গেমস জোন [পর্ব-১৩৭] :: Max Payne 3 (২০১২)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

ম্যাক্স পেইন! Payne শব্দের বাংলা অর্থ কি? জানি না! আসলেই! কেউ জানলে আমার জানিয়ে দিও! হুম!

ম্যাক্স পেইন ৩ একটি থার্ড পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে রকস্টার স্টুডিওস এবং প্রকাশ করেছে রকষ্টার গেমস। গেমটি ম্যাক্স পেইন গেমস সিরিজের ৩য় সংস্করণ। গেমটি সিরিজের প্রথম গেম যেটিতে আগের গেমসগুলোর নির্মাতা রেমেডি এন্টারটেইমেন্ট কাজ করে নি এবং সিরিজ ক্রিয়েটর স্যাম লেক গেমটি লেখেন নি! গেমটি লিখেছেন ড্যান হাউসার, ‍যিনি রেড ডেড রিডেম্পশন, জিটিএ ৪ এবং বুলি গেমসগুলো লিখে জনপ্রিয়তা পেয়েছেন।

ম্যাক্স পেইন ৩

 

নির্মাতা:

রকস্টার ভ্যানকুউভার,

রকস্টার স্টুডিওস

প্রকাশক:

রকস্টার গেমস

প্রকাশ করেছে:

রকস্টার গেমস

ডিস্ট্রিবিউটর:

টেক-টু ইন্টারএকটিভ

সিরিজ:

ম্যাক্স পেইন

ইঞ্জিণ:

রেইজ,

ইউফোরিয়া

খেলা যাবে:

প্লে-স্টেশন ৩, এক্সবক্স ৩৬০, মাইক্রোসফট উইন্ডোজ এবং ওএস এক্স

মুক্তি পেয়েছে:

মে – জুন – সেপ্টেম্বর ২০১২

ধরণ:

থার্ড পারসন শুটার

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিও:

http://www.youtube.com/watch?v=R9azzKOPwYo

সিস্টেম রিকোয়ারমেন্টস:

অপারেটিং সিস্টেম:

> উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ (৩২/৬৪বিট)

> উইন্ডোজ ভিসতা সার্ভিস প্যাক ২ (৩২/৬৪বিট)

> উইন্ডোজ সেভেন সার্ভিস প্যাক ১ (৩২/৬৪বিট)

> উইন্ডোজ ৮ (৩২/৬৪বিট)

হার্ডডিক্স খাবে:

> পূর্ণ সংঙ্করণ = ৩৫ গিগাবাইট

> এক্সট্রা সাউন্ড বিহীন সংস্করণ = ২৭.২ গিগাবাইট

> এক্সট্রা অপশন বিহীন সংস্করণ = ২৬ গিগাবাইট

> বাংলাদেশের সংস্করণে!!! = ২০ থেকে ২৫ গিগাবাইট!!! (নিশ্চিত নয়)

ডাইরেক্ট এক্স:

৯.০ সি থেকে ১১ পর্যন্ত সার্পোট করবে।

সর্বনিম্ন গ্রাফিক্স + ৪০% স্পিড:

> ডুয়াল কোর ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,

> ২ গিগাবাইট র‌্যাম

> জিফোর্স জিটি ১২০ অথবা রাডিয়ন এইচডি ৩৪০০ মডেলের গ্রাফিক্স কার্ড,

সর্বনিম্ন গ্রাফিক্স + ৬০ % স্পিড:

> কোর ২ ডুয়ো ৩.০ গিগাহার্জ গতির প্রসেসর,

> জিফোর্স জিটিএস ৪৫০ অথবা রাডিয়ন এইচডি ৪৮৭০ এক্স২ গ্রাফিক্স কার্ড,

> ৩ গিগাবাইট র‌্যাম

মিডিয়াম গ্রাফিক্স + ৮০% স্পিড:

> কোর আই ৩ ২.৬ গিগাহার্জ গতির প্রসেসর

> জিফোর্স ৯৬০০ জিটি এক্সট্রিম অথবা রাডিয়ন এইচডি ৬৪৫০ ডিডিআর ৩ গ্রাফিক্স কার্ড,

> ২ গিগাবাইট র‌্যাম

এইচডি গ্রাফিক্স + ৯০ % স্পিড:

> কোর আই ৫ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর

> জিফোর্স জিটিএক্স ৪৮০ অথবা রাডিয়ন এইচডি ৫৮৭০ গ্রাফিক্স কার্ড,

> ৪ গিগাবাইট র‌্যাম

সর্বোচ্চ গ্রাফিক্স + ৯৮% স্পিড:

> কোর আই ৭ ২৬০০এস ৪-কোর ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর

> রাডিয়ন এইচডি ৭৯৭০ গ্রাফিক্স কার্ড,সা

> ৮ গিগাবাইট র‌্যাম

রেটিং:

১৮+

 

গেম-প্লে:

ম্যাক্স পেইন ৩ এর মূল গেম-প্লে ফিচার হলো এর স্লো-মোশন অথবা “বুলেট টাইম” ইফেক্টটি। যা এককথায় অসাধারণ দারুণ! গেমটির দুনিয়ার অধিকাংশ ডিটেইলস একমাত্র বুলেট টাইম ইফেক্টের মাধ্যমে পাওয়া যাবে। গেমটিতে “পরিবেশ বুলেট টাইম” নামে নতুন একটি ইফেক্ট রয়েছে যেখানে গেমটির স্পিড স্লো হয়ে যাবে এবং প্লেয়ার এর গতি বেড়ে যাবে। গেমটির ইন-ওয়ার্ল্ড এর অধিকাংশ অবজেক্টসমূহ ধ্বংসযোগ্য।

গেমটি নতুন ফিচার হিসেবে কভার সিস্টেম এসেছে যা জিটিএ ৪ গেমটির মতো। তবে নির্মাতের মতে এই ফিচারটি তেমন ব্যবহার না করলেও চলবে।

শত্রুদের মরার দৃশ্য বিভিন্ন রকম হবে তাদের উপর আঘাতের ভিক্তি করে। গেমটি রয়েছে ডুয়াল-ওয়েলডিং অস্ত্র সিস্টেম, এতে দুই হাতে দুই রকমের অস্ত্র বহন করা এবং প্রয়োগ করা যাবে। যেমন, ম্যাক্স একই সময় সাব-মেশিন অস্ত্র এবং পিস্তল ব্যবহার করতে পারবে।

এছাড়াও গুলিবর্ষণের ইফেক্টকে আরো উন্নত এবং জীবন্ত করা হয়েছে যেখানে ম্যাক্স আরো জীবন্ত ভাবে জমীনে পড়বে।

গেমটিতে নতুন ফিচার হিসেবে আরো রয়েছে “লাস্ট ম্যান স্ট্যান্ডিং”। এটি একটি নতুন ফিচার যেখানে, ম্যাক্স এর লাইফ শেষ পর্যায়ে থাকলে এটি একটিভ হবে এবং গুলি এবং পেইনকিলার না থাকলেও অটোমেটিক ভাবে বুলেট টাইম একটিভ হবে। যদি এরপর  শত্রু কিংবা শত্রুগুলোকে মারতে পারো তাহলে বুলেট টাইম শেষ হবে এবং একটি পেইনকিলার পাবে। আর মরে গেলে তো . . . . . . .

তবে শোয়া হতে উঠার সময় পর্যন্ত ম্যাক্স গুলি ছোঁড়তে পারবে না। তাই ম্যাক্স যদি একটি শত্রুভর্তি রুমের মধ্যে জাম্প মারে তাহলে সেকেন্ডের মধ্যে ক্রসফায়ারে পড়তে পারে।

ম্যাক্স পেইন ৩ গেমটি চেকপয়েন্ট অনুসারে গেম সেভ করে এবং কুইক-সেভ ফিচারটি সর্মথন করে না।

মজার কথা হলো ম্যাক্স পেইন ৩ এবং জিটিএ ৫ গেমটির টেস্ট করা হয়েছে একই সাথে!

চরিত্রসমূহ:

কাহিনীচক্র:

গেমটির স্টোরি সেট করা হয়েছে ম্যাক্স পেইন ২ গেমটির ৯ বছর পর। পটভূমি হচ্ছে সাও পাউলো, ব্রাজিল এবং Shantytowns হিসেবে “ফ্যাভেলাস” কে ফিচার করে। গেমটির কাহিনীতে Cidade De Deus এবং Tropa De Elite ব্যাপক ভূমিকা রাখে। ম্যাক্স পেইন ৩ গেমটি “ম্যাক্স পেইন” দুনিয়ায় সেট করা হলেও গেমটির সাথে ম্যাক্স পেইন ছবিটির কোনো সম্পর্ক নেই।

ম্যাক্স পেইন তার পরিবার হারানোর ১৪ বছর এবং আগের গেমটির ৯ বছর পর . . .

ম্যাক্স নিউ ইর্য়ক পুলিশ ডিপার্টমেন্ট হতে অবশর নিয়েছে আলকোহল এবং পেইনকিলারে আসক্ত হয়ে পড়ায়।

এক রাত্রে ঝগড়ার সুত্রপাত ধরে লোকাল মোব বস এর একমাত্র ছেলেকে খুন করে ফেলে এবং এর ফলে একজন মার্কড ম্যান হয়ে যায় ম্যাক্স। পরে ম্যাক্স তার পুরোনো বন্ধু প্যাসোস কাজের আমন্ত্রণে ব্রাজিলের এক ধনী পরিবারে বডিগার্ড হিসেবে কাজে যোগ দেয়।

চ্যাপ্টার সমূহ:

  1. Something Rotten in the Air
  2. Nothing but the Second Best
  3. Just Another Day at the Office
  4. Anyone Can Buy Me a Drink
  5. Alive If Not Exactly Well
  6. A Dame, a Dork, and a Drunk
  7. A Hangover Sent Direct from Mother Nature
  8. Ain't No Reprievement Gonna Be Found Otherwise
  9.  Here I Was Again, Halfway Down the World

10. It's Drive or Shoot, Sister

11. Sun Tan Oil, Stale Margaritas and Greed

12. The Great American Savior of the Poor

13. A Fat Bald Dude with a Bad Temper

14. One Card Left to Play

Something Rotten in the Air


ম্যাক্স পেইন ব্রাজিলের “সাও পাওলো” তে আসে ব্যাঞ্চো পরিবারের বডিগার্ড হিসেবে। চ্যাপ্টারটি শুরু হয় ম্যাক্স ব্যাঞ্চো ম্যানশনের পেনথহাউজে পার্টিতে দাড়িয়ে আছে তার বন্ধু রউল প্যাসোস সাথে। কয়েক মিনিট পর “কমান্ডো সোমব্রা” গ্যাঙ্গ সদস্যরা পার্টিতে হামলা করে এবং রোড্রিগো এবং ফাবিয়ানা কে কিডন্যাপ করে নিয়ে যায়। ম্যাক্স কিছু সদস্যদের মারে ম্যানশনে। পরে ম্যাক্স জানতে পারে যে ফাবিয়ানাকে ম্যানশনের ছাদে বন্দি করে রেখেছে। ছাদে গিয়ে ম্যাক্স ছাদের পাশে ড্রাইভ করে বন্দিকারক সদস্যকে গুলি করে, ফলে ম্যাক্স ছাদ হতে সুইমিং পুলে পরে যায়!

পরে প্যাসোর এর কাছে আলোচনার পর ম্যাক্স জানতে পারে যে কোথায় রোড্রিগোকে কিডন্যাপ করে রাখা হয়েছে। তবে প্যাসো পরে জানতে পারে যে রোড্রিগোর অবস্থান এখনো ক্লিয়ার নয়।

পরে ম্যাক্স পার্কি লটে ছুটে গেলে দেখতে পায় যে একটি ভ্যানে রোড্রিগো কে উঠানো হচ্ছে। ম্যাক্স গেইটে পাস করলে দেখতে পায় যে ভ্যানটি এরিয়া থেকে পালিয়ে যাচ্ছে। তখন ভ্যানের চাকায় গুলি করে রোড্রিগোকে মুক্ত করে ম্যাক্স। পরে স্থানীয় পুলিশ এলাকায় আসে।

Nothing but the Second Best

চ্যাপ্টারটি শুরু হয় ম্যাক্স একটি হেলিকপটারে করে “ক্লাব মোডারনো” তে একটি পার্টিতে জয়েন করতে যাচ্ছে। সাথে রয়েছে ফ্যারিয়ানা, জিয়োভ্যানা, মারচেলো এবং হেলিক্পটার চালক রউল প্যাসোস। পরে ক্লাবে এসে প্যাসোস ছাড়া সবাই কপ্টার হতে নেমে ক্লাবে ঢুকে। ক্লাবে চার জনকে মারচেলোর বন্ধুরা নিয়ে যায় এবং ম্যাক্স ভিআইপি রুমে যায়।

পরে কমান্ডো সোম্ব্রার লিডার পার্টিতে আসে এবং তার সদস্যদের নির্দেশ দেয় যে দুই বোন কে কিডন্যাপ করতে। কিডন্যাপ করার সময় কিছু সাধারণ মানুষকে হত্যা করে । ম্যাক্স পরে বাধ্য হয়ে তাদের সাথে যুদ্ধ করে মারসেলোর জীবন বাঁচায় । অতপর ম্যাক্স প্যাসোসকে ফোন করে কিডন্যাপের ব্যাপারে জানালে প্যাসোস ক্ল্যাবতে আসতে চাইলে ম্যাক্স এতে রাজি হয় না কারণ ম্যাক্সের দ্রুত পলায়ন দরকার ছিলো।

ম্যাক্স কিডন্যাপাদের মারতে গেলে গ্যাঙ্গটি ম্যাক্সকে লিফটের মাধ্যমে আটকে ফেলে। তবে ম্যাক্স অন্য পথে তাদের কাছে যেতে পারে। সেখানে গিয়ে ম্যাক্স দেখে যে মারসেলো এবং প্যাসোস হেলিকপ্টারে আছে, ম্যাক্স হেলিকপ্টারে করে পালানোর সময়, গ্যাঙ্গ এর ছোঁড়া একটি আরপিজি বোম হেলিকপ্টারে আঘাত করে। ফলে ম্যাক্স হেলিকপ্টার হতে পড়ে যায় তবে হেলিকপ্টারের পায়ে ধরে থাকে কিন্তু ম্যাক্স এর সমস্ত পেইনকিলার পড়ে যায়। সেখান থেকেই ম্যাক্স দুই জন গ্যাঙ্গ সদস্যকে খুন করে গুলি করে! এরপর সে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টার হতে পড়ে যায় কিন্তু ভাগ্যবশত অক্ষত অবস্থায় হেলিপ্যাডে নামতে সক্ষম হয়। অতপর গ্যাঙ্গ সদস্যদের মারতে মারতে ম্যাক্স গোভিয়ানাকে খুঁজতে থাকে। গোভিয়ানাকে উদ্ধার করতে সক্ষম হলেও ফ্যাবিয়ানাকে গ্যাঙ্গ সদস্যরা নিয়ে পালিয়ে যায়।

Just Another Day at the Office

মিশনটি শুরু হয় গ্যাঙ্গ কর্তৃক পাঠানো একটি চিঠি রোড্রিগো পড়ছে এমন অবস্থায়। চিঠিতে ফ্যাবিয়ানার মুক্তিপণ চাওয়া হয়। পরে ব্যাঞ্চো পরিবার টাকা দিতে রাজি হয়। ম্যাক্স এবং প্যাসোস টাকা নিয়ে স্ট্যাডিয়ামে আসে এবং মাঠের একদম মাঝখানে গ্যাঙ্গদের সাথে মিট করে। টাকা বদলের সময় একটি স্নাইপার অনেক গ্যাঙ্গ সদস্যদের মারতে সক্ষম হলেও দুর্ঘটনাবশত একটি গুলি ম্যাক্সের কাঁধ ভেদ করে যায়। ম্যাক্স কে নিয়ে প্যাসোস স্ট্যাডিয়ামের ডাক্তারের অফিসে যায় এবং ম্যাক্সের কাঁধে ব্যান্ডেজ বেঁধে একটি PT92 পিস্তল ছুঁড়ে মারে।

পরে তারা স্ট্যাডিয়ামের মিডিয়ারুমে প্রবেশ করে, পথে অস্ত্রবহনকারী একজন গ্যাঙ্গ সদস্যকে পাশ কাটিয়ে যায় তারা (তবে তুমি চাইলে একে মারতেও পারো)।  মিডিয়ারুমে একজন আহত গ্যাঙ্গ সদস্যকে তারা দেখতে পায় এবং সদস্যদের উপর অত্যাচার চালাতে থাকে ফ্যাবিয়ানার খোঁজের জন্য।  আহত সদস্য মারা গেলে তারা শপে ঢুকে, শেষ সদস্যকে পায়ে গুলি করে হত্যা করে ক্রাচা প্রেটো গ্রুপের একজন। ক্রাচা প্রেটোর একজন সদস্য যে পিজি৯২ অস্ত্র বহন করছিল সে গ্যাঙ্গ সদস্যকে মারে। পরে ম্যাক্স এবং প্যাসোস স্নাইপার হাইডআউটে যায় এবং প্যাসোস স্নাইপিং পজিশনে যায় এবং ওদিকে ম্যাক্স প্রেস বক্স হতে জাম্প মারে এবং আরো গ্যাঙ্গ সদস্যদের হত্যা করতে থাকে। ওদিকে প্যাসোস এর স্নাইপার গুলি শেষ হয়ে যায় এবং প্রেটো গ্রপের হাতে ধাওয়া খায়! ম্যাক্স প্রেটোর গ্রুপের সকলকে একে একে হত্যা করতে সক্ষম হয়।

ম্যাক্স প্যাসোসকে একটি সিকুরিটি ক্যামেরা ভিউয়ের সামনে পায় যেখানে দেখানো হচ্ছিল টাকা ভর্তি ব্যাগ নিয়ে যে গ্যাঙ্গ সদস্য যাচ্ছিল তাকে অস্ত্রের মুখে একজন প্রেটো সদস্য তাক করে ধরে রেখেছে এবং জিঙ্গাসাবাদ করছে। সদস্যটি জানায় যে ফ্যাবিয়ানাকে টিইটি নদীর একটি পুরাতন ঘাটে বন্দি করে রাখা হয়েছে, এরপর প্রেটো সদস্যরা তাকে খুন করে ফেলে। ম্যাক্সকে শেষ স্নাইপটি প্রায় আহত করে ফেলছিল কিন্তু রেইল হতে জাম্প মেরে নেমে ম্যাক্স স্নাইপারকে মারতে সক্ষম হয়।

Anyone Can Buy Me a Drink

চ্যাপ্টারটি সাজানো হয়েছে ফ্ল্যাশব্যাক আকারে। ওয়ালটনস বারে একটি চেয়ারে বসে ম্যাক্স ড্রিংক্স করছে। সেখানে নিউ জার্সির মোব বস এর ছেলে এবং তার বন্ধুরা আসে এবং ম্যাক্স এর সাথে মজা করতে থাকে। ম্যাক্স রেগে গিয়ে ছেলেটিকে শাসায় এতে ছেলেটি তার পরিবারের পাওয়ারের কাছে ম্যাক্স তোয়াক্কা করে না ভেবে ম্যাক্সের মুখে একটি পিস্তল ধরে। পরে ছেলেটিকে বার থেকে বের করে দেয় প্যাসোস। প্যাসোস ম্যাক্স কে তার বন্ধু হিসেবে বলে তবে আলকোহলের নেশায় ম্যাক্স কিছুই মনে করতে পারে না। ম্যাক্স, প্যাসোস এবং একটি তরুণী মিলে একসাথে ড্রিংক্স করছে। তখন মোব বস এর ছেলেটি আবারো বারে আসে আরেকটি পিস্তল নিয়ে। তরুণী এবং প্যাসোস এর সাথে ছেলেটির মারাত্বক ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে ছেলেটি তরুণীর উপর আঘাত হানে। এতে ম্যাক্স চরম রেগে গিয়ে M1911 অস্ত্র হাতে নিয়ে ছেলেটির বুকে গুলি করে হত্যা করে। এতে বারে ভয়ানক গুলি বর্ষণ শুরু হয়। কোনো মতে বার হতে তারা বেরিয়ে আসে।

ম্যাক্সে বাড়িতে যেতে যেতে প্যাসোস ম্যাক্সকে ব্রাজিলে বডিগার্ডের কাজের জন্য আমন্ত্রণ জানায়। যেতে যেতে ছেলেটির বাবার সাথে তাদের সংঘর্ষ হয় এবং বাবাটি ম্যাক্স এবং প্যাসোস কে মারার জন্য অনেকগুলো হিটম্যানকে পাঠায়। ম্যাক্স হিটম্যানদের প্রথম গ্রুপের সবাইকে মেরে ফেলে। অতপর ম্যাক্সের পিছনে অনেকগুলো হিটম্যান থাকায় এবং ভারী গুলিবর্ষণের দরুন ম্যাক্স ব্রাজিলের কাজটি গ্রহণ করতে রাজি হয়ে যায়।

Alive, If not exactly well

ম্যাক্স ফ্যাবিয়ানার খোঁজ করতে থাকে সেই ঘাটে যেখানে গ্যাঙ্গ সদস্য দিয়ে ভর্তি। লেভেলটির কিছুক্ষণ পরে ম্যাক্স দেখতে পায় যে গ্যাঙ্গটির দ্বারা ফ্যাবিয়ানাকে ঘাটে আনা হয়েছে এবং বোটটি ড্রাইভার হিসেবে রয়েছে সেরানো এবং বোটটি গ্যাঙ্গ সদস্য দিয়ে ভর্তি। তখনই প্যাসোস আরেকটি বোট নিয়ে আসে এবং ম্যাক্স চড়ে বসে বোটটিতে। প্যাসোস বোটটি চালাচ্ছিল এবং ম্যাক্স LMG অস্ত্র দিয়ে গুলি করছিলো! পুরাই “ডুম” ছবির মতো! তবে মাঝপথে বোটটিতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় এবং প্যাসোস বাধ্য হয়ে বোটটি থামায় এবং বোটটির সমস্যা ফিক্সড করে আবরো শত্রুদের ধাওয়া করতে থাকে। তবে এখন এগিয়ে যাওয়া শত্রুদের ধরতে হলে শর্টকাট পথ নিতে হবে। সবশেষে, প্যাসোস এর বোটটি একটি পুরোনো ওয়ারহাউসে ঢুকে পড়ে এবং ইঞ্জিণটি বিকল হবার আগেই ম্যাক্স অস্ত্র বের করে কয়েক জন গ্যাঙ্গ সদস্যকে হত্যা করে, তবে ম্যাক্স এর কাছ থেকে আবারো ফ্যাবিয়ানা স্লিপ খেয়ে যায়।

A Dame, a Dork, and a Drunk

চ্যাপ্টারটি শুরু হয় প্যাসোস ম্যাক্স এর বাড়িতে আসছে, আর একটি টেবিলের উপর ম্যাক্স ঘুমুচ্ছে পাশে কিছু আলকোহল! প্যাসোস ম্যাক্স কে ঘুম থেকে উঠায় এবং বলে যে, তাদের বস রোড্রিগো তাকে ডেকেছে। ব্যাঞ্চোর অফিসে গিয়ে তারা দেখতে পায় যে নতুন মুখ, “আরমানডো বেকার”। যে ফ্যাবিয়ানাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবে বলতে আশা দিচ্ছে। পরে ম্যাক্স খবর পায় যে, কিছু “বিদ্রোহী” রা বিল্ডিংটি ঘিরে রেখেছে এবং ম্যাক্সকে এখন ওই সবাইকে মারতে হবে তার বস কে রক্ষা করার জন্য। রোড্রিগো কে তার রুমে লক করে রেখে ম্যাক্স ব্যবস্যাটি দেখতে যায়। পরে ম্যাক্স আইটি লোকের কাছে যায় বিল্ডিংটির সিস্টেমটি অনলাইনে আনতে যাতে রোড্রিগো বিল্ডিংটি লক করে দিতে পারে।

বিল্ডিংটি লক করে দেওয়া পর, ম্যাক্স রোড্রিগোর অফিসে আসে, কিন্তু দেখতে পায় যে তার বস রোড্রিগো মৃত অবস্থা টেবিলের উপর পড়ে আছে এবং তার মাথায় গুলি ছেদ করে গিয়েছে। এবং তার সামনে ফ্যাবিয়ানার একটি ক্ষত-বিক্ষত ফটো পড়ে আছে। ম্যাক্স জানতে পারে যে, টেবিলের নিচে একটি বোম লুকানো আছে! সে দ্রুত জানালা দিয়ে বের হতে চাইলে বোমটি ফেটে যায় এবং ম্যাক্স আহত হয় । বিশাল আকৃতি বোম হওয়ায় পুরো বিল্ডিংটি ধ্বংস হতে থাকে বোমের আঘাতে।

চ্যাপ্টারটি শেষ হয় ম্যাক্স একটি গুরুতর আহত গ্যাঙ্গ সদস্যকে পেয়ে। তাকে জিঙ্গেস করে ম্যাক্স জানতে চায় কেন তারা রোড্রিগো কে মেরেছে, কিন্তু সদস্যটি ম্যাক্সকে জানায় যে তারা ম্যাক্সকে মারতে এসেছিল। সদস্যটি মারা যাবার আগে ম্যাক্সকে বলে যায় যে ফ্যাবিয়ানাকে গ্যাঙ্গটি পাহাড়ের উঁচুতে বন্দি করে রেখেছে।

A Hangover Sent Direct from Mother Nature

রোড্রিগো ব্যাঞ্চোর মৃত্যুা এবং তার ফ্যাক্টরির ধ্বংসের পর, ম্যাক্স নিজেকেই এর জন্য দায়ী ভাবে! এবং সিদ্ধান্ত নেয় যে এইসব আলকোহল বাদ দিবে। তাই নিজের মাথা ছেঁটে ফেলে ছদ্মবেশে ম্যাক্স ফ্যাবেলাতে চলে যায়।

নোভা ইসপারর‌্যানসাতে প্রবেশের সময় ম্যাক্স ভিক্টরকে ফোন করে যে তার ছোট ভাই এর সাথে ফ্যাবিয়ানার অবস্থান সম্পর্কে আলোচনা করছিল।

পরে ম্যাক্স ফ্যাভেলা ঢুকার সময় একটি তরুণের সাথে ম্যাক্স এর এনকাউন্টার হয়, যার কাছে ফ্যাবিয়ানা ব্যাঞ্চোর অবস্থান সম্পর্কে তথ্য ছিল। ম্যাক্স সেই তরুণের পিছু পিছু একটি ক্লাবে পার্টিতে ঢুকে। তবে পার্টিতে ম্যাক্সকে বন্ধি করে ফেলে ট্রোপা জেড গ্যাঙ্গ সদস্যরা, এবং ম্যাক্সকে ডাকাতি করে একটি নিম্ন বস্তিতে ফেলে যায়। পরে ম্যাক্স সেখান হতে হেঁটে হেঁটে একটি নোংরা ক্লাবে প্রবেশ করে। ক্লাবে প্রবেশ করে ম্যাক্স টেলিফোন খুঁজতে থাকে। কিন্তু ম্যাক্স দেখে যে তার কাছে তো টাকা নেই! তখনই দ্যা সিলভা ক্লাবে প্রবেশ করে এবং ম্যাক্সকে ফ্যাবিয়ানার অবস্থান সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানায়। যাবার আগে সে ম্যাক্সকে একটি M1911 অস্ত্র দেয় ।

তখন একটি ট্রোপা জেড সদস্য ম্যাক্সকে বিরক্ত করলে ম্যাক্স গুলি ছোঁড়ে এবং শুরু হয়ে যায় গুলিবর্ষণ এবং গুলিবিনিময়! পরে ক্লাবটি সে উড়িয়ে দেয় আগুনের দ্বারা যাতে ড্রাগ গুলো ধ্বংস হয়ে যায়। পরে ম্যাক্স জানতে পারে সে কমান্ডো সোম্ব্রার হেডকোয়াটারেও গুলিবর্ষণ চলছে।

হেডকোয়াটারে গিয়ে ম্যাক্স দেখতে পায় যে গ্যাঙ্গটির লিডার সেরানো, ফ্যাবিয়ানা, গোভিয়ানা এবং মারচেলোকে বন্দি করে রেখেছে। ম্যাক্স সবার অস্ত্র ফেলে দিতে বললে ম্যাক্স এর উপর সকল সদস্যরা অস্ত্র তাক করে এবং ম্যাক্স এর সব অস্ত্র ছিনিয়ে নেয়। তখন ম্যাক্স সেরানো বলে যে সে কাউকে মারতে আসে নি। কিন্তু সেরানো ফ্যাবিয়ানার মাথায় গুলি করে ফ্যাবিয়ানা কে মেরে ফেলে। এতে মারচেলো সেরানোকে মারতে আসলে সেও তার পায়ে গুলি খায়। পরে লোকাল পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের দুজনকে সদস্যরা ফেলে রেখে যায়। ম্যাক্স নির্বাক হয়ে ফ্যাবিয়ানার মৃত দেহ দেখতে থাকে এবং ম্যাক্সকে অস্ত্র তাক করে রাখে একটি সদস্য। শুরু হয় ফ্ল্যাশব্যাক।

Ain't No Revilement Gonna Be Found Otherwise

লেভেলটি শুরু হয় ম্যাক্স তার স্ত্রী এবং মেয়ের কবরে ফুল দিচ্ছে এমন অবস্থায়, পাশে প্যাসোস দাড়িয়ে রয়েছে। প্যাসোস ম্যাক্সকে তার সাথে দেখা করতে বলে কবরস্থান হতে চলে যায়। কিছুক্ষণ পর ডিমারকো এর লাগানো সন্ত্রাসীরা কবরস্থানে আসে এবং ম্যাক্সকে প্রশ্ন করে যে সে ম্যাক্স পেইন কিনা। জবাব না দিলেও গুলিবর্ষণ শুরু হয় এবং ম্যাক্স তাড়াতাড়ি কবরের পাথরে ওপাশে কভার নেয় গুলি থেকে বাঁচতে। ম্যাক্সকে পাহাড় হতে নামতে হবে প্যাসোস এর সাথে মিট করার জন্য। পাহাড় হতে নেমে প্যাসোস কে সাথে নিয়ে রাস্তায় একটি গাড়ি হাইজ্যাক করে তারা ড্রাইভার কে মেরে। ফলে ড্রাইভারটি মারা যায় এবং তার গাড়িটি গেইটে ধাক্কা দেয় এবং গেইটি ধ্বংস হয়ে পড়ে। তারা পরে সিমেট্রির পরবর্তী অংশে যায় যেখানে আরো সন্ত্রাসীরা আক্রমণ করে তাদের উপর । তাদের একজনের কাছে গ্রেণেড লাঞ্চারও ছিল। তাদের সবাইকে মেরে ম্যাক্স এবং প্যাসোস আরেকটি গেইট পাস করলে দেখতে পায় যে, সন্ত্রাসীর একটি গ্রুপ নিজেদের মধ্যে ডিল করছিল যে প্রত্যেককে কত পরিমাণ টাকা পাবে ম্যাক্সকে হত্যার বিনিময়ে। তবে ডিলটি বেশিক্ষণ চলবে পারেনি কারণ প্যাসোস একটি গাড়ির পিছনে গিয়ে গুলি ছুঁড়তে থাকে। আর ম্যাক্স বিভিন্ন জায়গা হতে হঠাৎ উস্থাপন হয়ে গ্রুপটিকে ধ্বংস করতে থাকে। কিন্তু ঘটনাবশত প্যাসোসকে সন্ত্রাসীরা আটক করে ফেলে এবং ম্যাক্স এটি জানতে। যদিও সন্ত্রাসীরা নিশ্চিত ছিল না যে এটা ম্যাক্স নাকি তার বন্ধু।

ম্যাক্স তখন সিমেট্রির পরবর্তী অংশে গিয়ে কিছু সন্ত্রাসীদের হত্যা করতে করতে প্যাসোসকে বাঁচাতে যায়। পরে প্যাসোসকে বাঁচিয়ে অন্য এলাকায় যাবার সময় তারা বুঝতে পারে যে আশেপাশে কোথায় একটি স্নাইপার লুকিয়ে আছে। স্নাইপারকে মেরে তারা একটি Moausoleum ঢুকে তবে সেখানে তারা আটক হয়ে যায় সন্ত্রাসীদের দ্বারা। সন্ত্রাসীরা তাদেরকে  এনথনি ডিমার্কোর কাছে নিয়ে যায়, যে ডিমার্কো ক্রাইম পরিবারের বস। ডিমার্কো ম্যাক্সকে তার ছেলেকে মারার কারণ জানতে চায়। ম্যাক্স তখন ডিমার্কোর কাছে তার ছেলের হত্যার জন্য ক্ষমা চায়, প্যাসোসও দুঃখ প্রকাশ করে কিন্তু ম্যাক্স এবং প্যাসোসকে তারা আহত করে ফেলে যায় এবং নিজেদের কবর নিজেদের খুঁড়তে বলে।

ম্যাক্স পরে সস্ত্রাসীদের মেরে বিল্ডিংটির উপরের তলায় যায় যেখানে প্যাসোস ফোন ব্যবহার করে ব্যাকআপ চায় নিউ জার্সি হতে পালানোর জন্য।

Here I Was Again, Halfway Down the World

গ্যাঙ্গ দলটি ফ্যাবিয়ানা কে খুনের পর, ম্যাক্স গভীর হতাশায় পড়ে যায়। পরে ম্যাক্স সেখান হতে যুদ্ধ করে বেরিয়ে আসে এবং জানতে পারে যে UFF নোভাটে একটি ব্যাপক যুদ্ধ শুরু করেছে গ্যাঙ্গ সদস্যদের বিরুদ্ধে। তখন ম্যাক্সও UFF দের বিরুদ্ধে গুলি ছোঁড়তে থাকে। পড়ে বস্তি থেকে নিরবে ম্যাক্স বেরিয়ে আসে এবং দেখতে পায় যে গোভিয়ানা এবং আহত মারচেলোকে দুজন UFF অফিসারা ধরে নিয়ে যাচ্ছে। তাদের কে ম্যাক্স ফলো করতে থাকে। সেখানে রেগো আদেশ দেয় মারচেলো কে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে । তবে ম্যাক্স বড্ড দেরি করে ফেলায় মারচেলো আগুনে পুড়ে মরে যায় তবে জিয়োভ্যানাকে বাঁচাতে সক্ষম হয় ম্যাক্স রোগোর সাথে যুদ্ধ করে।

It's Drive or Shoot, Sister

চ্যাপ্টারটি শুরু হয় জিয়োভ্যানা প্যাসোস এর সাথে পাবলিক টেলিফোনে কথা বলছিলো এবং ওদিকে ম্যাক্স গুন্ডাদের খুঁজছিল এবং খুন করছিল। ম্যাক্স তার শার্ট খুলে নেয় । জিয়োভ্যানা বলে যে কিছু পুলিশও তার দিকে তাকিয়ে আছে। চ্যাপ্টারটিতে জিয়োভ্যানাকে নেয় ম্যাক্স লুকাবার আশ্রয় খুঁজতে থাকে।

 

> শেষ চারটি চ্যাপ্টারে কি হলো তা গেমটি খেলেই তোমাকে জেনে নিতে হবে বৎস!

 

অস্ত্রসমূহ:

 

সিরিজের আগের গেমসগুলোর মতোই ম্যাক্স পেইন ৩ গেমটিতে রয়েছে বিভিন্ন ধরণের অস্ত্র। রয়েছে নতুন ফিচার ডুয়াল ওয়েল্ডিং এবং ওয়েপন হুইল।

Single handed weapons

 

Close range weapons:

> Night Stick

> Cattle Prod

> Stun Gun

> Pepper Spray

Handguns:

> PT92

> .38 Revolver

> 1911

> 608 Bull

> Auto 9mm (uses SMG ammo)

> DE. 50

Sub-machine guns:

> M10

> M972

> Micro 9mm

Shotguns:

 > Sawn Off

Two handed weapons

Sub-machine guns:

> MPK

> SAF .40

 

Shotguns:

> M500

> M4 Super 90

> SPAS-15

> Super Sport

> Hammerhead (Part of Disorderly Conduct in multiplayer)

Assault rifles:

> AK-47

> FAL

> MD-97L

> G6 Commando

> RPD

> LMG .30

> M4 Assault (Part of the Local Justice DLC)

> UAR-21

> IMG 5.56

> IA2 AR (Part of the Hostage Negotiation DLC)

Rifles & sniper rifles:

 

> Mini-30

> FMP G3S

> M82A1

> M24 (Part of the Hostage Negotiation DLC)

Launchers:

> RPG

> LAW (Part of Silent Killer in multiplayer)

> Rotary Grenade Launcher

> G9 (Part of Disorderly Conduct in multiplayer)

Projectiles

> Tin Can (multiplayer only)

> Flash Grenade (multiplayer only)

> Smoke Grenade (multiplayer only)

> Tear Gas (multiplayer only)

> Grenade (multiplayer only)

> Molotov cocktail (Part of Disorderly Conduct in multiplayer)[3]

> Bouncing Betty

Unusable weapons

> Machete (NPC use only)

> Taser (NPC use only)

> Scalpel (NPC use only)

> C4 (singleplayer cutscenes only)

> Mossberg 590

> Ruger Mini-14 GB

> MP5A3

ডাউনলোডেবল কনটেন্স:

গেমটি ডাউনলোডেবল কনটেন্স সমূহ গেমটি রিলিজের আগেই রকস্টার এনাউন্স করে দেয়। গেমটির টোটাল ৫টি ডাউনলোডেবল কনটেন্স রয়েছে। যা এক সাথে নিলে এক্সবক্স এর জন্য ২৪০০ মাইক্রোসফট পয়েন্ট এবং প্লে-স্টেশন স্টোর ও পিসির জন্য ২৯.৯৯ মার্কিন ডলার / ১৯.৯৯ ইউরো দাম নিবে।

> Local Justice

> Disorganized Crime

> Hostage Negotiation

> Painful Memories

> Deathmatch Made In Heaven

 

 

 

 

 

 

ডাউনলোড:

skidrowcrack.com/max-payne-3-special-edition-full-multi-6/

or

www.skidrowgames.net/max-payne-3-reloaded.html

or

www.skidrowgames.com/5324/action-games/max-payne-3-reloaded/

or

blackboxrepack.com/max-payne-3-black-box/

or

mediafire.vc/games/max-payne-3-black-box-repack-10-01gb.html

 

একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।

গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৯৯টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)

http://www.tunerpage.com

http://www.techtunes.io

http://www.banglafamily.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

max payne 1 and max payne 2 goto bochor game over dichi 🙂 adao future e dimu

nice Tune …

Level 0

valo tune ….vai kisu ta help chassi …pc kinlam 2/3mnth holo bt kno game e mone dhortese na :/ …..1ta valo multiplayer er nam bolen (cracked 😉 )jeta dea sara rat jege thaka jay 😛 ………….css try korechi besi besi tough……. bfbc2 ta valo legeche ….tnx r max pain ami 1 & 2 khelechi (1ta p cmplt kri nai jdi o …) tnx

Level 0

অসাধারণ একটি গেম. এক কথায় চমত্কার. Max Payne ১ & ২ এর মত এটিও মন জয় করতে সমর্থ হবে নিশ্চিতভাবেই এবং আরো ভালোভাবেই. আমি গেমটি ওভার করেছি. শেষ স্টেজ টা যেটা ছাদের উপর সেটা চরম. এখনো মনে পড়লে শিহরিত হয়ে উঠি. তবে আমার মনে হয় গেম টা ডাউনলোড না করে ৩ ডিভিডি (৬০-৭০ টাকা করে প্রতিটি ডিভিডি) কিনে ইনস্টল করলে ভালো হবে.

খুব ভালো টিউন-এর জন্য gamewala ভাই-কে অনেক ধন্যবাদ.