গেমস জোন [পর্ব-১৭৪] :: নিড ফর স্পিড-হট পারসূট ২ (১১৫ মেগাবাইট)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

ইএ ব্ল্যাক বক্স কোম্পানির নির্মাণকৃত প্রথম নিড ফর স্পিড গেম হচ্ছে নিড ফর স্পিড: হট পারসূট ২। গেমটি ২০০২ সালের একটি রেসিং ভিডিও গেম। গেমটি সিরিজের প্রথম “৬ষ্ঠ প্রজন্মের” গেম। গেমটি ১৯৯৮ সালের “নিড ফর স্পিড ৩: হট পারসূট” গেমটির সিকুয়্যাল। একই সাথে নিড ফর স্পিড সিরিজের প্রথম অংশের শেষ গেম এটি। এছাড়াও সিরিজের এটি প্রথম গেম যেখানে ড্রাইভ ভিউ ক্যামেরা অপশনটি নেই। এবং একই সাথে লুলায়িত ভাবে বলতে পারি যে, পেন্টিয়াম ৩ পিসির নিড ফর স্পিড গেমগুলোর শেষ গেম এটি! গেমটির গ্রাফিক্স এবং হ্যান্ডেলিং তখনকার সময়ে প্রচুর জনপ্রিয়তা পায়।

নির্মাতাঃ

ইএ ব্ল্যাক বক্স এবং ইএ স্যাটল

প্রকাশক:
ইলেক্টনিক আর্টস

সিরিজঃ

নিড ফর স্পিড

ইঞ্জিণঃ

EAGL

খেলা যাবেঃ

বহু প্ল্যাটফর্মে

মুক্তি পেয়েছেঃ

সেপ্টেম্বর – অক্টোবর ২০০২ সালে

ধরণঃ

রেসিং

 

খেলার ধরণঃ

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

পেন্টিয়াম ৪ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

রাডিয়ন এক্স১০৫০ ২৫৬ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,

দেড় গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ অপারেটিং সিস্টেম,

ডাইরেক্ট এক্স ৯.০সি

টাইটেলের সুত্র ধরেই বলা যায় যে, গেমটিতে পুলিশের ধাওয়া খেতেই বানানো হয়েছে! গেমটিতে তুমি রেসার কিংবা পুলিশ অফিসারের ভূমিকায় খেলতে পারো। রেসার হয়ে খেলার সময় তোমার লক্ষ্য হবে রেসে প্রথম স্থান অর্জন করা এবং অপর দিকে পুলিশ অফিসারের ভূমিকায় খেললে তোমার লক্ষ্য হবে বৈআইনী রেসের রেসারদের গ্রেফতার করা। উল্লেখ্য যে, এডিশনাল গ্যাজেড সমূহ শুধুমাত্র পুলিশ অফিসাররাই পাবে। যেমন রোডব্লক, হেলিকপ্টার সার্পোট, স্পাইক ইত্যাদি। গেমটিতে গাড়িসমূহ কে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ গাড়ি অপরটি হচ্ছে NFS Edition গাড়ি। এনএফএস এডিশনের গাড়িগুলোতে হালকা কিছু পরিবর্তন রয়েছে। গেমটি গাড়ি রয়েছে: Ford Mustang SVT Cobra R, BMW M5, BMW Z8, Ford TS50, Mercedes Benz CLK GTR, Vauxhall VX220, McLaren F1, McLaren F1 LM, Lamborghini Murcielago, Lamborghini Diablo VT 6.0, Opel Speedster, Mercedes Benz CL55 AMG, Lotus Elise, Corvette Z06 (C5), Ferrari F50, Ferrari 360 Spider, Ferrari 550 Barchetta, Porsche 911 Turbo (996), Porsche Carrera GT, Dodge Viper GTS, HSV Coupe 2.0, Aston Martin V12 Vanquish, Jaguar XKR.

রেসসমূহ চারটি ভিন্ন ভিন্ন পরিবেশে হোষ্ট করা হয়ে থাকে। প্রতিটি পরিবেশের সুবিধা-অসুবিধা রয়েছেই। গেমটির পটভূমি সেট করা হয়েছে হাওয়াই উপদ্বীপের উপর নির্মিত ফিকশনাল “ট্রোপিক্যাল আইল্যান্ড”। আইল্যান্ডে রয়েছে শহর, সমুদ্র সৈকত, দুটি গ্রাম এবং পানির ঝর্ণা ইত্যাদি।

গেম মোডে রয়েছে সার্কিট, স্পিন্ট, টাইম ট্রায়াল মোড। এছাড়াও চাম্পিয়নশীপ এবং হট পারসূট মোড তো রয়েছেই।

