গ্র্যান্ড থেফট অটো ফোর ২০০৮ মুক্তি পায় । গ্র্যান্ড থেফট অটো সিরিজের প্রত্যেকটি গেমসে গেমাররা নিজের ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারে , নিজের ইচ্ছামতো যে কোনো কাজ করতে পারে । গ্র্যান্ড থেফট অটো ফোর তার ব্যতিক্রম নয় । তাই গ্র্যান্ড থেফট অটো সিরিজকে ওপেন ওয়ার্ল্ড গেমস সিরিজ বলা হয় ।
গেমসটি কম্পিউটার ছারাও এক্সবক্স ৩৬০ এবং প্লে স্টেশন থ্রিতে চলবে ।
গ্র্যান্ড থেফট অটো ফোর অবশ্যই গ্রাফিক্সের দিক থেকে উন্নত তা অবশ্যই স্বীকার করতে হবে । গেমসের ঘটনাটাও অনেক সামঞ্জস্যপূর্ণ । গেমসের ঘটনা গেমারকে অনেক নতুন মিশনের দিকে নিয়ে যাবে । আর গেমার ওসব মিশনে ভিন্নতা খুঁজে পাবে । আগের জিটিএ গেমসে শুধু বলা হতো যে , শত্রুকে মেড়ে ফেলো । কিন্তু গ্র্যান্ড থেফট অটো ফোরে মূল সিদ্ধান্ত গেমারের হাতে । গেমার সকল সিদ্ধান্ত নিবে । গেমার কি তার শত্রু কে মেরে ফেলবে নাকি তার শত্রুকে শুধু মাত্র আহত করে ছেড়ে দিবে । ভালো সিদ্ধান্ত গেমারকে পরবর্তীতে সাহায্য করতে পারে । এর ফলে একটি মিশনে আমার শত্রু আমাকে সাহায্য করেছে । ফলে বলা যায় এই গেমসে গেমারকে প্রাধান্য দেওয়া হয়েছে ।
গেমারকে মজা দেওয়ার জন্য আর গেমার যাতে গেমসের প্রতি বিরক্ত না হয় তাই গেমসের মিশনে আনা হয়েছে ভিন্নতা । কখনো গেমারকে ব্যাংক ডাকাতিতে অংশগ্রহন করতে হবে , কখনো শত্রুর পিছনে ধাওয়া করতে হবে , আবার কখনো গাড়ি উড়িয়ে দিতে হবে , শত্রুকে আহত বা নিহত করতে হবে , গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাওয়া যাবে । ফলে গেমার একটি ভিন্নধর্মী বিনোদন পাবে ।
গেমসের ঘটনা শুরু হয়েছে গেমসের মূল চরিত্র নিকো বেলেককে নিয়ে । নিকোর চাচাত ভাই রোমান নিকোকে মিথ্যা আশ্বাস দিয়ে লিবার্টি সিটিতে নিয়ে আসে । সে তাকে জানায় যে , লিবার্টি সিটিতে এলে সে সহজে অনেক অর্থ লাভ করতে পারবে । এছাড়া নিকো ছিলো যুগোশ্লাভিয়ার অধিবাসী । সে দেশে নব্বইয়ের দশকে যুদ্ধ লেগেছিলো । যুদ্ধে নিকো তার ভাইকে হারিয়েছিলো , আর রোমান হারিয়েছিলো তার মাকে । রোমান জানত তার মার মৃত্যু হয়েছিলো কিন্তু তার মার কিভাবে মৃত্যু হয়েছিলো তা নিকো গোপন করেছিলো ।
যুদ্ধের পরে সে তার দেশে ভালো কাজ পাচ্ছিলো না । ফলে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিকো কে লিবার্টি সিটিতে আসতে হয় । লিবার্টি সিটিতে আসার পূর্বে নিকো রডিস্লাভ বুলগারিন নামের একজনের সাথে কাজ করত । তার কাজটা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড ছিলো ।
