গেমস জোন [পর্ব-১৮২] :: এসাসিন্স ক্রিড: লিবারেশন এইচডি – প্রিভিউ (২০১৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

নতুন বছরে আসছে এসাসিন্স ক্রিড এর নতুন গেম! হুম! এসাসিন্স ক্রিড লিবারেশন এইচডি একটি এসাসিন্স ক্রিড সিরিজের স্পিন-অফ গেম এসাসিন্স ক্রিড ৩: লিবারেশন থেকে রিমেক করা হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩, এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য। গেমটি জানুয়ারী, ২০১৪ সালে প্লে-স্টেশন নেটওর্য়াক, এক্সবক্স লাইভ আরকেইড এবং স্ট্রিম অর্থ্যাৎ ডিজিটাল ডাউনলোডের মাধ্যমে মুক্তি পাবে।

উল্লেখ্য যে, এটি এসাসিন্স ক্রিড সিরিজের কোনো DLC নয়, একটি সম্পূর্ণ নতুন কাহিনীযুক্ত গেম। গেমটির পটভূমি ১৭৬৫ থেকে ১৭৭৭ সালের ফ্রেঞ্চ এবং ইন্ডিয়ান যুদ্ধকে ঘিরে। গেমটির প্রধান চরিত্র বা প্লেয়ার চরিত্রে থাকছে এসাসিন্স ক্রিড সিরিজের প্রথম মহিলা প্রোটাগোনিষ্ট “এভিলিন ডি গ্র্যান্ডপ্রি”, যে একজন আফ্রিকান-ফ্রেঞ্চ।

নির্মাতাঃ

ঊবিসফট সোফিয়া

প্রকাশকঃ

ঊবিসফট

সিরিজঃ

এসাসিন্স ক্রিড

ইঞ্জিণঃ

AnvilNext

খেলা যাবেঃ

বিভিন্ন প্ল্যাটফর্মে

মুক্তি পাচ্ছেঃ

১৪-১৫ জানুয়ারী, ২০১৪

ধরণঃ

একশন এডভেঞ্চার,

স্টেলথ

খেলার ধরণঃ

সিঙ্গেল-প্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

**উইন্ডোজ এক্সপি সার্পোট করবে না এবং হার্ডডিক্স স্পেস লাগবে ৪ গিগাবাইট**

কমপক্ষেঃ

কোয়াড কোর ৩.০ গিগাহার্জ গতির প্রসেসর,

জির্ফোস ৮৮০০ জিটি অথবা রাডিয়ন এইচডি ৪৮৭০ গ্রাফিক্স কার্ড,

২ গিগাবাইট র‌্যাম,

ডাইরেক্ট এক্স ৯.০সি

অফিসিয়ালঃ

কোর আই ৩ ৩.৪ গিগাহার্জ গতির প্রসেসর,

জির্ফোস জিটিএক্স ২৬০ অথবা রাডিয়ন এইচডি ৬৭৭০ গ্রাফিক্স কার্ড,

৪ গিগাবাইট র‌্যাম,

ডাইরেক্ট এক্স ১০

ভালোভাবে খেলতে হলেঃ

কোর আই ৭ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

জির্ফোস জিটিএক্স ৫৭০ কিংবা রাডিয়ন এইচডি ৭৮৭০ গ্রাফিক্স কার্ড,

৮ গিগাবাইট র‌্যাম,

ডাইরেক্ট এক্স ১১

সংক্ষিপ্ত কাহিনীচক্রঃ

গেমটির পটভূমি লুউসিয়ানা তে যেখানে ফ্রেঞ্চ এবং ইন্ডিয়ানদের যুদ্ধের প্রায় শেষ হতে চলেছে। নিউ ওরলিনস শহরটি ফ্রেঞ্চদের হাত থেকে স্পেনিশদের কাছে চলে যায় এবং শুরু হয় চরম দুর্নীতি। ফ্রেঞ্চ গভার্ণর “জন-জ্যাকুইস ব্র‌্যাইস ডি’আব্বাডি” টেম্পলার “রাফেল জোয়াকুইন ডি ফেরার” এর সাথে সমঝোতায় আসেন শহরের মেয়র হিসেবে থাকার জন্য। যেটা পরে জানা যায় যখন, এভলিন ডি গ্র্যান্ডপ্রি সরকারী মেনশনে গুপ্ত ভাবে প্রবেশ করে মেয়রকে হত্যা করে।

তখন থেকে, টেম্পলার ডি ফেরার; ব্যাপটিস্ট নামের একজনের সাথে ডিল করে। তাদের ডিলটি ছিল ব্যাপটিস্ট সমস্ত এসাসিন্সকে মেরে ফেলবে টেম্পলারদের পক্ষে।

১৭৬৬ সাল। টেম্পলার “এনটোনিও ডি উল্লোয়া” নিউ ওরলিনস এ আসলেন স্পেনিশ গভর্নর এর ভূমিকা পালন করতে। তবে তার মনে ছিল কুবুদ্ধি। তিনি স্পেন এবং নিউ ওরলিনস কে এক করতে চেয়েছিলেন এবং ২ বছর পর মেস্কিকো এবং নিউ ওরলিনস এর মধ্যে যুদ্ধও লাগিয়েছিলেন।নিউ ওরলিনস এর অনেক জনগোষ্ঠিকে মেস্কিকোর ক্রীতদাসে পরিণত করা হয়েছিল যখন, তখন গেমটির প্লেয়ার চরিত্র  এভলিন এর উপর নির্দেশ আছে উল্লোয়াকে হত্যা করার।

এভলিন উল্লোয়ার গাড়ির পিছু নেই এবং উল্লোয়াকে বলতে বাধ্য করে যে ক্রীতদাসগুলোকে “চিকেন ইটজা”য় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাক্রক্রে এভলিন উল্লোয়াকে জীবিত ছেড়ে দেয় এবং উল্লোয়া শহর ছেড়ে পালিয়ে যায়। বিনিময়ে সে এভলিনকে দিয়ে যায় টেম্পলারদের গোপন ডকুমেন্ট এবং চিকেন ইটজায় টেম্পলারদের অবস্থান সম্পর্কের একটি ম্যাপ।

এদিকে উল্লোয়াকে হত্যা না করার জন্য বাকি সব এসাসিন্সদের কাছ থেকে এভলিন বিশ্বাসঘাতকের উপাধী পায় এবং “এগেইট” তাকে তার স্টুডেন্ট পদ থেকে বহিস্কার করে দেয়।

ওদিকে মেস্কিকোতে এভলিন ক্রীতদাস বেশে প্রবেশ করে এবং ম্যাপ অনুসারে চিকেন ইটজায় টেম্পলারদের আস্তানার দিকে অগ্রসর হতে থাকে। সেখানে পৌঁছে, এভলিন একজন ক্রীতদাসকে বন্দিশালা হতে মুক্ত করে এবং ক্রীতদাস এভলিনকে জানায় যে, এভলিন এর মা “জিয়ান”কে এই শহরের কোথাও বন্দি করে রাখা হয়েছে অনেকদিন ধরে। ঘটনাক্রমে সে তার মায়ের ঘরটি আবিস্কার করে তবে সেখানে সে তার মাকে খুঁজে পায় না। তবে তার মায়ের ডায়েরিতে সে একটি গোপন আস্তানার ম্যাপ পায়। সে বেরিয়ে পরে তার মাকে খুঁজতে এবং মেস্কিকোর যাবতীয় ক্রীতদাসদের মুক্ত করতে। এভাবেই গেমটির কাহিনী এগিয়ে যায়।

এসাসিন্স ক্রিড লিবারেশন এইচডি সংস্করণে খাকছে এক্সট্রা কিছু মিশন এবং নতুন কিছু সুবিধা। দেখা যাক, তরুণী চরিত্রে এসাসিন্স ক্রিড সিরিজের এই গেমটি আমাদের গেমাদের মন জয় করতে পারে কিনা। আমার মতে, তরুণীটি ইন্ডিয়ান কিংবা খাঁটি আমেরিকান হিসেবে বানালে আরো ভালো লাগতো! লুল।

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eagerly waiting for this 😀

এটার ব্যাপারে আগে থেকেই জানতাম।এটা প্রথমে পিএস ভিটার জন্য বানানো হয়েছিলো।কিন্তু আসল রিলিজ ডেট টা এখনো আসেনি মনে হয়।এই বছর দুইটা Assassin’s Creed সিরিজ এর গেম আসতে পারে।

Nice, Lady Assassin….
Waiting….