গেমস ওয়ার্ল্ড [পর্ব-২৭] :: গ্র্যান্ড থেফট অটো ৪ + ( ডাউনলোড লিংক মাত্র ৪.৪৩ গিগাবাইটে )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

গ্র্যান্ড থেফট অটো ফোর ২০০৮ মুক্তি পায় । গ্র্যান্ড থেফট অটো সিরিজের প্রত্যেকটি গেমসে গেমাররা নিজের ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারে , নিজের ইচ্ছামতো যে কোনো কাজ করতে পারে । গ্র্যান্ড থেফট অটো ফোর তার ব্যতিক্রম নয় । তাই গ্র্যান্ড থেফট অটো সিরিজকে ওপেন ওয়ার্ল্ড গেমস সিরিজ বলা হয় ।

গেমসটি কম্পিউটার ছারাও এক্সবক্স ৩৬০ এবং প্লে স্টেশন থ্রিতে চলবে ।

গ্র্যান্ড থেফট অটো ফোর অবশ্যই গ্রাফিক্সের দিক থেকে উন্নত তা অবশ্যই স্বীকার করতে হবে । গেমসের ঘটনাটাও অনেক সামঞ্জস্যপূর্ণ । গেমসের ঘটনা গেমারকে অনেক নতুন মিশনের দিকে নিয়ে যাবে । আর গেমার ওসব মিশনে ভিন্নতা খুঁজে পাবে । আগের জিটিএ গেমসে শুধু বলা হতো যে , শত্রুকে মেড়ে ফেলো । কিন্তু  গ্র্যান্ড থেফট অটো ফোরে মূল সিদ্ধান্ত গেমারের হাতে । গেমার সকল সিদ্ধান্ত নিবে । গেমার কি তার শত্রু কে মেরে ফেলবে নাকি তার শত্রুকে শুধু মাত্র আহত করে ছেড়ে দিবে । ভালো সিদ্ধান্ত গেমারকে পরবর্তীতে সাহায্য করতে পারে । এর ফলে একটি মিশনে আমার শত্রু আমাকে সাহায্য করেছে । ফলে বলা যায় এই গেমসে গেমারকে প্রাধান্য দেওয়া হয়েছে ।

গেমারকে মজা দেওয়ার জন্য আর গেমার যাতে গেমসের প্রতি বিরক্ত না হয় তাই গেমসের মিশনে আনা হয়েছে ভিন্নতা । কখনো গেমারকে ব্যাংক ডাকাতিতে অংশগ্রহন করতে হবে , কখনো শত্রুর পিছনে ধাওয়া করতে হবে , আবার কখনো গাড়ি উড়িয়ে দিতে হবে , শত্রুকে আহত বা নিহত করতে হবে , গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাওয়া যাবে । ফলে গেমার একটি ভিন্নধর্মী বিনোদন পাবে ।

http://fc05.deviantart.net/fs27/f/2008/128/9/6/GTA_IV_Wallpaper_by_akaH3RO.png

ঘটনা

গেমসের ঘটনা শুরু হয়েছে গেমসের মূল চরিত্র নিকো বেলেককে নিয়ে । নিকোর চাচাত ভাই রোমান নিকোকে মিথ্যা আশ্বাস দিয়ে লিবার্টি সিটিতে নিয়ে আসে । সে  তাকে জানায় যে , লিবার্টি সিটিতে এলে সে সহজে অনেক অর্থ লাভ করতে পারবে । এছাড়া নিকো ছিলো  যুগোশ্লাভিয়ার অধিবাসী । সে দেশে নব্বইয়ের দশকে যুদ্ধ লেগেছিলো । যুদ্ধে নিকো তার ভাইকে হারিয়েছিলো , আর রোমান হারিয়েছিলো তার মাকে । রোমান জানত তার মার মৃত্যু হয়েছিলো কিন্তু তার মার কিভাবে মৃত্যু হয়েছিলো তা নিকো গোপন করেছিলো ।

