সব কিছুরই যেমন শুরু আছে, তেমনি শেষও রয়েছে। গেমস জোনও ব্যতিক্রম নয়। তাই আজ গেমস জোনের অন্তিম পর্বে চলে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম গেমস জোন ছেড়ে দিবো। আজ ছেড়ে দিচ্ছি। কারণ হিসেবে সবার প্রথমে অবশ্যই রয়েছে পড়াশোনা, ভাসির্টিতে উঠে এখন আর পিসিতে বসার সময়ই পাচ্ছি না, দ্বিতীয় কারণ হচ্ছে গেমস আর এখন ভালো লাগছে না! প্রেম-ট্রেম নয় তবে কেন জানি কোন অজানা কারণে এখন আর গেমস খেলতেও ভালো লাগছে না আর এর উপর আবার টিউন! যাই হোক, বেশ কিছুদিন গেমস নিয়ে টিউন লেখার কারণে আমার পড়াশোনায় যেমন ক্ষতি হয়েছে তেমনি অনান্য বিষয় নিয়ে টিউন লেখতেও পারছি না। আছে বহু টিপস নিয়ে টিউন দিতে পারতাম তবে এখন আর পারছি না।
গেমস জোনের প্রথম পর্বটি ছিল সুইফ্ট শেডার সফটওয়্যারটি নিয়ে। তবে এখানে একটা কথা বলে রাখি এটি দিয়ে যেকোনো পিসিতে যেকোনো গেমস “চালানো” যাবে মাত্র। কারণ তেমন গতি পাবে না খেলার জন্য। মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো!
গেমস জোনের দ্বিতীয় পর্বটি ছিল কিং অফ ফাইটার এর সর্বশেষ সংস্করণটির পিসি ভার্সন এর উপর। যদিও গেমটির অফিসিয়াল কোনো পিসি সংস্করণ নেই তাই এটাকে ঝামেলা থাকতে পারে।
তৃতীয় পর্বে রয়েছে ডিউস এক্স সিরিজের চমৎকার একটি গেম। খেলতে ভালোই লাগে।
যাই হোক এখন প্রতি পর্বের রিভিউ দিতে পারবো না বাবা!
গেমস এর চিটকোডের জন্য চিটবুক ডাটাবেস সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারো। এটা একটি চমৎকার সফটওয়্যার যা প্রতি বছর তাদের সফটওয়্যারের উন্নত সংস্করণ বের করে থাকে। এটি একটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। ডাউনলোড করে নাও http://www.cheatbook.de ওয়েবসাইট থেকে।
গেমস পিসিতে খেলতে হলে ডাইরেক্ট এক্স সফটওয়্যারটি অবশ্যই লাগবে। অধিকাংশ গেমসের ডিভিডিতে ডাইরেক্ট এক্স সফটওয়্যারটি দেওয়া থাকে তবে না থাকলে ডাউনলোড করে নিতে পারো ।
ডাইরেক্ট এক্স ৯.০সি উইন্ডোজ এক্সপির জন্য:
http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=6812
ডাইরেক্ট এক্স ১০.১ উইন্ডোজ সেভেন এর জন্য:
http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=13287
ডাইরেক্ট এক্স ১১ উইন্ডোজ সেভেন এর জন্য:
http://www.tomsguide.com/us/download/DirectX,0305-2158.html
অনেক গেমে আবার Visual C++ 2008 সফটওয়্যারটি লাগে। ডাউনলোড করে নাও:
http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=29
গেমস জোন শেষ করে দিলেও গেমস জোনের ফেসবুক পেজ http://www.facebook.com/games.zone.bd রয়েছে সবসময়ই তোমাদের জন্য। যাই হোক আমি গেমওয়ালা আমার গেমস জোন থেকে বিদায় নিচ্ছি!
কেমনে ভুলিবো আমি, বাঁচিনা তারে ছাড়া . . . . . .!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
শুভকামনা রইল।
সব কিছুর আগে নিজের পড়াশুনা এই সত্যটা মানতেই হবে ভাই।