কেমন আছেন গেমস প্রেমীরা? নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকের পর্বে থাকছে জনপ্রিয় হরর শুটিং গেমস দ্যা হাউস অফ দ্যা ডেড গেমস সিরিজের সর্বশেষ গেমস।
আজকের গেমস The House of the Dead: Overkill
The House of the Dead: Overkill একটি ফার্স্ট পারসন রেইল শুটার গান গেমস যেটি ডেভেলপ করেছে Headstrong Games এবং পাবলিশ করেছে সেগা। গেমটি দ্যা হাউস অফ দ্যা ডেড সিরিজের ৫ম গেমস এবং “হাউস অফ দ্যা ডেড” গল্প কাহিনীর প্রিকুয়্যাল। গেমটি সিরিজের প্রথম কনসোল বেইস গেমস। গেমটি ফেব্রুয়ারী ২০০৯ সালে ওইই গেমস কনসোল এর জন্য রিলিজ পায়। পরে ২০১১-২০১২ সালের অক্টোবর-ফেব্রুয়ারীতে গেমটির এক্সটেন্ডটেড কাট নামের আরেকটি গেমস রিলিজ হয় প্লে-স্টেশন ৩ গেমস কনসোল এর জন্য।
Developer:
Publisher:
Series:
The House of the Dead
Platform(s):
Release Date:
October, 2009 on Wii,
October 2011 - February 2012 on PlayStation 3 (PS3)
Genre:
Rail Shooter
Mode:
Single and Multiplayer
Rating:
ACB: MA 15+
BBFC: 18
CERO: D
ESRB: M
OFLC: R16
PEGI: 18
USK: Indexed
Trailer Video:
http://www.youtube.com/watch?v=YKUD2sLE5rM
http://www.youtube.com/watch?v=2slXnn4uOBI
http://www.youtube.com/watch?v=ziRD5dIezYM
http://www.youtube.com/watch?v=2gZseqhNJmA
http://www.youtube.com/watch?v=RekzeYQwmqk
সিরিজের আগের গেমগুলোর মতোই, ওভারকিল রেইল শুটিং গেমস। যারা সিরিজের আগের গেমগুলি খেলেছেন তারা তো বুঝছেন ই। যথারীতি স্টোরি মোড এ সোলো কিংবা ২জন মিলে খেলা যাবে। যদিও এটির কোনো পিসি ভার্সন নেই তবুই যারা কনসোল এ গেমটি খেলেছেন তারাই বলবেন গেমটি জটিল। গেমটিতে কম্বো কিলিং পয়েন্ট যুক্ত করা হয়েছে। সম্পুর্ণ পয়েন্ট পাবেন মাথায় গুলি করলে। এছাড়াও সাধারণদের বাঁচানো, বোনাস পিকআপ শুটিং ইত্যাদিতেও পয়েন্ট বেশি পাবেন। তবে একবার মরে গেলে আপনার সব পয়েন্ট বির্সজন দিতে হবে । প্রত্যেক লেভেল এর ফাইনাল স্কোর এর উপর ভিত্তি করে নতুন নতুন অস্ত্র এবং আপগ্রেড পাবেন। একবার গেমটি শেষ করলে ডিরেক্টরস কাট অপশনটি আনলক হবে। এতে আপনি আবারো গেমটি খেলতে পারবেন তবে এবার হার্ডার মোড হবে। সাথে থাকছে বোনাস লেভেল এবং ফ্রি কন্টিনিউস।
গেমটির পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে কোল্ড ওয়ার এর আগের বছর ১৯৯১ সাল। যেখানে এজেন্ট “জি” তার প্রথম মিশন এ যান। লুইসিয়ানার একটি ছোট্ট গ্রামে। তার অবজেক্ট হয় ড্রাগ লড পাপা কেসার কে খুঁজে বের করা। তবে সেখানে গিয়ে “জি” প্যারানরমাল একটিভিটিস এর খোঁজ পায়। লুইসিয়ানার গ্রামে গিয়ে “জি” আরেকজনের সাথে দল বাধেন। তিনি হলেন গুপ্তচার ইসহাক ওয়াশিংটন। যার বাবাকে ড্রাগ লড মেরে ফেলেছিল। গেমটির প্রথম মিশন “পাপা’স প্লেস অফ পেইন” , এজেন্ট জি এবং ইসহাক একটি মেনশন এর খোঁজ পায় যার মালিকানায় ছিল ড্রাগ লর্ড কেসার। মেনশনটির বেইসমেন্ট এর প্রবেশের পর ড্রার্গ লর্ডকে বেহুঁশ অবস'ায় দেখা যায়। তাকে বেহুঁশ করেছিল তারই পি.