যুদ্ধের পরে সে তার দেশে ভালো কাজ পাচ্ছিলো না । ফলে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিকো কে লিবার্টি সিটিতে আসতে হয় । লিবার্টি সিটিতে আসার পূর্বে নিকো রডিস্লাভ বুলগারিন নামের একজনের সাথে কাজ করত । তার কাজটা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড ছিলো ।

রোমান তার নিজের সুবিধার্থে নিকোকে লিবার্টি সিটিতে নিয়ে আসে ।  নিকো লিবার্টি সিটিতে পোঁছানোর পর রোমান তাকে তার বাসায় নিয়ে গেলো । পরবর্তীতে নিকো বুঝতে পারলো রোমান তাকে যা বলেছিলো তা সবই ভুল ছিলো । রোমানের একটি ক্যাব ব্যবসা আর ছোট্ট একটা এপার্টমেন্ট ছাড়া কিছুই ছিলো না । তার উপর রোমান জুয়া আসক্ত ছিলো । ফলে ভ্লাড নামে একজনের কাছ থেকে সে প্রচুর ধার নিয়েছিলো । রোমানের এক প্রেমিকা ছিলো , তার নাম মেলোরি । রোমান  মনে মনে তার প্রেমিকাকে নিয়ে সন্দেহ শুরু করলো । সে মনে করতে শুরু করলো ভ্লাডের সাথে তার প্রেমিকার কোনো সম্পর্ক রয়েছে ।

রোমান যখন তার ধারনা নিকোর কাছে সঠিক বলে প্রমান করতে সক্ষম হলো তখন নিকো এবং রোমান ভ্লাডকে মারার সিদ্ধান্ত নিলো । তারা ভ্লাডকে মেরে ভ্লাডের  বডি পানিতে ফেলে দিলো ।

সেই ঘটনার কিছু ঘণ্টা পর রোমান নিকোকে কল করে জানালো যে তার পিছনে অনেক সন্ত্রাসী লেগেছে । নিকো প্রথমে বিশ্বাস না করলেও পড়ে বিশ্বাস করতে বাধ্য হয় ।

নিকো পরবর্তীতে মিখাইল ফাউস্টিন এবং দিমিত্রি রেসকল্ভের সাথে কাজ করা শুরু করে । দিমিত্রি নিকোকে ভুল বুঝিয়ে মিখাইল ফাউস্টিনকে মারতে বাধ্য করে । সে ঘটনার পর দিমিত্রি তাকে অর্থের জন্য তার স্থানে নিকোকে দেখা করার জন্য বলে । নিকো তার আরেক বন্ধু লিটেল জ্যাকব কে নিয়ে তার সাথে দেখা করতে যায় । দেখা করতে গিয়ে নিকো বুঝতে পারে তা একটা ধোঁকা ছিলো । কারন দিমিত্রি নিকোর শত্রু রডিস্লাভ বুলগারিনের সাথে হাত মিলিয়ে ছিলো । লিটেল জ্যাকব তাকে সাহায্য করে তাদের থেকে বাঁচতে ।

কিন্তু বাড়ি ফিরে এসে দেখে , রোমানে ছোট্ট এপার্টমেন্টে দিমিত্রি রেসকল্ভের লোকেরা আগুন দিয়েছে । এবং পরবর্তীতে রোমান আর নিকো খেয়াল করে যে , রোমানের ক্যাবের দোকানেও তারা আগুন দিয়েছে । ফলে রোমান ভেঙ্গে পরে ।

