GTA V এর চিন্তা বাদ দিন !! এবার GTA IV খেলুন High Quality গ্রাফিক্স দিয়ে।। মনে হবে আপনি হলিউডের ছবি দেখছেন!!!!। ১৫১% সত্য!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কেমন আছেন সবাই। ভালো আছেন নিশ্চয়ই !!। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম জিটিএ আইভি(GTA IV) Mods নিয়ে। এই Mod আপনার জিটিএ আইভি কে করে তুলবে সত্যিকারের মত !!!!। হ্যাঁ! মনে হবে আপনি hollywood এর HD মুভি দেখছেন।

NB: এই Mod টি করতে হলে আপনাকে অবশ্যই আপনার জিটিএ আইভি এর ফাইল গুলো Backup রাখতে হবে। এই Mod টি করতে হলে আপনাকে একটু বেশি Bandwidth খরচ করতে হবে।

PC Requirements

Proccesor: Intel(R) Pentium(R) Core 2 Due 2.00 GHz বা তার উপরে।

Ram: 2 or 3GB

Direct X: Direct X 9c,10,11 যেকোনো একটি হলে হবে।

Display বা Graphics Card: AMD ATI Radeon Graphics or Nvidia 512 or 1024MB.

Monitor: Resolution 1280x1024 or better.

শুধুমাত্র GTA IV এর জন্য 256MB graphics লাগে। কিন্তু এই mod এর জন্য 512 অথবা 1024MB লাগবে।

প্রথমে কিছু Trailer দেখে নিন।

এভাবে করতে চান ?

তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

প্রথমেই বলে নিচ্ছি যে এই Mod গুলা আমি তৈরি করি নি। এগুলা GTA IV এর Modification সাইট থেকে নেওয়া হয়েছে।

সাইট গুলু হলঃ http://www.gta4-mods.comhttp://www.gtainside.comhttp://www.gta4-mods.com এর একজন মেম্বার martin.svk®(HD Cars pack)।

চলুন শুরু করি।

প্রথমে নিচের লিঙ্ক থেকে প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করে নিন।

  1. GTA IV Title Update v1.0.7.0 [105.4MB]
  2. GTA IV High Quality Graphics [11.2MB] [high configuration PC এর জন্য লিঙ্ক আছে তবে আমাদের বাংলাদেশের অনেকের পিসি তে এত ভালো কনফিগারেশন নেই তাই Low config. PC এর লিঙ্ক দিলাম। তবে এটা উভয় হাই এবং লো পিসি তে কাজ করবে।]
  3. HD Roads [27.2MB] [Optional] (NB: সব Road গুলা HD হবে না কারন এখানে কিছু Road দেওয়া আছে) road গুলা তৈরি করেছেন ঐ সাইটের মেম্বার NIKKO ।
  4. HD Cars Pack 2012-13 Part-1(181.2 MB) [optional]
  5. HD Cars Pack 2012-13 Part-2(181.2 MB) [optional]
  6. HD Cars Pack 2012-13 Part-3(41.2 MB) [optional]

মোট 547.40MB ডাউনলোড করা লাগবে।।

কীভাবে করবেনঃ

  • প্রথমে আপনার ইন্সটল করা GTA IV থাকতে হবে।
  • তারপর ১ নং লিঙ্ক থেকে title update ফাইল টা ডাউনলোড করে রার ফাইলের ভিতরে থাকা Update title এ ক্লিক করে ইন্সটল করুন। কোনো ইন্সটল Directory select করা লাগবে না।
  • ইন্সটল করা শেষ হয়ে গেলে দেখবেন গেম টা অটো চালু হয়ে গেছে। চালু হওয়ার পর গেম টিকে exit করুন।
  • তারপর ২নং লিঙ্কের ডাউনলোডকৃত রার ফাইলের ভিতর Grand Theft Auto IV নামে একটি ফোল্ডার পাবেন।
  • ফোল্ডারের ভিতর প্রবেশ করে সব ফাইল সিলেক্ট করে যেখানে GTA IV ইন্সটল করেছেন সেখানে কপি করে পেস্ট করুন।
  • তারপর লিঙ্ক ৪,৫,৬ এর সব ফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে এই ৩টি ফাইল রাখুন।
  • তারপর Part-1 ফাইল টিতে ক্লিক করে ফাইলের ভিতর থাকা ফোল্ডার টি extract করুন।
  • এখান থেকে SparkIV Tool টা ওপেন করে open এ ক্লিক করুন।

ওপেন এ ক্লিক করার পর একটি উইন্ডো আসবে।

সেখানে আপনি যেখানে car pack extract করেছেন সেখানে Ultimate HD Car Pack 2012 v1.2\Vehicles (Car Pack) গিয়ে vehicles.img ফাইল টা সিলেক্ট করুন। ওপেন করে export All এ ক্লিক করুন

ক্লিক করার পর একটি উইন্ডো আসবে।

সেখানে যেকোনো একটি ফোল্ডার সিলেক্ট করে সব ফাইল গুলা extract করুন।

  • এরপর আবার sparkiv তে আপনার Grand Theft Auto IV\pc\models\cdimages ফোল্ডারে গিয়ে vehicles.img সিলেক্ট করুন। সিলেক্ট করে import এ ক্লিক করুন। ক্লিক করার পর একটি উইন্ডো আসবে। সেখানে আপনি আগে যে ফোল্ডারে car pack এর যে ফাইল গুলা রেখেছিলেন সেগুলো সব Ctrl+A চেপে সিলেক্ট করে open এ ক্লিক করে import করুন।

  • দেখবেন sparkiv এর সব ফাইল গুলা নিল রঙের হয়ে গেছে। তারপর rebuild তে ক্লিক করুন। rebuild হয়ে গেলে save এ ক্লিক করুন।

NB: আপনারা যে কার প্যাক ডাউনলোড করেছেন। সেখানে এই vehicles.img ফাইল টা আগে থেকেই দেওয়া আছে। আপনারা চাইলে কপি পেস্ট করে কাজ টা করতে পারতেন। কিন্তু কপি পেস্ট করলে আপনি গেইমে শুধু Taxi car গুলা দেখতে পাবেন। তাই একটু কষ্ট করে করার জন্য আমি বলছি।

আপনি যদি গেইমে গাড়ি গুলার Real name দেখতে চান যেমনঃ ADMIRAL কে AUDI S5 দেখতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

আপনার ডাউনলোড কৃত কার প্যাক থেকে Real Car Names (In-game)/i am using patch 1.0.7.0/

ফোল্ডার থেকে american.gxt ফাইলটা আপনার GTA IV এর directory তে এখানে Grand Theft Auto IV\common\text ফোল্ডারে কপি করে রিপ্লেস করুন।

  • এবার ৩নং লিঙ্কের ডাউনলোড কৃত HD Roads গুলা extract করে gtxd.img ফাইলটা আপনার Grand Theft Auto IV\pc\data\cdimages এ কপি করে পেস্ট করুন। রিপ্লেস চাইলে দিন।

ওহ!!!!!!! এতক্ষনে ঝামেলা শেষ হল। এবার উপভোগ করুন HD GTA IV এর স্বাদ !!!

শুরুতেই বলেছি সব ফাইল ব্যাকআপ রাখতে। যেহেতু GTA IV 14.1GB এর একটি গেইম, তাই আপনারা আমি যেগুলো ফাইল ব্যবহার করেছি সুধু সেগুলো ব্যাকআপ রেখে দিন।

