গেমস জোন [পর্ব-১৫৫] :: সমাপনী পর্ব (বিদায় বন্ধুরা)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

সব কিছুরই যেমন শুরু আছে, তেমনি শেষও রয়েছে। গেমস জোনও ব্যতিক্রম নয়। তাই আজ গেমস জোনের অন্তিম পর্বে চলে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম গেমস জোন ছেড়ে দিবো। আজ ছেড়ে দিচ্ছি। কারণ হিসেবে সবার প্রথমে অবশ্যই রয়েছে পড়াশোনা, ভাসির্টিতে উঠে এখন আর পিসিতে বসার সময়ই পাচ্ছি না, দ্বিতীয় কারণ হচ্ছে গেমস আর এখন ভালো লাগছে না! প্রেম-ট্রেম নয় তবে কেন জানি কোন অজানা কারণে এখন আর গেমস খেলতেও ভালো লাগছে না আর এর উপর আবার টিউন! যাই হোক, বেশ কিছুদিন গেমস নিয়ে টিউন লেখার কারণে আমার পড়াশোনায় যেমন ক্ষতি হয়েছে তেমনি অনান্য বিষয় নিয়ে টিউন লেখতেও পারছি না। আছে বহু টিপস নিয়ে টিউন দিতে পারতাম তবে এখন আর পারছি না।

গেমস জোনের প্রথম পর্বটি ছিল সুইফ্ট শেডার সফটওয়্যারটি নিয়ে। তবে এখানে একটা কথা বলে রাখি এটি দিয়ে যেকোনো পিসিতে যেকোনো গেমস “চালানো” যাবে মাত্র। কারণ তেমন গতি পাবে না খেলার জন্য। মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো!

গেমস জোনের দ্বিতীয় পর্বটি ছিল কিং অফ ফাইটার এর সর্বশেষ সংস্করণটির পিসি ভার্সন এর উপর। যদিও গেমটির অফিসিয়াল কোনো পিসি সংস্করণ নেই তাই এটাকে ঝামেলা থাকতে পারে।

তৃতীয় পর্বে রয়েছে ডিউস এক্স সিরিজের চমৎকার একটি গেম। খেলতে ভালোই লাগে।

যাই হোক এখন প্রতি পর্বের রিভিউ দিতে পারবো না বাবা!

গেমস এর চিটকোডের জন্য চিটবুক ডাটাবেস সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারো। এটা একটি চমৎকার সফটওয়্যার যা প্রতি বছর তাদের সফটওয়্যারের উন্নত সংস্করণ বের করে থাকে। এটি একটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। ডাউনলোড করে নাও http://www.cheatbook.de ওয়েবসাইট থেকে।

গেমস পিসিতে খেলতে হলে ডাইরেক্ট এক্স সফটওয়্যারটি অবশ্যই লাগবে। অধিকাংশ গেমসের ডিভিডিতে ডাইরেক্ট এক্স সফটওয়্যারটি দেওয়া থাকে তবে না থাকলে ডাউনলোড করে নিতে পারো ।

ডাইরেক্ট এক্স ৯.০সি উইন্ডোজ এক্সপির জন্য:

http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=6812

ডাইরেক্ট এক্স ১০.১ উইন্ডোজ সেভেন এর জন্য:

http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=13287

ডাইরেক্ট এক্স ১১ উইন্ডোজ সেভেন এর জন্য:

http://www.tomsguide.com/us/download/DirectX,0305-2158.html

অনেক গেমে আবার Visual C++ 2008 সফটওয়্যারটি লাগে। ডাউনলোড করে নাও:

http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=29

গেমস জোন শেষ করে দিলেও গেমস জোনের ফেসবুক পেজ http://www.facebook.com/games.zone.bd রয়েছে সবসময়ই তোমাদের জন্য। যাই হোক আমি গেমওয়ালা আমার গেমস জোন থেকে বিদায় নিচ্ছি!