রোমান আর নিকো দুইজনই পরবর্তীতে বোহানে চলে আসে । বোহানে নিকো অনেক কাজ পায় । নিকো ম্যানি এবং এলিজাবেথের সাথে কাজ শুরু করে ।  পরবর্তীতে এলিজাবেথ নিকোকে প্যাটরিক ম্যাকরেরী এবং প্লেবয় এক্সের সাথে পরিচয় করিয়ে দেয় । প্লেবয় এক্সের বন্ধু ডোয়াইন জেল থেকে ছাড়া পায় । নিকো ডোয়াইনের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠে । নিকো ডোয়াইনের কাজ করতে থাকে , কিন্তু বিনিময়ে ডোয়াইন তাকে কোনো পারিশ্রমিক দিতে পারে না ।

হঠাৎ প্লেবয় এক্সের সাথে ডোয়াইনের দ্বন্দ্ব দেখা যায় । নিকোকে তখন সিদ্ধান্ত নিতে হয় কাকে মারবে । প্লেবয় এক্স নাকি ডোয়াইন । আমি প্লেবয় এক্সকে মারি ।

অন্যদিকে প্যাটরিক ম্যাকরেরীর সাথে নিকোর খুব ভালো সম্পর্ক দেখা দেয় । ফলে নিকো প্যাটরিক ম্যাকরেরীর ভাইদের সাথে পরিচিত হয় । আর তারা হলেন গ্রে ম্যাকরেরী , ফ্রান্সিস ম্যাকরেরী এবং ডেরিক ম্যাকরেরী । ম্যাকরেরী ভাইদের এক মাত্র বোন কেট ম্যাকরেরী সাথে নিকোর প্রেমের সম্পর্ক হয় ।

আরেকটি কথা বলে রাখা উচিত যে , নিকোর সাথে অনেকের ভালোবাসার সম্পর্ক হয় এবং এর মধ্যে নিকোর প্রথম প্রেম হলো মিশেল । এবং কেট ম্যাকরেরী তার মধ্যে একটি উল্লেখযোগ্য চরিত্র ।

নিকো হঠাৎ  এলিজাবেথের কাছ থেকে একটি চোরাকারবারির কাজ পায় । ওই কাজ করতে গিয়ে নিকো জানতে পারে মিশেল একটি গোপন সরকারী টিমের সাথে জড়িত । সেই সংস্থা নিকোকে দিয়ে অনেক বাজে কাজ করায় । নিকো বেকায়দায় পড়ে কাজ গুলো করতে বাধ্য হয় ।

প্যাটরিক ম্যাকরেরীর পরিবারের সাথে নিকোর ভালো সম্পর্ক থাকায় নিকো রে বচিনো , জিমি পিগোরিনোর এবং ফিল বেলের সাথে পরিচিত হয় । এবং তাদের হয়ে বিভিন্ন কাজ করতে থাকে ।

গেমসের মূল শত্রু হলো দিমিত্রি । জিমি পিগোরিনো তাকে দিমিত্রির সাথে চুক্তি করে নিতে বলে । এই কথা শুনে রোমান তাকে বলে যে , তুমি দিমিত্রির সাথে চুক্তি করে নাও । ফলে আমরা অনেক অর্থ লাভ করতে পারবো এবং কোনো সমস্যা তৈরি হবে না ।

তাই গেমার বা নিকোর হাতে দুইটি পথ খুলা থাকে । একটি হলো দিমিত্রির সাথে চুক্তি । আর অন্যটি হলো দিমিত্রিকে হত্যা ।

দিমিত্রিকে হত্যা করলে পিগোরিনো এবং তার টিম রোমানের বিয়ের সময় আক্রমন করে তাদের হত্যা করার চেষ্টা করবে । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনায় কেটি মারা যাবে । ফলে গেমার আরেকটি মিশন পাবে তা হলো জিমি পিগোরিনোকে মারার মিশন ।

আবার যদি গেমার চুক্তির মিশন বেছে নেয় তাহলে দেখা যাবে দিমিত্রি অদের সাথে বিশ্বাসঘাতকটা করেছে । আর এই মিশনে যাওয়ার ফলে নিকোর সাথে কেটির সম্পর্ক খারাপ হবে । কিন্তু রোমানের বিয়ের সময় রোমান মারা যাবে । ফলে নিকো  জিমি পিগোরিনোকে মারার সিদ্ধান্ত নিবে ।

