GTA IV Mods(পর্ব-১):আপনার GTA IV তে যোগ করুন নতুন গাড়ি Mercedes McLaren SLR 722 একদম সহজ উপায়ে !!!!!!!!!!!!!!!!!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম GTA IV এর আরেকটি পোস্ট। আজকের পোস্টে আমি দেখাব কীভাবে GTA IV তে Mercedes McLaren SLR 722 গাড়িটি যুক্ত করবেন। প্রথমে নিচের ৩টি ফাইল ডাউনলোড করে নিন।

GTA IV Vehicles Mod Installer v1.2

Mercedes McLaren SLR 722(CAR)

চলুন দেখে নেই কিছু Trailer.......

যেভাবে করবেনঃ উপরের ফাইল গুলা থেকে gta vehicle mod installer সফট টা ইন্সটল করুন।

তারপর আপনার ডাউনলোড কৃত গাড়ির ফাইল টি আপনার পিসির ডেক্সটপে একটি ফোল্ডারে extract করুন।

তারপর gta vehicle mod installer ওপেন করুন

এখানে দেখবেন সফট টা নিজে নিজেই আপনার ইন্সটল gta iv এর ফোল্ডার পেয়ে যাবে। যদি না পায়,

তাহলে browse এ ক্লিক করে ফোল্ডার টা দিয়ে দিন। তারপর যে ফোল্ডার এ আপনার গাড়িটির ফাইল রেখেছেন সেটা নিচের X চিহ্নিত যায়গায় browse এ ক্লিক করে আপনার গাড়িটি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডার টা সিলেক্ট করুন। next ক্লিক করুন। আবার next ক্লিক করুন। এরপর আপনি কোন গাড়িটি রিপ্লেস করবেন সেটা সিলেক্ট করে next করুন। সফট টি স্বয়ংক্রিয় ভাবে কোন গাড়ি রিপ্লেস করা লাগবে তা বুঝে ফেলবে। তাই আপনার করা লাগবে না। এরপর দেখবেন vehicle successfully installed একটি উইন্ডো আসবে রাইট চিহ্ন দেওয়া। তারপর সফট টি exit বা x এ ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন সফট কিছুক্ষন পরে ক্লোজ হয়ে যাবে। ব্যস !! কাজ শেষ।

এখন গেইম চালু করে আপনার মোবাইল টা বাহির করে ১ এ ক্লিক করুন। দেখবেন নাম্বার মেনু আসবে। ওখানে ১ কেটে দিয়ে লিখুন 227-555-0168 দেখবেন কারটি চলে এসেছে। তো আর কী!!!

গারিতে ওঠে পরেন। আর মজা নিন।

এরকম আরও গাড়ি নিয়ে শিঘ্রই আসছি। আসব। যদি আপনারা কমেন্ট করেন। ধন্নবাদ।

NB: আপনাদের কারও যদি android internet speedo meter 1.2.1 এর Full version লাগে তাহলে কাদের লাগবে তারা ই মেইল টা লিখে দিন কমেন্ট এ।

Level 0

আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks…

thanks too

Level 0

ভাই খুব সুন্দর টিউন করেছেন। কিন্তু ভাই আমি এখনও gta iv খেলিনি। highly compresed ডাউনলোড করেছিলাম কিন্তু কিভাবে burn করবু তা পারছিনা। আশা করি আপ্নি সাহায্য করবেন।আর ভাই gta sanandres এ কিভাবে car mod লাগাব বললে খুব ভালো হত।

Level 0

gta iv highly compresed কিভাবে খেলবো তা বললে ভালো হত। আর sanandres mod installer দিএ কিবাবে car mod লাগাব details বলবেন plz এটা আমার কাছে আগেই ছিল কিন্তু এর কাজ পারি না। কিছু car pack আমার নামানো আসে কিন্তু এটা গেম এ লাগাতে পারছিনা।

ভাই কেও আমাকে gta iv highly compresed এর workable লিঙ্ক দেন …। অনেক খোঁজার পর ও পাইলাম না !!!

Level 0

আমি অনেক বার ডাউনলোড করেছি কিন্তু unrar করার পর dvd তে burn করতে বলে কিন্তু এর সাইজ6 gb আর dvd এর সাইজ 4.7 gb তাই কিভাবে করবু বুজতে পারি নাই।তাই কেউ যদি পারেন একটু সাহায্য করবেন।