কয় এক বছর আগের কথা আমি ও আমার বড় ভাই প্রায় প্রতিদিন নোকিয়া snake গেমস খেলতাম। সব সময় আমরা কিছু না কিছু বাঁজি থাকত।কখনো বা টাকার কখনো বা কাপড় ধোয়ার যা হোক যতই ভাল খেলি তারপরও আমাদের স্কোর-তিন-চার হাঁজারের বেশি হত না। আমার মনে হয় যারা নোকিয়া ব্যবহার করে সবাই কম বেশি snake গেমস খেলেছেন। যারা চিটকোড টি জানেন তারা বাদে কেউ মনে হয় না পাঁচ হাঁজারের বেশি করেছেন।
এভাবে যতখুশি খেলুন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
এটা নোকিয়ার কোন কোন মডেলে কাজ করে বলবেন কি?