যারা যারা এই গেম টি খেলেছো তারা তো জানোই, আর যারা এখনো খেলো নি, এটি একটি কোপা সামসু টাইপের গেম!!!
ম্যানহান্ট একটি একটি স্টেলথ বেইসড সাইকোলজিক্যাল হরর ভিডিও গেম নির্মাণ করেছে রকস্টার নর্থ এবং প্রকাশ করেছে রকস্টার গেমস। গেমটি প্লে-স্টেশন ২ এর জন্য ২০০৩ সালের নভেম্বরে এবং পিসি আর এক্সবক্স কনসোলের জন্য এপ্রিল ২০০৪ সালে মুক্তি পেয়েছে।
ম্যানহান্ট গেমটি এর মারাত্বক ভায়োলেন্স এর জন্য বিখ্যাত। এর কোপাকুপি গেমপ্লের জন্য কয়েকটি দেশে গেমটি ব্যান করা হয় এবং UK তে গেমটি খুনের সাথে সমান ভাবা হয়! যাই হোক, গেমটি বিকৃত মানসিক বিনোদনের জন্য খুবই উপযোগী!!
নির্মাতা:
রকস্টার নর্থ
প্রকাশক:
রকস্টার গেমস
সিরিজ:
ম্যানহান্ট
ইঞ্জিণ:
RenderWare
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ২,
এক্সবক্স,
প্লে-স্টেশন ৩
মুক্তি পেয়েছে:
নভেম্বর, ২০০৩ (PS2)
এপ্রিল, (২০০৪) (PC & Xbox)
ধরণ:
স্টেলথ,
সাইকোলজিক্যাল হরর
খেলার ধরণ:
সিঙ্গেল প্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টস:
পেন্টিয়াম ৪ ১.৮ গিগাহার্জ গতির প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
১২৮ মেগাবাইট এজেপি,
১ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০সি
গেমটিতে তোমাকে জেমস আর্ল ক্যাশ এর ভূমিকায় খেলতে হবে। জেমস একজন পেশাদার খুনি, তাকে গ্রেফতার করা হয় এবং ফাঁসির আদেশ দেওয়া হয়। তবে গেমটির শুরুতে সে নিজেকে একটি অন্ধকার হাসপাতালে জীবিত খুঁজে পায়। এরপর আশেপাশের লাউডস্পিকারের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে:
"Hey tough guy, wake up. You're not dead. Well, not yet, anyway. You're getting
a second chance, another throw of the dice. As far as the world is concerned,
you died back in the chamber. Justice was served, James Earl Cash is rotting in
hell."
জেমস তখন হুরমুর করে উঠে এবং দরজা খুলতে চেষ্টা করে, তখন আবারো শোনা যায় সেই ভয়েস:
"Hey! Hey! Get a grip and calm down! You're probably suffering from shock, but
I'm here to help. Now, pick up the earpiece. Put it on, go on."
জেমস এর তখন কিছুই করা থাকে না। এয়ারপিক (অনেকটা ব্লু-টুথ হেডফোনের মতো) টা কানে লাগায়:
"That's better. Now, only you can hear me, and that's the way you're gonna
want it, because I'm your only way out of here."
এরপর জেমস বেরিয়ে পড়ে খুন করতে!!
গেমটি একটি স্টেলথ একশন গেম। যেখানে তোমার কাজ হলো মানুষ খুন করা এবং নিজে খুন না হওয়া!
হেডফোনের সাহায্যে তোমার কানে যেই মানুষের ভয়েস আসবে সে হচ্ছে লিওনেল স্টার্কওয়েদার। তিনি একজন snuff ছায়াছবির পরিচালক। snuff ছবি হচ্ছে এমন এক ছায়াছবি যেখানে মানুষকে সত্যি সত্যি খুন করা হয় কোনো প্রকার স্পেশাল ইফেক্ট ছাড়াই। আর গেমটির কাহিনী অনেকটা Saw ছবির মতোই!!
গেমটির পটভূমি কারছার সিটিতে একটি পরিত্যাক্ত শহরে, যেটা snuff ছবির শুটিং এর জন্য একদম উপযোগী।
ম্যানহান্ট গেমটি একটি স্টেলথ গেম অনেকটা হিটম্যান ২ গেমটির মতো। যা থার্ড পারসন ভিউতে খেলতে হয়। গেমটিতে ২০টি লেভেল যা Scenes নামে ডাকা হয় এবং ৪টি বোনাস লেভেল / Scenes রয়েছে। প্লেয়ারকে অবশ্যই প্রতিটি লেভেলে শত্রু দল যা Hunters নামে পরিচিত তাদেরকে খুন করে বেঁচে থাকতে হবে এবং পরিচালকের কথা মতো কাজগুলো করতে হবে। গেমটিতে রয়েছে বিভিন্ন ধরণের অস্ত্র, যেমন: প্লাস্টিক ব্যাগ, বেসবল ব্যাট, খুতনি, চাপাতি, পিস্তল, স্নাইপার রাইফেল, চেতনা নাশক ইত্যাদি।
ডাউনলোড: (১৮০ মেগাবাইট)
http://mediafire.com/?37q0wacj2jwzk72
একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ২০৭টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
apni jevabe bolcen mone hocce apni e gama banan…tar theke ak kaj koren movie te watermark ar moto apnar personal game gulo teo watermark den,tahole r problem hobe na…