ডিসঅনারড একটি ফাস্ট পারসন স্টেল্থ একশন এ্যাডভেঞ্চার ভিডিও গেম যেটি নির্মাণ করেছে আরকেইন স্টুডিও’স এবং প্রকাশ করেছে ব্যাথেস্ডা সফটওয়াকস। গেমটি অক্টোবর ০৯, ২০১২ মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য রিলিজ পেয়েছে।
গেমটির পটভূমি হিসেবে নেওয়া হয়েছে ডুনওয়াল সিটি বাণ্যিজিক এলাকাকে। ডিসঅনারড গেমটির প্লেয়ার হিসেবে পাচ্ছেন একজন ঐতিহাসিক বডিগার্ড কোর্ভো এট্টানো কে। যে তার ইমপ্রেস এর মৃত্যুর পর এসাসিন হয়ে যায় এবং ইমপ্রেস এর হত্যাকারি এবং তার শত্রুদের খুঁজতে বের হয়। গেমটি ফার্স্ট পারসন ভিউ থেকে খেলা যায়। মিশনগুলো গুপ্তচরের মতো স্টেল্থ মোডে খেলা যাবে অথবা কমবাট মোডেও খেলা যাবে অথবা আপনি চাইলে দুটি মোড একসাথেও খেলতে পারেন। তবে গেমটির ভিতর কিছু চিহ্নিত টার্গেট কে মেরে আপনি ম্যাজিক্যালি মোড আনলক করতে পারবেন। যার দ্বারা আপনি আল্টিমেইট এসাসিন এ রুপান্তরিত হবেন ( অনেকটা ঘোষ্ট রাইডার এর মত)
Developer:
Arkane Studios
Publisher:
Bethesda Softworks
Engine:
Unreal Engine 3
Platform:
Microsoft Windows,
PlayStation 3,
Xbox 360
Release Date:
October 09 - 12, 2012
Genre:
Action-adventure,
Stealth
Ratings:
ESRB: M
PEGI: 18
Trailer Video:
http://www.youtube.com/watch?v=IyDvT7XpaBc
http://www.youtube.com/watch?v=u4b_pKoTebk
http://www.youtube.com/watch?v=u4b_pKoTebk
System Requirements: (Windows XP NOT supported)
Mode | Processor | OS | Ram | V-Ram | HDD |
Minimum | 3.0GHz Dual Core | Win7 | 4GB | 512MB | 9GB Free Space |
Recommended | 2.4GHz Quad Core | Win7 | 4GB | 768MB | |
Maximum | 2.6GHz Core i5 | Win7 | 4GB | 1GB |
গেমটি খেলা যাবে ফার্স্ট পারসন ভিউতে। গেমটিতে আপনাকে স্টেলথ এর উপর জোর দিতে হবে। স্টেলথ এর সাথে আপনার যাবতীয় গেজেট এবং পরিবেশের সাথে খা্প খাইয়ে শত্রুদের মোকাবিলা করবে হবে। গেমসটির বিভিন্ন গুপ্ত জায়গায় প্লেয়ার এর পাওয়ার আপ লুকানো অবস্থায় রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি প্লেয়ার এর মুভমেন্ট এবং পাওয়ার সমূহ কে আপডেড করতে পারবেন। মিশনগুলোর মধ্যে প্লেয়ারকে একটি হাব এ নিয়ে যাওয়া হবে সেখানে আপনি আপনার পক্ষের যোদ্ধাদের কাছ থেকে পরবর্তী মিশন এর অবজেক্টসমূহ জেনে নিতে পারেন, অল্টারনেট অবজেক্ট সমূহও জেনে নিতে পারেন, অস্ত্রভান্ডার থেকে আনলক করা অস্ত্র সমূহ ও বেছে নিতে পারেন (এটি অনেকটা হিটম্যান গেমস সিরিজের হাইড-আউট বাসার মতই)। গেমটির পটভূমিতে রয়েছে সমুদ্র বন্দর, রয়াল স্টেট, পোভার্টি স্টিকেন স্টিট এবং একটি বাথহাউস। গেমটি প্লেয়ারকে যেখানে খুশি সেভ করার সুবিধা দেয় সাথে হয়েছে অটোমেটিক চেকপয়েন্ট সেভ সিস্টেম। গেমটি চার ধরণের ডিফিকাল্টি মোডে খেলা যাবে। তবে হেল্থ রিজেনারেশন সুবিধাটি শুধুমাত্র ইজি মোড এ-ই পাওয়া যাবে।
