আসসালামু আলাইকুম,
আমার আজকের টিউনটি যারা গেমস খেলেন তাদের জন্য।আমরা যখন গেমস খেলি তখন বিভিন্ন ERROR এর সম্মুখীন হই।এই ERROR থেকে মুক্তি পেতে নিন্মের কাজগলো করুন।আশা করি আপনার সমস্যার সমাধান হবে।
১।JDownloader
যারা ইন্টারনেট থেকে গেমস নামান তাদের জন্য এটা দরকার।যদিও IDM বেস্ট ডাউনলোড ম্যানেজার তবুও এটা দিয়ে Safelink থেকে ডাউনলোড দিতে পারবেন।এটা ফ্রী ডাউনলোড ম্যানেজার।
JDownloader Download link:http://jdownloader.org/download/index
২।Graphic & Audio Driver Update
অনেক সময় গেমেস এর Error Graphic & Audio Driver আপডেট করে দূর করা যায়।
Nvidia ও ATI এর আপডেট লিঙ্ক নিচে দেওয়া হল।
For Nvidia: http://www.nvidia.com/
For ATI:http://support.amd.com/
অডিও ড্রাইভার আপনার সাউন্ডকার্ড অনুযায়ী গুগল এ সার্চ দিয়ে ডাউনলোড করে নিন।
৩।Install the latest DirectX:
অনেক সময় d3dx9_xx.dll এরকম Error দেখা যায়।Direct X আপডেট করে এ সমস্যা দূর করা যায়।
Direct X Download link :http://www.softwarepatch.com/windows/directxdownload.html
৪। Visual C++ Redistributable:
যারা উইন্ডোজ এক্সপি ব্যাবহার করেন তাদের এটা বেশি লাগে।এটা ইন্সটল দেওয়া না থাকলে গেমেস অনেক সময় রান হয় না।উইন্ডোজ ৭ ও ৮ এ এটা সাধারনত লাগেনা।
Visual C++ Redistributable Download link:http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=333325FD-AE52-4E35-B531-508D977D32A6&displaylang=en
৫।.NET Framework:
গেমেস চালানোর জন্য .NET Framework আরেকটি দরকারি সফটওয়্যার।.NET Framework ৩.৫ ও ৪ এর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়াআছে।
MTech19.tk |
.NET Framework 3.5:http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=333325FD-AE52-4E35-B531-508D977D32A6&displaylang=en
.NET Framework 4:http://www.microsoft.com/download/en/details.aspx?id=17851
৬।Mounting Software:
Iso ফাইল মাউন্ট করার জন্য Daemon Tools বেস্ট বলে আমি মনে করি।তবে Magic Disk ও ভাল।
Daemon Tools:http://www.daemon-tools.cc/eng/downloads/dtLite
৭।Games For Windows Live Redistributable:
অনেক গেমেস এর জন্য Games For Windows Live Redistributable এই সফটওয়্যারটা লাগে।নিয়ে নিন এতাও।
Games For Windows Live Redistributable:http://download.microsoft.com/download/D/0/F/D0F9F1BD-9BE6-49E4-8729-4AAAFCAC20F9/gfwlivesetup.exe
মানুষ মাত্রই ভুল।ভুল হলে ক্ষমা করবেন।আর সমস্যা হলে COMMENT করবেন।
আমি Moinul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।