গেমস জোন [পর্ব-১৫০] :: Mass Effect 3

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

গেমস জোনের দেড়শ তম পর্বে এসে তোমাদের কাছে শুধু একটি প্রশ্ন করতে চাই . . . . . আমি কেন গেমস জোন টিউন করছি???

গেমস হলো বিনোদনের একটি উপাদান। গেমস খেলে আমরা বিনোদন পাই। এটা কারো উপকার করবে না অর্থ্যাৎ গেমস জোন উপকারী চেইন টিউন নয়। আর এত এত সময় এবং শ্রম ব্যায় করে আমি এক একটি পর্ব লিখি, এতে আমার কোনো উপকার বা লাভ হচ্ছে?? গেমস জোন লিখে আমি টাকা পয়সা আয় করছি না। তো?? আমি আমার পরিবারকে ফাঁকি দিয়ে, আমার পড়াশোনা ফাঁকি দিয়ে গেমস জোন টিউন করছি। কিসের আশায়?? আরে নিজে গেম খেলার সময় পাই না আমি। গেমওয়ালা নামটার মর্যাদা আর রইলো না! তোমরা বলতে পারো নিচের জনপ্রিয়তার আশায়! আরে বাস্তবতা আরো কঠিন! জনপ্রিয়তা দিয়ে পেট চলে না!!!

যাই হোক, অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম। সবাইকে একটি সু-খবর দিতে চাই। গেমস জোন আর আলাদা একটি ওয়েবসাইট খুলা হচ্ছে। যেহেতু গেমস নিয়ে আমি টিউন করেই যাচ্ছি এবং অনেকেই বলছো যে গেমস জোনের আলাদা সাইট হওয়া দরকার তাই গেমস জোনের নিজস্ব একটি ওয়েবসাইট খুলতে যাচ্ছি। মাথায় অনেক আইডিয়া রয়েছে সাইটটির ব্যাপারে। তবে তোমরাও গেমস জোনের নিজস্ব সাইট নিয়ে তোমাদের আইডিয়াগুলো আমায় জানাতে পারো। আমার বড় আশা, গেমস জোনের নিজস্ব সাইটকে বাংলা গেমিং দুনিয়ায় ১নং সাইটে পরিণত করতে। এজন্য লাগবে অনেক ভিজিটর এবং অবশ্যই মানসম্মত টিউনার। বলতে গেলে IGN এর বাংলা সংস্করণ বলতে পারো! যাই হোক আগে সাইটি সাজিয়ে নেই তারপর বাকি কথাগুলো জানাবো। এখন টিউনে আসি।

ম্যাশ ইফেক্ট ৩। একটি একশন রোল-প্লেয়িং ভিডিও গেম। নির্মাণ করেছে বায়ো-ওয়্যার এবং প্রকাশ করেছে ইলেক্ট্রনিক আর্টস ২০১২ সালের মার্চে। গেমটি ম্যাশ ইফেক্ট সিরিজের শেষ গেম এবং কমান্ডার শিপার্ড এর কাহিনী এতে শেষ করে দেওয়া / সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। গেমটির গেম-প্লে নির্ভর করবে তোমার ম্যাশ ইফেক্ট এবং ম্যাশ ইফেক্ট ২ গেমটির সিদ্ধান্তের উপর, যারা সিরিজের আগের দুটি গেমস খেলেছো।

সিরিজের আগের গেমসগুলোর মতোই ম্যাশ ইফেক্ট গেমটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আইজিএন (IGN) গেমটিকে ৯.৫ রেটিং দিয়েছে ১০ এর মধ্যে। তবে গেমটির শেষাংষ নিয়ে অনেকেইর ভিন্ন মত রয়েছে, যা DLC দিয়ে দুর করে দিয়েছেন নির্মাতারা।

মুক্তির মাসেই গেমটির ১.৫ মিলিয়ন কপি বিক্রি হয় এবং ২০১২ সালের শেষ নাগাদ ২০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়! দারুণ ব্যবস্যা তো!!!!

