আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন আমি ভালো আছি । এটা আমার চেইন টিউন এর দ্বিতীয় টিউন । আশা করি আপনাদের ভালো লাগবে ।
আজকে আপনাদের কে বলব AMD এর সবচেয়ে লেটেস্ট গ্রাফিক্স কার্ড R9-290X এড় সম্পর্কে
কিছুদিন পূর্বে জনপ্রিয় গ্রাফিক্স প্রসেসর নির্মাতা Amd বাজারে ছেড়েছে তাদের নতুন গ্রাফিক্স প্রসেসর R9-290X ।এর কোড নেম Huwai । এবার amd এর বের করার কথা ছিল HD8970 কিন্তু তারা নতুন একটা সিরিজ বের করলেন । এর ফলে ক্রেতারা সহজেই মডেলগুলোর নাম মনে রাখতে পারবেন । আসল সিরিজ এড় নাম R9 ।
যা হোক আমরা মূল আলোচনায় আসি ।R9-290X এ 6.2 বিলিয়ন ট্রান্সিসটর আছে . 2816 টি স্টিম প্রসেসর ( একে কোর বলা হয় ) , 4 GB DDR5 memory , 1GHz engine clock speed , 5.0 গিগাবাইট পার সেকেন্ড memory clock speed , 320 গিগাবাইট পার সেকেন্ড datd bandwide , 44 computer unit , 512 bit memory interface . এটি DirectX 11.2 , Open GL 4.3 সাপোর্ট করে , এছাড়া amd এর নতুন ফিউচার Mantle আছে । এই গ্রাফিক্স প্রসেসরে true audio , GCN ( Grafix core next ) প্রযুক্তি আছে । এটি 28nm প্রযুক্তিতে তৈরি । R9-290x এ যুক্ত হয়েছে নতুন crossfirex tecknowlogy এর ফলে এখন crossfirex সাপোর্টেড মাদারবোর্ডে ২/৩/৪ টি R9-290X লাগিয়ে দিলেই crossfirex চালু হবে কোন crossfire ক্যাবল লাগবে না ।
R9-290x এ দুইটি Dvi port , ৩ টি HDMI Port আছে । এটাতে সর্বোচ্চ ৬টি মনিটরে সংযোগ দেয়া যাবে ।এটি 4K রেজুলেশন সাপোর্ট করবে । এবার আসি গেমের কথায় : R9-290X 9599 3D mark score । Crysis 3 high settings এ 8X MSAA সহ 104 fps এ খেলা যাবে ; Bioshock infinity high settings এ 95 fps এ খেলা যাবে । আপাতত amd r9-290x এর দাম ধরা হয়েছে $৫৫৯
নিচে এটির সহজ একটি কনফিগারেশান দেওয়া হলো যেন বুঝতে সহজ হয়
AMD এর শোবচেয়ে শক্তিশালী গ্রাফিক্স কার্ড গুলোর ডিটেইলস | ||||||
AMD Radeon R9 270X | AMD Radeon R9 270 | AMD Radeon HD 7870 | AMD Radeon HD 7850 | |||
Stream Processors | 1280 | 1280 | 1280 | 1024 | ||
Texture Units | 80 | 80 | 80 | 64 | ||
ROPs | 32 | 32 | 32 | 32 | ||
Core Clock | 1000MHz | 900MHz | 1000MHz | 860MHz | ||
Boost Clock | 1050MHz | 925MHz | N/A | N/A | ||
Memory Clock | 5.6GHz GDDR5 | 5.6GHz GDDR5 | 4.8GHz GDDR5 | 4.8GHz GDDR5 | ||
Memory Bus Width | 256-bit | 256-bit | 256-bit | 256-bit | ||
VRAM | 2GB | 2GB | 2GB | 2GB | ||
FP64 | 1/16 | 1/16 | 1/16 | 1/16 | ||
TrueAudio | N | N | N | N | ||
Transistor Count | 2.8B | 2.8B | 2.8B | 2.8B | ||
Typical Board Power | 180W | 150W | 190W | 150W | ||
Manufacturing Process | TSMC 28nm | TSMC 28nm | TSMC 28nm | TSMC 28nm | ||
Architecture | GCN 1.0 | GCN 1.0 | GCN 1.0 | GCN 1.0 | ||
GPU | Pitcairn | Pitcairn | Pitcairn | Pitcairn | ||
Launch Date | 10/08/13 | 11/13/13 | 03/05/12 | 03/05/12 | ||
AMD সবসময় সস্তা দামে ভালো জিনিস দেয় । এর ফলে এটিও অনেক ভালো হয়েছে আমি বল্বো এটির রিলিজ হয়ার সাহতে সাথে পারায় ১ লাখ পার্টস বিক্রি হয়েছে। এটি এখন ও বাংলাদেশ এ পাওয়া যাচ্ছে না ( খুব জলদি আসবে আমার গেরেন্টি ) তবে পার্শ্ববর্তী দেশ ভারত এ ঠিক ই আছে ।
পেজ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলাদেশে এটার দাম ৪০ হাজার টাকার উপরে হবে। 😀 😀