গেমস ওয়ার্ল্ড [পর্ব-২১] :: কল অফ ডিউটি : ঘোস্ট ( Call of duty :Ghosts )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

আবার ফিরে আসলাম গেমস ওয়ার্ল্ডে , তবে এবার একা আসিনি ধরে নিয়ে এসেছি   কল অফ ডিউটি : ঘোস্ট কে   :mrgreen:  । গেমসটা রিলিজ এর পর আমি অনেক আগ্রহ নিয়ে বসে ছিলাম কখন গেমসটা হাতে পাবো । আর কখন খেলা শুরু করব । কিন্তু আমার  ভাগ্য ভালো গেমসটা রিলিজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গেমসটা আমার হাতের কাছে চলে এলো ।

আমি নিজে আপনাদের বলব , দেরি না করে গেমসটা খেলা শুরু করুন ।

কল অফ ডিউটি : ঘোস্টে সবচেয়ে আকর্ষণীয় ও  মজাদার  অংশ হলো রাইলিকে নিয়ে খেলা । রাইলি হলো একটি ট্রেনিং প্রাপ্ত কুকুর । যাকে নিয়ে আপনি খেলতে পারবেন ।

আর এবার কল অফ ডিউটি : ঘোস্টে  কভার সিস্টেম সংযোজন করা হয়েছে । ফলে আপনি দেয়ালের আড়ালে লুকিয়ে লুকিয়ে গুলি করতে পারবেন  ।

এছাড়াও রয়েছে আরো অনেক নতুন জিনিস ।

তথ্য

নির্মাতা : ইনফিনিটি ওয়ার্ড

প্রকাশক : এক্টিভিশন

প্ল্যাটফর্ম :  উইন্ডোজ, প্লেস্টেশন, Wii, এক্সবক্স

মুক্তি পেয়েছে : ৫ নভেম্বর ২০১৩

ঘটনা

কল অফ ডিউটি : ঘোস্ট  গেমসের কাহিনীর মূল প্রেক্ষাপট হলো মিডেল ইস্ট দেশ গুলোর মধ্যে পরমাণবিক সংঘর্ষ এবং ধ্বংস যজ্ঞ  ।

দেখা যাবে , ১০ বছর আগে আমেরিকায় একটি বিধ্বংসী ঘটনা ঘটেছিল । ওই ঘটনার ১০ বছর পর আমেরিকার আর তেমন কোন শক্ত সামরিক শক্তি নেই । আবার তাদের দেশে অনেক অর্থনৈতিক মন্দা চলছে । ফলে বর্তমানে পৃথিবী এক নাম্বার শক্তিশালী দেশ আর প্রথম স্থানে থাকতে পারছে না ।

এমন অবস্থায় দায়িত্ব নেয় আমেরিকার স্পেশাল ফোর্স  ''দ্যা ঘোস্ট'' । তারা স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করে না , তারা যুদ্ধ শুরু করে টিকে থাকার জন্য ।

চরিত্র সমূহ

David "Hesh" Walker
Logan Walker ( ইন্টারনেট থেকে সংগ্রহকৃত প্রতিকী ছবি )
Riley
Thomas A. Merrick
Alex "Ajax" Johnson
Elias Walker

এছাড়া আরো উল্লেখযোগ্য চরিত্র গুলো হলো

১।  Keegan P. Russ

২।  Kick

৩।  Neptune

৪। Gabriel Rorke

সিস্টেম রিকোয়ারমেন্টস

কমপক্ষে যা লাগবে

OS: Windows 7 64-Bit / Windows 8 64-Bit
CPU: Intel Core 2 Duo E8200 2.66 GHz / AMD Phenom X3 8750 2.4 GHz or better
Memory: 4 GB RAM
Hard Disk Space: 35 GB
Video: NVIDIA GeForce GTS 450 / ATI Radeon HD 5870 or better

ভালভাবে খেলতে যা লাগবে

OS: Windows 7 64-Bit / Windows 8 64-Bit

CPU: Core 2 Quad Q6600 2.4GHz /Phenom 9650 Quad-Core

Memory:  6 GB RAM

Hard Disk Space : 35 GB

Video:  Nvidia GeForce GTX 560 Ti / AMD Radeon HD 5870 1024Mb

নিচের লিংকে দিয়ে গিয়ে জেনে আসুন আপনার কম্পিউটারে কি কল অফ ডিউটি : ঘোস্ট চলবে নাকি

http://www.game-debate.com/games/index.php?g_id=7619&game=Call%20of%20Duty:%20Ghosts

অন্যান্য কথা

বিভিন্ন গেমস সংক্রান্ত ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে  কল অফ ডিউটি : ঘোস্টের গেমপ্লে নাকি ৪ ঘণ্টার । কথাটি ঠিক নয় । কারন এটির সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনে  কল অফ ডিউটি ব্ল্যাক অপস টু থেকে  আরো ৬ টি লেভেল বাশি আছে । কল অফ ডিউটি ব্ল্যাক অপস টু তে ছিল ১২ টি । আর কল অফ ডিউটি ঘোস্টে আছে ১৮টি । যদি সবচেয়ে সজা মুডে গেমস শুরু করে কেউ তারও কমপক্ষে ৯ ঘণ্টা লাগবে ।

আবার বিশ্বের বিভিন্ন গেমার ram সমস্যায় পড়েছে । যাদের ram ৪ জিবি তাদের গেমসটি চলছে না । আমার বন্ধু রেজওয়ান মাহমুদ এর সোজা সমাধান দিয়েছে । এটি একটি ১২ মেগাবাইটের জিনিস । যদি সমস্যা হয় তাহলে আপনি ডাউনলোড করলে আপনার সমস্যার সমাধান পাবেন । ডাউনলোড লিংক ।

পড়ালেখার চাপের কারনে নিয়মিত টিউন করতে পারি না  । তবে আগামি বছর আমাকে আবার নিয়মিত পাবেন ।

গেমস খেলতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । তাই আমি গেমস সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ খুলেছি । যেখানে আপনি গেমস সম্পর্কিত মজার মজার জিনিস শেয়ার করতে পারবেন । এবং যেকোন সমস্যার কথাও বলতে পারেন । তাই এখনই যোগদান করুন গেমস ওয়ার্ল্ড ফ্যানসে .

গেমস ওয়ার্ল্ডে অফিসিয়াল ফেসবুক পেজ হলো  https://www.facebook.com/games.world.bangladesh

গেমসের কিছু স্ক্রীনশট

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর।

    @Chisti_Shuvo: ও @মোঃ আরিফ: ধন্যবাদ ।

Thanks. But apni ki sure 4GB ram e games ta cholbe. AMi sob jaygay dekhlam minimum 6 GB. Please janaben. AMi tension e achi cholbe kina.

    @সাইফুল ইসলাম সোহেল: হ্যাঁ , চলবে

বেশ ভাল লিখেছেন ।

32 bit এ চালাইতে চাই । 🙁

    @নাঈম the handsome: দুঃখিত , ৩২ বিটে চলবে না ।

৩২ বিট বা 64 বিট কী ? একটু বুঝিয়ে বলবেন প্লীজ।