কেমনে ভুলিবো আমি, বাঁচিনা তারে ছাড়া . . . . . .!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভকামনা রইল।
সব কিছুর আগে নিজের পড়াশুনা এই সত্যটা মানতেই হবে ভাই।

Level 2

টিটি কে ভুলে যাইয়েননা। নেক্সট টাইম আর ভাল ভাল টিউন আশা করব। Best of luck,,,

Level 0

ঘুম থেকে উঠেই বুঝতে পারছিলাম আজকে একটা খারাপ খবর শুনতে হবে। তবে বুঝিনি খবরটা আমার জন্য এতটা খারাপ হবে……….. আশা রাখি গেমওয়ালা হারিয়ে গেলেও আমাদের মাঝ থেকে ফাহাদ ভাই হারিয়ে যাবেন না……….Miss you Brother……………..

    গেমওয়ালা হরিয়ে যাবে না। একটু বিশ্রামে গেছেন তিনি! যাই হোক, আমি তো বলিনি যে ব্লগিং ছেড়ে দিলাম! :wink”

আসসালামু আলাইকুম । ভাল থাকবেন । আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা । আর আপনি যে অমূল্য অবদান রেখে গেলেন তার জন্য রইল অনেক শ্রদ্ধা , ভালবাসা আর গভীর কৃতঙ্গতা । শুভ হোক আপনার জীবনের প্রতিটি অধ্যায় , এই কামনাই রইল ।

ভাই, আপনার মত এমন এক tuner কে হারিয়ে আমরা খুব েশাকাহত। আশা করি দ্রুত ফিরবেন। BEST OF LUCK. আপনার পোস্ট গুলো চিরদিন আমাদের মনে অমর হয়ে থাকবে। tata bye bye

tomar post gulo amr valo lage…. chalaya jaio

    হুমম! কিন্তু আমি হাঁপিয়ে গিয়েছি! একটু বিশ্রামের প্রয়োজন ভাই

কি বলবো বুঝতে পারছি না !!! তবে বুঝতে পারছি আমারও লেখাপড়াতে মনোযোগ দেওয়া উচিত ।

এটা কি শুনাইলেন ভাই? ছাইড়া দিলেন? আমদের ছাইড়া দিতে পারলেন আপনি ? 🙁 আরে ভাই daily আপনাকে গেম নিয়ে কে টিউন করতে বলছে বছরে দুইটা ভাল গেমস নিয়া টিউন কইরেন তাইলেই হইব। জানি পড়ালেখাটা খুব জরুরী একসময় আমিও ছিলাম বলতে পারেন নেশা ছিল । এমন কোন গেম নাই যা খেলতাম না। কি পঁচা গেম কি ভাল গেম সব আমার খেলা চাই চাই। প্রতি সপ্তহে অন্তত ৩/৪ টা গেম DVD কিনতাম। স্কুলে পায়ে হেটে যেতাম টাকা বাঁচিয়ে ঐ টাকা দিয়ে গেম কিনতাম। বসিওাস করবেন কিনা জানিনা আমার বাসায় এখনো ৭৩১ টা গেম DVD আছে. জি ভাই এতটাই গেমের পোকা ছিলাম আমি। এভাবে একসময় পড়ালেখাটা লাটে উঠল। রেজাল্ট খারাপ হওয়া শুরু করল। তারপর ভাবলাম আর না আমাকে এটা control করতেই হবে। পারছিলাম না কিনতু শেষ পর্যন্ত পারলাম। জয়ী হলাম। সেদিন এই ভাল সিধান্ত নিতে পেরেছিলাম বলেই আমি BUET এ ভর্তি হতে পেরেছিলাম। আর আজ আমি একটা বিশাল Australlian Software Firm এর BD section এর senior Software Engineer. যাই হোক এখনও অফিসের কাজে bore হয়ে গেলে মাঝে মাঝে গেম খেলি কিনতু সেই আগের মত আর নেশা হয় না। বয়স হয়েছে তাই এখন আর এগুলো সেই স্কুল জীবনের মত আনন্দদায়ক মনে হয় না। তারপরও যখন একদমই ফ্রি থাকি আর bore হই একটু আধটু খেলি । এই যেমন এই বছর খেললাম BioShock Infinite. আগেরমত নেশা নাই তাই খেলেছিও মাসে ২/৩ দিন তাও এক ঘন্টার বেশি না তাই শেষ করতে সময় লেগেছে দীর্ঘ ৫ মাসের মত। কেননা আগেরমত সেই নেশাটা আর নেই যে গেম না খেলে থাকতে পারিনা। আর এটা করতে পারার কারণেই আমি আজ একটা company তে মোটা বেতনে উঁচু পদে SoftWare Engineer এর job করছি। তাই সবাইকে বলব গেম খেল কিনতু এটা যেন নেশাতে পরিণত না হয় সেই খেয়ালটাও রাখ। গেম খেলা ছেড় না কিনতু নেশাও হতে দিওনা এটাকে। প্লিজ ভাই আপনাকে বলছি, আপনার গেম না খেলার সিধান্তটা সঠিক তাই বলে একবারে ছেড়ে দিবেন! টিউন করেন কিনতু বছরে দুইটা হলেই চলবে । মাসে মাসে গাদা গাদা টিউনের বদলে ভাল মানের গেম নিয়ে বছুরে দুইটা সুন্দর টিউনই যথেষ্ট। ধন্যবাদ।

    @wp.engineer2: গেমস খেলা যত সহজ , গেমস নিয়ে টিউন করা তার চেয়ে বেশি কষ্টের কাজ । তবে আপনার মতামতটা আমার ভালো লেগেছে । আমারও আপনার মত গেমস খেলা নেশায় পরিণত হয়েছিলো , এখন টা একটু কমেছে ।
    আশাকরি , গেমওয়ালা তার গেমস জোনের ঝুলি নিয়ে আবার ফিরে আসবে ।

    আপনার মতো পাঠক পেয়ে আমি ধন্য ধন্য ধন্য!! 🙂

Level 0

ফরহাদ ভাই, মাত্র ১ জনের প্রেমে পড়ে এত জনকে তো ছেড়ে যেতে পারেন নাহ… 😉 (যদিও বলছেন, ” প্রেম-ট্রেম নয়” !)

আশা করি আবারো ফিরে আসবেন গেম জোন নিয়ে…

    প্রেম-ট্রেম নয় আবার প্রেম-ট্রেমও হয়!! ব্যাপার না!

আপনার Tune এর জন্য Graphics card , 1TB HDD, 3GHz Processor নিলাম আর আপনি এইটা কি শুনাইলেন। যাই হোক এখন যাচ্ছেন যান তবে আপনার এই Sessioin এ দেয়া 100+ গেম শেষ করতে করতে ফিরে আসবেন Session 2 নিয়ে আশা করি। হতাশ কইরেন না।

    অবশ্যই দ্বিতীয় খন্ড নিয়ে আসবো . . . . . . . তবে কবে আসবো তা বলতে পারছি না

Level 0

বিদায় গেমওয়ালা ভাই ৷ ( তবে এখনকার মতো, কারণ আবার তো আসবেন গেম জোন নিয়া ৷ তাই না ? )

কষ্ট পেলাম আমার প্রিয় একজন টিউনার এভাবে চলে যাবে তা ভাবতেও কষ্ট হয়।আশা করি একদিন ফিরে আসবেন নতুন উদ্যমে ।

আমি গেম এর পোকা নই । তবে গেমওয়ালা নামটা আমায় খুব টানত ।

কেননা টেকটিউন্স এ ঘুরার সময় গেমওয়ালার নামটা খুব দেখটাম ।

হয়ত এখন আর তেমন ভাবে দেখব না ।

টাই কেমন জেন খারাপ লাগছে ।

Best Wishesh For your Future Brother 😀

Level 0

ভাইয়া আপনারে miss করিব।
আশা করি আবার ফিরে আসবেন।
শুভকামনা রইল।

লেখাপড়ার ফাঁকে এক দুবার টিটিতে উঁকি মাইরেন। দু একটা পোষ্টও কইরেন। Al the Best to ইয়র পড়ালেখা।