গেমস জোন [পর্ব-১৫৭] :: টেস্ট ড্রাইভ আনলিমিটেড (২০০৭)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

সিলেটের চা বাগানের মধ্যে ড্রাইভ করতে করতে হারিয়ে যেতে চাও?  অথবা চট্টগ্রামের মনোরম পরিবেশের মধ্যে মানে রাস্তার এক পাশে সাগরের কোলাহল আরেক পাশে পাহাড়! আহ! হুমম! আজকের গেমটি সেরকমই!

হ্যালো! আমি গেমওয়ালা নিয়ে এলাম গেমস নিয়ে বাংলায় ধারাবাহিক প্রতিবেদনমূলক টিউন এবং টেকটিউনসের সবচেয়ে র্দীঘ চেইন টিউন “গেমস জোন”। আজকের জোনের থাকছে একটি চমৎকার রেসিং গেম। আজকের গেম টেস্ট ড্রাইভ: আনলিমিটেড।

টেস্ট ড্রাইভ আনলিমিটেড আমার সবচেয়ে প্রিয় রেসিং গেমস গুলোর মধ্যে অন্যতম। টেস্ট ড্রাইভ আনলিমিটেড টেস্ট ড্রাইভ গেমস সিরিজের ৯তম গেম। গেমটিতে ১২৫ টির বেশি গাড়ি এবং মোটরসাইকেল রয়েছে। এবং সাথে রয়েছে ১০০০ মাইলস দৈর্ঘ্যের সড়ক। গেমটি ২০০৬ সালের। যারা যারা গেমটি খেলেছো তারা অবশ্যই মানবে একই বছরে মুক্তি পাওয়া নিড ফর স্পিড কার্বন গেমটি এই টেস্ট ড্রাইভ আনলিমিটেড গেমটির কাছে কিছুই না। আমি নিড ফর স্পিড কার্বনকে হেয় করছি না। তবে কার্বন এর চেয়ে গ্রাফিক্স, গেম-প্লে এবং মজার গেম হল টেস্ট ড্রাইভ আনলিমিটেড। এতে শুধু গাড়িই নয় এর পাশাপাশি তুমি হোল্ডার ও পাবে। তবে নিড ফর স্পিড কার্বন বা নিড ফর স্পিড সিরিজ এর গাড়ি হ্যান্ডিং চমৎকার । তবে টেস্ট ড্রাইভ আনলিমিটেড গেমটি কনট্রোল একটু কঠিন। ধৈর্য্য লাগবে গেমটি খেলতে।

গেমটিতে তুমি ফ্রি-রম মোডে অন রোড এবং অফ রোডে খেলতে পারবে। গেমটিতে জিটিএ সিরিজের মতই তোমার ক্যারেক্টারকে কাপড়, সানগ্লাস, জুতো ইত্যাদির সাহায্যে সাজাতে পারো। কিনতে পারো বাড়ি, গেম সেভ করার জন্য। তুমি গেমটির শুরুতে কয়েকটি ক্যারেক্টার এর মাঝে তোমার পছন্দের ক্যারেক্টারটি পছন্দ করে নির্বাচন করে গেমটি শুরু করতে পারো।

গেমটিতে পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে হাওয়াইয়া দ্বীপ কে। পাহাড় ঘেরা বিরাট এই দ্বীপেই তোমাকে খেলতে হবে বিভিন্ন ধরণের রেস। এদের মধ্যে রয়েছে সাধারণ রেসিং, টাইম রেসিং এছাড়াও সাইড মিশন হিসেবে তুমি খেলতে পারো টপ মডেল চ্যালেঞ্জ, যেখানে তুমি সুন্দরী মেয়েদেরকে বিভিন্ন জায়গায় লিফট দিতে পারো। এবং সংগ্রহ করতে পারো কুপন। এই কুপন দ্বারাই তোমার তোমার ক্যারেক্টার এর জন্য কাপড়ের সপ থেকে কাপড় চোপড় কিনতে পারবে।

 

 

 

 

নির্মাতা:

