আবার ফিরে আসলাম গেমস ওয়ার্ল্ডে , তবে এবার একা আসিনি ধরে নিয়ে এসেছি কল অফ ডিউটি : ঘোস্ট কে । গেমসটা রিলিজ এর পর আমি অনেক আগ্রহ নিয়ে বসে ছিলাম কখন গেমসটা হাতে পাবো । আর কখন খেলা শুরু করব । কিন্তু আমার ভাগ্য ভালো গেমসটা রিলিজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গেমসটা আমার হাতের কাছে চলে এলো ।
আমি নিজে আপনাদের বলব , দেরি না করে গেমসটা খেলা শুরু করুন ।
কল অফ ডিউটি : ঘোস্টে সবচেয়ে আকর্ষণীয় ও মজাদার অংশ হলো রাইলিকে নিয়ে খেলা । রাইলি হলো একটি ট্রেনিং প্রাপ্ত কুকুর । যাকে নিয়ে আপনি খেলতে পারবেন ।
আর এবার কল অফ ডিউটি : ঘোস্টে কভার সিস্টেম সংযোজন করা হয়েছে । ফলে আপনি দেয়ালের আড়ালে লুকিয়ে লুকিয়ে গুলি করতে পারবেন ।
এছাড়াও রয়েছে আরো অনেক নতুন জিনিস ।
নির্মাতা : ইনফিনিটি ওয়ার্ড
প্রকাশক : এক্টিভিশন
প্ল্যাটফর্ম : উইন্ডোজ, প্লেস্টেশন, Wii, এক্সবক্স
মুক্তি পেয়েছে : ৫ নভেম্বর ২০১৩
কল অফ ডিউটি : ঘোস্ট গেমসের কাহিনীর মূল প্রেক্ষাপট হলো মিডেল ইস্ট দেশ গুলোর মধ্যে পরমাণবিক সংঘর্ষ এবং ধ্বংস যজ্ঞ ।
দেখা যাবে , ১০ বছর আগে আমেরিকায় একটি বিধ্বংসী ঘটনা ঘটেছিল । ওই ঘটনার ১০ বছর পর আমেরিকার আর তেমন কোন শক্ত সামরিক শক্তি নেই । আবার তাদের দেশে অনেক অর্থনৈতিক মন্দা চলছে । ফলে বর্তমানে পৃথিবী এক নাম্বার শক্তিশালী দেশ আর প্রথম স্থানে থাকতে পারছে না ।
এমন অবস্থায় দায়িত্ব নেয় আমেরিকার স্পেশাল ফোর্স ''দ্যা ঘোস্ট'' । তারা স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করে না , তারা যুদ্ধ শুরু করে টিকে থাকার জন্য ।
এছাড়া আরো উল্লেখযোগ্য চরিত্র গুলো হলো
১। Keegan P. Russ
২। Kick
৩। Neptune
৪। Gabriel Rorke
OS: Windows 7 64-Bit / Windows 8 64-Bit
CPU: Intel Core 2 Duo E8200 2.66 GHz / AMD Phenom X3 8750 2.4 GHz or better
Memory: 4 GB RAM
Hard Disk Space: 35 GB
Video: NVIDIA GeForce GTS 450 / ATI Radeon HD 5870 or better
OS: Windows 7 64-Bit / Windows 8 64-Bit
CPU: Core 2 Quad Q6600 2.4GHz /Phenom 9650 Quad-Core
Memory: 6 GB RAM
Hard Disk Space : 35 GB
Video: Nvidia GeForce GTX 560 Ti / AMD Radeon HD 5870 1024Mb
http://www.game-debate.com/games/index.php?g_id=7619&game=Call%20of%20Duty:%20Ghosts
বিভিন্ন গেমস সংক্রান্ত ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে কল অফ ডিউটি : ঘোস্টের গেমপ্লে নাকি ৪ ঘণ্টার । কথাটি ঠিক নয় । কারন এটির সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনে কল অফ ডিউটি ব্ল্যাক অপস টু থেকে আরো ৬ টি লেভেল বাশি আছে । কল অফ ডিউটি ব্ল্যাক অপস টু তে ছিল ১২ টি । আর কল অফ ডিউটি ঘোস্টে আছে ১৮টি । যদি সবচেয়ে সজা মুডে গেমস শুরু করে কেউ তারও কমপক্ষে ৯ ঘণ্টা লাগবে ।
আবার বিশ্বের বিভিন্ন গেমার ram সমস্যায় পড়েছে । যাদের ram ৪ জিবি তাদের গেমসটি চলছে না । আমার বন্ধু রেজওয়ান মাহমুদ এর সোজা সমাধান দিয়েছে । এটি একটি ১২ মেগাবাইটের জিনিস । যদি সমস্যা হয় তাহলে আপনি ডাউনলোড করলে আপনার সমস্যার সমাধান পাবেন । ডাউনলোড লিংক ।
পড়ালেখার চাপের কারনে নিয়মিত টিউন করতে পারি না । তবে আগামি বছর আমাকে আবার নিয়মিত পাবেন ।
গেমস খেলতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । তাই আমি গেমস সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ খুলেছি । যেখানে আপনি গেমস সম্পর্কিত মজার মজার জিনিস শেয়ার করতে পারবেন । এবং যেকোন সমস্যার কথাও বলতে পারেন । তাই এখনই যোগদান করুন গেমস ওয়ার্ল্ড ফ্যানসে .
গেমস ওয়ার্ল্ডে অফিসিয়াল ফেসবুক পেজ হলো https://www.facebook.com/games.world.bangladesh
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
সুন্দর।