এ. জেসপার। এরপর জেসপার এবং এজেন্ট জি এবং ইসহাক এদের মধ্যে যুদ্ধ। জেসপার কে পরাজিত করার পর এজেন্ট জি এবং ইসহাক জেসপার এর বড় বোন ভারলার সাথে দেখা করে। প্রথম মিশন এখানেই শেষ। এভাবে গল্পটি এগিয়ে যেতে থাকে।
ক্যারেক্টার:
১) এজেন্ট “জি”: যারা হাউস অফ ডেড এর সিরিজ গুলো খেলেছেন তাদের কাছে অতি পরিচিত একজন হলেন এজেন্ট “জি”। তার এক্সপেরিয়েন্স নেই তবে তিনি হাইলি ট্রেইন্ড এবং ডেডলি। তিনি এ.এম.এস একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এই ওভারকিল গেমসটিতে তার প্রথম মিশন।
২) ডিটেকটিভ ইসকাল ওয়াশিংটন: প্রচুর পরিমাণে মদ্যপ, “লেডিস ম্যান”, প্রায় মেনটাল মেজাজ এবং ছ্যাঁকা খাওয়া পারসন। ওভারকিল এর তার মিশন দ্বারায় ড্রাগ লর্ড এর বিরুদ্ধে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। তার একটি মারাত্বক বদঅভ্যাস হলো তিনি তার কাছে বোম রাখতে পারেন না মানে বোম হাত ফসকে বেরিয়ে যায়।
৩) পাপা কেসার: ড্রাগ এবং ক্রাইম লর্ড। তিনি ভারলার ভাই জেসপারকে জোড়পূর্বক তার পি.এ. করে নেন। এর পর বিজ্ঞানীদেরকে ফোর্স করেন বায়োও গ্রামের নিরিহ মানুষদের কে প্যারানরমাল দানবে পরিণত করতে।
৪) ভারলা গানস: এহেম এহেম! তিনি জেসপার এর বড় বোন এবং হটটটেস্ট মহিলা বায়োও সিটি ক্লাব এর।
৫) ক্যান্ডি স্ট্রিপার: তরুণী স্ট্রিপার। জেসপার এর লাভার। ড্রার্গ লর্ড কর্তৃক জেসপার এর মৃত্যুর জন্য সে এজেন্ট, ইসহাস এবং ভারলাদের সাথে যোগ হয় ড্রাগ লর্ডকে শেষ করতে।
৬) ওর্য়াডেন ক্ল্যামেন্ট ডারলিং: রহস্যজনক জেলবন্দি। যাকে গেমটির অনেক জায়গাতেই দেখা যায়।
The House of the Dead: Overkill - Extended Cut:
অক্টোবর ২৫, ২০১১ এবং ফেব্রুয়ারী ৫, ২০১২ তে প্লে স্টেশন ৩ এর জন্য নতুন দুইটি লেভেল, উন্নত থিড্রি গ্রাফিক্স এবং কাটসিনস এবং নতুন মিউজিক নিয়ে গেমটি এক্সটেন্ডেড কার্টস রিলিজ পায়।
যারা গেমটি খেলেননি তারা পিসির মাধ্যমে খেলতে হলে আপনার একটি কোর আই ৩ পিসি সাথে পিএস৩ এমুলেটর দিয়ে গেমটি খেলতে হবে।
ডাউনলোড:
http://download-full-gamez-free.blogspot.com/2012/08/the-house-of-dead-overkill-ps3-abstrakt.html
এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।
আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৯৮টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
আহারে!!! পিসি এর জন্য নাই :/