টেস্ট ড্রাইভ আনলিমিটেড ২ একটি মোটরবাইক এবং গাড়ি এ দুটির সমন্বেয়ে একটি রেসিং গেমস। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ পিসি, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য গত বছরের ফেব্রুয়ারী (২০১১) তে রিলিজ পায়। গেমটি ২০০৭ সালের টেস্ট ড্রাইভ আল্টিমেইট গেমটির সিকুয়্যাল।
Developer:
Eden Games
Publisher:
Atari
Series:
Test Drive
Engine:
In-house engine, Havok physics
Platform(s):
Microsoft Windows,
PlayStation 3,
Xbox 360.
Release Date:
8 February, 2011
Genre:
Racing,
Open World
Mode:
Single-Player,
Multiplayer
Rating:
ACB: PG
CERO: B
ESRB: T
PEGI: 12
Trailer Video(s):
http://www.youtube.com/watch?v=JkrUnTSby8s
http://www.youtube.com/watch?v=a6C4RtnMjP0
http://www.youtube.com/watch?v=8JaJ1c2AQfE
http://www.youtube.com/watch?v=AMOQTS49zrI
http://www.youtube.com/watch?v=qft4fmt85nQ
http://www.youtube.com/watch?v=0Nx46FQRNfY
http://www.youtube.com/watch?v=S-lNSBX5FCE
System Requirements:
Mode | OS | Processor | RAM | V-Ram | HDD |
Minimum | WinXP | Core 2 Duo 2.2GHz | 2GB | 512MB | 18GB |
Normal | WinXP | Quad Core 2.2GHz | 2GB | 512MB | |
Maximum | Win7 | Core i5 2.6GHz | 2GB | 1GB |
গেমটি অনেক ধৈর্য্য, চিন্তা-ভাবনা করে খেলতে হয়। উড়াধুড়া রেসিং গেম এটি নয়। যারা সিরিজের ১ম গেমটি খেলেছেন তারা এটা জানেনই। টেস্ট ড্রাইভ ২ গেমটিতে একটি স্টোরিলাইনের মধ্য দিয়ে আপনাকে গেমটি খেলে যেতে হবে। গেমটিতে আপনাকে ৬৩টি লেভেল এর মধ্য দিয়ে যেতে হবে। এজন্য আপনাকে এক্সপেরিয়েন্স পয়েন্ট অর্জন করতে হবে। আপনি পয়েন্ট অর্জন করতে পারেন:
ক) কম্পিটিশন (রেসিং, চ্যালেঞ্জ গুলো শেষ করে)
খ) সোসাল (ইন্টারনেট এর মাধ্যমে বন্ধু বানানো, নেট এ রেস খেলা, ক্লাব গুলো জয়েন ইত্যাদি)
গ) ডিসকোভার (সবগুলো রোড, গাড়ি, নিদির্ষ্ট লোকেশনের ছবি তোলা ইত্যাদি)
ঘ) কালেকশন (গাড়ি কেনা, বাড়ি কেনা, ফার্নিচার কেনা, জামা-কাপড় ইত্যাদির কালেকশন)
তবে বোনাস ১০টি লেভেল অতিরিক্ত পাওয়া যাবে যারা অনলাইনে গেমটির জন্য অর্ডার দিবেন। গেমটিতে আপনি এক্সট্রা টাকা অর্জন করতে পারেন ভাল ড্রাইভিং এর মাধ্যমে। ভাল ড্রাইভিং মানে রকেট গতিতে গাড়ি চালাবেন, স্টান্ট নিবেন, বেঁকানো রাস-াগুলোটে সুন্দর ড্রাফট করবেন এবং ট্রাফিক গাড়ির সমূহের সাথে সংঘর্ষ এড়িয়ে চলবেন। প্রত্যেকটি আইল্যান্ড এর একটি করে গোপন গাড়ি থাকে। যা আপনি একটু কষ্ট করে আইল্যান্ড এ খুজঁলেই পেতে পারেন। গেমটিতে প্লেয়ারকে চুল, কাপড়, ফিজিক্যাল লুক ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। এছাড়াও বাড়ি কিনতে পারবেন।
গেমটির পটভূমি বা লোকেশন হিসেবে সেট করা হয়েছে ইবিজা আইল্যান্ড (Near Spain in the Mediterranean Sea) এবং ওয়াহু আইল্যান্ড। বাস-বিক লোকেশনের প্রায় অনুরুপ করে গেমটি নির্মাণ করা হয়েছে। গেমটি মোট রোড রয়েছে ৩০০০ কিলোমিটার বা ১৮৬৪ মাইলস।
এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ড এ যেতে হলে আপনি সরাসরি ড্রাইভিং করে যেতে পারেন অথবা প্লেন এর সাহায্য নিতে পারেন। তবে প্লেন ব্যবহার করতে হয়ে আপনাকে লেভেল ১০ আনলাক করতে হবে। গেমটিতে ২৪ ঘন্টা ডাইনামিক আবহাওয়া সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে গেমটির বাস-বিক গুণ অনেকাংশে বেড়েছে। বৃষ্টির জন্য রাস-া পিচ্ছিল হবে এবং এর ফলে গাড়ি হ্যান্ডিং এ একটু বেগ পেতে হবে আপনাকে।
মাল্টিপ্লেয়ার এ একসাথে ৮ জন মিলে গেমটি খেলতে পারবেন। নিজ নিজ আইল্যান্ড এর এয়ারপোর্টে এ গিয়ে অনলাইন গেমস এর সাথে যুক্ত হতে হবে। আর টেস্ট ড্রাইভ ওয়েবসাইটে গেমটি খেলতে হলে আপনাকে কোনো প্রকার ফি দিতে হবে না। তবে আপনার ডিভিডি কী (যেটি অরিজিনাল ডিভিডির সাথে দেওয়া থাকে) টি লাগবে।
ডাউনলোড:
http://www.aomine.org/2013/04/test-drive-unlimited-2.html
or
http://www.gloverzz.net/2012/05/test-drive-unlimited-2.html
or
http://www.hottergaming.com/2013/04/Test-Drive-Unlimited-2-Pc-Game-Free-Download.html
or
http://www.fullysoftware.com/test-drive-unlimited-2-download-full-pc-game/
or
http://www.getyfree.com/free-download-test-drive-unlimited-2-game-full-pc/
Torrent:
thepiratebay.sx/torrent/6157086
এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।
একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
গেমস জোন মুলত ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৯৯টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
BlackBox গেমস সাইজ কম Skidrow সাইজ বেশি কেন