চিটকোডসমূহঃ

প্রথমে গেমটির প্রোগ্রাম ফাইলের একটি শর্টকাট তৈরি করো। এরপর শর্টকাটের প্রোপার্টিজ অপশনে গিয়ে লিখো

C:\Program Files\Need For Speed Hot Pursuit 2\NfsHS.exe +[parameter]

উল্লেখ্য যে, শেষের দিকের + চিহ্ন এবং ব্যাকেটের ভিতর নিচের যেকোনো একটি চিটকোড লিখতে হবে। এরপর গেমটি চালু করলে উক্ত চিটকোড ইফেক্টটি একটিভ হবে।

ghost           - Your car is transparent for other cars (real pain for cops:).

opentree        - Allowes you to enter locked evens in event trees! (and no trainers

needed: )

nofrustration   - Disables annoying confirmations.

nomovie         - Disables movie demos.

nomusic         - Turns music off.

nosnd           - Turns off sound FX.

noreverb        - Turns off reverbration.

nofrontend      - Menu is turned off - like a demo mode.

nomipmap        - Disables mipmapping.

noparticles     - Probably turns off particle animations.

minfront        - Turns on VERY stupid main menu.

helicoptersOnly - Cops seems to use only the helicopter backup against you.

screenshots     - Probably allows to take screens (seems not to be working).

গেমের ফোল্ডারে প্রবেশ করে CARS ফোল্ডারে যাও। এখানে cars.ini ফাইলটি নোডপ্যাডের সাহায্যে ওপেন করো। এবার নিচের লাইটি প্রতিটি গাড়ির নামে নিচে কপি-পেষ্ট করে দাও:

price   =10

nfsprice=10

এতে প্রতিটি গাড়ির দাম মাত্র ১০ ডলার পড়বে!! আরো বিস্তারিত ভাবে বুঝিয়ে দিচ্ছিঃ

cars.ini ফাইলটি নোডপ্যাডের সাহায্যে ওপেন করলাম। উদাহরণ স্বরুপ F50 গাড়ির দাম কমাতে চাই। এক্ষেত্রে নিচের লাইনটি খুঁজে বের করতে হবে:

[car12]

name=f50

mfrname=kTxtFERRARI

displayname=kTxtF50

traffic=false

** price=80000 **

** nfsprice=160000 **

stat0to60ID=kTxtF50_0to60

statTSID=kTxtF50_TS

statTSKPHID=kTxtF50_TSKPH

statHPID=kTxtF50_BHP

উপরে স্টার চিহ্নিত জায়গায় নিচের ইচ্ছে মতো দাম লিখে দিয়ে ফাইলটি সেভ করতে উক্ত দামে Ferrari F50 গাড়িটি কেনা যাবে। চাইলে বাকি সব গাড়িতে একই ভাবে দাম কমানো যাবে।

ডাউনলোডঃ

http://kickass.to/need-for-speed-hot-pursuit-2-pc-game-highly-compress-t6270115.html

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিঙ্ক ব্যতিত দায়ী থাকে কেন? :O

    কারণ ডাউনলোড লিংক মানে ফাইলটি আমি নিজে আপলোড করিনি। অন্যের ফাইলের দোষের জন্য আমি কেন দায়ী থাকবো 😆

খুব সুন্দর গেম।
আগে অনেক খেলতাম।
অন্য একটা সাইট থেকে গেমটা ডাউনলোড করেছি কিন্তু reistry setup এ ডাবল ক্লিক করলে লেখা আসে bad or corrupted registry re-installing might……
পরে আরও কয়েকটা সাইট থেকে ডাউনলোড করে install করেছি, কিন্তু সমস্যা থেকেই গেছে।
আমার pc তে কি কোন সমস্যা?
কারও সমধান জানা থাকলে জানাবেন প্লিজ।

    নেট থেকে আলাদা রেজি ফাইল ডাউনলোড করে নিন

    আর পারলে আমার কাছ থেকে অরিজিনাল ডিক্সটি নিয়ে যাইয়েন!

ভাই অনেক ধন্যবাদ। বিরক্ত হয়ে পরে EA site থেকে ডাউনলোড করেছি। কিন্তু মজার ব্যাপার হল সেটা DEMO version শুধুমাত্র একটা ট্র্যাক খেলা যায়।
আপনার দেয়া লিন্ক থেকেও ডাওনলোড করেছি কিন্তু সেখানেও একই সমস্যা। bad registry দেখা্য়।
রেজি ফাইল ডাউনলোড করার কোনলিন্ক জানা থাকলে দিবেন প্লিজ।
উত্তর দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেকদিন ধরে আশায় আছি গেমটি খেলব বলে।