নির্মাতা:

বায়োওয়্যার

প্রকাশক:

ইলেক্ট্রনিক আর্টস

সিরিজ:

ম্যাশ ইফেক্ট

ইঞ্জিণ:

আনরিয়েল ইঞ্জিণ ৩

খেলা যাবে:

উইন্ডোজ,

এক্সবক্স ৩৬০,

প্লে-স্টেশন ৩,

ঊইই ইউ

মুক্তি পেয়েছে:

মার্চ, ২০১২ সালে

ধরণ:

একশন রোল-প্লেয়িং,

থার্ড পারসন শুটার

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার কো – অপ

সিস্টেম রিকোয়ারমেন্টস:

সকল বিভাগে উইন্ডোজ এক্সপি ৩২ বিট সার্ভিস প্যাক ৩, ডাইরেক্ট এক্স ৯.০সি এবং ১৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস হিসেবে ধরা হয়েছে।

কমপক্ষে:

ডুয়াল কোর ১.৮০ গিগাহার্জ গতির প্রসেসর

জিফোর্স ৪০৫ অথবা রাডিয়ন এইচডি ৬৩৮০জি গ্রাফিক্স কার্ড,

১ গিগাবাইট র‌্যাম।

ভালোভাবে খেলতে হলে:

কোর ২ ডুয়ো ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর

জিফোর্স ৯৮০০ জিটি অথবা রাডিয়ন এইচডি ৪৮৫০ গ্রাফিক্স কার্ড

৪ গিগাবাইট র‌্যাম।

হাই সেটিং:

কোর আই ৩ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

জিফোর্স জিটি ৬৪০ অথবা রাডিয়ন এইচডি ৭৬৭০ গ্রাফিক্স কার্ড,

৮ গিগাবাইট র‌্যাম

 

গেম প্লে:

ম্যাশ ইফেক্ট ৩ গেমটির কয়েকটি ফিচার নির্ভর করবে সিরিজের আগের গেমসগুলোর সিদ্ধান্তের উপর। গেমটির শুরুতে তোমাকে বলা হবে ম্যাশ ইফেক্ট এবং ম্যাশ ইফেক্ট ২ গেমটির সেভ ফাইল লোড নিতে। এতে ম্যাশ ইফেক্ট ৩ গেমটির কাহিনীতে আগের ধারাবাহিকতা বজায় থাকবে। আর তোমার কাছে যদি আগের সেভ গেম ফাইলগুলো না থাকে তাহলে গেমটির নিজস্ব কমিক স্টোরিলাইন তো রয়েছেই!

কমান্ডার শিপার্ড সবসময় গেমটির নতুন গেম শুরু করবে কিছু পাওয়ার দিয়ে। এভাবে গেমটির শেষ / ফিনিস করলে একটি নতুন অপশন New Game+ আনলক হবে।

ম্যাশ ইফেক্ট ৩ গেমটির তিন প্রি-সেট ক্যাম্পেইন মোড রয়েছে। একশন মোড, স্টোরি মোড এবং RPG মোড।

ম্যাশ ইফেক্ট ৩ গেমটির তিন প্রি-সেট ক্যাম্পেইন মোড রয়েছে। একশন মোড, স্টোরি মোড এবং RPG মোড।

একশন মোডে ডিফিকাল্টি হলো স্বাভাবিক এবং এখানে আলোচনা (conversations) গুলোর উত্তর অটোমেটিক হবে।

স্টেরি মোডে ডিফিকাল্টি হলো নূন্যতম এবং এখানে আলোচনা (conversations) গুলোর উত্তর তোমাকে দিতে হবে।

RPG মোড হলো ম্যাশ ইফেক্ট এর আসল মোড। এখানে ডিফিকাল্টি হবে স্বাভাবিক এবং এখানে আলোচনা (conversations) গুলোর উত্তর তোমাকে দিতে হবে। আরপিজি মোড কে আরো আপগ্রেড করা হয়েছে ম্যাশ ইফেক্ট ২ গেমটির চেয়ে।

