জিটিএ সান আন্ড্রিস বাংলাদেশের একটি জনপ্রিয় গেম। কারণ এটি বাংলাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের কম্পিউটার এ ভালই চলে 😛 । আপনি নিশ্চয়ই বাংলাদেশে সান আন্দ্রিস গেমের বিভিন্ন ভারশন দেখেছেন। এমনকি বাংলাদেশে জিটিএ ফোর এর নামেও সান আন্দ্রিস বিক্রি করা হয়। তবে ওগুলোতে অনেক নতুন নতুন গাড়ি যোগ করা হয়। আমি এই নতুন নতুন গাড়ি যোগ করার পদ্ধতি শেখাব। আমি আপনাদের আজকে টু ফাস্ট টু ফিউরিওস মুভির ব্রায়ানের নিশান স্কাইলাইন গাড়িটি ইন্সটল করতে শেখাব। প্রথমে এই লিঙ্ক থেকে গাড়িটি ডাউনলোড করে নিন। তারপর WinRAR থেকে ফাইলটি এক্সট্রাক্ট করুন। তাহলে আপনি elegy.txd ও elegy.dff নামে দুটি ফাইল পাবেন। elegy.dff ফাইলটি গাড়ির আকৃতি ঠিক করে ও elegy.txd ফাইলটিতে পেইন্ট জব থাকে। যাইহোক আপনি এই লিঙ্ক থেকে IMG Tool V2 ডাউনলোড করে নিন। তারপর এই কমপ্রেসড ফাইলটি আবারো এক্সট্রাক্ট করুন। তারপর প্রোগ্রামটি খুলুন। তারপর ফাইল মেনু থেকে ওপেন সিলেক্ট করুন। তারপর আপনার জিটিএ এসএ ইন্সটল ডিরেক্টরিতে যান। মডেল ফোল্ডারটি খুলুন। ওখানে GTA3.IMG নামে একটি ফাইল পাবেন। সেটা ওপেন করুন। কিছুক্ষন অপেক্ষা করুন। তারপর F2 চাপুন। তাহলে ফাইন্ড মেনু আসবে। ওখানে আপনার মডেলের নাম লিখুন। আমাদের মডেলের নাম elegy সেইজন্য elegy লিখুন। আপনাকে তাহলে এলেজি ফাইলটি সিলেক্ট করে দাওয়া হবে। তারপর elegy.txd ফাইলে রাইটক্লিক করে replace with এ ক্লিক করুন। তারপর আপনার Download করা elegy.txd সিলেক্ট করে দিন। তাহলে elegy.txd replace হয়ে যাবে। একই নিয়মে elegy.dff ফাইলটি রিপ্লেস করুন। তাহলে আপনার কাজ শেষ। এবার গেম ইন্সটল করে EVERYONEISRICH চিটটি লিখুন। তারপর আপনার প্লেয়ারকে নিয়ে ঘুরতে থাকুন। কিছুক্ষন এর মধ্যেই পেয়ে যাবেন। তারপর হাইজ্যাক করে...ভ্রুম
আগামী পর্বে আমি নিয়ে আসছি Tokyo Drift এর সোনালি Nissan 350z টি ও GTA SA CAR SPAWNER। তো বন্ধুরা, আজকের মত বিদায়।
আমি TYMO BDCyclists। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nije nijei khan eisob,karon eisob porono mod.notun mods thakle dan>>