o ase may b) ei location gula game e ase..bt game tar kharap dik muslim der villain dekhano hoice 🙁

> Tonmoy D Ganxta
4 and 8 level chole na origin install korte chay pore save file download kore bakigula khelsi

> Shahriare Rahman
game ta kichudin hoi kheltesi but akta biroktikor bepar, bujhtesi na eta ki shudhu amr shathai hoitese kina - gameplay er somoi randomly, hotath hotath, grenade throw korte thake, initiate kora charai.. >:(

> Hasnatul Zelan Pranto
vai,parle amake ekta working crack den.

> Qutub Shanto
আর্মিদের জীবনের
সত্য কাহিনী দিয়ে তৈরি গেম মেডাল অফ অনার
ওয়ারফাইটার 🙂

> Áráf Sákïb
ata real story based. EA theke release kora.made by froster bite, Dice, Danger close. eta terrorist der nea. eta te pakistan, dubai eo mission ase. linking park er castle of glass song ta ei game take dedicate korse...

> Salman Lord
DVD Nosto :-/

> Salman Lord
Khelte parlam naa 🙁

> Wahid Abtahi
ami nvidia 630m te over disi.akta bug pai nai.

> Èziø Àuditórê
amio 6670 te over disi, , 2ta bug cara kisu pai nai ...

> Sourendra Nath Kundu
প্রব্লেম এর কথা বলেন যখন, বলিঃ একটুখানি (১০ মিনিটও হতে পারে আবার ২ মিনিটও হতে পারে) খেলার পর হঠাত ডাইরেক্ট এক্স এরর দেখিয়ে গেম ক্র্যাশ করে জায় কেন? ৭৭৭০ ইউজ করি, সাথে লেটেস্ট ১৩.১২ বিটা v ৭ ভার্সন ইউজ করি। ডাইরেক্ট এক্স আপডেট দিয়ে দেখেছি, ভিসি রিডিস্ট্রিবিউটেবল দিয়ে দেখেছি, অ্যাডমিন হিসেবে চালিয়েছি, উইন এরো ডিসএবল করে চালিয়েছি। উইন্ডোজ ৭, ডুয়াল কোর ৩গিগা, ২জিবি র‌্যাম, ৭৭৭০ গিগাহার্তজ এডিশন।

> Sourendra Nath Kundu
আমায় বললেন? আমি তো ভারতীয়। ডাউনলোডেড ভার্সন। ডিভিডি এর কোনো ব্যাপার নেই। যে বন্ধুর থেকে নিয়েছি সে ৬৬৭০ দিয়ে ওভার করেছে সমস্যা ছাড়াই। পুরো লোল বনে গেছি। :p

> Ahmed Tushar
Amr config:
proc core2quad q6600 8 mb cache
ram:2 gB
gpu:amd 7770

amito ei confige full game over disi,kono problem sara,maybe ager dvdte crack problem silo,ekhnkar dvdte eita nai 🙂

> Ahmed Tushar
Gfx,gameplay,,character,cutscene
shobkisui valo lagse,bishesh kore cutscenegula prottektato high & cinematic vabe dekhano hoise,ja khubi akorshoniyo lagse.

> Ashik Pappu
দরজা ভেঙ্গে ঢুকার সময় হেড শট করলে যে নতুন অস্ত্র আনলক হয় ওইটা জোস করসে ।। আর গ্রাফিক্স ভালোই লাগসে ।। বিশেষ করে বোট , গাড়ি চালানি অস্থির । গেইমের স্টারটিং ভালো লাগছে ।।

> Annaf Prottoy
Game ta awsome. But story line ta kamon jani. .

> Èziø Àuditórê
ekta mission e sniping kora lage, too much realistic banaise ja birokto lagce...

তোমাদের মতামত জানাতে লগইন করো ফেসবুকে এবং চলে আসো গেমস জোনের পেজে।

ডাউনলোডঃ

ftp://fast.2fun.ge/games/Medal%20of%20Honor%20Warfighter%20Limited%20Edition.rar

অথবা, গেমটি ঘরে বসেই সুলভ মুল্যে পেতে চাইলে চলে আসো “গেমস জোন” এর অনলাইন ডিভিডি শপে: http://www.facebook.com/games.zone.bd

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

WARFACE er bapare aktu jante chi