চরিত্র সমূহ

http://static4.wikia.nocookie.net/__cb20100711132236/gtawiki/images/f/fb/NikoBellic-GTAIV.jpg
নিকো

File:RomanRender.png
রোমান
http://static1.wikia.nocookie.net/__cb20120321052442/gtawiki/images/5/5a/LittleJacob-GTAIV-Closeup.png
লিটেল জ্যাকব
http://static4.wikia.nocookie.net/__cb20100204132049/gtawiki/images/6/6f/Michelle-GTAIV.jpg
মিশেল
http://static4.wikia.nocookie.net/__cb20100211190617/gtawiki/images/3/33/VladimirGlebov-GTAIV.jpg
ভ্লাদ

http://static2.wikia.nocookie.net/__cb20090920023707/gtawiki/images/4/40/DimitriRascalov-GTAIV.jpg
দিমিত্রি
http://static1.wikia.nocookie.net/__cb20100811074223/gtawiki/images/f/f4/MikhailFaustin-GTAIV.jpg
মাখাইল
http://static1.wikia.nocookie.net/__cb20111023045244/gtawiki/images/c/cd/PatrickMcReary-GTAIV.jpg
প্যাটরিক ম্যাকরেরী
File:Stars kate.jpg
কেট ম্যাকরেরী
http://static1.wikia.nocookie.net/__cb20130427082445/gtawiki/images/9/96/DwayneForgeIV.png
ডোয়াইন
http://static3.wikia.nocookie.net/__cb20100201165645/gtawiki/images/4/42/PlayboyX-GTAIV.jpg
প্লেবয় এক্স

সিস্টেম রিকোয়ারমেন্ট

কমপক্ষে যা লাগবে

OS: Windows Vista - Service Pack 1 / XP - Service Pack 3 / 7
Processor: Intel Core 2 Duo 1.8Ghz, AMD Athlon X2 64 2.4Ghz
Memory: 1.5GB, 9 GB Free Hard Drive Space
Video Card: 256MB NVIDIA 7900 / 256MB ATI X1900

ডাউনলোড লিংক

টরেন্ট ডাউনলোড লিংক মাত্র ৪.৪৩ গিগাবাইটে ।  ডাউনলোড করার জন্য এই লিংকে যান ।

চিট-কোড

চিট অ্যাক্টিভ করার জন্য নিকোর মোবাইল ব্যবহার করতে হবে । মোবাইল বের করে নির্মক্ত নাম্বারে কল দিতে হবে । তাহলে চিট কাজ করবে ।

Cheat Name

Cheat Code

CheatHealth & Weapons482-555-0100
CheatHealth & Armour362-555-0100
CheatWeapons (Advanced)

486-555-0100
CheatWeapons (Poor)
.
486-555-0150
CheatRemove Wanted Level267-555-0100
CheatRaise Wanted Level267-555-0150
CheatChange Weather468-555-0100
CheatSpawn Annihilator359-555-0100
CheatSpawn Jetmax938-555-0100
CheatSpawn NRG-900625-555-0100
CheatSpawn Sanchez625-555-0150
CheatSpawn FIB Buffalo227-555-0100
CheatSpawn Comet
227-555-0175
CheatSpawn Turismo227-555-0147
CheatSpawn Cognoscenti227-555-0142
CheatSpawn Super GT227-555-0168

http://i.imgur.com/NhiMo.jpg

http://www.thegtaplace.com/images/gta4/screenshots/pc/gta-iv-pc-screenshot_050.jpg