গেমটির কমবাট সিস্টেম একদম নতুন করে সাজানো হয়েছে।

চরিত্র সমূহ:

স্কোর্য়াড মেমবার:

Ashley Williams
Garrus Vakarian
James Vega
Javik
Kaidan Alenko
Tali'Zorah nar Rayya
Liara T'Soni

অন্যান্য চরিত্রে:

নোট: ১ মানে এরা অস্থায়ী মেমবার আর ২ মানে তাদের পাওয়া যাবে যদি সিরিজের আগের গেমসগুলোতে তারা বেঁচে থাকে।

Greg Adams

David Anderson 1

David Archer 2

Armando-Owen Bailey

Balak 2

Dr. Karin Chakwas 2

Dr. Gavin Archer

Kelly Chambers 2

Gabriella Daniels 2

Kenneth Donnelly 2

Kasumi Goto 2

Grunt 2

Steven Hackett

Harbinger

Harrot

Jack 2

Jenna

Captain Kirrahe 2

Khalisah Bint Sinan al-Jilani

Matriarch Aethyta

Thane Krios 2

Kolyat Krios

Din Korlack

Miranda Lawson 2

Oriana Lawson

Legion 2

The Illusive Man

Zaeed Massani 2

Mad Prophet

Dr. Chloe Michel

Jeff "Joker" Moreau

Admiral Daro'Xen vas Moreh

Admiral Han'Gerrel vas Neema

The Rachni Queen 2

Admiral Zaal'Koris vas Qwib-Qwib

Samara 2

Sha'ira

Shaman

Morinth 2

Sparatus 2

Mordin Solus 2

Jacob Taylor 2

Tevos 2

Aria T'Loak 1

Admiral Shala'Raan vas Tonbay

Donnel Udina

Valern 2

Conrad Verner 2

Barla Von

Urdnot Wreav

Urdnot Wrex 1 2

নতুন চরিত্র:

নোট: ১ মানে তাদেরকে পাওয়া যাবে DLC তে।

Diana Allers

Jondum Bau

Bray1

Maya Brooks1

Dr. Ann Bryson1

Dr. Garret Bryson1

Major Coats

Dr. Brynn Cole

Eva Coré

Steve Cortez

Urdnot Dagg

Eve

Falere

Nyreen Kandros1

Henry Lawson

Dalatrass Linron

Rila

Samantha Traynor

Geth VI

Adrien Victus

Tarquin Victus

Padok Wiks

মিশনসমূহ:

প্লট মিশন:

Prologue: Earth

Priority: Mars

Priority: The Citadel I

Priority: Palaven

Priority: Sur'Kesh

Priority: Tuchanka

Priority: The Citadel II

Priority: Perseus Veil

Priority: Geth Dreadnought

Priority: Rannoch

Priority: The Citadel III

Priority: Thessia

Priority: Horizon

Priority: Cerberus Headquarters

Priority: Earth

গ্যালাক্সি এট ওয়ার – মিশন:

Apien Crest: Banner of the First Regiment (alternatively named as Citadel: Banner of the First Regiment)

Aria: Blood Pack

Aria: Blue Suns

Aria: Eclipse

Arrae: Ex-Cerberus Scientists

Athena Nebula: Hesperia-Period Statue

Attican Traverse: Krogan Team (alternatively named as Attican Traverse: The Rachni)

Benning: Evidence (alternatively named as Benning: Dog Tags)

Citadel: Alien Medi-Gel Formula

Citadel: Asari Widow

Citadel: Barla Von

Citadel: Batarian Codes

Citadel: Biotic Amp Interfaces

Citadel: Cerberus Automated Turret Schematics

Citadel: Cerberus Ciphers

Citadel: Cerberus Retribution

Citadel: Cerberus Turian Poison

Citadel: Chemical Treatment

Citadel: GX12 Thermal Pipe

Citadel: Hanar Diplomat

Citadel: Heating Unit Stabilizers

Citadel: Improved Power Grid

Citadel: Inspirational Stories

Citadel: Kakliosaur Fossil

Citadel: Krogan Dying Message

Citadel: Medi-Gel Sabotage

Citadel: Medical Supplies

Citadel: Reaper Code Fragments

Citadel: Target Jamming Technology

Citadel: Volus Ambassador

Citadel: Wounded Batarian

Dekuuna: Code of the Ancients (alternatively named as Citadel: Code of the Ancients)