ইডেন গেমস,

মেলর্বোন হাউস ।

 

প্রকাশক:

আটারী

ইঞ্জিণ:

হ্যাভোক,

টোয়ালাইট ২

সর্বশেষ ভার্সন:

১.৬৬এ

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ২,

প্লে-স্টেশন পোর্টেবল (পিএসপি),

এক্সবক্স ৩৬০।

মুক্তি পেয়েছে:

সেপ্টেম্বর , ২০০৬ (এক্সবক্স ৩৬০ এর জন্য),

মার্চ, ২০০৭ (প্লে-স্টেশন ২ এর জন্য)

মার্চ-এপ্রিল, ২০০৭ (মাইক্রোসফট উইন্ডোজ এবং পিএসপি এর জন্য)

ধরণ:

রেসিং,

ওপেল ওয়ার্ল্ড,

এমএমওআর

খেলার ধরণ:

সিঙ্গেল-প্লেয়ার,

মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিও:

 www.youtube.com/watch?v=0u9YP2EIvyQ
http://www.youtube.com/watch?v=qft4fmt85nQ
http://www.youtube.com/watch?v=Z-ARmfpL15E
http://www.youtube.com/watch?v=gPeoypJeXV8

সিস্টেম রিকোয়ারমেন্টস:

মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,

ডুয়েল কোর ২.৬ গিগাহার্টস গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম

৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,

৭ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

গেমটি ইন্সটলের পর প্রথমেই কী / চাবি চাইবে। নিচের চাবিগুলোর হতে যেকোনো একটি চাবি ব্যবহার করো। এগুলো অরিজিনাল ডিভিডির চাবি:

VTY6 - NE6D - IZ68 - 7CJ4

VTY2 - 0PZ2 - DU5N - 1FZH

VTY9 - PWWQ - 6OA7 - XEVV

VTYA - T9SQ - SZZH - I0U2

VTY3 - P5A6 - O0NI - LBM8

ক্যারিয়্যারের শুরুতেই তোমাকে চরিত্র নির্বাচন করতে হবে। কয়েকটি চরিত্রের মাঝে তোমার পছন্দেরটির তুলে নাও।

এবার শুরু করা যাক!

খুবই সহজ গেমটির গেম-প্লে। গেমটিতে তোমার কাজ হলো প্রত্যেকটি রেসে ১ম স্থান অর্জন করা মানে গোল্ড কাপ জিতে নেওয়া।

রেসের ধরণ:

> নরমাল রেস: এটা হলো সাধারণ রেস। কয়েকজন প্রতিপক্ষের বিপক্ষে গোল্ড কাপের জন্য তোমায় খেলতে হবে।

> টাইম রেস: সময়ের বিরুদ্ধে খেলতে হবে। কিছু কিছু টাইম রেসে ড্রাইভিং স্কিলও আসবে।

> স্পিড রেস: এটা হলো নির্দিষ্ট গাড়ি দিয়ে নির্দিষ্ট পরিমাণ স্পিড উঠানো। শুনতে সহজ হলেও খেলতে সোজা নয়!

> চ্যালেঞ্জ রেস: এটা হলো মাল্টিপ্লেয়ার রেস। যেকোনো সময় যেকোনো ধরণের রেস খেলতে পারো তুমি যেকোনো অন্য প্লেয়ারের সাথে।

> লিফট রেস: এটা হলো কোনো সুন্দরী মেয়ে কিংবা স্মাট ছেলেকে লিফট দেওয়ার মিশন। এতে তোমার ড্রাইভিং স্কিলও দরকার পড়বে। মানে রাস্তার বাইরে গাড়ি চলে গেলে ড্রাইভিং স্কিল মিটার কমতে থাকবে। এখানে তোমার লক্ষ্য হলো যাত্রীকে তার নির্দিষ্ট জায়গায় সময়মতো পৌছিয়ে দেওয়া। পারফেক্ট রেটিং পেলে তুমি পেতে পারো ৯টি কুপন। এই কুপন দিয়েই তোমার চরিত্রের কাপড়-চোপড়, জুতো, সানগ্লাস ইত্যাদি কিনতে হবে।

