কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো! আমিও অনেক ভালোই আছি দেখতে দেখতে চলে এলো এরেকটি নতুন রিভিউ। যে গেমের রিভিউ দিবো তার নাম হল " নিড ফর স্পিডঃ রিভালস"।
আশা করি সবাই ই এ গেমটির নাম শুনেছেন। অনেকে খেলেও থাকবেন!!! কারন নিড ফর স্পিডের চেয়ে উন্নত মানের রেসিং গেম হয়ত পাওয়া যাবেনা। কারন নিড ফর স্পিড এমন সাউন্ড,গ্রাফিক্স ইত্যাদি রয়েছে যা অসাধারন!!! তাই আজ আপনাদের দিবো এ সিরিজের সবচেয়ে উন্নত গেম এর রিভিউ। আশা করি রিভিউ পড়ে আপনারা গেমটি সম্পর্কে ধারণা পাবেন 😀
"নিড ফর স্পিডঃ রিভালস" একটি ওপেন ওয়ার্ল্ড রেসিং গেম যা নির্মান করেছে সুইডেন এবং ব্রিটেনের "ঘোস্ট গেমস" এবং "Criterion Games" এবং প্রকাশ করেছে "ইলেক্ট্রনিক্স আর্ট" বা "ইএ"। এটি উইন্ডোজ,প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ এর জন্য রিলিজ হয় ১৯ নভেম্বরে! এবং প্লেস্টেশন ৪ এর জন্য রিলিজ হয় ১৫ নভেম্বর আর এক্সবক্স ওয়ান এর জন্য রিলিজ হয় ২২ নভেম্বরে 🙂
রিভালস এর গেমপ্লে অনেকটা "হট পারসুইট" এর প্রথম দিকের মত। এখানে আপনাকে অনেক দ্রুত ড্রাইভিং করতে হবে কারন রেসারদের আপনাকে ধাওয়া করতে হবে! গেমস্টিতে ১১টি গ্যাজেট আছে 🙂 গেমটিতে মোস্ট ওয়ান্টেড এর ব্যবহার রয়েছে। বিশেষ করে থিম এর ব্যবহার এখানে বেশি লক্ষ করা যায়! এর আগে নিড ফর স্পিড সিরিজে সর্বশেষ বের হওয়া গেম ছিল "নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড টু বা ২০১২" এবং এটি বের হয় গত বছেরর অক্টোবরে। যত বেশি গ্রেফতার হবে তত বেশি জায়গা আনলক হবে। গেমে এ কী মজা তা আপনি না খেললে বুঝতেই পারবেন না। পুরাই অসাম গেম!!!! 😛 বহুকাল পরে এই সিরিজে ফেরারী গাড়ি এসেছ!!! 😀
নির্মাতাঃ
ঘোস্ট গেমস
প্রকাশকঃ
ইলেক্ট্রনিক্স আর্ট (ইএ)
সিরিজঃ
নিড ফর স্পিড
ধরনঃ
রেসিং
মোডঃ
সিঙ্গেল ও মাল্টিপ্লেয়ার
বের হয়েছেঃ
১৯ নভেম্বর(পিসি,পিএস ৩ এবং এক্সবক্স ৩৬০ এর জন্য)
১৫ নভেম্বর(পিএস ৪ এর জন্য)
২২ নভেম্বর(এক্সবক্স ওয়ানের জন্য)
কমপক্ষেঃ
ভাল ভাবে খেলতে হলেঃ
http://kickass.to/need-for-speed-rivals-pc-game-nosteam-t8212399.html
আমি নাফিস রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নাফিস রেজা! ব্লগিংটা বেশ ভালোই পারি, তাই আপনাদের সাথে আছি!!!
hei…my laptop is dell n3421..intel hd graphics 4000 with dedicated mem 64mb can i play this,,n if i play it on laptop does this harm for my laptop