অ্যান্ড্রয়েড গেমস জোন [পর্ব-০৬]::হাই গ্রাফিক্সের দারুন সব গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

মাঝে মাঝে মনে হয় টিউন করাই ছেড়ে দেই। কারন কিছু কিছু লোক আছে যারা টিউন না বুঝেই উল্টা পাল্টা মন্তব্য করে। এত কষ্ট করে টিউন করি তার বদলে পাই সুধু অবমাননা।তাহলে কাদের জন্য টিউন করব। আমি একজন নতুন টিউনার আর আমি মাত্র ক্লাস ৯ এ পড়ি,তবুও আপনাদের মাঝে সাহস করে টিউন করি । এতে সকলের উচিত আমাকে উৎসাহ দেওয়া কিন্তুতা না করে উল্টা পাল্টা মন্তব্য করে, অনেকে আবার খারাপ গালি দেয়। ভুল সকেলেরই হয়।অন্নের উচিত সেই ভুল সংশোধন করে দেওয়া।একটা বাজে কমেন্র তিউনারের মন ভেঙ্গে দেয়।একটা টিউন করার কষ্ট একজন টিউনারই বুঝতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ রইলো কেউ বাজে কমেন্ট করবেন না। তবে অনেকেই আমাকে অনেক পরামর্শ দিয়েছে তাদের পরামর্শের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। কেউ কেউ আমার প্রত্যেকটি টিউন খুব ভাল করে পড়ে।এই টিউন গুলো সুধু তাদের জন্যই।

তো চলুন দেখা যাক আজকের গেমস গুলো ---------------->

আজ আমি আপনাদের খুব সুন্দর কিছু গেমস উপহার দিব। আপনারা এগুলো এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন।

# FIFA 14 by EA SPORTS™

 

Minimum Requirments:

গুগল রেটিং-৪.৫

সাপোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি

সিপিউ:১.২ গিগাহার্জ

ইন্টারনাল মেমোরিঃ ১ গিগাবাইট

apkসাইজঃ ১৩মেগাবাইট

Cache file সাইজঃ ১.২৫গিগাবাইট

apkডাউনলোড  এখানে       Cache file ডাউনলোড এখানে 

# Real Racing 3

 

 Minimum Requirments:

গুগল রেটিং-৪.০

সাপোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি

সিপিউ: ১.৩ গিগাহার্জ

ইন্টারনাল মেমোরিঃ ১ গিগাবাইট

apkসাইজঃ ৭মেগাবাইট

Cache file সাইজঃ১.১৪ গিগাবাইট

apk ডাউনলোড  এখানে     Cache file ডাউনলোড  এখানে 

# Iron Man 3

Minimum Requirments:

গুগল রেটিং-৪.৫

সিপিউ: ১.২ গিগাহার্জ

ইন্টারনাল মেমোরিঃ ৫১২ মেগাবাইট

পোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি

সাইজঃ ১৫মেগাবাইট

Cache file সাইজঃ ৭৮১.৬ মেগাবাইট

apkডাউনলোড এখানে     Cache file ডাউনলোড  এখানে  

দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না ।আপনার এই টিউনটি কাজে না লাগলেও অন্নের কাজে লাগতে পারে।

আগামি টিউনে আপনাদের জন্য সদ্য রিলিজ হওয়া কিছু গেম থাকবে।আশা করি আপনারা আমার সাথে থাকবেন। 

Level 0

আমি কাজী কামরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তুমি ভালই টিউন করেছ। পড়ে ভাল লাগল,
আর যারা খারাপ মন্তব্য পোষ্ট করে, তাদের কথা কানে না তুলাই শ্রেয় কারণ প্রত্যেক মানুষ মাত্রেই ভূল করে।
তোমার পরবর্তী পোষ্টের জন্য শুভ কামনা রইল। (ভাল থেক)

    ভাইয়া আপনার কথায় মনটা ভরে গেলো।আপনাকে অনেক ধন্যবাদ।

ভাইয়া আমি ক্লাস ৮ এ পড়ি.তোমার সব টিউন পড়েছি আমি.বেশ কস্ট করে টিউন লেখ বুজা যায়.কিন্তু তুমি যে গেমের সাইজ দিয়েছো সেটা শুধু Apk ফাইল এর জন্য.Sd data লাগবে তো.সেগুলোর. লিংক আর সাইজ দিলে আরো ভালো হতো.
Best of luck brother….go ahead…I am with you always….

sd data কই?

Level 0

নগেন বড় বড় গেম খেলতে শুধু apk হলে চলে না sd data ও লাগে পুরাই লুল 😛

Level 0

অ্যান্ড্রয়েডে গেমস খেলতে গেলে (Apk + Data) ফাইল দুইটি লাগে, তা না হলে গেইমটি খেলা যায় না।
পরবর্তী টিউন করার সময় এইটি খেয়াল রাখবে।

ধন্যবাদ টিউনের জন্য। বাট আপনার টিউনগুলোয় শুধু .apk ফাইল দেয়াই এবং ডাটা ফাইল না দেয়াই পুরো টিউনই ব্যার্থ। কারন ডাটা ফাইল এর লিঙ্ক ছাড়া এই টিউন দেখে কেউই আপ বা গেমস গুলো ডাউনলোড করবে না। আর কেউ ভুল করে করলেও মোবাইলে গেমস ইন্সটল করার পর যখন গেমসগুলো চলবে না তখন আপনাকে মনে মনে গালিগালাজ করবে। তাই টিউন করলে ফুল টিউন করার চেস্টা করুন। আপনার কোন পোস্টেই ডাটা ফাইলের লিঙ্ক নাই।

ভালো না!! 😐 এন্ড্রয়েড নিয়ে টিউন দেয়ার আগে What is android লিখে গুগলে সার্চ দিবেন। যতোসব আউল ফাউল টিউন…

Level 0

সুন্দর টিউন। 🙂 অ্যান্ড্রয়েডে গেমস খেলতে গেলে (Apk + Data) ফাইল দুইটি লাগে। পরের বার এ বিষয়ে একটু খেয়াল রেখ। অনেক বড় টিউনার হও। শুভ কামনা রইল।

অনেক সুন্দর টিউন 🙂 ছবি গুলো দেখে খুব ভাল লাগলো । ফিফা টা মাথা নষ্ট 🙂

আপডেট করে দিলাম

Level 0

এখন টিউনটার সাতকলা পূর্ণ হল।

    ধন্যবাদ আপনাকে এবং সকলকে যারা কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে।

Level 0

কামরুজ্জামান…. তোমার টউনটি খুব সুন্দর হয়েছে। কিন্তু ভাই Real Racing 3 ডাটা ফাইলগুলো Android> Data এর মধ্যে কপি করলাম কিন্তু তারপরও চলছে না। গেইম চালু করলেই ইন্টারনেট থেকে ডাটা ডাউনলোড করতে বলে। অন্য কোন উপায় আছে কি?

data ফাইলটা রাখতে হবে sdcard>android>obb এ গিয়ে।
কমেন্ট করার জন্য ধন্যবাদ