http://cdn.overclock.net/e/ee/eee385e5_vbattach110269.jpeg

http://images.wikia.com/gtawiki/images/5/58/CallAndCollect-GTA4.jpg

http://image.jeuxvideo.com/images/p3/g/t/gta4p31100.jpg

http://i1-games.softpedia-static.com/screenshots/GTA-IV-Addon-MegaBobby_1.jpg

বিশেষ দ্রষ্টব্য

  • গেমস ওয়ার্ল্ড এর টিউন শুধুমাত্র টেকটিউনস এবং টিউনারপেজে প্রকাশিত হয় । এছাড়া গেমস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয় https://www.facebook.com/games.world.bangladesh
  • গেমস খেলতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । তাই আমি ও কিছু টিউনার মিলে গেমস সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ খুলেছি । যেখানে আপনি গেমস সম্পর্কিত মজার মজার জিনিস শেয়ার করতে পারবেন । এবং যেকোন সমস্যার কথাও বলতে পারেন । তাই এখনই যোগদান করুন গেমস ওয়ার্ল্ড ফ্যানসে .
  • ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য ।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চরম!!!

Level 0

তবে লিঙ্ক এ সমস্যা আসে 🙁

    @sugata2: ঠিক করে দিয়েছি । ধন্যবাদ । 😀

Level 0

“চিট অ্যাক্টিভ করার জন্য নিকোর মোবাইল ব্যবহার করতে হবে ।”

আচ্ছা এই নিকোর মোবাইল টা পাবো কি ভাবে? জানালে খুশি হব। যদি youtube এই নিয়ে কোন ভিডিও থাকে তাহলে লিঙ্ক দেন…please

    @bdsharif: নিকোর কাজিন রোমানের বেশ কয়েকটি মিশন আছে । রোমানে দ্বিতীয় মিশনে নিকো রোমানের কাছ থেকে তার প্রথম মোবাইল পায় । সাধারণত অ্যারো কি এর উপরের বাটন প্রেস করলে মোবাইল বের হয়ে আসে ।

Level 0

গুগলে খোজা খোজি করে যা পেলাম তো GTA IV সাইজ 18 Gb er বেশী… তাইলে এতো কম সাইজে এটা কি সেই অরিজিনাল গেম? না কি Compressed করা? আমি বুঝতে পারছি না জানালে খুশি হব।

    @bdsharif: গেমসের অপ্রয়োজনীয় জিনিস গুলো বাদ দিয়ে ছোট করা হয়েছে । যেমন : গাড়ির রেডিও এর গান , টিভির ভিডিও । এসব ছোটখাটো জিনিস । এছাড়া সব কিছু ঠিক রয়েছে । যা গেমসের জন্য দরকার । ফলে সহজে ডাউনলোড করা যাবে এবং খেলে মজা পাওয়া যাবে । আমি নিজেও এই ডাউনলোড করে খেলেছি । ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য ।

      Level 0

      @dj ndd forever: আচ্ছা…এই কথা… তবে রেসিং এ কোন সমস্যা হয় না…? আগের ভার্শনের মত মন মত কাজ করা যায় কি?
      জানালে খুশি হব…
      ধন্যবাদ কমেন্টের জন্য।

        @bdsharif: না , রেসিং এ কোনো সমস্যা হয় না ।

vi Ami download korte parse na
plz Help korun

ভাই আরও জ্ঞান লাগবে টরেন্ট ডাওনলোড কিভাবে করে আগে জেনে নিন। @নতুন মূর্খ

    @নতুন পন্ডিত: @নতুন পন্ডিত: আপনি মনে হয় টরেন্ট ডাউনলোডে নতুন । যাই হোক প্রথমে ওই ফাইলটি ডাউনলোডের পর বিট টরেন্ট সফটওয়্যার দিয়ে ফাইলটি অ্যাড করিয়ে নিন । আর টরেন্ট সম্পর্কে বিস্তারিত ধারনা পেতে দিহান ভাইয়ার টিউনটি পড়ুন ঃ https://www.techtunes.io/featured/tune-id/32558

parse ta vi onek jamela