গেমটা প্রথম প্রথম ফার ক্রাই ৩ এর মতো লেগেছিল যখন গেমটির কভার দেখেছিলাম। মানে চরিত্রগুলোও ফার ক্রাই ৩ এর মতো আর . . . . .!! যাই হোক, আরেকটি বড়সড় গেমস জোনের পর্ব নিয়ে আমি গেমওয়ালা চলে এলাম তোমাদের কাছে!
টুরক! একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম। যা ২০০৮ সালে মুক্তি পায়। গেমটি টুরক গেমস সিরিজের রিবুট। গেমটির সিকুয়্যাল সম্প্রতি বাতিল হয়ে গেলেও গেমটির জনপ্রিয়তা কতটুকু তা এর বিক্রি সংখ্যার দিকে তাকালেই বুঝা যায়। গেমটি তৈরি করা হয়েছে Acclaim Entertainment’s Comic সিরিজের একই নামের কমিক সিরিজ দিয়ে। গেমটি নির্মাণ করেছে প্রোপাগান্ডা গেমস এবং প্রকাশ করেছে ডিজনি’স টচস্টোন গেমস ইন্টারএকটিভ এর ব্যানারে।
নির্মাতা:
প্রোপাগান্ডার গেমস,
এসপায়ার মিডিয়া (পিসি সংস্করণ)
প্রকাশক:
টচস্টোন গেমস,
ক্যাপকম (পিসি সংস্করণ)
সিরিজ:
টুরক
ইঞ্জিণ:
আনরিয়েল ইঞ্জিণ ৩
খেলা যাবে:
এক্সবক্স ৩৬০,
প্লে-স্টেশন ৩ এবং
মাইক্রোসফট উইন্ডোজে
মুক্তি পেয়েছে:
ফেব্রুয়ারী-জুন, ২০০৮ সালে
ধরণ:
ফার্স্ট পারসন শুটার,
একশন
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টস:
কমপক্ষে: (লো-গ্রাফিক্স + ২০% স্পিড)
পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
রাডিয়ন এক্স১৩০০ অথবা জিফোর্স ৬৬০০ গ্রাফিক্স কার্ড,
১৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,
ডাইরেক্ট এক্স ৯.০সি
ভালো ভাবে খেলতে হলে: (মিডিয়াম গ্রাফিক্স + ৮৫% স্পিড)
কোর ২ ডুয়ো ৩.০ গিগাহার্জ গতির প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
রাডিয়ন এইচডি ৬৬৭০ গ্রাফিক্স কার্ড,
১৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,
ডাইরেক্ট এক্স ৯.০সি
আল্ট্রা-সেটিং (HD গ্রাফিক্স + ৯৯% স্পিড):
কোর আই ৩ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,
৮ গিগাবাইট র্যাম,
জিফোর্স জিটিএস ৪৫০ কিংবা রাডিয়ন এইচডি ৭৯৭০ গ্রাফিক্স কার্ড,
১৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ ৭ সার্ভিস প্যাক ১,
ডাইরেক্ট এক্স ১০
চরিত্রসমূহ:
গেমটিতে তোমাকে একজন সোলজার এর ভূমিকায় খেলতে হবে যার নাম জোসেপ টুরক। যে আগে ওল্ফ প্যাক দলের হয়ে কাজ করতো। এখন সে মিলিটারী ইউনিট উইসকি কোম্পানিতে কাজ করে। এখন তাদের কাজ হলো তাদের সৈন্যদের সহিসালামত ভাবে পৃথিবীতে প্রেরণ করা। গেমটিতে মোট ১৪ টি লেভেল / মিশন রয়েছে। একটি ভূমিকা এবং একটি ক্রেডিট মিশন সহ।
গেমটিতে ব্যবহার করা হয়েছে আনরিয়েল ইঞ্জিণ ৩ এর অধিকাংশে পরিবর্তিত সংস্করণটি। গেমটির গেম-প্লে অন্যান্য ফার্স্ট পারসন শুটার গেমগুলোর মতোই যেখানে এর মূল ফোকাস হচ্ছে ঝুঁকিপূর্ণ অঞ্চলে বেঁচে থাকা। শত্রু হিসেবে রয়েছে মানুষ যাদের প্রধান হিসেবে রয়েছে রোল্যান্ড কেইন। এরাই তোমার প্রধান শত্রু। তবে গেমটিতে রয়েছে ডাইনোসর। কিন্তু এরা প্রাকৃতিক ভাবে আচরণ করবে, মানে ডাইনোসরদের কে তুমি প্রথমে আক্রমণ করলে তাহলেই তারা তোমাকে আঘাত করবে, এর আগে নয়।
গেমটিতে স্টেলথ উপাদানও রয়েছে অনেক ক্ষেত্রে কারণ গেমটির পটভূমি অধিকাংশে জঙ্গলে করা হয়েছে। জঙ্গলে খুন মানে তো বুঝতেই পারছো!
চিটকোড:
প্রথমে Game\Config ফোল্ডারে TurokInput.ini ফাইলটি নোডপ্যাডের সাহায্যে ওপেন করো। এরপর নিচের লাইনগুলোর খোঁজ করো:
[Engine.Console]
MaxScrollbackSize=1024
HistoryBot=0
ConsoleKey=None
এরপর ConsoleKey লাইনের None অংশে end লিখে দাও। এইরকম হবে:
[Engine.Console]
MaxScrollbackSize=1024
HistoryBot=0
ConsoleKey=end
এবার গেমটি চালু করো এবং Tab বাটন চেপে কনসোল আনো। এবার নিচের কোডগুলো টাইপ করে এন্টার দিলেই কোডগুলোর ইফেক্ট চালু হবে।
Code Result
-----------------------------
god - God Mode
god 0 - Disable God mode
allammo - 999 Ammo
allweapons - All Weapons
loaded - All Weapons
fly - Fly Mode
walk - Walk Mode
ghost - No Clipping Mode
behindview 0 - First person view
behindview 1 - 3rd Person View
oneshotkill - One Hit Kills
alwaysammo - Unlimited Ammo
playersonly - Freeze Enemies
teleport - Teleport to Crosshair
turokdebugcam - Cycle through debug camera views
camera firstperson - First person view
camera thirdperson - Third person view
ডাউনলোড:
part 1:
http://mega.co.nz/#!4UNU0JiK!OSZ4vBSQ5u2qUrNNbd7LnmiLwjBvpa3S9V_o7nHZWfE
part 2:
http://mega.co.nz/#!lRcFGSID!SpDXGCjZP6R73mjSr1jMDmev9XsHTj-saNPxsrS3UVA
part 3:
http://mega.co.nz/#!YMNSwJZI!HYUEn36KdmkKPdl6eVuwQS0wctdcE1uMeooVcTjIQQQ
part 4:
http://mega.co.nz/#!QcNTkTab!dkeb4glfbsvGPTxDpXsbWzTZl25Xd-bWrOK1x_3O5UY
part 5:
http://mega.co.nz/#!MA8QUZSI!R-1EMk-dGld3N6LZImggh3udbv4qodjJMgJ_ZiuY7s4
If password needs then find it on:
http://descargar2.com.ar/turok-2008-espaol-full-mg/
or
http://www.videogamesfiles.com/2011/07/turok.html/
or
http://trashwapz.com/games_downloads/30846-turok-2008-pc-fulliso-multi.html
Torrent:
http://thepiratebay.sx/torrent/6821440/Turok_(2008)_Full_Rip_4.35_GB
জ্ঞাতব্য:
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
i like to play game so thanks