কেমন আছেন সবাই। ভালো আছেন নিশ্চয়ই !!। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম জিটিএ আইভি(GTA IV) Mods নিয়ে। এই Mod আপনার জিটিএ আইভি কে করে তুলবে সত্যিকারের মত !!!!। হ্যাঁ! মনে হবে আপনি hollywood এর HD মুভি দেখছেন।
NB: এই Mod টি করতে হলে আপনাকে অবশ্যই আপনার জিটিএ আইভি এর ফাইল গুলো Backup রাখতে হবে। এই Mod টি করতে হলে আপনাকে একটু বেশি Bandwidth খরচ করতে হবে।
PC Requirements
Proccesor: Intel(R) Pentium(R) Core 2 Due 2.00 GHz বা তার উপরে।
Ram: 2 or 3GB
Direct X: Direct X 9c,10,11 যেকোনো একটি হলে হবে।
Display বা Graphics Card: AMD ATI Radeon Graphics or Nvidia 512 or 1024MB.
Monitor: Resolution 1280x1024 or better.
শুধুমাত্র GTA IV এর জন্য 256MB graphics লাগে। কিন্তু এই mod এর জন্য 512 অথবা 1024MB লাগবে।
প্রথমে কিছু Trailer দেখে নিন।
এভাবে করতে চান ?
তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
প্রথমেই বলে নিচ্ছি যে এই Mod গুলা আমি তৈরি করি নি। এগুলা GTA IV এর Modification সাইট থেকে নেওয়া হয়েছে।
সাইট গুলু হলঃ http://www.gta4-mods.com, http://www.gtainside.com, http://www.gta4-mods.com এর একজন মেম্বার martin.svk®(HD Cars pack)।
চলুন শুরু করি।
প্রথমে নিচের লিঙ্ক থেকে প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করে নিন।
মোট 547.40MB ডাউনলোড করা লাগবে।।
কীভাবে করবেনঃ
ওপেন এ ক্লিক করার পর একটি উইন্ডো আসবে।
সেখানে আপনি যেখানে car pack extract করেছেন সেখানে Ultimate HD Car Pack 2012 v1.2\Vehicles (Car Pack) গিয়ে vehicles.img ফাইল টা সিলেক্ট করুন। ওপেন করে export All এ ক্লিক করুন
ক্লিক করার পর একটি উইন্ডো আসবে।
সেখানে যেকোনো একটি ফোল্ডার সিলেক্ট করে সব ফাইল গুলা extract করুন।
NB: আপনারা যে কার প্যাক ডাউনলোড করেছেন। সেখানে এই vehicles.img ফাইল টা আগে থেকেই দেওয়া আছে। আপনারা চাইলে কপি পেস্ট করে কাজ টা করতে পারতেন। কিন্তু কপি পেস্ট করলে আপনি গেইমে শুধু Taxi car গুলা দেখতে পাবেন। তাই একটু কষ্ট করে করার জন্য আমি বলছি।
আপনি যদি গেইমে গাড়ি গুলার Real name দেখতে চান যেমনঃ ADMIRAL কে AUDI S5 দেখতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
আপনার ডাউনলোড কৃত কার প্যাক থেকে Real Car Names (In-game)/i am using patch 1.0.7.0/
ফোল্ডার থেকে american.gxt ফাইলটা আপনার GTA IV এর directory তে এখানে Grand Theft Auto IV\common\text ফোল্ডারে কপি করে রিপ্লেস করুন।
ওহ!!!!!!! এতক্ষনে ঝামেলা শেষ হল। এবার উপভোগ করুন HD GTA IV এর স্বাদ !!!
শুরুতেই বলেছি সব ফাইল ব্যাকআপ রাখতে। যেহেতু GTA IV 14.1GB এর একটি গেইম, তাই আপনারা আমি যেগুলো ফাইল ব্যবহার করেছি সুধু সেগুলো ব্যাকআপ রেখে দিন।
timecyc.dat,
timecyclemodifiers.dat,
timecyclemodifiers1.dat,
timecyclemodifiers2.dat,
timecyclemodifiers3.dat,
timecyclemodifiers4.dat ফাইল গুলা ব্যাকআপ রাখুন।
সব কিছু ঠিকমতো বুঝিয়ে দিয়েছি তাই যদি গেইম না চলে তাহলে আমাকে কিছু বলতে পারবেন না। তবে গেইমটি run না হওয়ার কারন টা বললে সাহায্য করতে পারি। কারন এত কষ্ট করে লিখে যদি আপনারা গেইমটি চালাতে সক্ষম না হন তাহলে আমার সব কাজ বৃথা!!!
যাই হোক। কোনো সমস্যা হলে জানাবেন।
কমেন্ট করতে ভুলবেন না। গেইমটি চললে জানাবেন।
না চললেও জানাবেন। তাহলে আমি বুজতে পারব কাজ হল কি না।
ভুল হলে ভুল টি দেখিয়ে দিবেন, তাহলে আমি ভুলটি থিক করতে সক্ষম হব।
আজ এখানেই শেষ করলাম।
পোস্টটি করতে প্রায় ৩.০০ ঘণ্টা সময় লাগলো
প্রথমে আমার ওয়েবসাইট টিতে প্রকাশ করা হয়েছে। তারপর এখানে কপি করেছি। দুইবার একই লেখা সম্ভব নয়।
আচ্ছা আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমি আমার google chrome browser এ কিছু বাংলা ও ইংরেজি লেখা দেখতে চাইলে বাংলা লেখার উপর ইংরেজি লেখা এসে যায়। তাই বুঝা যায় না। আমি google chrome এর আপডেটেড ভার্সন ৩০.০ ব্যবহার করি এবং অভ্র Latest ব্যবহার করি।
নিচে screenshot দিলাম।
আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লেখাগুলো একটু বেশী বড় !!