> ড্রাইভার রেস: বিভিন্ন লোকের গাড়িগুলোকে এক জায়গা হতে অন্য জায়গায় ড্রাইভিং করে নিয়ে যেতে হবে তোমায়। তবে ড্রাইভিং স্কিলের প্রতি লক্ষ্য রাখতে হবে। এই রেসে নির্দিষ্ট সময় নেই। তবে টাকা পাওয়া যায় প্রচুর।

> কুরিয়ার রেস: বিভিন্ন লোকের “বেআইনি” মালামাল তোমায় এক জায়গা হতে অন্য জায়গায় সময়ের ভিতর ড্রাইভিং করে নিয়ে যেতে হবে তোমায়। যেহেতু এটা বেআইনি মাল তাই পুলিশের ধাওয়া খাবে তুমি! তবে মিশন ফেইল করলে মালের টাকা কিন্তু তোমার পকেট হতেই যাবে মশাই!

গাড়িসমূহ:

"G-Class Cars"

AC 289

Aston Martin DB4 GT Zagato

Chevrolet Camaro Z-28

Chevrolet Corvette 1969 Stingray

Jaguar Type-E Coupe

Lamborghini Miura P400SV

Maserati 3500 GT

Mercedes-Benz 300 SL Gullwing

Pontiac Firebird

Shelby Cobra Daytona Coupe

Shelby GT 500

"F-Class Cars"

Alfa Romero GT 3.2 V6 24V

Audi A3 3.2 Quattro DSG

Audi TT Quattro Sport

Chevrolet SSR

Saturn Sky

Volkswagen Golf R32

"E-Class Cars"

Audi A6 4.2 Quattro

Audi S4 Cabriolet

Ford Mustang GT Coupe

Ford Mustand GT Convertible

Jaguar XK Convertible

Jaguar XK Coupe

Nissan 350Z Coupe

Nissan 350Z Nismo S-Tune

Nissan Skyline GTR R34 (XBLC)

Pontiac GTO

"D-Class Cars"

Aston Martin DB9 Coupe

Aston Martin V8 Vantage

Aston Martin DB9 Volante

Aston Martin DB7 Zagato

Audi RS4 Quattro Saloon (XBLC)

Cadillac XLR-V

Crystler 300C SRT-8

Jaguar XKR Coupe

Lotus Elise R

Lotus Esprit V8

Maserati GranSport

Maserati Spyder 90th Aniversary

Maserati Spyder Cambiocorsa

Mercedes-Benz CLK 55 AMG

Mercedes-Benz CLS 55 AMG

Mercedes-Benz SLK 55 AMG

Mustang GT-R Concept

Wiesmann Roadster MF3

"C-Class Cars"

Alfa Romero 8c Competizone

Aston Martin Vanquish S

Chevrolet Corvette C6 Coupe

Crystler Fire Power Concept Car

Ferrari 288 GTO

Ferrari 575M Marenello

Lamborghini Gallardo Spyder

Lotus Sport Exige 240R

Mercedes-Benz SL 65 AMG

Noble M14

Spyker C8 Laviolette

TVR Sagaris

TVR Tuscan S

Volkswagen W12 Roadster

"B-Class Cars"

Ascari KZ-1

Caterham CSR 260

Chevrolet Corvette Z06 Coupe

Dodge Viper SRT-10

Farbound Supercharged GTS Prototype 2005

Ferrari F430

Ferrari F430 Spider

Ford GT

Jaguar XJ220

Lamborghini Gallardo Coupe (XBLC)

Lamborghini Gallardo SE

Mercedez-Benz CLK DTM AMG

Noble M12 GTO-3R

Shelby Cobra Concept

Shelby GR-1 Concept

Volkswagen W12 Coupe

"A-Class Cars"

Chrysler ME Four-Twelve

Ferrari Enzo

Koenigsess CC8S

Lamborghini Murcielago Coupe

Maserati MC12

Mclaren F1

Mclaren F1 GTR

Mclaren F1 LM (XBLC)

