ফার্স্ট পারসন মিলিটারী শুটিং গেমসগুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে কল অফ ডিউটি। কিন্তু জনপ্রিয় হলেও সবসময় তো আর ডিউটি করা যায় না!! কল অফ ডিউটি তাদের সিরিজ শুরু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি দিয়ে। এবার আজকের গেমস জোনের নিয়ে এসেছি জার্মানী নির্মাতাদের তৈরি একটি FPS গেম যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর তৈরি করা হয়েছে। যদিও কল অফ ডিউটির কাছে গেমটি কিছুই নয় তবে খেলে দেখতে পারো।
UberSoldier II বা Crimes of War একটি ফার্স্ট পারসন মিলিটারী শুটার গেম যা নির্মাণ করেছে Burut Creative Team এবং প্রকাশ করেছে CITY Interactive Strategy First, Inc ২০০৮ সালে। গেমটির ২০০৬ সালের UberSoldier গেমটির সিকুয়্যাল। গেমটির পটভূমি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
নির্মাতা:
বুরুট ক্রিয়েটিভ টিম
প্রকাশক:
সিটি ইন্টারএকটিভ
সিরিজ:
UberSoldier
মুক্তি পেয়েছে:
জুলাই, ২০০৮ সালে
ধরণ:
একশন
সিস্টেম রিকোয়ারমেন্টস:
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ অপারেটিং সিস্টেম
পেন্টিয়াম ৪ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
রাডিয়ন এক্স১০৫০ অথবা জিফোর্স এফএক্স ৫৯০০ গ্রাফিক্স কার্ড,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ২.০
৩.৭০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস
গেমটিতে তোমাকে কার্ল স্টোলজ এর ভূমিকায় খেলতে হবে। যে জার্মানীর বিভিন্ন ঘাঁটিতে হামলা করে।
গেমটির অধিকাংশ মিশনে কাটসিন গুলো কমিক স্টাইলে আসবে।
গেমটির প্রথমে খেলতে গিয়ে মনে হয়েছে যে আরেকটি বদল টাইপ গেমটি কিনে আনলাম বাজার থেকে! তবে খেলতে খেলতে মজাই লেগেছে তবে শেষের মিশনগুলো বড্ড কঠিন কারণ শত্রুগুলো হাইপার-পাওয়ারের! আর গেমটির সর্ম্পকে লিখতে গিয়ে পড়লাম আরেক বিপাকে! আমার কাছে গেমটির Crimes Of War নামে রয়েছে। আর নেটে গেমটি UberSoldier II নামে বেশি পরিচিত। তাই প্রথমে গেমটি খুঁজেই পাই নি! হাহাহাহা!
গেমটিতে বাস্তব-বিপরীত দুটি উপাদান রয়েছে। তা হলো UberSniper এবং Berserker মোড। তুমি যদি গুলি করে তিনটি মাথা উড়িয়ে দিতে পারো তাহলে তুমি UberSniper এবং ছুড়ি দিয়ে তিনজন কে মারতে পারো তাহলে Berserker মোডে প্রবেশ করবে। এতে কিছুক্ষণের জন্য টাইম স্লো-মোশনে রুপ নেবে আর তোমার লাইফ এবং অস্ত্রের গুলি আর কমবে না!!! কোপা সামসু!!
প্রতিটি মিশনের শেষে মিশনের এক্সপেরিয়েন্স পয়েন্ট পাবে এবং এইসব পয়েন্ট গুলো দিয়ে তুমি তোমার একুরেচি, হেলথ ইত্যাদি এবিলিটিগুলো আপগ্রেড করতে পারবে। ডুয়াল কোর প্রসেসর সাথে ৫১২ মেগাবইট গ্রাফিক্স কার্ড এবং ২ গিগাবাইট র্যাম থাকলেই গেমটির পূর্ণ মজা নিতে পারবে।
ফিচারসমূহ:
> সিরিজের আগের গেমটির থেকে গ্রাফিক্স এবং ফিজিক্স এ আপগ্রেড করা হয়েছে
> শত্রুকে আরো কঠিন করা হয়েছে
> ডাইনামিক গেমপ্লে
> নতুন অস্ত্র
> নতুন পাওয়ার যা “Uber-Sniper” হিসেবে পরিচিত যা ইফেক্ট স্লো-মোশনের মতো
> ১১টি মাল্টিপ্লেয়ার লেভেলস
চিটকোড:
গেমটি ইন্সটল করার পর My Document এর US2 ফোল্ডারে যাও। এখানে config.ini ফাইলটি নোডপ্যাডের সাহায্যে ওপেন কারো। ফাইলটির একদম শেষে নিচের লাইনটি যোগ করে দাও:
bindc +DIK_GRAVE
এবার গেমটি খেলার সময় ~ কী টি চাপলে কনসোল আসবে এবং সেখানে নিচের কোডগুলো টাইপ করে এন্টার দাও:
sv_cheats 1 - Activate Cheat Mode
game_godmode 1 - God Mode On
game_godmode 0 - God Mode Off
addammo all - Add Ammo to All Weapons
addwpn ? - List Weapon Numbers
addwpn # - Add Weapon # from List
ডাউনলোড:
http://www.ddgamez.com/2013/05/crimes-of-war-ubersoldier-2.html
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
প্রতিটি পর্বের মতো অসাধারণ গেম রিভিউ আসাকরছি গেম জোন ১০০০ পর্ব পারি দিবে
latest movies