গেমস জোন [পর্ব-১৬৩] :: Street Racing Syndicate (18+)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

গ্রামীণফোন পি১ প্যাকেজের ইন্টারনেট গতি দিয়ে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম খেলা যায় তা বিশ্বাস করতাম না! তবে এই গেমটি খেলা যায়! হাহাহাহা! হুঁ! মাত্র ২কেবিপিএস গতির নেট দিয়ে এই রেসিং গেম অনলাইন মাল্টিপ্লেয়ারে খুবই ভালো চললো! আর প্রতি আধা ঘন্টায় ২ মেগাবাইট কাটলো মাত্র! লে হালুয়া! মূলত কম স্পিডে এবং কম মেগাবাইটে অনলাইন মাল্টিপ্লেয়ার খেলা যায় বলে আজ গেমস জোনে গেমটি টিউন করতে বসে পড়লাম! গেমটি অনলাইন মাল্টিপ্লেয়ারে খেলতে হলে প্রথমে গেম-স্পাই সফটওয়্যারটি তোমার পিসিতে ইন্সটল থাকতে এবং তোমার একটি অনলাইন আইডি থাকতে হবে। গেমটিতেই তুমি নেট কানেক্টশন দিয়ে তোমার একটি অনলাইন আইডি খুলে ফেলতে পারো এবং শুরু করে দিতে পারো চমৎকার এই গেমটি! এটি নিড ফর স্পিড আন্ডারগ্রাউন্ড এর মতোই একটি গেম।

তবে গেমটিতে ১৮+ উপকরণ রয়েছে বিধায় ছোটদের না খেলাই উত্তম!

নির্মাতাঃ

ইউটেকনিক্স

প্রকাশক:

ন্যামকো

মুক্তি পেয়েছে:

২০০৪-২০০৫ সালে

ধরণ:

রেসিং

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টস:

ডুয়াল কোর ১.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

২৫৬ মেগাবাইট ভিজিএ,

১.৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,

ডাইরেক্ট এক্স ৯.০সি

স্ট্রিট রেসিং সিন্ডিকেইট! একটি চায়নিজ গেম! নির্মাণ করেছে ইউটেকনিক্স এবং প্রকাশ করেছে ন্যামকো। গেমটির মূল অবজেক্ট / গোল হলো আন্ডারগ্রাউন্ড রেসিংয়ে ভালো পারফরমেন্স করে শহরের “মহিলা”দের দৃষ্টি আর্কষণ করা! এইসব “মহিলা”রাই প্লেয়ারদের পরবর্তী রেসিং আনলক করে দিবে। মামা বলতে গেলে বলতে পারি যে গেমটিকে ১৮+ রেটিং দিয়ে ভালোই করছি!

গেমটি নিশান, টোয়োটা, মিসুবিসি, লেক্সাস, সাব্রু, মাজডা এবং ভলসওয়াগন কোম্পানির মোট ৫০টি গাড়ি ফিচার করা হয়েছে! যেহেতু চায়নিজ গেম তাই চায়নিজ কোম্পানি! গেমটিতে রয়েছে ড্যামেজ সিস্টেম তাই সাবধানে গাড়ি চালাতে হবে।

ঊবিসফট গেমটি ১.৩ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে খরিদ করতে চেয়েছিল কিন্তু নির্মাতারা চাইনিজ কোম্পানি ন্যামকোর কাছে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে বিক্রি করে দেয় গেমটি।

মামা Show-off করতে কি কি লাগে? গাড়ি আর নারী!!! হেহেহে!

গেমটি তিনটি ভাগে বিভক্ত। আরকেইড, মাল্টিপ্লেয়ার এবং স্ট্রিট। স্ট্রিট হলো গেমটির ক্যারিয়ার মোড এবং আরকেইড হলো সাধারণ রেস মোড। আর মাল্টিপ্লেয়ার তো টিউনের শুরুতেই বলেছি।

গেমটির ক্যারিয়ার মোডে রয়েছে ফ্রি-রম সুবিধা! অনেকটা NFS Underground (2003) গেমটির মতো। ক্যারিয়ারে রয়েছে একটি সুন্দর কাহিনী তবে গেমটির কাহিনীর মাথা-মুন্ডু কিছুই বুঝি নাই! আমি আবার ১৮+ কাহিনী একটু কম বুঝি! লুলায়িত!

রেটিং:

গ্রাফিক্স: ২০০৪ সালের গেম যেহেতু সেই হিসেবে গ্রাফিক্স ভালই খারাপ না।

গেম-প্লে: পুরাই ১৮+ দিয়ে ভর্তি।

কনট্রোল: গাড়ির উন্নত আপগ্রেড খরিদ করলে নিড ফর স্পিড এর মতো কনট্রোল পাওয়া যাবে।

সাউন্ড: মোটামুটি। গানগুলা চাইনিজ চাইনিজ ভাব আছে!

টোটাল: ১০ এর মধ্যে ৭!

ডাউনলোড:

http://kickass.to/street-racing-syndicate-highly-compressed-full-pc-game-a4-t7759718.html

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

https://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি ভাই টিউন করেন, কিন্তু প্রশ্ন করলে কোন উত্তর নাই। আগের টিউনে গেইমটির পাসওয়ার্ড কাজ করে না। ডাউনলোড করে কি এখন ডিলিট করে দিব। অনেক লস হইসে।

    পাসওর্য়াড ঠিকই আছে আপনি টাইপে ভুল করছেন। গেমটি অনেকেরই চলছে।

Level 0

ভাল হইছে ।চালিয়ে যান

Level 0

গেমওয়ালা ভাই “2010 FIFA World Cup South Africa” গেমস টা লাগবে। ব্যবস্থা কি করা যায়। অনেক খুজেছি পাই নাই। PLZ post the game….. “2010 FIFA World Cup South Africa”