Dekuuna: Elcor Extraction

Grissom Academy: Investigation → Grissom Academy: Emergency Evacuation

Hades Nexus: Obelisk of Karza

Hades Nexus: Prothean Sphere

Irune: Book of Plenix

Ismar Frontier: Prototype Components

Kite's Nest: Pillars of Strength (alternatively named as Citadel: Pillars of Strength)

Mesana: Distress Signal → Kallini: Ardat-Yakshi Monastery

N7: Cerberus Abductions

N7: Cerberus Attack

N7: Cerberus Fighter Base

N7: Cerberus Lab

N7: Communication Hub

N7: Fuel Reactors

Nimbus Cluster: Library of Asha

Rannoch: Admiral Koris

Rannoch: Geth Fighter Squadrons

Shrike Abyssal: Prothean Obelisk (alternatively named as Citadel: Prothean Obelisk)

Silean Nebula: Rings of Alune

Tuchanka: Turian Platoon → Tuchanka: Bomb

Valhallan Threshold: Prothean Data Drives

DLC এর মিশন:

From Ashes

Priority: Eden Prime (Labeled on the Galaxy Map as "Recover Prothean Artifact")

Eden Prime: Resistance Movement

Mass Effect 3: Leviathan

Citadel: Dr. Bryson (Labeled on the Galaxy Map as "Meet Dr. Bryson")

Citadel: Leviathan I

Leviathan: Find Garneau (Labeled on the Galaxy Map as "Scan for Dr. Garneau")

Mahavid: Leviathan

Citadel: Leviathan II

Leviathan: Find Ann Bryson

Namakli: Leviathan

Citadel: Leviathan III

Leviathan: Scan Locations

Despoina: Leviathan

Mass Effect 3: Omega

Citadel: Aria T'Loak

Omega: Aria T'Loak

Omega: Assist the Hacker

Omega: Assist the Mechanic

Omega: Assist Harrot

Mass Effect 3: Citadel

Citadel: Shore Leave

Citadel Wards: Ambush

Citadel: Identity Theft I

Silver Coast Casino: Infiltration

Citadel: Identity Theft II

Citadel Archives: Escape

Citadel Docks: Retake the Normandy

Citadel: Party

Mass Effect: Infiltrator এর মিশনগুলো:

প্লট মিশন:

Ice Giant

Hangar Bay

Medical Bay

Security Checkpoint

X1 Wing

Colosseum

Comm Relay

Access Corridor

Desert Planet

বোনাস মিশন:

Incarceration

রোমান্স!!!!:

এইটাকে কেন যে রোমান্স বলতেছে ওরা বুঝি না!! যাই হোক এই বিষয়ে লিখতে চাচ্ছি না কারণ নিজের মাথাই নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু এটি M মানে

ম্যাচিউরড ১৮+ গেম তাই বাচ্চাদের গেমটি খেলতে না দেওয়াই ভালো!

ম্যাশ ইফেক্ট ৩ গেমটিতে ১০টি লাভ ইন্টারেস্ট রয়েছে।

পটভূমি সমূহ:

Earth
CronosStation
Gellix
Grissom_Academy
Mars

অন্যান্য পটভূমি সমূহ:

Lesuss

Utukku

Benning

Cyone

Mahavid

Namakli

2181 Despoina

The Citadel

Horizon

Tuchanka

Noveria

Ontarom

Sanctum

Eden Prime

Omega

সেভ ফাইল ট্রান্সফার:

