গেমস জোন [পর্ব-১৫৩] :: Turning Point: Fall of Liberty

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

টার্নিং পয়েন্ট: ফল অফ লির্বাটি একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে স্পার্ক আনলিমিটেড এবং গেমটি মুক্তি পেয়েছে ২০০৮ সালের মার্চে। গেমটির কাহিনীচক্রে রয়েছে উইনস্টন চুরচিল এর “Alternate” জীবনী, যিনি ১৯৩১ সালে মারা গিয়েছিলের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮ বছর আগে। গেমটির পটভূমি ১৯৩০ থেকে ১৯৫৩ পর্যন্ত অর্থ্যাৎ এটি আরেকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত একটি শুটার গেম।

নির্মাতা:

স্পার্ক আনলিমিটেড

প্রকাশক:

কোডমাস্টারস

ইঞ্জিণ:

আনরিয়েল ইঞ্জিণ ৩

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩,

এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে

মুক্তি পেয়েছে:

মার্চ , ২০০৮ সালে

ধরণ:

ফার্স্ট পারসন শুটার

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টস:

ডুয়াল কোর ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

কোয়াড্রো এফএক্স ৫৫০০ অথবা রাডিয়ন এক্স৮০০ এক্সএল গ্রাফিক্স কার্ড,

৫ গিগাবাইট হার্ডডিক্স স্পেস,

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২,

ডাইরেক্ট এক্স ৯.০সি।

গেমটিতে তোমাকে ড্যান কারসন এর ভূমিকায় খেলতে হবে। ড্যান কারসন নিউ ইর্য়ক এর একজন সাধারণ কনস্ট্রাকশন কর্মী যার মিলিটারীর সাথে কোনো সর্ম্পক নেই। অন্যান্য যুদ্ধের গেমের মতো গেমটিতে তোমাকে তোমার স্বদেশের সাহায্য করতে হবে নাজি জার্মানীর বিপক্ষে জিতার জন্য।

গেমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত অনেক এডভান্স অস্ত্র রয়েছে। তুমি একই সাথে দুটি অস্ত্র বহন এবং ব্যবহার করতে পারো। অস্ত্রের ভাগ রয়েছে দুটি: আমেরিকান এবং জার্মান। অস্ত্রের ভান্ডারে রয়েছে সাবমেরিন গান থেকে রাইফেল থেকে রকেট লাঞ্চার। তুমি একই সাথে চারটি গ্রেণেড বহন করতে পারো। যেকোনো জার্মানী সৈন্যকে পিছন থেকে নিরবে খুন করতে পারো অথবা তাকে ঢাল হিসেবেও ব্যবহার করতে পারো।

গেমটি শুরু হয় জার্মান বোম্বারা স্ট্যাচু অফ লির্বাটিতে বোম মারে। সেখানে গেমটির খেলোয়ার ড্যান কারসন কাজ করছিল। সে কোনোরকমে সেখান হতে বেঁচে যায় এবং পরে সে একজন ন্যাশনাল গার্ড এর সাথে যোগাযোগ করে যুদ্ধে নেমে পরে।

চিটকোড:

মেইন মেনু থেকে “Extras” অপশন নির্বাচন করো। এরপর বোনাস কোড অপশনে নিচের কোডটি লিখ:

GH7W4YT9EWEHDD – অফুরন্ত গ্রেণেড

UM3N8TTQE58BW0 – লেভেল নির্বাচন

ডাউনলোড:

http://www.downs4u.com/2013/08/turning-point-fall-of-liberty-flt-pc.html

or

http://www.metaboli.co.uk/download-video-games/pc-games-Turning-Point:-FoL-12159999-42.html

টরেন্ট:

thepiratebay.sx/torrent/4051405/

or

http://extratorrent.com/download/3197496/Turning+Point%3A+Fall+of+Liberty+RePack+By+R.G+Mechanics+Uploaded-NASWARI%2BZOHAIB.torrent

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস