গেমস ওয়ার্ল্ড [পর্ব-১৬] :: GTA 5 এর টোটাল সাইজ ৬০ গিগাবাইট কি ছুঁবে ?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

শোনা যাচ্ছে জিটিএ সিরিজের নতুন গেমস জিটিএ ফাইভের সর্বমোট সাইজ হবে ৬০ গিগাবাইট । তার মানে এই গেমস ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করা অসম্ভব । আর যদি কিনতে যান তাহলে  কমপক্ষে ১৫টা ডিস্কে দাম দিতে হবে ।


আর এর প্রমান হল জিটিএ সিরিজের অন্যান্য গেমস গুলি । জিটিএ ভাইস সিটি গেমসটির সাইজ ছিলো ২.২ গিগাবাইট  (রকস্টার গেমস অরজিনাল ) । আর তার পরবর্তী গেমসটির নাম আমরা সবাই জানি জিটিএ স্যানঅ্যান্ডেস । এর সাইজ ছিলো ৫.৪ গিগাবাইট (রকস্টার গেমস অরজিনাল ) । আর তাদের শেষ মুক্তি পাওয়া গেমস জিটিএ ফোরের সাইজ ছিলো ১৪.৫ গিগাবাইট । তাহলে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন নিশ্চয় প্রত্যেকটা গেমসের সাইজ ২.৫ গুণ করে বৃদ্ধি পেয়েছে । সেই হিসেবে কয়েকজন গেমার দাবি করছেন যে , এর সাইজ ৩৮ থেকে ৪২ গিগাবাইটের মধ্যে হবে ।

কিন্তু আপনাদের কি মনে আছে যে , রকস্টার গেমস যে বলেছিলো যে তারা জিটিএ ফাইভ গেমসটির পিসি ভার্সন মুক্তি দিবে না । আর এর কারন হিসেবে তারা দেখিয়েছে এর সাইজ হবে ৬০ গিগাবাইট এবং পাইরেসি । কিন্তু পরবর্তীতে একটি সংগঠনের কারনে তারা উদ্যোগ নেয় জিটিএ ফাইভ এর পিসি ভার্সন বানানোর । ওই সংগঠনটি প্রায় ২,৪০,০০০ জনের স্বাক্ষর সংগ্রহ করে পিসি ভার্সন বানানোর জন্য । আর রকস্টার গেমসের সর্বশেষ মুক্তি পাওয়া গেমস Max Payne 3 ছিলো ৩০ গিগাবাইট(রকস্টার গেমস অরজিনাল )  ।

আর আপনারা যদি মনে করে থাকেন যে , এর সাইজ ৪০ থেকে ৪৫ এর মধ্যে হবে তাহলে ভুল হবে । কারন যেখানে রকস্টার গেমস নিজে থেকে ঘোষণা করে দিয়েছে । আর তাহলে জিটিএ ফাইভ  জিটিএ ফোর এর তুলনায় ৪ গুণ বড় হবে । কারন জিটিএ ফোর বের হয়েছিলো ২০০৮ এ , আর জিটিএ ফাইভ বের হবে ২০১৩ তে । পার্থক্য ৫ বছর । আর জিটিএ ভাইস সিটি আর জিটিএ স্যানঅ্যান্ডেস মধ্যে পার্থক্য ২.৫ বছর প্রায়। জিটিএ স্যানঅ্যান্ডেস আর জিটিএ ফোর মধ্যে পার্থক্য ৩ বছর । শুধু মাত্র বেশি পার্থক্যের জন্য নয় , গেমসটির শহর জিটিএ স্যানঅ্যান্ডেস এবং জিটিএ ফোর থেকে বড় হবে । তবে কত বড় হবে তা এক্ষণই বলা সম্ভব নয় । তবে ২ গুণ বড় হবে বলে আমার মনে হয় । তাছাড়া গেমসটির গ্রাফিক্স হবে জিটিএ ফোর এর তুলনায় অনেক উন্নত , তাই গেমসটির বেশি সাইজ হওয়ার এইটিও একটা কারন ।

এই বছরের ১৭ সেপ্টেম্বর গেমসটি মুক্তি পাচ্ছে । শুধু তাই নয় গেমস গেমস এবং অ্যাপ্লিকেশান জগতে বিশ্ব রেকর্ড করতে চলেছে এর বিশাল সাইজের জন্য।  (রকস্টার গেমস অরজিনাল ) বলতে আমি বুঝিয়েছি গেমসটির অরজিনাল সাইজ কে । তবে গেমস কিনার জন্য চিন্তার কোন কারন নেই কারন বিখ্যাত রিপ্যাক প্রতিষ্ঠান ব্ল্যাক বক্স রিপ্যাক এইটি কে রিপ্যাক করার দায়িত্ব নিয়েছে  । গেমসটির জন্য শুভ কামনায় শেষ করছি আজকের টিউন । আপনাদের সবাইকে গেমস ওয়ার্ল্ডের ফেসবুক গ্রুপে আসার অনুরোধ করছি । https://www.facebook.com/groups/157163864472441/

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাতে কি ২-৪ গিগাবাইটের মধ্যে পাওয়া যাবে কমপ্রেসিং এর মাধ্যমে।কি মনে হয় ?

Level 0

আমাদের দেশে কবে পাবো। আর কোন কোন জায়গায় পাওয়া যেতে পারে।

    @rhriyad: আপনাকে গেমস ওয়ার্ল্ডের ফেসবুক গ্রুপে আসার অনুরোধ করছি । ওখানে যোগাযোগ করুন । কারন কমেন্টে বলা টেকটিউনস রুলের বাহিরে ।

GTA 5 শুধু PS3 এবং XBOX360 এর জন্য, PC এর জন্য নয়।

Level New

Pc Version Ashbe. tobe Installation size 25 GB hotey pare.

হ্যাঁ , যদি ব্ল্যাক বক্স রিপ্যাক বা kaos হয় তবে installation সাইজ ২৫ থেকে ৩০ গিগাবাইটের মধ্যে হবে । তবে ইন্সটলের পরে সাইজ ঠিকই ৬০ গিগাবাইটের মতো হবে ।

সামনের বছর মে মাসে পিসি ভার্সন রিলিজ পাবার কথা।দেখি কি হয়!

Level 0

যাই হোক গেমটির সাইজ বড় হবে এবং গেমটি খেলার জন্য খুবই ভাল কনফিগারেশন এর PC থাকতে হবে ।

ইয়ো