এছাড়াও ডিসঅনার গেমটি রোল প্লেয়িং গেম ইলিমেন্ট সিস্টেম সার্পোট করে। যেখানে আপনি ক্যারেক্টার আপগ্রেডিং সিস্টেম এবং মরাল চয়েস অপশন পাবেন। গেমটি হিটম্যান সিরিজের সুপার সাইলেন্ট রেঙ্কিং মোড এর মতই এডিশনাল কাউকে না মেরে শুধু টার্গেট এবং বসগুলোকে মারা যাবে। তবে এখানেও, বস এবং টার্গেটসমূহ কে “সরাসরি খুন” করা যাবে না। টার্গেট সমূহকে কিডন্যাপ করে গভীর খাদে (মাইন) ফেলে মারতে হবে। প্রত্যেকটি মিশন এই বহু অল্টারনেটিভ রাস্তা রয়েছে টার্গেট এ পৌঁছানোর জন্য। এর মধ্য থেকে আপনাকে সর্বউত্তমটি বেছে নিতে হবে। গেমটিতে বাস-বিক জীবনধারা আনা হয়েছে। যেমন, টার্গেট সমূহ একটি মিশন এ-ই ভিন্ন ভিন্ন পোশাকে এবং মুখোশে দেখা যাবে। (যেখানে হিটম্যান সিরিজে টার্গেটসমূহকে একই পোষাকে দেখা যেত এবং একই এরিয়ার ভিতর ঘোরাফেরা করতো)
আপনার প্লেয়ার এর উপর দখল এর উপর ভিক্তি করে গেমসটি পটভূমি এবং স্টোরিলাইন পাল্টাবে। চাইলে আপনি প্লেয়াকে ভাল অথবা ডিমন হিসেবে খেলাতে পারবেন। গেমটি উড়াধুড়া ভাবে (ডেল্টা ফোর্স) খেললে মিশনগুলো স্টেলথ মোডের চাইতে তাড়াতাড়ি পার করতে পারবেন তবে এতে আপনার হেলথ , মানা পয়েন্ট এবং অভারঅল গেম স্টোরিলাইনে ব্যাপক পরিবর্তন আসবে। যার কারণে আপনাকে একটি সংঘাতময় মিশয়গুলোয় ঠেলে দিবে। যেখানে ডাইরেক্ট যুদ্ধ ছাড়া অন্য কোন উপায় থাকবে না।
গেমটি ৬টি একটিভ পাওয়ারস সাপোর্ট করে। এদের মধ্যে ৪টি পাওয়ার সবসময় আপনার কাছে থাকবে। বাকি দুটি ৪০টি কঙ্কাল সংগ্রহ করে আনলক করতে হবে ডিমন মোডে প্রবেশ এর জন্য। এই দুটি পাওয়ার অর্জন করতে পারলে সমস- সুপারন্যাচারাল পাওয়ারসমূহ ও আনলক হয়ে যাবে। যেগুলো আপনি প্রয়োগ করতে পারবেন আপনার মানা পয়েন্ট এর চার্জ এর ভিত্তিকে।
সুপার ন্যাচারাল পাওয়ারসমূহের সর্ব উপরে রয়েছে পশেশিয়ন। যেটি একটিভ হলে আপনি গেমসটির কভার পিকচার এর মত কঙ্কাল সরূপ হয়ে যাবেন। বাম হাতে আগুন ধরবে এবং ডান হাতে হরেক রকম অস্ত্র পাবেন। এছাড়াও রয়েছে ডার্ক ভিশন। যেটির মাধ্যমে শত্রুদেরকে দেয়াল ভেদ করে দেখতে এবং তাদের কথাবার্তা শুনতে পারবেন। রয়েছে ডিভররিং সোয়ামস, যার মাধ্যমে ডেডথি ইঁদুর আনতে পারবেন শত্রুদের বধের জন্য। রয়েছে টাইম বেন্ড, যার মাধ্যমে সময়কে ধরে রাখতে পারবেন। রয়েছে ওয়াইন্ড ব্লাস্ট, যার মাধ্যমে বালু ঝড় তৈরি এবং প্রয়োগ করতে পারবেন। এছাড়াও সুপার ন্যাচারাল পাওয়ার সমূহের মধ্যে রয়েছে শ্যাডো কিল। যার সাহায্যে মরা ডেড বডি (শত্রুর) গুলোকে আবারো জিন্দা করে তাদের হাইডআউট সম্পর্কে জেনে নেওয়া। এটি টার্গেট এর অবস্থান সম্পর্কে ধারণা স্পষ্ট করে।
ডাউনলোড:
http://www.skidrowcrack.com/dishonored-black-box-repack
or
www.skidrowgames.net/dishonored-skidrow.html
Torrent:
thepiratebay.sx/torrent/7711477
এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।
আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ২০১টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Game wala vai egie jao amra asi tomer pasone!!!!
NICE POST!!!!
Many many thanks Fahad vai..