রোমান তার নিজের সুবিধার্থে নিকোকে লিবার্টি সিটিতে নিয়ে আসে । নিকো লিবার্টি সিটিতে পোঁছানোর পর রোমান তাকে তার বাসায় নিয়ে গেলো । পরবর্তীতে নিকো বুঝতে পারলো রোমান তাকে যা বলেছিলো তা সবই ভুল ছিলো । রোমানের একটি ক্যাব ব্যবসা আর ছোট্ট একটা এপার্টমেন্ট ছাড়া কিছুই ছিলো না । তার উপর রোমান জুয়া আসক্ত ছিলো । ফলে ভ্লাড নামে একজনের কাছ থেকে সে প্রচুর ধার নিয়েছিলো । রোমানের এক প্রেমিকা ছিলো , তার নাম মেলোরি । রোমান মনে মনে তার প্রেমিকাকে নিয়ে সন্দেহ শুরু করলো । সে মনে করতে শুরু করলো ভ্লাডের সাথে তার প্রেমিকার কোনো সম্পর্ক রয়েছে ।
রোমান যখন তার ধারনা নিকোর কাছে সঠিক বলে প্রমান করতে সক্ষম হলো তখন নিকো এবং রোমান ভ্লাডকে মারার সিদ্ধান্ত নিলো । তারা ভ্লাডকে মেরে ভ্লাডের বডি পানিতে ফেলে দিলো ।
সেই ঘটনার কিছু ঘণ্টা পর রোমান নিকোকে কল করে জানালো যে তার পিছনে অনেক সন্ত্রাসী লেগেছে । নিকো প্রথমে বিশ্বাস না করলেও পড়ে বিশ্বাস করতে বাধ্য হয় ।
নিকো পরবর্তীতে মিখাইল ফাউস্টিন এবং দিমিত্রি রেসকল্ভের সাথে কাজ করা শুরু করে । দিমিত্রি নিকোকে ভুল বুঝিয়ে মিখাইল ফাউস্টিনকে মারতে বাধ্য করে । সে ঘটনার পর দিমিত্রি তাকে অর্থের জন্য তার স্থানে নিকোকে দেখা করার জন্য বলে । নিকো তার আরেক বন্ধু লিটেল জ্যাকব কে নিয়ে তার সাথে দেখা করতে যায় । দেখা করতে গিয়ে নিকো বুঝতে পারে তা একটা ধোঁকা ছিলো । কারন দিমিত্রি নিকোর শত্রু রডিস্লাভ বুলগারিনের সাথে হাত মিলিয়ে ছিলো । লিটেল জ্যাকব তাকে সাহায্য করে তাদের থেকে বাঁচতে ।
কিন্তু বাড়ি ফিরে এসে দেখে , রোমানে ছোট্ট এপার্টমেন্টে দিমিত্রি রেসকল্ভের লোকেরা আগুন দিয়েছে । এবং পরবর্তীতে রোমান আর নিকো খেয়াল করে যে , রোমানের ক্যাবের দোকানেও তারা আগুন দিয়েছে । ফলে রোমান ভেঙ্গে পরে ।
রোমান আর নিকো দুইজনই পরবর্তীতে বোহানে চলে আসে । বোহানে নিকো অনেক কাজ পায় । নিকো ম্যানি এবং এলিজাবেথের সাথে কাজ শুরু করে । পরবর্তীতে এলিজাবেথ নিকোকে প্যাটরিক ম্যাকরেরী এবং প্লেবয় এক্সের সাথে পরিচয় করিয়ে দেয় । প্লেবয় এক্সের বন্ধু ডোয়াইন জেল থেকে ছাড়া পায় । নিকো ডোয়াইনের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠে । নিকো ডোয়াইনের কাজ করতে থাকে , কিন্তু বিনিময়ে ডোয়াইন তাকে কোনো পারিশ্রমিক দিতে পারে না ।
হঠাৎ প্লেবয় এক্সের সাথে ডোয়াইনের দ্বন্দ্ব দেখা যায় । নিকোকে তখন সিদ্ধান্ত নিতে হয় কাকে মারবে । প্লেবয় এক্স নাকি ডোয়াইন । আমি প্লেবয় এক্সকে মারি ।