Mercedes-Benz SLR McLaren

Pagani Zonda C12S Roadster (XBLC)

Pagani Zonda C12S

Saleen S7 Twin-Turbo

"Motorcycles"

MB-Class Motorcycles

Ducatti Monster S4R

Ducatti Supersport 1000 DS

Kawasaki Z1000

MV Agusta F4 Brutale 910S

Triumph Speed Triple

"MA-Class Motorcycles"

Ducatti 999R

Kawasaki Ninja ZX-10 R

MV Agusta f4 Tamburini

সবচেয়ে ভালো গাড়িসমূহ:

গেমটিতে গাড়ি এবং মোটরবাইক সমূহকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক একটি রেস এক একটি শ্রেণীর গাড়িসমূহদের নিয়ে হয়। তাই গেমটিতে তোমার কাছে প্রত্যেকটি শ্রেণীর অন্তত একটি করে গাড়ি / মোটরবাইক থাকতে হবে গেমটির সবগুলো রেসে অংশগ্রহণ করতে হলে। নিচের প্রতিটি শ্রেণীর সবচেয়ে ভালো গাড়িগুলো আমি তোমাদের দেখাচ্ছি:

Group G:

AC289, Lamborghini, and Shelby Daytona

Group F:

Alfa Romeo and Audi TT

Group E:

Skyline GTR

Group D:

Maserati GranSport, Aston Martin DB9, Lotus Esprit

Group C:

Corvette C6 or Noble M12

Group B:

Corvette c6

Group A:

Ferrari Enzo

ম্যাপ! চারিদিকে সমুদ্র মাঝে দ্বীপ!
গেমটির এক্সবক্স সংস্করণ
গেমটির প্লে-স্টেশন ২ সংস্করণ! গ্রাফিক্স তো পুরাই বাজে!!!

এই গাড়িটাকে সেই ছোটবেলা হতে দেখছি প্রায় সব রেসিং গেমেই রয়েছে! লেজেন্ডারি কার!
সাইড দে নাইলে গুতা দিমু!
শহরটার এক অংশ পুরাই সিলেটের মতো
আমার গ্যারেজ!
গেমটির পূর্ণ মজা পাওয়া যাবে কোর আই ৫ পিসিতে

চিটকোড:

যদিও এইটা সেই অর্থে কোনো চিটকোড নয় তবুও অনেকেরই কাজে লাগতে পারে। এর সাহায্যে গেমটির ট্রাফিক এবং পুলিশ এই দুটো অফফ করে দিতে পারো।

প্রথমে গেম ফোল্ডারে যাও। এরপর Euro>Bnk>Vehicules ফোল্ডারসমূহে যাও। এখানে Traffic নামে একটি ফোল্ডার পাবে। Traffic ফোল্ডারটি TrafficX নামে লিখে দাও। ব্যাস! এবার গেমটি চালু করলে দেখবে যে ট্রাফিক এবং পুলিশ ভ্যানিস! আবারো আগের মতো করতে চাইলে TrafficX ফোল্ডারটির X নামটি কেটে দাও।

ডাউনলোড:

http://www.1gbgames.com/2012/12/test-drive-unlimited.html

http://www.skidrowgames.net/test-drive-unlimited-proper-vitality.html

http://freegamespcdownload.blogspot.com/2008/03/test-drive-unlimited.html

http://www.pc-download-game.com/download-test-drive-unlimited/

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

torrent link thakle valo hoto…..office ee dalo die rakhtam 😀

প্রথমেই ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর টিউন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ভাই আপনার কাছে একটা প্রস্ন ছিল তা হল , আমি আসলে জানতে চাচ্ছি Need For Speed: Most Wanted (NFS MW), (2005)
এবং Need For Speed: Most Wanted (2012): এর মধ্যে কোন গেমটা খেলতে বেশি মজা এবং ড্রাইভিং এ কোনটা বেশি সুবিধা জনক? গেম প্লে কোনটার বেশি ভাল ?

    Level New

    @Masud Parvez: Need For Speed MW 2005 Best.

size kto nana jan? 😛