গেমস জোন [পর্ব-১৮৪] :: গুরুগম্ভীর সামসু ২য় খন্ড!! (পেন্টিয়াম ৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

সাইন্স ফিকশন পাগলামী দিয়ে ভরপুর গেম সিরিয়াস স্যাম ২ নিয়ে আজ আমি এসেছি! সিরিজের বাকি তিনটি গেমস নিয়ে অলরেডি টিউন করা হয়েছে গিয়েছিল শুধু এই গেমটি বাকি ছিল।

সিরিয়াস স্যাম ২ একটি সাইন্স ফিকশন ফার্স্ট পারসন শুটার গেম নির্মাণ করেছে ক্রোটিম। গেমটি সিরিজের  ২০০২ সালের সিরিয়াস স্যাম: দ্যা সেকেন্ড এনকাউন্টার গেমটির সিকুয়্যাল। সিরিয়াস স্যাম ২ গেমটি সিরিজের তৃতীয় সংস্করণ। গেমটি অক্টোবর, ২০০৫ সালে এক্সবক্স এবং পিসিতে বাজারে আসে।

সিরিজের আগের গেমসগুলোর মতোই গেমটিতে প্লেয়ার চরিত্রে থাকছে স্যাম “সিরিয়াস” স্টোন। গেমটিতে স্যাম “মেন্টাল” নামক একটি সুপারন্যাচারাল জাতির বিরুদ্ধে লড়বে দুনিয়াকে বাঁচাতে। এজন্য তাকে দুনিয়ার বিভিন্ন জায়গা হতে মেডালিওনের অংশগুলো সংগ্রহ করতে হয়।

নির্মাতাঃ

ক্রোটিম

প্রকাশকঃ

২কে গেমস

সিরিজঃ

সিরিয়াস স্যাম

খেলা যাবেঃ

মাইক্রোসফট উইন্ডোজ,

লিনাক্স,

এক্সবক্স

মুক্তি পেয়েছেঃ

অক্টোবর, ২০০৫ (এক্সবক্স)

জানুয়ারী, ২০১২ (পিসি)

ধরণঃ

ফার্স্ট পারসন শুটার

খেলার ধরণঃ

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

পেন্টিয়াম ৪ অথবা এএমডি এথলন প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

২৫৬ মেগাবাইট গ্রাফিক্স কার্ড (বিল্ট-ইন চলবে না),

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ অপারেটিং সিস্টেম,

ডাইরেক্ট এক্স ৯.০ ,

৩ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

গেমটির গেম-প্লে সিরিজের আগের গেমসগুলোর মতোই। যত গুলো শত্রুকে হত্যা করা যায় নিজে খুন না হয়ে! সাধরণ শত্রু ছাড়াও গেমটিতে কয়েকটি বসও রয়েছে। এদের মধ্যে রয়েছে”

> কুনজু: বিশালাকার গরিলা টাইপের দেখতে কুনজু বস। অনেকটা কিং কং এর মতোই। একে হারাতে হলে সিমবাস শহরের ক্যাটাপল্ট লাগবে।

> জুমজুম: বিশালাকার মৌমাছি টাইপের দেখতে জুমজুম বস। একে হারাতে হলে ম্যাগনোর এর বড় বড় ফুলের বাগানে গিয়ে তোমাকে লড়তে হবে।

> প্রিন্স চ্যান: জাপানিজ সুমো কুস্তিবিদদের মতো প্রিন্স চ্যান। অবশ্যই বিশালাকার এবং এর দাতগুলো খুবই ধারালো। বসবাস করে চিফ্যাঙ্গ অঞ্চলে। খাদ্য হিসেবে একমাত্র তালিকায় রয়েছে মানুষ! একে মারতে হলে স্যামকে উচ্চ সাউন্ড এর সাহায্য নিতে হবে।

> ক্লিরোফস্কি: ভুতের রাজার ক্লিরোফস্কি! বসবাস করে ক্লির প্ল্যানেটে। যেখানে সবাই মৃত! একে হারাতে হলে আলোর সাহায্য প্রয়োজন।

> সিসিল: ড্রাগন টাইপের বস। বসবাস করে ইলেনিয়ার প্ল্যানেটে। মনের দিক থেকে খুবই ইমোশনাল (!) তাই সিসিল স্যামের কাছে আত্মসর্মপণ করে এবং স্যাম তাকে খুন না করে ছেড়ে দেয়।

> হিউগো: বিশালাকার খেলনা রোবট হচ্ছে হিউগো বস। মেন্টাল হেডকোয়াটার থেকে তাকে স্যামের হত্যার জন্য ছেড়ে দেওয়া হয়। বাস করে ক্রোনোর অঞ্চলে।

> মেন্টাল হেডকোয়াটার: পিরামিডের মতো একটি বিল্ডিং হচ্ছে মেন্টালদের হেডকোয়াটার এবং গেমটির ফাইনাল বস। যার চারিদিকে ভয়ংকর প্রাণী সহ রয়েছে আধুনিক অস্ত্রসরঞ্জামের সমাহার। একে হারাতে হলে এর পাওয়ার কোরকে ধ্বংস করতে হবে। যা সবসময় দৃশ্যমান হয়ে থাকে না।

গেমটিতে রিয়েল অস্ত্র এর পাশাপাশি কিছু সাইন্স ফিকশনের অস্ত্রও রয়েছে। যেমন রকেট লাঞ্চার, গ্রেণেড লাঞ্চার, ১২-গজ, ডাবল বেরেল শটগান, স্নাইপার রাইফেল, মিনিগান যেগুলো সিরিজের আগের গেমসগুলোতে ছিল তারা ফিরে এসেছে। এছাড়াও “সিরিয়াস বোমা” তো রয়েছেই! এছাড়া নতুন ফ্লাইয়িং বোমা, ডুয়াল রিভোলবার, হ্যান্ড গ্রেণেড, প্লাজমা গান, টুইন উজিস রয়েছে।

গেমটির পটভূমি অঞ্চল রয়েছে বেশ কয়েকটি। যেখান দিয়েই স্যাম কে ভ্রমণ করতে হবে। এগুলো হচ্ছে:

> এম ডিগবো : একটি সুন্দর দ্বীপ। যেখানে সিমবাসরা বসবাস করে।

> ম্যাগনোর: নিজেকে অনেকটা পিপড়ার মতো লাগবে এই অঞ্চলে। কারণ এর ঘাস থেকে শুরু করে ফুল, গাছ সবই কয়েকগুণ বড় বাস্তবের চেয়ে। এই অঞ্চলে বসবাস করে জিক্সিস জাতি।

> চিফ্যাঙ্গ: অনেকটা চাইনিজ টাউন এটি। বসবাসও কের চিচি জাতি।

> ক্লির: এটি হচ্ছে ক্লির কঙ্কালদের হোমটাউন! যেটি মূলত লাভা এবং আগ্নেয়গিরি দিয়ে সাজানো।

> ইলেনিয়ার: অনেকটা পরীদের দেশের মতো এই অঞ্চলটি। ইলভিয়াসনদের বাসস্থান এটি।

> ক্রোনোর: একটি বরফের চাঁদ হচ্ছে ক্রোনোর অঞ্চল। এখানেই মেন্টালদের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।

> সিরিয়াস (Sirius): সিরিয়ানদের বাসস্থান সিরিয়াস এবং মেন্টালদের হেডকোয়াটার এখানেই অবস্থিত। অনেকটা পৃথিবীর মতো দেখতে।

ডাউনলোডঃ

http://kickass.to/serious-sam-2-iso-t299505.html

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস