অনেকেই পিসিতে খেলার জন্য ভালো মানের রেসিং গেইম খোঁজেন। আর সেই রেস যদি মোটরবাইক রেস হয় তাহলে তো আর কথাই নেই! আমি অনেক খোঁজাখুজি করে এমনই একটি থ্রিডি গেইম পেলাম। গেমটির নাম "Super Bikes" আর এটি মটো জিপি’র থেকে অনেক বেশি ভালো মানের গেইম। চলুন কিছু স্ক্রিনশট দেখে নিই
আর কিছু কথা না বললেই নয়। এই গেইমটি ফুল ভার্সন এবং আধুনিক যুগের প্রায় সব উইন্ডোজ পিসিতেই চলবে।
তাহলে আর দেরি কেন? চলুন ডাউনলোড করে ফেলি অসাধারণ এই গেইমটি.....
খেলতে খেলতে কিবোর্ড ভাইংগা গেলে আমার কিন্তু কোন দোষ নাই!! 😆
আমি KM Zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। নিজের অনুভূতিগুলো শেয়ার করার জন্য ফেইসবুক এ প্রোফাইল রাখার পাশাপাশি একটা ব্লগ একাউন্ট রাখা টাও জরুরি মনে হল। তাই চলে এলাম আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের এই পরিবারে আমার জন্যেও একটু জায়গা হবে।
গেমটা আসলেই অসাধারন!!!! মাত্র ৪০mb কেমনে বানাইল??