ম্যাশ ইফেক্ট ২ এর মতোই ম্যাশ ইফেক্ট ৩ গেমটিতে প্লেয়ার সিরিজের পূর্বের সেভ গেম ফাইল গেমটিতে ইমপোর্ট করতে পারবে এবং ম্যাশ ইফেক্ট, ম্যাশ ইফেক্ট ২ গেমটির যাবতীয় মিশনের ফলাফল, সিদ্ধান্ত, চরিত্র ইত্যাদি ম্যাশ ইফেক্ট ৩ গেমটিতে প্রভাব ফেলবে।

তবে কমান্ডার শিপার্ড যদি ম্যাশ ইফেক্ট ২ তে মরে যায় তোমার সেভ গেমটিতে তাহলে তুমি ওই সেভ গেমটি ম্যাশ ইফেক্ট ৩ গেমটিতে লোড নিতে পারবে না। কারণ ম্যাশ ইফেক্ট ৩ গেমটি শিপার্ড এর কাহিনীতে এগিয়ে যায়। সাথে সাথে ম্যাশ ইফেক্ট ২ এর শেষ “সুইসাইড মিশন” এ যেসব স্কোর্য়াড মেমবাররা মরে যায় তারাও ম্যাশ ইফেক্ট ৩ গেমটিতে আসবে না।

মেইন মেনু
আউটফিট মেনু
এমন ভাবে তাকিয়ে থাকার কোনো মানে হয় না জনাব পেঁয়াজ আলী!
জালগুলোকে পুড়িয়ে সামনে যেতে হবে
ভাই আমার আন্ডারওয়্যারটা দেখছো??? পাচ্ছি না!
ঝোঁপ বুঝে কোঁপ!
একদম হৃদয়ে নিশানা!
এ্যা! কি দেখলাম এইট্যা!
মর মর মর!
ওরা তিন জন!!!
ম্যাপ
জায়গা টা “রোমান্সের” জন্য পারফেক্ট! তাই না জানু!!
নয়া নয়া শত্রু
সময়কে স্লো করতে হয় অবস্থা ঠিক করার জন্য
এই মদনকে স্নাইপার রাইফেলে কুপকাত করা যাবে না

পরিবর্তন সমূহ:

সিরিজের আগের গেমসগুলোর থেকে ম্যাশ ইফেক্ট ৩ গেমটিতে নিম্নোক্ত পরিবর্তন সমূহ আনা হয়েছে:

> গেমটির কঠিনতা (Difficulty) বেড়েছে। Veteran কঠিনতাটি গেমটিতে নেই। মানে Normal ডিফিকাল্টিই এখন Veteran এর সমান।

> কমবাট স্পিড বেড়েছে ১০-১৫%

> শিপার্ড এখন আরো দক্ষ প্লেয়ার হয়ে উঠেছে। তার যাবতীয় কমবাট মুভমেন্ট এ তা তোমরা দেখতে পারো

> গেমটিতে Melee এর ব্যবহার বিরাট ভূমিকা রাখে।

> গেমটিতে শত্রুও আরো কঠিন করা হয়েছে

> গেমটিতে সকল ক্ল্যাস রা সকল টাইপের অস্ত্র বহন করতে পারবে। শুধু নতুন শর্ত হলো ওজন। এক একটি অস্ত্রের ওজনের উপর নির্ভর করবে তা ব্যবহার করতে পারবে কিনা।

> Weapon Modifications গেমটিতে ফিরে এসেছে।

> গ্রেণেডগুলোর পাওয়ার বাড়ানো হয়েছে যেমন তেমনি এদেরকে দূলর্ভ করাও হয়েছে।

> শত্রুরাও তোমার বিরুদ্ধে গ্রেণেড ব্যবহার করতে পারবে।

> নতুন পাওয়ার-আপ সমূহ:

Carnage

Cluster Grenade

Decoy

Defense Drone

Fitness

Frag Grenade

Lift Grenade

Marksman

Nova

Proximity Mine

Sabotage (replaces AI Hacking)

