সবাইকে শুভেচ্ছা । ফিফা ১৪ নিয়ে অনেকেই হয়তো ঝামেলায় আছেন । গেম রিলিজ হওয়ার পর ক্রা(ক) নিয়ে হাহাকার আর ক্রা(ক) আসার পর গেম চালানো নিয়ে হাহাকার । গেম চলে তো খেলা যায় না, খেলা গেলে গোল দেওয়া যায় না ইত্যাদি নানান সমস্যা । অরিজিনাল গেম কিনে খেলা আমাদের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সম্ভব না, তাই ক্রা(ক)ই ভরসা । অনেক প্রতীক্ষা আর কাহিনীর পর SKIDROW ক্রা(ক) রিলিজ করলেও ঝামেলার শেষ নাই(যদিও ক্রা(ক)টা SKIDROW না 3DM এর এ নিয়ে বিতর্ক আছে) ।
কাজের কথায় আসি । আমি যে ডিস্কটা কিনেছি সেটা DZ Repack ভার্সন । গেম ইনস্টল হওয়ার পর ক্রা(ক)-এ ক্লিক করার পর কোন রেসপন্স নাই দেখলাম !! মাথা গরম ! নেটে ঘেঁটে একটা সিস্টেম পেলাম । কাজও হলো ! SKIDROW Ultimate বা অন্য ভার্সনেও এই পদ্ধতিতে কাজ হয়েছে বলে খবর পাওয়া গেছে । আশা করি আপনাদেরও কাজ হবে ইনশাআল্লাহ ।
নিচের স্টেপ গুলো ফলো করুন –
(১) গেম ইন্সটল করুন । 1.2 আপডেট ফাইল থাকলে আপডেট করতে পারেন । তবে DZ Repack সম্ভবত আপডেট করাই আছে ।
(২) এখান থেকে ক্রা(ক) v4 ডাউনলোড করুন । এবং install directory/Fifa14/game তে পেস্ট করুন । [ ডাউনলোড করা সম্ভব না হলে যেটা আছে সেটা দিয়েই ট্রাই করুন ]
(৩) install directory/Fifa14/game ফোল্ডার থেকে fifa.par ফাইলটা ডিলিট করে দিন । ( থাক, রিস্ক নেয়ার দরকার নাই !! cut করে অন্য কোথাও রাখেন ।)
(৪) এবার Start Menu তে গিয়ে cmd লিখুন । cmd.exe কে ‘run as adminstrator’ এ রান করুন । ওপেন হওয়া ছোট বক্সটাতে নিচের কোডটা কপি করে পেস্ট করেন –
bcdedit.exe /set {current} nx AlwaysOff
Enter চাপুন ।
(৫) পিসি রিস্টার্ট দিন ।
আশা করা যায় গেম এবার চলবে । যদি না চলে –
(৬) Fifa14.exe তে রাইট ক্লিক করে properties এ যান । compability তে ক্লিক করুন । নিচের ছবির মত ’Run this program as compatibility mode for( Windows XP Service Pack 3)’ এবং ‘run as adminstrator’ এ টিক চিহ্ন দিয়ে এবার গেম স্টার্ট করুন । অথবা শুধু
‘run as adminstrator’ এ টিক চিহ্ন দিয়ে ট্রাই করুন ।
আমার Windows 7_64 bit এ চমৎকার কাজ করেছে ।
ধন্যবাদ কষ্ট করে টিউন পড়ার জন্য ।
আমি Skylark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ । Windows 7 এ perfectly কাজ করছে । Windows 8 এ
”
bcdedit.exe /set {current} nx AlwaysOff
”
কোড টি RUN করাতে পারছিনা । Please এইটুকু Help যদি করতেন তাইলে খুবই উপকৃত হতাম ।
আগাম ধন্যবাদ দিলাম।