অন্যদিকে প্যাটরিক ম্যাকরেরীর সাথে নিকোর খুব ভালো সম্পর্ক দেখা দেয় । ফলে নিকো প্যাটরিক ম্যাকরেরীর ভাইদের সাথে পরিচিত হয় । আর তারা হলেন গ্রে ম্যাকরেরী , ফ্রান্সিস ম্যাকরেরী এবং ডেরিক ম্যাকরেরী । ম্যাকরেরী ভাইদের এক মাত্র বোন কেট ম্যাকরেরী সাথে নিকোর প্রেমের সম্পর্ক হয় ।
আরেকটি কথা বলে রাখা উচিত যে , নিকোর সাথে অনেকের ভালোবাসার সম্পর্ক হয় এবং এর মধ্যে নিকোর প্রথম প্রেম হলো মিশেল । এবং কেট ম্যাকরেরী তার মধ্যে একটি উল্লেখযোগ্য চরিত্র ।
নিকো হঠাৎ এলিজাবেথের কাছ থেকে একটি চোরাকারবারির কাজ পায় । ওই কাজ করতে গিয়ে নিকো জানতে পারে মিশেল একটি গোপন সরকারী টিমের সাথে জড়িত । সেই সংস্থা নিকোকে দিয়ে অনেক বাজে কাজ করায় । নিকো বেকায়দায় পড়ে কাজ গুলো করতে বাধ্য হয় ।
প্যাটরিক ম্যাকরেরীর পরিবারের সাথে নিকোর ভালো সম্পর্ক থাকায় নিকো রে বচিনো , জিমি পিগোরিনোর এবং ফিল বেলের সাথে পরিচিত হয় । এবং তাদের হয়ে বিভিন্ন কাজ করতে থাকে ।
গেমসের মূল শত্রু হলো দিমিত্রি । জিমি পিগোরিনো তাকে দিমিত্রির সাথে চুক্তি করে নিতে বলে । এই কথা শুনে রোমান তাকে বলে যে , তুমি দিমিত্রির সাথে চুক্তি করে নাও । ফলে আমরা অনেক অর্থ লাভ করতে পারবো এবং কোনো সমস্যা তৈরি হবে না ।
তাই গেমার বা নিকোর হাতে দুইটি পথ খুলা থাকে । একটি হলো দিমিত্রির সাথে চুক্তি । আর অন্যটি হলো দিমিত্রিকে হত্যা ।
দিমিত্রিকে হত্যা করলে পিগোরিনো এবং তার টিম রোমানের বিয়ের সময় আক্রমন করে তাদের হত্যা করার চেষ্টা করবে । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনায় কেটি মারা যাবে । ফলে গেমার আরেকটি মিশন পাবে তা হলো জিমি পিগোরিনোকে মারার মিশন ।
আবার যদি গেমার চুক্তির মিশন বেছে নেয় তাহলে দেখা যাবে দিমিত্রি অদের সাথে বিশ্বাসঘাতকটা করেছে । আর এই মিশনে যাওয়ার ফলে নিকোর সাথে কেটির সম্পর্ক খারাপ হবে । কিন্তু রোমানের বিয়ের সময় রোমান মারা যাবে । ফলে নিকো জিমি পিগোরিনোকে মারার সিদ্ধান্ত নিবে ।
OS: Windows Vista - Service Pack 1 / XP - Service Pack 3 / 7
Processor: Intel Core 2 Duo 1.8Ghz, AMD Athlon X2 64 2.4Ghz
Memory: 1.5GB, 9 GB Free Hard Drive Space
Video Card: 256MB NVIDIA 7900 / 256MB ATI X1900
টরেন্ট ডাউনলোড লিংক মাত্র ৪.৪৩ গিগাবাইটে । ডাউনলোড করার জন্য এই লিংকে যান ।
চিট অ্যাক্টিভ করার জন্য নিকোর মোবাইল ব্যবহার করতে হবে । মোবাইল বের করে নির্মক্ত নাম্বারে কল দিতে হবে । তাহলে চিট কাজ করবে ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
চরম!!!