Sentry Turret

Sticky Grenade

> ম্যাশ ইফেক্ট ৩ গেমটির লেভেল ক্যাপ হলো ৬০। তবে ম্যাশ ইফেক্ট ২ থেকে যদি কোনো চরিত্রের ফাইল ব্যবহার করা হয় তাহলে উক্ত চরিত্রের Character’s Level সেখানেই শেষ হয়ে যাবে তবে কার্যক্ষমতা বজায় থাকবে

> রয়েছে “বোনাস” ম্যাশ ইফেক্ট ৩: গ্যালাক্সি এট ওয়ার। যা ব্যবহার করতে হলে অনলাইন পাস লাগবে।

DLC (Downloadable Content) সমূহ: (Single Player)

Mass Effect 3: From Ashes,

Mass Effect 3: Extended Cut,

Mass Effect 3: Firefight Pack

Mass Effect 3: Leviathan

Mass Effect 3: Groundside Resistance Pack:

Mass Effect 3: Alternate Appearance Pack 1

Mass Effect 3: Omega

Mass Effect 3: Citadel

চিটকোড:

গেমটিতে চিটকোড ব্যবহার করতে হলে তোমাকে কনসোল কে একটিভ করতে হবে। কনসোল একটিভ এর জন্য DocumentsMass EffectConfigBioInput.ini এই ফাইলটি নোডপ্যাড দিয়ে খুলতে হবে। এরপর ফাইলটিতে [Engine.Console] লাইনটির খোঁজ করো।

এই রকম লাইন পাবে:

[Engine.Console]

MaxScrollbackSize=1024

HistoryBot=-1

এখন লাইনের শেষে যোগ করে দাও ConsoleKey=Tilde নিচের মতো হবে:

Engine.Console]

MaxScrollbackSize=1024

HistoryBot=-1

ConsoleKey=Tilde

ব্যাস এবার শুধু চিটকোড গুলো ব্যবহার করতে হবে। তবে পিসি কিংবা গেমটি অনেক দিনের জন্য বন্ধ রাখলে উক্ত ফাইলটি ওভার-রাইট হয়ে যাবে এবং চিটকোড গুলো কাজ করবে না।

এবার কমান্ড লিষ্টে নিচের কোডগুলো টাইপ করলেই উক্ত চিটকোডগুলো একটিভ হবে:

AddTargetToParty                          - Adds the targeted pawn to your party.

GiveXP int nValue                         - Gives [or take] experience to player -

cannot lower current level.

GiveTalentPoints int numPoints            - Gives [or take] talent points to player.

GiveBonusTalent int bonusIdentifier       - Gives bonus talents to player.

See 'Talent Codes' below.

GiveSpectreTalents                        - Unlocks Spectre talents.

PickSpecialization                        - Unlocks bonus classes.

GiveSuperArmor                            - Gives a light "Survivor X" armor with 8000 shields.

GiveSuperGun                              - Gives a geth assault rifle with 25000 points of damage.

GiveAll                                   - Gives one of each weapon, weapon mod, bioamp, omnitool,

and grenade. Does not give armors.

GiveAllBioAmps string nmManufacturer      - Gives all bioamps to player.

GiveAllOmniTools string nmManufacturer    - Gives all omnitools to player.

GiveAllGrenades string nmManufacturer     - Gives all weapons of grenades to player.

GiveAllWeapons string nmManufacturer      - Gives all weapons of manufacturer to player.

GiveAllArmor string nmManufacturer        - Gives all armors of manufacturer to player.

GiveAllArmorHuman string nmManufacturer   - Gives all human armors of manufacturer to player.

GiveAllArmorTurian string nmManufacturer  - Gives all turian armors of manufacturer to player.

GiveAllArmorQuarian string nmManufacturer - Gives all quarian armors of manufacturer to player.

GiveAllArmorKrogan string nmManufacturer  - Gives all krogan armors of manufacturer to player.

GiveAllMods                               - Gives all weapon and armor mods.

SetParagon int Points                     - Sets paragon points to specified value. (340 is max)

SetRenegade int Points                    - Sets renegade points to specified value. (340 is max)

AdjustCredits int #######                 - Increments or decrements the value of the party's

credits, to a maximum of 9,999,999.