  1. common ফোল্ডার ব্যাকআপ রাখুন।
  2. pc/data/ তে সুধু effect ফোল্ডার ব্যাকআপ রাখুন।
  3. original vehicles.img and gtxd.img ফাইলটা ব্যাকআপ রাখুন।
  4. pc/data/ ফোল্ডারের ভিতরে থাকা

timecyc.dat,

timecyclemodifiers.dat,

timecyclemodifiers1.dat,

timecyclemodifiers2.dat,

timecyclemodifiers3.dat,

timecyclemodifiers4.dat ফাইল গুলা ব্যাকআপ রাখুন।

সব কিছু ঠিকমতো বুঝিয়ে দিয়েছি তাই যদি গেইম না চলে তাহলে আমাকে কিছু বলতে পারবেন না। তবে গেইমটি run না হওয়ার কারন টা বললে সাহায্য করতে পারি। কারন এত কষ্ট করে লিখে যদি আপনারা গেইমটি চালাতে সক্ষম না হন তাহলে আমার সব কাজ বৃথা!!!

যাই হোক। কোনো সমস্যা হলে জানাবেন।

কমেন্ট করতে ভুলবেন না। গেইমটি চললে জানাবেন।

না চললেও জানাবেন। তাহলে আমি বুজতে পারব কাজ হল কি না।

ভুল হলে ভুল টি দেখিয়ে দিবেন, তাহলে আমি ভুলটি থিক করতে সক্ষম হব।

আজ এখানেই শেষ করলাম।

পোস্টটি করতে প্রায়  ৩.০০ ঘণ্টা সময় লাগলো

প্রথমে আমার ওয়েবসাইট টিতে প্রকাশ করা হয়েছে। তারপর এখানে কপি করেছি। দুইবার একই লেখা সম্ভব নয়।

আচ্ছা আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমি আমার google chrome browser এ কিছু বাংলা ও ইংরেজি লেখা দেখতে চাইলে বাংলা লেখার উপর ইংরেজি লেখা এসে যায়। তাই বুঝা যায় না। আমি google chrome এর আপডেটেড ভার্সন ৩০.০ ব্যবহার করি এবং অভ্র Latest ব্যবহার করি।

নিচে screenshot দিলাম।

 এই প্রবলেম টা সল্ভ করার জন্য সাহায্য চাইছি। সবাই ভালো থাকুন সুস্ত থাকুন।
                                                              ==============আল্লাহ হাফেয==============

Level 0

আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখাগুলো একটু বেশী বড় !!

Level 0

HD road kmne download kormu???
Bujtasi na……download option koi???

    @dOn_3: hd roads 27.2 mb lekhay click korle direct download hobe. Othoba copy link address kore idm paste koro download kora jabe . Direct link disi

Level 0

3 hr nosto korlen…1 ta comment na dile ee noy!

Level 0

VAi replay den na kn????????
Post kor a ghumayle ki hob a 😛

Level 0

ভাই সবগুলা প্রাগইন্স দিয়ে একটিভ করা ভাইস সিটির এমন কোন ভার্সন বা ফাইল খাকলে প্লীজ দেন ৤

    @ckoklet: দুঃখিত ভাই এই মুহূর্তে কোনো লিঙ্ক আমার কাছে নেই পরে আপনাকে পাইলে দেব

    @ckoklet: http://www.gtagarage.com/mods/show.php?id=6895 – এই লিঙ্কে গিয়ে Download এ ক্লিক করুন। পরে দেখবেন ২টা ফাইল ডাউনলোডের অপশন এসেছে। ২টই ডাউনলোড করুন। এরপর particle.7z প্রথম ফাইল ডাউনলোড এর পর এই নাম হবে। এই ফাইলটা unzip করে gta vice city/models/ ফোল্ডারে পেস্ট করুন। তারপর ২নম্বর ফাইল টা ডাউনলোড করে আপনার GTA vice city main ফোল্ডারে যেখানে gtavc.exe আছে সেখানে পেস্ট করুন। ধন্নবাদ। ব্যাকআপ রাখতে ভুলবেন না।

BAII PARLE GTA IV R download link ta dennn kub upokkrito hoboo tobe seta jodii kom size r moddhe` hoy