মাঝে মাঝে মনে হয় টিউন করাই ছেড়ে দেই। কারন কিছু কিছু লোক আছে যারা টিউন না বুঝেই উল্টা পাল্টা মন্তব্য করে। এত কষ্ট করে টিউন করি তার বদলে পাই সুধু অবমাননা।তাহলে কাদের জন্য টিউন করব। আমি একজন নতুন টিউনার আর আমি মাত্র ক্লাস ৯ এ পড়ি,তবুও আপনাদের মাঝে সাহস করে টিউন করি । এতে সকলের উচিত আমাকে উৎসাহ দেওয়া কিন্তুতা না করে উল্টা পাল্টা মন্তব্য করে, অনেকে আবার খারাপ গালি দেয়। ভুল সকেলেরই হয়।অন্নের উচিত সেই ভুল সংশোধন করে দেওয়া।একটা বাজে কমেন্র তিউনারের মন ভেঙ্গে দেয়।একটা টিউন করার কষ্ট একজন টিউনারই বুঝতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ রইলো কেউ বাজে কমেন্ট করবেন না। তবে অনেকেই আমাকে অনেক পরামর্শ দিয়েছে তাদের পরামর্শের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। কেউ কেউ আমার প্রত্যেকটি টিউন খুব ভাল করে পড়ে।এই টিউন গুলো সুধু তাদের জন্যই।
তো চলুন দেখা যাক আজকের গেমস গুলো ---------------->
আজ আমি আপনাদের খুব সুন্দর কিছু গেমস উপহার দিব। আপনারা এগুলো এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন।
Minimum Requirments:
গুগল রেটিং-৪.৫
সাপোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি
সিপিউ:১.২ গিগাহার্জ
ইন্টারনাল মেমোরিঃ ১ গিগাবাইট
apkসাইজঃ ১৩মেগাবাইট
Cache file সাইজঃ ১.২৫গিগাবাইট
apkডাউনলোড এখানে Cache file ডাউনলোড এখানে
Minimum Requirments:
গুগল রেটিং-৪.০
সাপোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি
সিপিউ: ১.৩ গিগাহার্জ
ইন্টারনাল মেমোরিঃ ১ গিগাবাইট
apkসাইজঃ ৭মেগাবাইট
Cache file সাইজঃ১.১৪ গিগাবাইট
apk ডাউনলোড এখানে Cache file ডাউনলোড এখানে
Minimum Requirments:
গুগল রেটিং-৪.৫
সিপিউ: ১.২ গিগাহার্জ
ইন্টারনাল মেমোরিঃ ৫১২ মেগাবাইট
পোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি
সাইজঃ ১৫মেগাবাইট
Cache file সাইজঃ ৭৮১.৬ মেগাবাইট
apkডাউনলোড এখানে Cache file ডাউনলোড এখানে
আমি কাজী কামরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি ভালই টিউন করেছ। পড়ে ভাল লাগল,
আর যারা খারাপ মন্তব্য পোষ্ট করে, তাদের কথা কানে না তুলাই শ্রেয় কারণ প্রত্যেক মানুষ মাত্রেই ভূল করে।
তোমার পরবর্তী পোষ্টের জন্য শুভ কামনা রইল। (ভাল থেক)