InitCredits int #######                   - Sets the party's current credits to this amount,

with a maximum value of 9,999,999.

InitSalvage int ###                       - Sets the amount of the party's total omni-gel count,

to a maximum value of 999.

KillCurrentTarget                         - Kills the currently targeted pawn.

SetRunSpeed float speed                   - Sets your running speed to the specified value.

UnlockAchievement int nAchievementID      - Unlocks an achievement. See Achievement Codes below.

SetGender int ##                          - Changes the PC's gender; 0 is male, 1 is female.

Appears to affect body and voice, but not dialog flags,

and doesn't seem to kick in until you zone.

Ghost                                     - Disables collision clipping, prevents falling.

Fly                                       - Disables falling.

Walk                                      - Enables collision clipping and falling.

Teleport                                  - Moves player to location at crosshair.

At string newArea                         - Moves player to new area, places player 'at' the

area specified.

SpawnVehicle                              - Spawns a Mako vehicle at the cursor location.

upgradevehicle 6 vehthrusterforcebooster  - Triples the thrust (power) of the Mako underjets.

Exec string filename                      - Executes a specified file under the \Program Files\

Mass Effect\Binaries directory...

এচিভমেন্ট আনলক:

কনসোলে টাইপ করো UnlockAchievement X আর Xএর জায়গায় নিচের কোডগুলো টাইপ করো:

1:Medal of Honor Achievement

2:Medal of Heroism Achievement

3:Distinguished Service Medal Achievement

4:Council Legion of Merit Achievement

5:Honorarium of Corporate Service Achievement

6:Long Service Medal Achievement

7:Distinguished Combat Medal Achievement

8:Medal of Valor Achievement

9:Pistol Expert Achievement

10:Shotgun Expert Achievement

11:Assault Rifle Expert Achievement

12:Sniper Expert Achievement

13:Lift Mastery Achievement

14:Throw Mastery Achievement

15:Warp Mastery Achievement

16:Singularity Mastery Achievement

17:Barrier Mastery Achievement

18:Stasis Mastery Achievement

19:Damping Specialist Achievement

20:AI Hacking Specialist Achievement

21:Overload Specialist Achievement

22:Sabotage Specialist Achievement

23:First Aid Specialist Achievement

24:Neural Shock Specialist Achievement

25:(Unknown/Hidden/Invalid)

26:Scholar Achievement

27:Completionist Achievement

28:Tactician Achievement

29:Medal of Exploration Achievement

30:Rich Achievement

31:Dogs of War Achievement

32:Geth Hunter Achievement

33:Soldier Ally Achievement

34:Sentinel Ally Achievement

35:Krogan Ally Achievement

36:Turian Ally Achievement

37:Quarian Ally Achievement

38:Asari Ally Achievement

39:Power Gamer Achievement

40:Extreme Power Gamer Achievement

41:Renegade Achievement

42:Paragon Achievement

43:Paramour Achievement

44:Spectre Inductee Achievement

45:Charismatic Achievement

46:Search and Rescue Achievement

47:Colonial Savior Achievement

48:Undisputed Achievement

49:New Sheriff in Town Achievement

50:Best of the Best Achievement

ডাউনলোড: (3.9GB):

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part1.rar?

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part2.rar?

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part3.rar?

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part4.rar?

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part5.rar?

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part6.rar?

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part7.rar?

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part8.rar?

http://s5.p30download.com/users/505/game/role-playing/Mass.Effect.3.BlackBox.Repack_p30download.com.part9.rar?

Cr@@ck:

http://s5.p30download.com/users/505/game/action/Mass.Effect.3.Fix.Crack_p30download.com.zip?

The black screen problem:

http://s5.p30download.com/users/505/game/action/Mass.Effect.3.Black.Screen.Fix_p30download.com.zip?

 

Password:
www.p30download.com

বিশেষ দ্রষ্টব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

http://www.banglafamily.com

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল গেম। যাদের DOOM3 type game ভাল লেগেছে তাদের এটাও ভাল লাগবে।