আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। গেইম খেলতে আমারা সবাই পছন্দ করি। অপারেটিং সিস্টেম এর মধ্য অ্যানড্রয়েড, সিম্বিয়ান এবং যারা আইফোন ব্যবহার সবাইকে একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব। পছন্দ মত এবং নতুন নতুন গেইম পাবেন। তাহলে চলুন ঘুরে আসা যাক।
প্রথমে যারা অ্যানড্রয়েড ব্যবহার করেন তাদের জন্য। অ্যানড্রয়েড এর জন্য গেইমস এর অভাব নেই। তবে আরও সুবিধা হল যে ব্র্যান্ড এর অ্যানড্রয়েড ব্যবহার করেছেন সেটা সিলেক্ট করে এবং কোন ভার্সন এর অ্যানড্রয়েড ব্যবহার করছেন সেটাও সিলেক্ট করে ডাওনলোড করতে পারবেন।
অ্যানড্রয়েড গেইম এর জন্য এখানে যান
তবে কোন একটা অপশন সিলেক্ট করলে সেটা পরিবর্তন করতে হলে ডানে একটা অপশন আছে। আমি একটা করে দেখালাম। ছবিটা খেয়াল করুন।
যারা সিম্বিয়ান ব্যবহার করেন তাদের জন্য একই সুবিধা রয়েছে। সিম্বিয়ান এর মধ্য নোকিয়া সবচেয়ে জনপ্রিয়। আপনি আপনার মডেল অনুসারে ডাওনলোড করতে পারবেন।
সিম্বিয়ান গেইম এর জন্য এখানে যান
সবাই ভাল থাকবেন। আমার নতুন নতুন সব আপডেট পেতে ফেসবুকে লাইক দিন।
ফেসবুক পেজঃ Evergreen Idea – এভারগ্রীন আইডিয়া
আমি মোঃ মনিরুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
B. Sc. শেষ করেছি কম্পিটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। বর্তমানে ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। কারণ চাকরি করা কখনোই আমার কাছে ভাল লাগত না। আমি বড় কোন সফল মানুষ নই, তবে আমি যা আছি তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আমি যা জানি তা মানুষের মাঝে ছড়িয়ে দিই।...
গুগল এপ স্টোর ছাড়া অন্য কোন যায়গা থেকে গেইমস ডাউনলোড করলে এতে ভাইরাস থাকার সম্ভবনা থাকে। তাই গুগল এপ স্টোর থেকে এপ নামানোই নিরাপদ।