কিছু দিন আগে rex ভাইয়ের টিউনে বুশ কে জুতা মারার গেম খেলেছেন
এবার খেলুন বুশ কে জুতার হাত থেকে বাচাঁনো-Bush’s Boot Camp গেম।
এছাড়া ও খেলুন র্বতমান সময়ে ঘটে যাওয়া ঘটনার উপর র্নিমিত গেম গুলো।তবে সব গুলো গেম অনলাইনে খেলতে হবে।
গেম গুলো মোবাইলে খেলার জন্য ডাউনলোড করা যাবে।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আসলেই আপনি “এখনো শিশু”(ফিডার খাবেন সময় মতো) । নইলে বুশ কে জুতার হাত থেকে বাচাঁতে যাবেন কেন ?
Nazmul ভাইয়ের কথা ঠিক। আমি একটু অবাক হয়েছি, বুশকে জুতা মারা থেকে বাচাতে চাইবে কে ? এক ইবলিশ শয়তানে, আর আরেক অবুজ শিশু
ভাইরে বুশ যতই খারাপ হোক নিযের দেশের তেমন বারোটা বাজাইনি আর আমাদের রাজনিতিবিদ রা নিযের দেশের বারোটা বাজিয়েও আবার র্নিবাচন করছে।
বুশ যদি ইবলিশ শয়তানে হয় তারা কি?
মঈন ভাই বুশ কে জুতার হাত থেকে বাচাঁতে চাই না জুতা মারতেই বেশি পছন্দ করি।